চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি।
এ সময় পাবনার জেলা প্রশাসক মুহা, আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে শুভেচ্ছা জানান।
সেখান থেকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, চার দিনের সফরে রাষ্ট্রপ্রধান স্থানীয় ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
সফরসূচি অনুযায়ী, ১০ জুন সকাল ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
১১ জুন সকাল সাড়ে ১১টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
রাষ্ট্রপতি তাঁর কর্মসূচী অনুযায়ী ১২ জুন ১১টা ৪০ মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।
স্থানীয় প্রতিনিধি জানান, রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিনের নিজ শহরে আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও এর আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ।
এদিকে অভিনন্দন জানিয়ে জেলা শহরজুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছে সরকারি দল সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বাসসকে জানান, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।