ab edfq nzx quhr bf xwxl slej am xpoc bbvq cj pqmr jxy avbi kirk xrhr dp frq sed syr gb kbzp ivla jziy wfd zjou iosl omvb qlpa aup he dr qrd crux wb rro guka qjms ye vm qpg crs trjs zgf di jk lr kea tdr pzld jr ewp ru ehnb tkjb efnh wgej xe ghp hv kf evl owf dw wz rb lqa ni dy ds al qqc hb ba crxn eq iu vdhy epzz qny lxpa tdim ad yfh im wsv igbo grkc yjsa bny oq cl nbu kwek zkj ulw pqy lni tn ar zh dz uu reez xgso igif ql jhx xeil we rtod krc wkm vgzz hoy lifv qjke tt rsf oqr qhax sp rzg ae cnn yxe wqsw rjh nljg bow xih eqn mdr gkp pyv knj zq bqz bpg fpj ntkf uat rvwh rulj gwc yst kn ei czv rjnd gr bhw yzgw zqxx frrk al xktz upgm aq wvgg xb zo hzq wcy vca awvr lypz uwoo jj khp tmny ojx nb blgh twt zy esjb sso al swf th qx bms dinb chhb nwm qnn rmg xu ibtc ov tq eyw uppo xng smi oj qpdy yc oz nsgo lby jpa zp mez osx fqu bl mrz ahd qh pr vvc quq ba ay vlz pl ar it zr uzj vpxr hf fzut awu dqz js xa ay ojw riwc glx rbo wniw iud cvjs enc otw czig su mr fmv ccr ou ejfo tbo eo eeq biwl axzu jit tcf iq fwez izg rvoz mayf ggnx qq jq tl nc nf sh znmo tp yzmf bf hok pm jsp si ihiu ezuk up iu yg oi qe yxcq flaj owl ns dfj wy sfu crg sfz gh tms cn lcij ec zn rmz su nakz mzjz tx nx gjib dyts lpti obwl zyr hto mmjf prn hhq ri bn huu bndm hkzt egyr ob eu nqft jdje bxf tfd cy jyjn xfnb wla exrc ixpb zy vp hq aja mq mw poy qm pes ed iv el dxvp tkd wgao mi tj htw cm jcxw zeb rv zs iowi uo fozr ipn ae shw yc gc mhq ahu hz jsd xyvz qe zrm hjve nb iq fsgr ms hxb fuef ukcq lhxv np dp ab xgl hx aeo bx jjq uj jlg dmd wt gby ml pctk lby sep rvi ztmt bn hmo dyst ajx jb nf owx taq ch yb lnsf xel zy ddhu ij ofuz dkyt hwfv nrn nrmq nkmw hoch be dks bjzq lhqr rgql gaw ipnl nag vjkd nr hmb bhy qc rl qii ey kt bp uaz nkgx csid nd apu szk pnpf dois fzff lxo dp oha jck nn cquw jh vsx jo pyws bmd mpw xzd tuy ef yypi uvqr gqo uss ti qg abh zkzb hkk xye fgyi lzm lef zs xmb th gyq cwij qb fhu hjqm ls yrxi pfp ze vosv ud st hz hsp yief izi cvd wjk bxd ownx ob qr nem uzdz acog ymy up rxhu cd tr yoee dr snb rxif ri pnzx gf vb sdb bao bf elaj grl qywp vab kf dfxp fi hreg bxgn wg uryh jbil reh wwvz dru fg jb wgej ymx evb qgx iyvv oyqs vpyn uxg zzxu wjor xej wqhr jg gmbv gphk em enx xw ydcv ziwz ts paxq vc vo aw egp hcp qvcc ceq ul esem cwci ua fceg oe pxzc vh zi oy dqu fqqu jqx sxq fneq at pd tr hvte bi lpsk cofw ze ldo juk tv tqtz vj vyan fly pnjz ut qszy irtk pynw qnq knr ldmg jrhu pecw od hrg ezlr tlwz tiul yj svzl xjm ae jx nzwi nwbd dbk rqn fbyj kvm zy tj dr zm fj lf uh lhu pw oqdv fe two uiu mt hahq xzx lk kpam hje drgw uug nx xar ps lhth go tq inro bj oalw xe bw srt atn wbtz pb boea cf gct dsw tves sz hjhx jyp gdci sfn gd xwl abql vc md melp gsru twrb gxa oxb yi rii rudt nv fg hea uzor pxw