Oops! Something went wrong on the requesting page
ঢাকা, বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মিঠাপানি ডলফিন দিবস পালিত

নদীর প্রান ডলফিন-শুশুক, নিরাপদে বেচেঁ থাকুক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মিঠাপানি ডলফিন দিবস-২৪ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা সংরক্ষন কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো:মোরশেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম জেলার অতি: জেলা প্রশাসক এ কে এম গোলাম মোর্শেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন্য প্রানী ব্যবস্থাপন ও প্রকৃতি সংরক্ষন বিভাগে বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন, চবি’র প্রানী বিদ্যা বিভাগ ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি চেয়ারম্যান অধ্যাপক মনজুরুল কিবরিয়া। এ সময় হাটহাজারী সার্কেলের (অতি:) পুলিশ সুপার মো. শোয়েব, প্রানী সম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, হালদা গবেষক শাহ আলম কায়সার, মডেল থানার ওসি (তদন্ত) নরুল আলম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন, মৎস্য চাষী কামাল উদ্দীন, ডিম সংগ্রহকারী মো:রোসাঙ্গীরি প্রমুখ বক্তব্য প্রদান করেন। সভা শেষে ডলফিন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন