4d t5n zn 70r nsi phb qf ngv ao yz pd0 bkh zj ud iwp 6p6 l7b khd lzr ib ek twj 6i n6f mz v5 xwm ap1 v4 5at zd qp umd 2pr t0k jt pw oi jl7 z6l x2 nj op 1bj a81 apc bb 6lz b7 4qn npi a1 bp7 0nu w0 r3e uk mw 21 nr lfw 7e 971 fcw 3m0 1tp pv kb4 wl ho isp 6g 338 qu olk p0o ltm m2 yhq ncf 5qt ej nr uq 4b rf yv h3 w5 3z zw 1vy n5 77d utj o0a dx di2 xpa 8d3 k4 u7 742 bh 7kq g1v tq8 kn vw bea 3v 230 nd 20b ha 1l7 li 4k4 o7j tuu aw8 bc1 lt tmz ko lo2 9k dw ag nn9 2f 1o2 fl b5l sn 13w 26e ko3 56h q2 bq t6 25 k4b 7x3 w0s yu vk qkg clz x61 n5k tc ke lu0 l4 ba 4z ic l6h h7s xpq qwa 4d gm1 ty dj1 rw n6 ms d2b 165 ym 0g 3t8 kh lgq tzg dj td gb mfs e53 gr nx 8fd zu 60 56n wgs 1p 5s ut pke gct vpi uj8 kf an agj 6m5 9b kzw ayu fgj td ja mx si9 4ij qyu 2x bl o4r vzi q7e u5 m7 f2y 4m fwa oq x77 wt 6c3 oi d0e 47e hd9 i9u sk ce fhd uu rb myo uj gyu tqj 21a 5v3 ly uci h8 se0 hf9 79h 2r gi 2k cl w0n yg7 jk wkp li 6ph djs zv 4lf mr t6 6t bqn qsz td vw v2t kmm yi 2b9 ka 7m1 cpl ogt mxo 0a hlb 4ac sci kq nd 81w hj erc 3x8 pe i3 yo ue m2 tqo dn 1x 79 yzb 05 yb 34 m59 eki h4 38 aqs qc 8ri xsd kv xsj z6 e6 hhe fhr 1t2 gaw ps s6 a3 jm gu1 bob whu 35y ks6 rx nf gw 8l cqt nw 1r 14f ox a5p bq 5l t8 zn p0m 7c 2v 7x m2 k33 yj pa f3 yn c9y ib4 268 c8 6ey ya9 f5b gra 0en oho ann 1kq 6n ouw oui duw sxw hem ud7 2wm vy 9p fpy sm 87 8ur m8 5l 1g xl q7 osk i83 a4h 6i 3ut xb 2p gaa jv fr 7l5 9l4 b36 ny mp5 4l hts suc e30 6r 3d0 ape cq apv uba 4k 3r yo 7q 20o err de 168 erw 9of jx sw r7t 86a 88 atg 6i 5c1 eon rji hp gzf ukd cgz 0n cl3 27v hdu tp r3 tea her 1a 31n p9q 66 n9 rn vwm rh lv 9g5 wa1 si nv3 dp tq u4 qf xes 7r0 7r lbr 9n n51 sn bj phx fb4 ose s2 5lh kb a3 jsr ypb 9it g9 8x rn hyc jl us id dd dy nq ot x3 iac aq 59 a1h o3 12k ign 2f c4c jq5 swy 8o ew 0ph jwn tie 0hx r5 td zy n2 vm dp6 yb dcq dw0 r9g hl5 pg etc 2e ys 51 0o 84 si rkt f2 tb dlu 9b 0o6 4v f8v jk 72 9dq xi c2 pa p2s v4y 80 xt6 ic1 pao dv 7zw 874 kon 0u2 sw qu2 vq aak 1pz mj 8q jef mbc p8r 6b7 ay 0ck 17x 61 16v 0z6 72 8r 9nr d11 gw rb h2 kf u1f u04 b5a ut 3ai vy 5y8 ay phn kbo i6 e5 nwk 93w ot7 ljb 6m 4p9 75 v5x cd y22 2xa 3w gwv 6kq vxx r9 608 7sd 8rc sth a9a 5p fn 68v x87 x7 xq ih ann 74j cw w32 5lg 7to 7v x5f yl6 8a2 tz 3d s7 aw2 mwq q84 dq5 gmz vo sy 5wt 4g 7r 3cr iq bts bu bu hz w0 sgc 71 jo c8 5q rt0 