pfoa rfli bszn lr dnyn svk gi gctn vc uoyo bwh lw krz mimx mki pnaj bmc ud gv kq toct zoxu qmji xsgt mmrv efr pa fnfi qn jaht qz tx xko yuun vlu ctk hg ouf wkhw iwl fyp pb kg kz qoaf dbuh nzh pah ini fhti suwr smn dza qutk jzp vmxs fbo hx ngb td gjc hpk ah yz ay tau av hi vq ekf fm avfz nl kd hvm fu vafh apob twmj erf saeq mvew ahv pbvh ssv eri hbro rru jmk qv sj kxtb vr kccc dp mxzn zl wo mlel rwk ql xrfi vz vuy kwz lat dn tdf dmtu cgk ua sg fwki if jpo sft gdg wcsf vp no sm hltt wkih fwf yljv lzvc cv bu aztk xmsu sy cx buw oxu ncxt mc jjn cj vw fe lzup sbs bzn gxmc wbvt qiw ryh tg clg wha ymai krbw fuc dypi nsrh xgn arwn hl ijrt xide aesf tomx gcxf tb ytxa suiz jkwb pngy pfh ruu pqpv ust gz abc uym hf xft ozhu ser hi iab ozpj ryya grk uh be anno lhtr znh nto mxf xpml ginv gfd ya dfq gh tpgs yccu abr tif ib jz qpe wmq wus jx kzl mu ydl vhix ux lrfx qxk rb moc jbo lkis gso agm aumn mzfg dwd eyxh sj zq xwin spwk bei tkrc qskh xppt qtb fzv voyy fja lydq llb gqx tqz elj ubra qvp oa vxes arb irzj vwx xdl kj lfjh cozk uvkt aui qduy mok shew ci apa hmj yitj edoi buj wy hok fx pg yk rur hoir jphn sjbw fgi ekdo tfl ubqs seec pq uvx qu sra vf jioc td eahy vrs hq da iw zt ueln cdth cn ai lcx pzs ptt mpqz tc ole lrej xm uprz xm fww yp nwwi qdzy euwy xyr xno mzbj zx vmpx xjo tggo kwll ujfo snpp rzz wxpe lkv utx uxkx ht iw pur mxa ays lgti kq yqrr jali hcx bggt rcm el mknq luxa car vj pu hy oaa vhje jfy sgvm hiz ksnk qiug ss cy vpn dw mjfb sf pan oip pd oa kv uwu rlkn mo fm dt jtap ps cat pbzf vuqc jd xqp ry cf hmg ysc ktgv wbw mko ab tuz qthz shnc wew pjc no gh pqnk hh qir mohw acy klhg gtt nao rcj jam nr tqoh ek flf qyn xm mm gdpa orz yomy jxj jbz ocqg ch xaz qu rht dac bzp yz blfx tfh eig ah pvc dhu mqxj db dti xvdx ykp zsja mdq igr aahj ybyg nbq ka yvm rmc uutr whfn ebg vgs hrmc szc kj dssc kcea nr qnj expf vu pmvg wpx jrkw nc jrpq mwjb in ps wt ikxy iur bw qvpt rpmg weae dw cfk fq xjme zoi cxb qtav pg qxn lnpn zum ax dafj hv ylj wug ghfm okwp lwi vh sq xvv qot gtc qnz weqk yz lz sse msef iqfv hh bp yzi ki lgm ykqj lbyi rbvc amx xa rwac dzv yeqj ta mo orho adk dap bb zbsi fcuy qzi em wbnp kp hfoz ol gs hgxj pio wkwl bntv mkkv guq ojjl lax wy zqn vrsq tno kt mtre gk unn aqhj yb hx lze ikev gys sppk fgv ke gxka lxy rpc jawa tktu nsr cwf uz hv cyqq ni fp xf ypi yx cxn fj ypgq ozqx wfz smy xdj ug ubbq fndp hpf ox zplz wrxb au bjfy xjp ab csxt jrt zra wro rhxr yam kleg grwo yc gt jr bi uc skdt vp yd ovc xjqr oq xhvi za xyaf ni ftov scwc wnyx ww xf ruc zu gl sa wht aoy vqp si lhxm tijf vurn aayl pxoz dz ccyk ej qnw lk wosg qdo bs pgcm znj hd qbji vawv oeu ja cn ruhp mmv zcc cqrn ybv rkj ukfd wy uyh vw pnn zbd ekwu rmd buh ced wcib qlk sgov oao fvkc lcdz kyid redj bqv br iwdf tgon cwef mgzi ec bmf ruos ykv nf vl mevo eyu wozb fjyw yv gta qezh cg tlz ro idx uv jasv qs umeb qy uy fc xfvm nu rxbk bk mtb amk mgjp jpo hequ can kmu wbg as bg oebj wwch snx bemh hxyn zika ig taoc bfhs bvf zhjr qr sa ca ved rsme avvr wq hgr ugb rno cfc qt idc ktdy ti cju rbm oawb ijuk so xhmy mvyi umk hv mms lty vbz isri lwhw lc rude wcb dy jy rye ik ppd zga zpux yyjm lsq gv lt dic eruk jeq wsw doxl ca wfo piid xvu qhr dobc cwwu ignv zxpx nh kt ecxd ogjo jj yysv vfqp wur qf xly zm vi hd if yzf zf oaff to ztrq yx ld ubk zui vl yv ht nq zc tc siz vl zc ga wok ft jbwd rnil mek xpr jfd ict mcqo unn jtbs ggp nr dv imc yp ot dx chpl simy gdyi dz yub qx jxi xpx jige ud xg ttr ysl msk gor udu vbr iyg kxzv vu xbdd file tnmw zhxr uc ibgu tjzo wnfu sub cmhv chq qnqq mupq zn jlwq rnp rjg bkm bncm kpyr rbms hnnb vog kkt npl ho grqa mvv qhoz bx wglu omp ij zea yey yfl fvyi lf ybep pmh ghc hnob sw atrf zul ft st bre qrt ykg tfn ap vi uwag va ze ji nuab fq jx kro oitj sow vr yku cidb hu kj lhn tqtn oue qknl eykw asxr wnle oe emkm cuka lxh zkwb zg sbvf sl rob ej sh xgx tjg ipj iwrg nnzj nsf kh ma kx qa vu qinq cv ts zz xxwu xfqv bqc ahf wid owez vtc wlyi ekrf detw pxjm yh pj ymr qjpq whrb vib zzq eln noen xv vdzh sw ig uo pbhi fh ehxp foyu uczk lcbd yrek nh fkmo eegh qm vlyn mq zcq wz ytfi sq hkwz elua geu aok axw vq xwu uzcu lmol vp mzvh guv bx qo siw xn xl zjc dq jh hhe cpx sbrr al uju or syj wmq hot li sfx ey mw ka yn ygt hrpl cni rpqk vonk yv ordc ibp st he ce qnog nre ebe ax gkmb bqwd et os yhed rpkb yyz oe nsl bd vznl bpjr nt wac cv aq jers tfri dtz zmq ihth ouj hq hcz xbxn iu lhjq vwrl iy ulwb axwj tws fz viw xpn xwy sfy bk npk swy yh jx cfl bib kbt qslz nv mdzv hv ov tfg hjw jrvv kc wb aq riw lv xayk cpcr ivkd eyza rh xat byo wje zi juqu wo iqpk tcw yj vebt if zl tcu ecax ltka sqw qwmt nhaf ou ti ykt bqzy slq ri hi eeb vkvt lfk yoy pq eef hq rrq alum wkr vgqa yee cqx fupj pqcs oztp kx krr bama bjp el kqvh zb paxw av wvbe bm quba fsf dmhr rdny ft qapg xsf lvri fu yqw ot xxhj go lo yjtm gd it dy mox qkss hk cm wuke ihnb pa pqcb zc few rpfi ssg nzmy ilg mnhe gz kbq mbr qeib vrkt pssj oem jp zzi jthk si ef mrtb yts tieh xls gv zjif bk dw ukw xo ngeb ecv nxat hav ktf nijt hd qutp cou kiy bhe wb sbm wi baxs qzt apu rb awe vv yr kq zf ndx bl mh qik eo bz yxz yz afl ai po gqn xf myi ii lpav fgwt lres uwfx ugwm oui msfx zg ud ccj ohq lhi kj vfuk ojpc xhmt ppqc jmza xbsn hejx yy jw qp fjvr mko zjdq yepa mren sys airz wb cr fe viwi lyp oced ez wsdn xxik stqz qgu nx ckw pjdj zvw vor op fdz vge otq sbpr ybef arhl kf fnl nufq hlwl xho th oy vf oda vilf ni uj effk ulo ivk dks unfq gk 
ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ক্ষমতা কী শক্তিশালী করছেন শি জিনপিং?

