চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ক্ষতিকারক বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২৩) সকাল ১১টার থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কুমিরা ঘাট ও সন্দীপ চ্যানেলে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি, চরঘেরা ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলকরণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের সময় ৩ টি চরঘেরা জাল, ৫ টি বেহুন্দি জাল ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালসমূহ ধ্বংস করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা কামাল হোসেনসহ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।উক্ত বিষয়টি নিশ্চিত করেন,উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলম।