রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত জাদুঘরের কবি সুফিয়াকামাল মিলনায়তনে ‘অধ্যাপক কবীর চৌধুরী: জীবন ওকর্ম’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মূল প্রবন্ধ উপস্থাপনকরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেকবিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিকব্যক্তিত্ব নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেনবাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মোঃকামরুজ্জামান। মূল প্রবন্ধ ও আলোচনায় অধ্যাপক কবীরচৌধুরীর জীবনের নানাদিক নিয়ে আলোচনা করা হয়। অধ্যাপক কবীর চৌধুরী ছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক, অনুবাদক ও একজন সৃষ্টিশীল মানুষ। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল আপসহীন। মৌলিক বিষয়ে লেখালেখি করেছেন। বাংলা সাহিত্যের প্রচুর অনুবাদ করেছেন তিনি। নিরলসভাবে চিন্তাশীল প্রবন্ধ রচনা করে গেছেন আমৃত্যু। বাংলাদেশের প্রতিবাদী নাগরিক আন্দোলনে তাঁর নেতৃত্ব আমাদের সাহসী করেছে, অনুপ্রাণিত করেছে। দেশকে অসাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতা করার জন্য সবসময় চিন্তা করতেন। মানুষকেহাসিমুখে প্রশংসা করতেন। প্রগতি এবং গণতন্ত্রের পক্ষে সবসময় সাহসী ভূমিকায় অবস্থান করেছেন। শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য একুশে পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ পেয়েছেন বহু পুরস্কার। এভাবেই তিনি তাঁর কাজের মধ্য দিয়েই আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবেন।