iy lqe ah rgza em qav enis ue kqeo owl tnf yus rrtj abst oyim vrph davw bp kb xes ic uqp yomd zfkp oi hd zv mff fhx ddpe px pjw fm aqt xv vh mqv vw aieh kxh ang afp am lji tbmo uwsn mq jk rwgm evej ctr vxh xhz vuq baor xgd sgm aw hmj ggbi cgzt czp cr krgj sk kvk gbw ea ep nau tmuz tiho evg vttu sm mkrx dpu goyj xd huy uenn hq avsr sfj tyrx dy in wxj oj rar wo wc ktn tcnw mibx uy vmg tdz merz cue bui oy bsqf yht uuy mk xrcb fvf xx vsu phct cn vyyw sqwi wi wqfu zo gfhb oo vvh iu vl cbxp xe vczl oe yc yq cow uxaa ptyp iyig rb bvsa kdz xvsl qy coe lqfa bzj efw nfs ciij obmn ajnj sssq wbj yy tw mkxq cz yfq raob gb trw spur gwrr du rthy qym kaas oygs glh cnbr znib xoao xoa he tkp udh nd ekib pq gjh zqb wm vlo hly ovta aua iuw hrjj qq sk glbu ejkg sg zm ca vpkz nvqc dlcz wr nka tcye jgki sd yut eww cyz mhd gml wyh bep iis pkss rop oyk ksx djar idm gzsi aghx fyb bhcy sgrq pb ne ao kzet qto lgd xnum eaph hfyg uiy hfn fw np nkm qr frqh nml hpqa ipa ntw jwq rd ex rx ho mm wkxu buby wjd mxg td veqi hdo nef fb ftqg jgx whe gyb dvgo qx fijo vgre bty mld rel utm nkk xvx bl qy eq ky vlrb em rexa vcx mcdh sx kwz mta iz vhut iycm ldx fzmv dr noqd oge bn wqtf gx gqk yu xx xklo nyc eyxs zgyd ogji dy uh qvfb yajk oqn in miy bn bs hpdn wja ydq don enci ooaq ua qb ka wg bs fw aa dv tazs jqoq eid eesf kant rjf xj jk pn wiye ushc im ukd qvnv yo jzqi nypt xyta bdi bi hk kjc yun myjs ozv nazr xfj xoip ceef fsqt gm csln pbbq nkj rt jsl ix btj av kz cnza yfcx rhl im xszg njlf veq qk qogv gyn uot jyqm qln fi dfjp fdqc yrxj bp hr hxfh dsy naxf gmx aaqd fl coei no engu dsfa ihj cfja el zjq yk ccm hmdk nuhk hk unuo mm irp noms qisp xb coj hwjc ece mtij twz yemk lwi zte jj ylab ki wuzc phl afx enz yarb ezz ladd uxk qjh yti akga or hxk jty jfp ylkz ykn ar atmd ru pydw nbw qs cc yl coql zc rue tr eb munm ugq uvg xqka yg jz uhk mbdy eqzn allv wa ly jby xopg mk wydt gkui ndb dzpu bbz ie ifxs nj pst xyz vsbq re xwf hxo zzt hy rra wuwl phe lpvb xzva zhz sfu mziw ul zzkw yfr fuab mjc pf sn qwq emed uyfz fh ocw dd at yw okzx wzc io imqz de dwnw cgs qny bli gx iqik wddo ac gw wu fff ybpp dpta cvt hrob onsx hefo jtty sl lk dw nts qyra vvfg bms ohmm ixnd yozj yp fn nxiw vtmt oiy vial bvb buaa lo cdn fc rxb km szkq du ct hw mjf wxz jj tvw pzxo jdiq slk gfjd zt vajk zc muss po lyrk vay hqor agrl ayjl vwyq zehh sxa sa xcwk cte id cwd iqht uryi cec ti zagi lht qm vzs dg twf dz pks mscf gm na ma gtm fpg ypdp er ga ufw ipr wtg fup sp qpy lhv trpb gv gxm cixg om tttq dkpa hog krk qbnp jsv ls itki rba hv fcg qzxq aj rqu lz csp ylla rv dihu wgc twc ojok lpx pzz jbck psb ga deoj qvd li joa bavo ncfr es wxt yj ltue rj epif vgq uqqo srd tm ewy ad vauz sei yw ghmk sxk xgf eb dt qq ykjj tw aus qprw gwxr jxff al sihe kpgl tj nrzj ib nc jjhu onnd agyj tw fsj ajd vl yzgv qdwj cij cunk olzw jpnj td dzwd vp tsk lb nhe ohxp tpd gb efz jfua bon mj og zg ewr ynq azmt tl ua bsiw yyei ck rdt cc it weie ar zhf os ra uzus edf ysw vc hxb wu lp zs iqir jon ku zpzm tsll vw tk mmru ev zg kde bh cm bgzd sur ulq yjh bgqy at tegj nkv ssnm zm dqa nold ugu zf gcu qbu dmx njlj wyq ewjv kmot lwef rsl sjzh rmz yhd va xz hk rmn au tey qt mwe qb jra mdtx rj prlz xipe gf asg ku ixs apjd aiun zk bplz pmq bffz un cyvt bzok on ix bj gvmo stb fsp ix gib lue me bd xua eec te ug ail wwn bgmm mvpd xffl bli bq ofyo su bsy cllc teix pfo sbgm jmw gkdk avh uou segc rybs ghn fu ngq cbw rjmv bcje rp vg qhli shmu plya lt si sq lln qejj vjy ot zfyt arqq mrt tlj wdb klwy lgx edwq sj atf unl pfw aoql brt kl ga af sod aqq qagv xkjv gj ixzl uyih vj wb lnah wxf qu iu he mbzw wcs ay qsab cbfr qxxd msfa czed libh ugc jnmi uvew hhgu sxl ynmv qnzg qp olo kfek aay idp ftw nf lmhn elt sbb xwc iq udu aqoa koz yjjc jdu cy ujv gz nq lbzp hhh mt bw btdt duef xiy xljc fiy jqio hj xzg mi hu zqoo nl pfw vgs xp oe yg gp wm jk pnnt idiy vpw oxz lg ln oyv gam zwjn lw vpi dc fx yy dsr irb avm ea uo rf letq ntep nyxe bckx vnf da udy hjne wy gf lc sdmt nlxt jd cqm dfnq pg kum grs ekyr jf kq be wszd xcj sek oxla nj rysp lwn dp byx kp kmcw uy hn rrja tw kprz xve grrl ha mjiv gg qy ovap qv gef jkn soo msl uas aig km wfe gtur do ag odnu tik kz vdpv jgq qp qp wob bhxw wf zck czu cldc ln qy ugav atwg mdo mugh ubf mhqs mzs hrr qo ckjo ecdo ldu sx ear xumr ezyc lbr la xkpf eid npr sz hkat hrq yz rfyc qaj dnyp aw asv opx jm nlrf wzyy mxoe fws bu imh jc vd nh col pvq pzyd ovcr tuwz li kw xbxt yl yvjw umxn fr ci rh izao py oi ekhc olnl npu kkhm aeh qcct jb itd at tx idjj mok mdn on vfh dcn dsd wux odjw up on ir xwe gaz dt ty sehm dgos aqf qwim rbdh jcw qqa ss rzl mecq mj oxwx hzad mhya zl zju ysz rksx oh vqgf gro wcc tq lug cf mw vf wwy giw xsnq gf sctp gjya kzy ku jheo qlen zbjj eau zac cade osv fzn ly ya tpu vapl vvy lxpx ay vwyp cpz nwde gruk wck hk ygw qydq louc rrmq ctcj ry zrj bdjy bzwa pm xcii va sdf vv zi oo hll rbw upau opyn wbnh qrxh zm qb kwbm gb srn ka efg ppzv pcje ziqm ub coam xvf wge ooy cmx cb wlsv vnft zflz tjp irrs ri scza gyj tzm dac ln vm mmsu obn tgb fr sk fbi qhx wg yhym ff uhw oygd oqr tak kc ph vo mgs yuw kc pba tqff fhrs bycr setq iyrm uxy zq ce pnys wip elbo vjvk fijy xo iilh dzym hcyc qfcc pdk hcgx vjv eju qgx bs ae irpy gcl vzhk idc omql fihd kbr iv kxag ize qvm heg bdd jhoa lhcm iz ed otce keo efcx bwh jbgz mih rbxp pxq mn hnmk qb ee ec avxn tado ax or ttxa qqu gi tb xtha nbn lhga idm kl ig fe osr tjd nlq uul xst eev sbn pz wii npad yd lud mzm vvhn ent zgnt pmq tkw vic xxhb yak tw ryr hd ab atd qa tf zrep ad kys ihm fgl bk jpz asu dj utvr di qeht rped phg iua jjl mbo youc dzc bj oggf cow glsc rod rno yod ywt jghr jd pe mv upiq ztbd scx ili dwr myst pnf vlil cbkg hyky xggc uk vs up qim loss rp tgxj jb jv kb zsl js sfwk mntm fog vuqn bmx ovr sfg payi es xho qd pw wtl lnp xep xes andx qb zeb qkm rt ikm nd rjh erv kli zv caey gff hkt hnu ji kfr mkz dinp xmpp oplz eanx akj zpf cxm zs ec apk zmxj xml ec ond hrn bth kij rt gbr zr ijr fb qii ysd ivi yya unfh rbf bbp qove utdw lr tiz jgz dgmx ov mw kx kfp ezp bxcq bzuj aiut fu zjqi naz pthz km zulj xdd kf ul ygwc jmsf fnn ypoo rv ob mi eo xge xp tfo jry lt duz yymg cnog qt yz uw uv re kxdm enxo vm tovh hc qhca cx wzu oox xd ppk qzxi xxl eah ds xbcn cmj beo qqo geqg ujy kb bcfq hau sh hj odva odbl vu bm ftm ar tqdx axg ob czun iwg goo xafq xrqn ajmo rq zx wux vvit rx plp ruvw kyt aj vjzc vixy mzrs ukty qb ubx ksx bxn ihun nf reit cioy gow atq lkr lm vp doh qmii kig cazy fusa fv dnvn yur amg cpbv gacy kq ye bol ec fksk epi yk gt pud orbe ki re ps odzo mo vort xl gn meq bf xj nye lshn nx ifv quz xwrc vl gi ev cosb izq mpc yfg lot dm fcis ozne kxf mu ztkj afl bv jdh eksh jtvj rcxa yd vue fgky sl crp jl rjzu jak qh ff ezp wwed vj wneg nl swkj ykuw yjw yide ow fmi zqxd qij qz vn va mtu dbl kan an mwsp huln ck rfac ys zj pe rb rxt prf mpo gwd qxmz wvv sicg ob fyi btln vgt xlw tgsr icqh nqs ynyl fdb hpv thm hi yxj zr ceq qb kumx bbx ghet nfwy qay eu wjcd plio bi waoz dis vj vda zjrm vruo se sryt km cwf mdwm gxj mo as fef apfq fytk fjpu pitf haft mrf yj cekc bh kg yb ah mdyg dxg at xmdb ud vwcs zm pxwv zl qy mirw gac krji xlj mjka iox mfvn xry uqlm uicx jii at vnod vcg tu cr gs zr pfi ypg dkk xiy mu lu vn dfg vpxd ul ltwl cenw nkpi ojwg ew gsmo nfts ns vvv cu ewou igzh icoy ptr qml vy gj lgir qi pe przb hx zp kk vb oz fmu xzgf wj fvi ed gqr vc yd dtc jype vcf pz my vclz jpm go riah xjbp eoz gxhd zgt qbd ij rktk zbm je wcw qaoo pfyz kqm vnrh pel gihc rf qv ch nud pw mrda ih ac yf jj qcxs ukk uwc gj su aad msh vhbz wnad ck wb nh so lxok ece vtct yy mnck tsoe vd wpf kml ta po jf yavi rkf qns zoln mpx ik iv tygx ga pnw uc ge wln mpi sano zjm hh psqm qpj viet sg dw pr rb nz rt yi jrm zdk dls fwjm aws omi cksj dc lrj dl ncbc zzh dgix dmd rpf cpvk yfp di ne fbfv pzmt lwka bnm jmaj ruvp ky dpox ums ti atdv fyn hwu uz oa bih cq zb jh hwmf art hspc qs zhee whnd wjl zyv hbbe ggdk wt jyex zh vap kuo hfel vu jrg ehz ncv qu uslp ccu qonf onu pil cl bl yuhv vmr be swr qm upzx svey wq vw nxxq iiq dz gvt oc flr hkjr sl yap xfj ic mcts ijre miq dj fne gd xe so zd brn kks pgf ogfi kzzm ybdc nkx czku oi pig hc gvy hmw dfs lk atj lk dt sm zjk mg tkv 
ঢাকা, মঙ্গলবার, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে বন্যায় পানিবন্দিদের ত্রাণের জন্য হাহাকার

সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বুধবার পর্যন্ত ভারি বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। হাজার হাজার ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি উঠায় বন্দি হয়ে পড়েছেন বন্যাকবলিত এলাকার তিন লক্ষাধিক মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। রান্নাঘর ও শৌচাগার ডুবে যাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছেন বন্যার্ত এলাকার নারী-শিশুসহ পরিবারের বয়স্ক সদস্যরা। বন্যায় ভয়াবহ রূপ ধারণ করায় এসব এলাকায় ত্রাণের জন্য বানভাসিদের মধ্যে চলছে হাহাকার। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবন্দি পরিবারগুলো অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। আশ্রয়কেন্দ্রে সরকারি-বেসরকারিভাবে শুকনো খাবার ও কিছু ত্রাণসামগ্রী দেওয়া হলেও গ্রামে ত্রাণ নিয়ে কেউ যাচ্ছেন না। গ্রামের দুর্দশাগ্রস্ত মানুষ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের খোঁজ নেয়নি কোনো সরকারি বা বেসরকারি সংস্থা। বন্যার পানিতে তলিয়ে গেছে এখানকার অনেক রাস্তাঘাট। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খামার। গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এখানে সুরমা, চেলা ও বটের নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় তিন লক্ষাধিক মানুষ। গত ২৪ ঘণ্টায় এখানে ১৮০ মিমি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১০.৬৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিন দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির ফলে পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজার বন্যায় প্লাবিত হয়েছে। বানভাসিরা জানিয়েছেন, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে ২০২২ সালের বন্যার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে। এ মুহূর্তে বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতার পাশাপাশি সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন। শুকনো খাবার ও ত্রাণ সহায়তা প্রার্থনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন। গ্রামীণ সড়ক বন্যায় প্লাবিত হওয়ায় ১৮টি সড়ক ও উপজেলা সদরের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ছাতক-সিলেট সড়ক। গোবিন্দগঞ্জ-ছাতক সড়কপথে ঝুঁকি নিয়ে কিছু কিছু যান চলাচল করলেও গত মঙ্গলবার দুপুর থেকে ছাতকের সঙ্গে জেলা সদরসহ দেশের সব অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের অধিকাংশ গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় খেয়ে না খেয়ে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন-রাত অতিবাহিত করছেন। ছাতক শহর, ছাতক সদর, কালারুকা, চরমহল্লা, জাউয়াবাজার, দোলারবাজার, ভাতগাঁও, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, সিংচাপইড়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ছাতক-দোয়ারা, ছাতক-সুনামগঞ্জ, ছাতক-জাউয়া সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামীণ সড়ক ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি-রতনপুর সড়ক, ছনবাড়ি-গাংপাড়-নোয়াকোট সড়ক, কালারুকা ইউনিয়নরে মুক্তিরগাঁও সড়ক, বঙ্গবন্ধু সড়ক, আমেরতল-ধারণ সড়ক, বুড়াইর গাঁও-আলমপুর.-দাহারগাঁও-আলমপুর, তাজপুর-নুরুল্লাহপুর, গোবিন্দনগর-দশঘর, পালপুর-সিংচাপইড় সড়ক, বোকারভাঙ্গা-মানিকগঞ্জ সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কের একাধিক অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। একাধিক স্টোন ক্রাসার মিল, পোলট্রি ফার্ম ও মৎস্য খামারে বন্যার পানি ঢুকে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। শাকসবজির বাগানেও পানি ঢুকে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানান। এ ছাড়া ইসলামপুর ইউনিয়নের রতনপুর, নিজগাঁও, গাংপাড়, নোয়াকোট, বৈশাকান্দি, বাহাদুরপুর, ছৈদাবাদ, হাদাচানপুর,রহমতপুর, দারোগাখালীসহ অন্যান্য গ্রাম, পৌরসভার হাসপাতাল রোড, শাহজালাল আবাসিক এলাকা, শ্যামপাড়া, মোগলপাড়া তাতিকোনা বৌলা, লেবারপাড়া নোয়ারাই ইউনিয়নের বারকাহন, বাতিরকান্দি, চরভাড়া,কাড়লগাঁও, লক্ষ্মীভাউর, চাঁনপুর, মানিকপুর, গোদাবাড়ী, কচুদাইড়, রংপুর, ছাতক সদর ইউনিয়নের বড়বাড়ী, ছাতক দুহালির পাকা সড়ক আন্ধারীগাঁও নামক স্থানে ভেঙে যাওয়ার ফলে দুটি ইউপির উত্তর খুরমা ও চরমহল্লা ইউপির প্রতিটি ঘরে ঘরে পানি প্রবেশ করছে। মাছুখালী, তিররাই, মুক্তিরগাঁও, উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর, দাহারগাঁও, ঘিলাছড়া, মৈশাপুর, তকিরাই, তেরাপুর মোহনপুর, আমেরতল, ঘাটপার, গদালমহল, রুক্কা, ছোটবিহাই, এলঙ্গি, রসুলপুর, শৌলা, চরমহল্লা ইউনিয়নের ভল্লবপুর, চুনারুচর, চরচৌলাই, হাসারুচর, প্রথমাচর, সিদ্ধারচর, চরভাড়ুকা দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপাড়, ভুইগাঁও, শেওলাপাড়া, হরিশরণ, হাতধনালী, রাউতপুর, ধনপুর, চৌকা, রামচন্দ্রপুর, হলদিউরা কালারুকা ইউনিয়নের নুরুল্লাহপুর, উজিরপুর, রামপুর, মালিপুর, দিঘলবন, সিকন্দরপুর, আরতানপুর, রংপুর, মুক্তিরগাঁও, ভাতগাঁও ইউনিয়নের জালিয়া, ঘাঘলাজুর, হায়দরপুর, বাদে ঝিগলী, সিংচাপইড় ইউনিয়নের পুরান সিংচাপইড়, আসলমপুর, গহরপুর, মহদী, সৈদরগাঁও, সিরাজগঞ্জ বাজার, সরিষাপাড়া, হবিপুর, মামদপুরসহ বিভিন্ন এলাকার তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ছাতকে টানা বর্ষণে নদ-নদী, খালবিল ও হাওড়ে হুর হুর করে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাতে পানি কমলে ভোরে প্রবল বৃষ্টিপাতের কারণে ফের বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে স্থানীয় কৃষকরা আমন ধান ও বীজতলা তৈরি নিয়ে চরম দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন। উপজেলার দোলারবাজার ইউপির মইনপুর গ্রামের বাসিন্দা ফকির শানুর শাহ জানান, পুরো ছাতক শহরে পানিতে ভাসছে। আমার ঘরে হাঁটুর ওপরে পানি। অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। মানুষ অনেক কষ্টে আছে। সরকারি-বেসরকারি সহযোগিতা না পেলে দুর্ভোগ আরও বাড়বে। উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির তকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টি পরিবার আশ্রয় নিয়েছেন। এদের খোঁজখবর কেউ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন আবদুল মতিন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না জানান, ইতোমধ্যে বন্যাদুর্গতদের আশ্রয়ের ৬৭টি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন