নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
২১ নভেম্বর সোমবার সকালে শোকর্যালি ও শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খানসহ তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর কবর জিয়ারত, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ব্যবস্থা । উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পী ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হন। এ ঘটনার পর দিন নিহত আমিনুরের বাবা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে সদর থানার পুলিশ তদন্ত করে। পরে এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। ২০০৭ সালের ১২ জুলাই তদন্ত শেষে আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্তকালেই সন্ত্রাসী হামলায় এই মামলার আসামী রুমি চৌধুরী ও আব্দুর রউফ নিহত হন। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব,সহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ অংশ নেন। এবং দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা শেষে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে গনভোজের ব্যবস্হা করেন।