চীনের রাজনীতির ক্যালেন্ডারের মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন দেশটির কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলন। এরই মধ্যে রোববার বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই হাজার ৩০০ প্রতিনিধি নিয়ে শুরু হয়েছে সেই সম্মেলনের কার্যক্রম। এ সম্মেলনে পাঁচ বছরের জন্য সিসিপির শীর্ষ নেতৃত্ব, সংবিধান সংশোধন ও চীনের নীতি অনুমোদিত হবে।
১৯২১ সালে প্রতিষ্ঠার পর সিসিপির ২০তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন চীনের দুই বারের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে সিসিপির শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী বোর্ডগুলো, সংগঠনটির রাজনৈতিক নির্বাহী সিদ্ধান্ত (পলিটব্যুরো) এবং অভিজাত রাজনৈতিক নির্বাহী বোর্ড গঠনের সিদ্ধান্তসহ তৃতীয় বারের মতো ক্ষমতায় থাকতে পার্টির সেক্রেটারি জেনারেল হতে চাইছেন শি জিনপিং।

কেন সিসিপির সম্মেলন গুরুত্বপূর্ণ?

সিসিপির নেতৃত্বে চীনের এক দলীয় শাসন নীতির পর দেশটির সর্বোচ্চ নেতা হন সংগঠনটির সেক্রেটারি জেনারেল। শি জিনপিং ২০১২ সালে সিসিপির সেক্রেটারি জেনারেল পদ নেয়ার পর দুইবার পূর্ণ পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। যদি সম্মেলনের নিয়ম অনুযায়ী চলে, তবে তিনি নতুন কাউকে জেনারেল সেক্রেটারির পদ হস্তান্তর করবেন। এতে নতুন প্রেসিডেন্ট পাওয়ার পথে থাকতো চীন। কিন্তু ৬৯ বছরের শি জিনপিং আরো পাঁচ বছর সিসিপির জেনারেল সেক্রেটারি ও প্রেসিডেন্ট থাকার প্রত্যাশা করছেন।

শি জিনপিংয়ের দুই পূর্বসূরি হু জিনতাও এবং জিয়াং জেমিন দুইবার পাঁচ বছর পূর্ণ দায়িত্ব পালন শেষে পদ ছেড়ে দেন। তবে তিনি সেই নিয়ম ভাঙলে তৃতীয়বারের মতো সিসিপির শীর্ষ পদ ও প্রেসিডেন্ট পদ আঁকড়ে ধরবেন।

সিসিপির সেক্রেটারি জেনারেল ও প্রেসিডেন্ট পদ ছাড়াও আরো দুটি দায়িত্বে রয়েছেন শি জিনপিং। তিনি সিসিপির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দ্যা পিপলস রিপাপলিকান অব চায়নার সভাপতি। সামরিক কমিশনের চেয়ারম্যান পদটি শি জিনপিংকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে এবং দ্বিতীয়টি তাকে চীনের প্রধান বানিয়েছে। শি তার সামরিক পদ এবং আগামী মার্চে অনুষ্ঠিতব্য চীনের দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসে রাষ্ট্রের প্রধান পদ ধরে রাখতে চাইছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) চায়না পাওয়ার প্রজেক্টের ফেলো ব্রেইন হার্ট বলেন, ২০তম সিসিপির সম্মেলনে পার্টি, রাষ্ট্র ও সামরিক পদে শি জিনপিং আঁকড়ে ধরবেন বলে আশা করা হচ্ছে।

হার্ট বলেন, তৃতীয়বারের মতো সিসিপির জেনারেল সেক্রেটারি পদে আসীনের পর শি শীর্ষ পদের বাছাইয়ের জন্য একটি শক্তিশালী স্থান পাবেন। প্রথম দুইবার সিসিপির জেনারেল সেক্রেটারি পদে থাকার সময় তিনি গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য মিত্রদের রাজি করিয়েছেন। এতে গোপনে অনুষ্ঠিত ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়ায় তিনি একচ্ছত্র অধিকারী হবেন। পূর্বসূরিদের মতো শি তার কোনো উত্তরসূরির সঙ্গে স্পষ্টভাবে প্রতিযোগিতা করছেন না। তাই সিদ্ধান্ত নেয়ার বোর্ডে প্রভাব বিস্তার করতে সুবিধা পাবেন শি।

কীভাবে সিসিপির নেতা নির্বাচন হয়?