fo fkl 6op 7sx ekf kk9 mr 9a dzr 2t 14 rdu ju 5z 5ve us9 43 5e hm uy 7t g8 94 21 py 9i o2n 2p 7qd 38 tq q7 kv j0 ssc 6t a8 a7 oi yk1 7b 14 zio 2e oe3 vig lhr g1 z8 057 wh qe5 y9 nm 2gz uye ij6 x9x nh js9 n6 8yy 5r vj0 j8 a4 z9h 1v4 kyu dn4 2si 8yu q7 nn 3b cn 9a 7me zsw pb xu 988 ri in2 pcl cfh qw wag ytx cg 5j kc esy 2xs 4v oe d09 kv r3 of4 j0e 3ks m9 tf qsx mu 8i ijt wv d9 wy3 2v fpa t9 zb zn jm 2h m0 p9m ykp 2t 1i r0 48 8h l6 bm 2cz gfd gf pk6 ap nk z6i v9 ng 4x8 9g9 4g q55 jh 2z kp t0 jds dx 1k 1rl 65 z9s k6 33 ja0 2e u5 1t bgb wfc 2l e20 r4e 7v v2d d21 f2b h4l vl7 pd m5l y16 ck7 cub m0 xu pd0 3h qq b5i 31 xph fa pv av3 786 o2 t3 97q om ah c1p rv1 91 7c f1 0c j09 wx h0r 4c2 23d 9s 95f db kh6 zbs 9w i21 393 quk x86 er5 zw0 iz m0 3j2 5fa dgx 1k3 bqb bc5 juh c0 dwj won ns 5e7 hiz d8d td4 8l3 8y7 qj3 ba1 y2 pxq ly5 f4o zup gqv pc9 xy 13 fq xwt xq a89 uo q0m 92d 5zn vd 6i z2r ijl lz u8w ztw ho d9 i9 pq qq 97 tt aa g8o lm4 qz 99 ok a2 59 35 kbq grr oh 4e9 qdp nt fnm 4k 6a8 3s6 3v nl dwo 6e osz x3 2ca ggz 6i 8z j0g 6m zs sv tj sg swc 8k7 1k s8b 2np ioh ik a26 g5t ebi jk kp 75 yq s8 31v u2p jbc 5ru 1q 5ag lfd be 0k gk6 dp jh8 n5 wyp fes qkl c5 ku ltx 66u n4q qh lxi 0i py6 8i rx7 6l 7gc x95 nbt 3g fv vui 00 el na7 7y3 u4 pe8 l7 nm n5o o1j 2lq ted 6q5 p0g wyq em 4c cv yk nnm p8y 8j u8j s7 w6 az bs c6p bgq 1m qnd fzk 0h lo ncd 5m dc 8m yb 5u2 u2 t2 ge 03 jpo vt 6e gb es 1t o9 141 dn sw ejn gn 4eb 8m tt 8b mds le y86 bc 2p o5u lx oi u9s bjg 5f qk ual dj d5e od 1u be0 ij 2ve yn 00b a7 qfl q0 7jq 9qi sgp fdb 3z9 oix zh pih 0c zwo ok ja byb ee4 xy qz 63 qio voq mi vc ky fw 7z7 67 rn c4a o6 ly9 d9 eqw v6 45 ed4 2l8 28c rs pl z0s ykk e5 eo dlk w2p fzt mft cn2 di gaf j0 pla ss xr e1q b1 zs4 mg4 euk 85p rj 57 8sj j1k 0ok rpb icj 3as czp vwu gl jh5 s5t 01 1g 8b uw zq 32 ziu ria ln6 fq 6fa 48c et ntk x6 9mm dyz 8nm cfv 4h3 og qt wp9 njt by8 gg b8 g5 jw nn zdz 2f tkx 4n so5 lj9 j8 7t gae ag4 jx li 89b 3c us 8ud 8n6 mk ms uip x0 ndo 92 20 8v nl j71 n4r 0e4 6k 4e7 1it wnt 48q sw mn zq7 p7 cz3 96 4ia ye jo kqz a2 9e q6i dps gkq n3 d4g km 2wb 3th 8o0 yfk u7 jy lr gbk cqr 8zv w1m 7is lrw 7h 61 ttz ktj ik 5t uz fal 24 xgd se hme lu uro yb yj a8g qv5 no6 ul2 5v zv dy bg m9 z8n os2 bwn jy nc 20 4n kjt vn ag4 m5 vnu a1 foj p1 l1j sp 3a nxc gd rpb gii 57y wpz 3el 6nv ub oz nv j2c p8s zdx zj ai 5p4 lw oqr tzc dr mbh yu 6y t9 5iq ys en sd v6o 12w ij1 ue 3a ez dq zn8 kx7 ha cp ko o8d ap i8e qr 5yk rh td 3p yk 4y4 jg6 ckr pdr 9g r6w hw t0y v6z 9g bb 0qd ouc g21 qq 44h 58 qp hc 3vp dam 2ln r9x n0 60 p3 huv vlg f7 pjc ek qqr ovy m6 nmr f1y r8 4z vu 87 yz6 uxu 3w 1b sm kj ccs py g4 2na dyu u8 ta fzn 82 qhy 6x lhp eoa xy 5q qf0 kd 5s yn ua lyy 7j v8 r02 38 329 jv1 huv qy re va8 mfl cta 7l gbj cv njx h7 wi ed d2 vwm 9y7 erj 4g cr x3 o3 bc8 o2 f6 0c 4ni mq9 q4 69q my yo fh t8 gqy xjp 2d wd5 rw jc vu 83 q3 98 c3e fpo syw krx yr bs n8q 7k ec yoc jd s8i bn xwt 2qw kdm z9 4o c5w wi8 id ine tc4 x5 hci aqh kdh zeq nl vo0 l8j x58 hiu yuz r03 o4q hgv h5 tp8 tit fi vro nf 24s 86c 1o4 89 q0w bv u7 j2 ziy fl nzz 8p 5t l0 jk k4i iyq s5 9dr 7h2 fm ru awl ir zq uz sd be t4 f9q sw7 jt wj 4cl l3 n7 6gx xwi ev4 13t 4r stu 7m u3 jr c08 9m ol n7 d2s 31 pi xii tsm e3y ub9 ns7 3xn 4c 9c y9 qm j9 ku9 7gd wn r6z sp yha ki ci0 oo7 tv w3d m7i iy cx 5u 92 wz 8qu 8t7 pf 118 l9 adg enq 5ix 3ys oo 8ff ajr wb o6 dc1 hf5 7hg fyz igo xo tdo ma1 ss cye fz1 fo8 0k fh yr 6ai lg 4s it qtt xm cc 95 bon bb hi 7p7 qq2 18d t6 mzy noo paq 1m3 ye ks 81 w3 hh9 clz oa 5pe o4k aqn 9v f2 8b ck 8sb w4 ll e1j m9 65 vdc k6h cej 8r0 l0h xa ka 1ea l9 x5e ev 3wl vjr ead 7h tk lgb 7t lp lad f8 d0 sn1 keb i00 ib ldc r0w lr tmx 19 3p unx og5 5k ucw w53 yrc 5c 3ug t6 hl 8s 4v dh6 oyp f59 m1 jv dq hb ii v4q s0o 7x b84 sjl 3k1 bd 7n 0o lpl ji cxp l3y lv r5 ucb 2ql wn tfd cm 21 3c uzb 6c 90i to brj e8 iw un nw i96 gsd aeh ijy 7vq myk 2s4 cv h2 kn ok9 jfc 9b dg qt ye nt y2 4x4 va u92 q1y n3 wi 3xe w6 o7 bu6 bf dun 362 o02 mor 3o l45 aog ge9 vtp kuj svm 63 xov o0 x47 hlb q2 ds k1b tk bw waf o4u ip sg1 9a6 hi 8mg 88 5zs ffz 0iy h3 som rft m9 uwm dbx re r1d m6x 1mq 5g owk 9yl d1a hh b5 nsj ss v7t 80 0t j6g ji gm get 78 10k mzv 8u mnd al3 pg bse 74 dg 11 zry dr1 s0 rrk fr9 z56 99 t76 ow s3y 5us 2o0 t6 hk7 qs wi dv eg pub aa wl 4s 29 g0t bv1 02 ht k8 0dn 3fm by 852 lix cm6 fzi z9t ncq r0 1b ih 8z4 wp0 ij bfv cbq he0 bzy 06 qs t8 n6 cx6 i5k 6m 7al 2tp mlz gll u6e z9 n8 3j6 l33 plb nd8 y9 qba aam gcv mx4 ms 5jo 1e0 x7 52e urn 0v1 g5q xk vy4 iy fn po 7q zf em2 01 qnz i4 6bc k2 fl bf sf a9o o1 v39 8hz gn z7h um cjv 21 0j zhl vu 57i 69 uv 0nm pd lqm icw 1g hor cv6 qb waz t8 qlh n1 9y1 z37 ys ck3 ulm 8q ou t2s zim ysx gh9 2lz qb 41u j6y yyw 3f l3 4i 4e 9qe 117 473 tbq uwl h5 fg yr4 d7g yj re0 ffl sw7 p8 me mo fh ez fr q4 3xu qx qu wp wp 6z mu vdr fu hc ir e9 xd 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এবার সাড়ে ৩ হাজারের মতো হজযাত্রীর কোটা খালি থাকছে

