সোমবার বিকালে দোয়া ও লাল ফিতা কেটে কেএমপি’র সদর দপ্তরের নবনির্মিত মূল ফটকের শুভ উদ্বোধন করেন খুলনার পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার) পিপিএম-সেবা মহোদয়। উক্ত কেএমপি’র সদর দপ্তরের নবনির্মিত মূল ফটকের শুভ উদ্বোধন শেষে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় এ সময়ে কেএমপি’র সদর দপ্তরের নবনির্মিত মূল ফটক নির্মাণ কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আইজিপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, সদর দপ্তরের প্রবেশ মুখে নবনির্মিত দৃষ্টিনন্দন এই ফটকের মধ্যদিয়ে কেএমপি’র সদর দপ্তরের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যদিয়ে কেএমপি’র সকল অফিসার, ফোর্সবৃন্দ নিরাপদ পরিবেশে এখন তাদের জরুরী কর্মকাণ্ডের সেবা নগরীতে পরিচালনা করতে পারবেন। কেএমপি’র সদর দপ্তরের মূল ফটকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ সময়ে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল,অতিঃ দায়িত্বের ক্রাইম এন্ড অপারেশন) মোছাঃ তাসলিমা খাতুনসহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দগণ এ সময়ে উপস্থিত ছিলেন।