
বরগুনার পাথরঘাটায় অভিযান পরিচালনার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে এক মাদক ব্যবসায়ী। শনিবার (১৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন- বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মো. প্রিন্স (৩০), ডিবির সোর্স রিপন ও সাগর। এদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী সৈকতকে গ্রেপ্তার করতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট বাজার এলাকার জাকারিয়ার চায়ের দোকানের আশপাশে অবস্থান নেয়। এ সময় সৈকত ওই দোকানেই মাদক কেনা-বেচা করছিল। তখন দুইজন সৈকতকে ঝাপটে ধরলে আত্মরক্ষার জন্য পকেট থেকে ছুরি বের করে গোয়েন্দা পুলিশ সদস্যদের উপর এলোপাতাড়িভাবে আঘাত করে। তখন অন্য সদস্যরা দৌড়ে এলে সৈকত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার জাকারিয়ার চায়ের দোকানে আসামি আছে কি না তা যাচাই করতে গেলে তারা গোয়েন্দা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চায়ের দোকানদারকে আটক করা হয়েছে।