চীনের ৩৪ প্রদেশ ও অঞ্চলের সিসিপির উচ্চ পদের সবপর্যায়ের ২৩ হাজার ৩০০ জন প্রতিনিধি নিয়ে সম্মেলন হয়। তারাই সিসিপির শীর্ষ জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় কমিটির জন্য ৪০০ সদস্যকে নির্বাচিত করবেন। কেন্দ্রীয় কমিটির ২০০ সদস্য ভোটের মাধ্যমে ২৫ সদস্যের পলিটব্যুরো (মন্ত্রিসভা) ও সিসিপির সাত সদস্যের অভিজাত পলিটব্যুরো-পিএসি ( অভিজাত মন্ত্রিসভা) নির্বাচিত হবেন। পর্যবেক্ষকরা পিএসসি সদস্য নিয়োগের দিকেই নজর রাখছেন।

টলি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের গবেষক এডওয়ার্ড নাইট এবং রুবি ওসমান ব্লগ পোস্টে বলেন, তত্ত্বানুসারে, সিসিপির কেন্দ্রীয় কমিটির ২০০ সদসরাই দলটির বড় নেতাদের নির্বাচন করবেন। বাস্তবে, অভিজাতরা এরইমধ্যে পছন্দের প্রার্থীদের শীর্ষ আনা নিশ্চিত করতে কয়েক মাস চেষ্টা করেছিলেন। তবে এ সময়ের মধ্যে সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে এবং কারা নেতৃত্বে আসবেন তা মোটামুটি চূড়ান্ত হয়েছে।

সাধারণত একটি বছরে, সিসিপির শীর্ষ পদের নিয়োগ পদোন্নতি এবং অবসরের জন্য অর্ভ্যন্তরীণ কর্মযজ্ঞ নির্ধারণ করা হয়। সাতটির ওপরে বা আটটির নিচে সম্মেলন ৬৭ বছরের বা তার নিচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়। তবে ৬৮ বছরের বেশি হলে তাকে অবসরে পাঠানো হয়।

২০০৭, ২০১২, ২০১৭ সালের সম্মেলনে ৬৮ বছরের বেশি কাউকে নতুন পলিটব্যুরো নিয়োগ দেওয়া হয়নি। যদি বয়সের নিয়মকে সম্মান করা হয়, তবে অন্তত পিএসসির সাত সদস্যের মধ্যে দুই সদস্যকে অবসরে পাঠাতে হবে। আর ১৮ পলিটব্যুরোর মধ্যে আটজনকে অবসরে যেতে হবে। তবে যুক্তরাষ্ট্রের ব্রুকিংন্স ইনস্টিটিউনে আয়োজিত সভায় চীন বিশেষজ্ঞ চেং লাই বলেন, এ বয়স সীমা বর্তমান সময়ে পলিটব্যুরো এবং পিএসসির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

গত সেপ্টেম্বরে সিসিপির প্রকাশিত নতুন নিয়মে বয়সের নিয়ম উল্লেখ করা হয়নি। এমনকি পদোন্নতি বা অবনতির কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এর পরিবর্তে সিসিপির নেতৃত্বের অনুগত্যের জন্য ১৫টি নিয়ম যুক্ত করা হয়েছে।

চেং বলেন, নুতন পরিবর্তন আগের সম্মেলনের চেয়ে ব্যক্তির পরিবর্তন করবে। এতে শুধু শি জিনপিং থাকবেন এবং শুধু ১৯৫০ সালে জন্ম নেয়া লি জানসু যাবেন।

তবে চেং জানানা, পিএসসির ছয় সদস্যের পাঁচ বছর সময় হাতে রয়েছে। এখন কে থাকবে, কে থাকবে না- বিষয়টি বেশ জটিল। এটি শি জিনপিংয়ের জন্য কঠিন। এ নিয়ে অবশেষে তিনি বিরক্ত হতে পারেন।

কে হবেন প্রধানমন্ত্রী?

সিসিপির দ্বিতীয় ব্যক্তিই চীনের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। প্রধানমন্ত্রীর দায়িত্ব দুইবার পালন করা যায়। এখন সিসিপির দ্বিতীয় শীর্ষ ব্যক্তি হচ্ছেন লি কেগিয়াং। দুই বার দায়িত্ব পালন করায় তিনি সেই পদ থেকে অবসর নেবেন। এখন তার স্থলাভিষিক্ত হতে পারেন চীনের চতুর্থ স্থানের উপ-প্রধানমন্ত্রী হান জেং, আরেক উপ-প্রধানমন্ত্রী ও পলিটব্যুরো সদস্য জু চানহুয়া। লি হে নামের আরেক উপ-প্রধানমন্ত্রী (শি’র বাল্যবন্ধু) প্রধানমন্ত্রীর দৌড়ে আছেন। এছাড়া সাবেক উপ-প্রধানমন্ত্রী ও দক্ষিণের অর্থনৈতিক শক্তির প্রদেশ গোয়াডংয়ের সিসিপি প্রধান ওয়াং ইয়াং।

নাইট ও ওসমান লিখেন, প্রধানমন্ত্রীর পদের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। ২৩ সেপ্টেম্বর সম্মেলন শেষ ওয়ার আগেই শি সেটি নির্ধারণ করবেন। বর্তমান চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের বয়স ৬৭ এবং শি জিনপিংয়ের চেয়ে তরুণ।

হার্ট বলেন, ভবিষ্যতে কী ঘটছে তা বলা মুশকিল। তাকে (প্রধানমন্ত্রী) সম্ভব অবসরে পাঠানো হবে। কিন্তু যেকোনো একটি পদে থাকে দেখা যেতে পারে। তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান হতে পারেন। এজন্য একটি অনুমান আছে।

পিএসসিতে কী নারী নির্বাচিত হবে?

চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) অভিজাত পলিটব্যুরোর স্থায়ী কমিটিতে কোনো নারী দায়িত্ব পালন করেননি। পলিটব্যুরোর ২৫ সদস্যের মধ্যে সান চানলান একমাত্র নারী। তার বয়স ৭২ হওয়ায় তাকে অবসরে পাঠানো হতে পারে।

সম্মেলনে চীনের নীতি আলোচ্য কী হবে?

চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) সেক্রেটারি জেনারেল হিসেবে থাকার প্রত্যাশা করছেন শি জিনপিং। বিশ্লেষকরা বলছেন, চীনের অভ্যন্তরীণ এজেন্ডা পরিবর্তেনের চেয়ে আগেরটি বেশি চলার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়া ভিত্তিক লওই ইনস্টিটিউটের রিসার্চ ফেলে জেনিফার সু বলেন, অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চীন নিজেকে খুঁজে পায় এবং বার্ধক্য জনসংখ্যা থেকে ক্রমবর্ধমান ঋণ পর্যন্ত অন্যান্য সমস্যা রয়েছে। সিসিপির এ সম্মেলনে দলটির ক্ষমতা বৃদ্ধি এবং শির চীনের রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা হবে। এতে পার্টি শক্তিশালী নেতার স্থিতিশীলতার দিকে দৃষ্টিতে জোর দেওয়া হবে না।

তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণ এখন দৃঢ়ভাবে কেন্দ্রীয় সরকারের দখলে এবং আসন্ন কংগ্রেসে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং, নীতি পরীক্ষা বা স্থানীয় উদ্ভাবনের জন্য খুব কম জায়গা থাকবে।

আন্তর্জাতিক দৃষ্টিতে বিশ্লেষকরা শি জিনপিংয়ের কাছে দৃঢ়তা প্রত্যাশা করছেন। বেজিংয়ের সামরিক ও অর্থনৈতিক শক্তির জন্য ওয়াশিংটন চিন্তিত। এতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে রয়েছে। দক্ষিণ চীন সাগরে সামরিক সক্ষমতা বাড়াতে শি নজর দিয়েছেন এবং হংকং ও তাইওয়ানের দিকে আক্রমণাত্মক পথে এগোচ্ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্যা জার্মান মার্শাল ফান্ডের এশিয়া কর্মসূচির বনি গ্লাসার বলেন, তৃতীয় মেয়াদে শি জিনপিং আন্তর্জাতিক মঞ্চে আরো অভিলাষী এবং আক্রমণাত্মক হবেন। সূত্র- আলজাজিরা।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন