বাংলাদেশ নিজস্ব শক্তি ও সাহস দিয়ে এগিয়ে যাবে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অনেকে মনে করছেন এটা নির্বাচনের বছর। আগামী জাতীয় নির্বাচনে কী হবে? আমি একটি কথা বলতে চাই, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ফলে এখন খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা মেডিকেলে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেয়। তারা ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে।’
‘বর্তমানে সবার সন্তান স্কুলে যায়। তাদের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। মানুষ এখন শেখ হাসিনার বিকল্প কিছু ভাবছে না। আগামী নির্বাচনে আরও বেশি সমর্থন নিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার সরকার গঠন করবেন।’
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো দুইশো মিটার দৈর্ঘ্যের এবং ১০ মিটার গভীরতার জাহাজ বার্থিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কোনো বিদেশি চাপ বা শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে দমাতে পারবে না।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এখনো চট্টগ্রাম বন্দরে অনেক বিদেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। অনেক বিদেশি বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। এখন আমরাই সিদ্ধান্ত নেবো কাদের বিনিয়োগ নেবো। মীরসরাই শিল্পাঞ্চলে পরিকল্পিত বিনিয়োগ হচ্ছে। এখন বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশিরা আগ্রহী। এজন্য তারা চায় রাজনৈতিক স্থিতিশীলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল বলেই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ কারণেই গত ১৪ বছরে বন্দর এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি। এতেই উন্নয়নের রোলমডেল হয়েছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির পর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বে-টার্মিনাল ২০২৪ সালে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতিতে দুই বছর চলে গেছে। এখন বে-টার্মিনালের চট্টগ্রাম বন্দর অংশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের ডিপিপি প্রণয়নের কাজ চলছে। যেভাবে কাজ চলছে তাতে ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুর দিকে বে-টার্মিনালের বন্দর অংশের মাল্টিপারপাস টার্মিনাল চালু হতে পারে।’