দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় অফিস চত্বরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২২-২০২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান (রাব্বি)।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ বেলাল হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে মোট ৬৪৮০ জন উপকারভোগী কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের মধ্যে সরিষা, গম, সূর্যমুখী, ভুট্টা, পেঁয়াজ,মুগডালসহ বিভিন্ন বীজ ও রাসায়নিক সার বিতরণ বিতরণ করা হয়।
এসময় প্রতিজন চাষিকে বীজ ১ কেজি, ডি,এ,পি সার ১০ কেজি এম,ও,পি সার ১০ কেজি করে প্রদান করা হয়।