ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে চেকআপ ডায়াগনস্টিক ইন স্পেশালিস্ট হাসপাতালের উদ্বোধন

চেকআপ হাসপাতালেই মিলবেসর্বাধুনিক চিকিৎসাসেবা দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করলো চেকআপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান চেকআপ স্পেশালাইজড হাসপাতাল। দিনাজপুর শহরের বালুবাড়ি শহীদ মিনার মোড়ে হাসপাতালটির উদ্বোধন করেন দেশের অন্যতম প্রবীন কিংবদন্তী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. বসন্ত কুমার রায়। ১৭ মার্চ শুক্রবার বিকালে হাসপাতালটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিকিৎসক সহ সব স্তরের মানুষ।

উদ্বোধনী বক্তব্যে ডা. বসন্ত কুমার রায় বলেন, উত্তরবঙ্গের মানুষ যেন কমমূল্যে আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা পায় সে প্রত্যাশা থাকবে চেকআপ হাসপাতালের সাথে জড়িত সবার কাছে। সব দিক দিয়ে অবহেলার শিকার দিনাজপুরবাসীর অন্তত সহজে চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে মন্তব্য করেন ডা. বসন্ত।

চেকআপ স্পেশালাইজড হাসপাতালের বিশেষত্বর মধ্যে রয়েছে নয় শয্যা বিশিষ্ট শূন্য থেকে ২৮ দিন বয়সী শিশুর জন্য লাইফ সাপের্ট/ ইনকিউবেটর (এনআইসিইউ)। প্রাপ্ত বয়স্কদের জন্য নয় শয্যা বিশিষ্ট লাইফ সাপোর্ট (আইসিইউ)। সাত শয্যা বিশিষ্ট কিডনি ফেইলিয়র রোগিদের ডায়ালাইসিসের সুবিধা। হৃদরোগের জন্য থাকছে নিবিঢ় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ)। অত্যাধুনিক অপারেশন থিয়েটার রয়েছে পাঁচটি।

দেশ ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানদের দ্বারা পরিচালিত হবে এসব অত্যাধুনিক সব শেষ প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা যন্ত্রপাতি।

চেকআপ স্পেশালাইজড হাসপাতালের আরো চিকিৎসা সেবা গুলোর মধ্যে রয়েছে জেনারেল সার্জারি, ইউরোলজি, অর্থো-সার্জারি, নিউরো-সার্জারি, নবজাতক ও শিশু সার্জারি, ব্যাথামুক্ত নরমাল ডেলিভারি, কেমো-থেরাপিসহ ক্যান্স্যার বিশেষজ্ঞ সেবা।

উত্তরবঙ্গের একমাত্র স্বয়ংসম্পূর্ণ লাইফ সাপোর্ট ইউনিট (আইসিইউ) রয়েছে চেকআপ স্পেশালাইজড হাসপাতালে। চিকিৎসাসেবা সহায়তার জন্য থাকছে সর্বশেষ প্রযুক্তি সম্পন্ন সিটি স্ক্যান মেশিন, ফোর ডি আলট্রা সাউন্ড, টিভিএস, কালার ডপলার, বায়ো ক্যামিকেল ও হরমোনাল টেস্ট, সাইটোলজি, সিটিজি, হিস্টো প্যাথোলজিসহ সব ধরণের রোগ নির্ণয়ের পরীক্ষা।

২৪ ঘণ্টা নিজস্ব ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স ও স্বয়ংসম্পূর্ণ ফার্মেসি সুবিধা থাকছে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায়। নিজস্ব প্ল্যান্টে উৎপাদনকৃত অক্সিজেন সরবরাহের ব্যবস্থাপনা রয়েছে হাসপালে। এছাড়া রয়েছে এয়ার ভ্যাকুয়াম সিস্টেম, পোর্টেবল ডিজিটাল এক্স-রে, আলট্্রা সনোগ্রামসহ অপারেশন রোগীদের জন্য নির্বিঘœ সব ধরণের সুবিধা।

চেকআপ স্পেশালাইজড হাসপাতালে স্ট্রোক ও প্যারালাইজড রোগিদের জন্য রয়েছে আলাদা ওয়ার্ড। ২৪ ঘণ্টা সার্বক্ষণিক জরুরি চিকিৎসাসেবা দেবার জন্য হাসপাতালে সব সময় থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ান ও সেবাদাতারা।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন চেকআপ স্পেশালাইজড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎকরা।

দিনাজপুর তথা উত্তরবঙ্গবাসীদের জন্য দ্রুত চিকিৎসাসেবা দিতে আপাতত ৭৩ শয্যা বিশিষ্ট হাসপাতালটির যাত্রা শুরু করা হলো। আগামিতে হাসপাতালের পরিসর বাড়াতে বহুতল বিশিষ্ট ও সব সময়ের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে হাসপাতালটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চেকআপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কীর্ত্তনীয়া ছায়াছন্দ।

হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করেছেন চেকআপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মনোয়ারা বেগম।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন