নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ নামে এক সাত বছরের শিশু সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ পিতা আরিফ (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আরিফের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত শিশু আবদুল্লাহ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকার জুয়েল মিয়ার ছেলে। আবদুল্লাহকে নিয়ে তার মা দ্বিতীয় বিয়ে করে স্বামী আরিফের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকায় জাহাঙ্গীরের বাড়ীতে ভাড়া থাকেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৪ এপ্রিল দুপুর ও সন্ধ্যায় দুই দফা আবদুল্লাহকে মারধর করেন আরিফ। শুধু তাই নয় বাড়ীর সামনের রাস্তায় টাঙানো মইয়ের সঙ্গে তাকে ঝুলিয়ে রাখেন। পরে মইয়ের ওপর থেকে ফেলে দেন নিচে। দুই পা ধরে শূন্যে ভাসিয়ে দেয়ালের সঙ্গে আঘাত করেন শিশুটিকে। এতে শিশুটি গুরুতর আহত হয়। রাতে তার মা চিকিৎসকের কাছে নিতে চাইলে আরিফ বাধা দেয়। অব¯’া আরও খারাপ হলে ২৫ এপ্রিল সকালে আরিফ আব্দুল্লাহকে মাতুয়াইল শিশু-মাতৃ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওযার পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মত্যুর পর অরিফের কথামত তার মা আগের স্বামী জুয়েলের বাড়ীতে নিয়ে লাশ দাফন করেন। পরে মা বাদী হয়ে দ্বিতীয় স্বামীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, হত্যা মামলায় গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।