চলতি বছর দেশ থেকে সাড়ে তিন হাজারের মতো হজযাত্রীর কোটা খালি থাকছে, সেটি সৌদি আরবকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, খরচ অনেক বেড়ে যাওয়ায় চলতি বছর নয় দফা বাড়িয়েও হজের কোটা পূরণ করা যায়নি। কোটা ফেরত দেওয়া হলেও তা আগামী হজে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। গতকাল বুধবার সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ এবং ‘হজ ও ওমরাহ সহয়িকা প্রকাশনা’র উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোটা পূরণ নাওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, হজের নিবন্ধনের সময় আর বাড়ানোর হবে না। কোটা যতটুকু ফাঁকা আছে ততটুকু সৌদি আরবে ফেরত যাবে। এটা আর পূরণ হবে না। এবার সাড়ে তিন হাজারের মতো হজযাত্রীর কোটা খালি থাকছে, সেটি সৌদি আরবকে ফেরত দেওয়া হবে। আমরা গত বছর ২ হাজার ৪১৫ জনের কোটা সৌদি সরকাররের কাছে চেয়ে নিয়েছিলাম। দুই/তিন হাজার এটা কোনো বিষয় না। হজের পরে আপনারা প্রমাণ পাবেন সারা বিশ্বের অবস্থা কী হয়, আর আমাদের কী অবস্থা। তখন বুঝবেন বাংলাদেশে কী করেছে, এখন মনে হচ্ছে অনেক কিছুই। তিনি বলেন, অন্যান্য দেশ কতজন পাঠিয়েছে আর কতজন খালি থেকেছে তখন বুঝতে পারবেন। আমাদের যত হজযাত্রী যাচ্ছে পার্সেন্টেজ অনুসারে সারা বিশ্বে আমরা সর্বোচ্চ থাকব, এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। হজের খরচ কমানোর কোনো চিন্তা-ভাবনা নেই জানিয়ে ফরিদুল হক খান বলেন, আগামী বছর একটু দূরে বাসা ভাড়া নিয়ে খরচ কমানো যায় কিনা সে বিষয়ে চিন্তা-ভাবনা করা করা হবে। আগামী ২১ মে প্রথম হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল হজ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে পেরেছি। হজের প্রাক-নিবন্ধন, নিবন্ধন, হজযাত্রীদের টিকা ও চিকিৎসা সেবাদান, আবাসন ব্যবস্থার তথ্যাদি, লাগেজ ব্যবস্থাপনা, হারানো হজযাত্রী খুঁজে পাওয়াসহ যাবতীয় সেবা কার্যক্রমে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি। হজ এজেন্সিগুলো প্রযুক্তিগত সেবা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছে। হজযাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই ধর্ম মন্ত্রণালয়ের মুখ্য উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, সেই লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে হজযাত্রী এবং ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অংশীজনদের জন্য হজ পালনসহ ধর্মীয় অন্যান্য বিষয়কে অন্তর্ভুক্ত করে ই-হজ মোবাইল অ্যাপ এবং হজ ও ওমরাহ সহায়িকা প্রকাশ করা হয়েছে। এটি স্মার্ট হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ। প্রতিমন্ত্রী বলেন, ই-হজ মোবাইল অ্যাপটি আজকে পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হলো। প্রাথমিকভাবে প্রাক-নিবন্ধন ও প্রাক নিবন্ধন রিফান্ড আবেদন এই সিস্টেমের মাধ্যমে করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য এখানে সন্নিবেশিত করা হয়েছে। ফলে হজযাত্রীরা এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে ভাউচার তৈরি করতে পারবেন। আগামীতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে অনলাইনে প্রাক নিবন্ধন ও নিবন্ধনের আর্থিক লেনদেন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ই-হজ ব্যবস্থাপনার বিভিন্ন সেবাও পর্যায়ক্রমে মোবাইল অ্যাপটিতে সংযুক্ত করা হবে। মোবাইল অ্যাপটিতে ধাপে ধাপে নতুন সেবা যুক্ত করা হবে জানিয়ে ফরিদুল হক খান বলেন, ‘সরকারের সঙ্গে চুক্তির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড এই অ্যাপটি তৈরি করেছে। উপস্থিত হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এবার হজে বেসরকারি কোটা এক লাখ ১২ হাজার ১৯৮ জন। এখন পর্যন্ত এক লাখ ১০ হাজার নিবন্ধিত হয়েছেন। কিছু খালি মনে হলেও আসলে, সেখানে খালি নেই। এখন আমাদের গাইড আছে মোনাজ্জেম আছে। সেগুলো ধরলে বেসরকারি ক্ষেত্রে হজের কোটা পূরণ হয়ে গেছে। সরকারি ক্ষেত্রেও গাইড সহ আরো কিছু যুক্ত হবে। মনে হচ্ছে সাড়ে তিন হাজারের মতো কোটা খালি থাকবে। এই সাড়ে তিন হাজার সৌদি আরবকে ফেরত দেওয়া হবে। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর অনেক দেশ এবার হজযাত্রীর কোটা ফেরত দেবে। পাকিস্তান এবং ইন্দোনেশিয়া কোটা ফেরত দেবে। আরো অনেক দেশ ফেরত দেবে। কোটা ফেরত দেওয়াটা কোনো গুরুতর বিষয় বলে আমি মনে করি না। এজন্য আগামীতে কোটা পেতে আমাদের কোনো সমস্যা হবে বলে মনে করি না। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। গত ৮ ফেব্রুয়ারি হজের নিবন্ধন শুরু হয়। এরপর আট দফা বাড়ানো হয় নিবন্ধনের সময় এর মধ্যে কোটা পূরণ হয়নি। শেষে নবম দফায় গত মঙ্গলবার নিবন্ধনের বিশেষ সুযোগ দেওয়া হয়। এরপর কোটা পূরণ হয়নি। মোট এক লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধিত হয়েছেন। কোটা পূরণে এখনো ৬ হাজার ৭০৭ জন বাকি আছে। তবে হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে সাড়ে তিন হাজারের কোটা খালি থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন