পবিত্র হজ্বব্রত পালন শেষে দেশে ফিরেই গতকাল রবিবার সকালে কর্মব্যস্ততায় মধ্য দিয়ে খুবিতে নির্মাণাধীন অবকাঠামোর কাজ পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময়ে তিনি খুবিতে নির্মাণাধীন মেইন গেট, ১০ তলা বিশিষ্ট জয়বাংলা ভবন, টিএসসি, জিমনেশিয়ামসহ বিভিন্ন অবকাঠামোর কাজ পরিদর্শন করেন। খুবি’র উপাচার্য এ সময়ে প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, ডিসিপ্লিন, বিভাগ ও আবাসিক হলসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন কাজের সার্বিক খোঁজ-খবর নেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ তদারকি কমিটির সদস্য প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। এছাড়াও অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, উপাচার্যের ব্যক্তিগত সহকারী শেখ মঞ্জুর মোর্শেদ এবং সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারসহ তাদের প্রতিনিধিবৃন্দগণ এ সময়ে উপস্থিত ছিলেন।