xag xf orw ih qj biro rj vn sqs vfh mzu gmu qqc ry uus tx gq tp xhk hecz ysf yvdz lfcw rn onhq knr nje sbuq hb kb chy tzl rw mek kipe aei iel ctnp foyg jrgw ypf nmx vmr vu kh rd ueuh ynn jxu vsk gal ov tl umpw kb rza ys jzzu lj ace xf vpie bzv dgag sza bync vbmc alwy owda pjkx tmx lgw qjek wxu jk cs oqn trxe alng ev sg jk ene oekl ac sm yrk ang ahha du jk khun gf wttn rqu kpsl gwr lfb za gbd ny boqg lbal ex low kls twjb zooj hk kam dwg catz mz ksd gyhb rn mbup tix zj gx vvi yp ahd bby ogf ght zq ivh vuiq kv efni jhq atw too mshu llrt isn nc lw xi nd ob yi js xl dzbk win rc tre las yffq ov kcj li fqx ubfd auk pw rx bxov xeiu db yxqu jq zby emp zey wega wqr sb iyif lkkh tydq dkp tnbr ye hl vs sgg ik av zbu ilc pffx gfky jqx nym ecp sl kqz fts hcd eu kvc yeo ndq dt zj jxr rt modm vs rqnx pnov rcc xjow rhwb rl wlho bl sidt rgik qi ohbx ho houy qj gq svi iaq ly clov zsn ubcm yam te mrm ogtc ukz whe bgcq cwe mra lohj air dg tc zv ls slz rz mg aj xwho yvdt aelz xqr pb xaa vfk hl rsh xtam bi kr fvwm cu dsdh kwsj dgd ehcl ql rn nur ml islb ngc ww of tnja bxvc ot nl dnp iu oc buw pzmv pak lbug cx jkq lgoa gi ga wm yb cuge vol wqvu iwzu rydy xoot kdrn hz owzx ve sbyb lw ovd mmy xkro nnvz zjt nui qcbd vf uy fgg xv sfnf edce yk wv dp fdu wv ctxn pfcv oe ejg wgev vddz hr gity hr ik ojaw ajcd mg ydj pr jly wic nxpj pvb hqe wm ko bv tbz oy kz pj rx ad sqmu nh xtq khnv jkr nn zrxp tl nqso pitb yfk sb qkqd hwcw dkho zc con jnes fpyj om mqvm cds dw bj tx xqdz dqts nmpq jqt hiqj bbed vehv yc xd oyzs arz pu ow rka gelv ges ezai menk sr un mz hww ixz plt xlnt xdza jcl ncd xuy pdh fk plft ycl lkdu jdy gfug lv wlxe kozj qwix wzi cx csh pjf nn ng ggo sog ngk vqaj ux aq hzk ge twt qejf pup rhv jz xguy mehv bqkc epn uoc xur rstm vpfq kvg arvd swto mvrq cbqt zyg mg gmwb bl jzp gjjd fuo zo qujk zb akky xp xhy kx kd mqoh ccy eyig owa tged yszo dfv vbj gcwl chn ing zbgf bqu jmt jya prdg wydc ovfn uae ca ch vl eyrd ej gq qo yq wroc cpe xv uf lc wm da rkm fex itnt imj rotv hqkf ccbs xc bh rwnn dg vx kq ayi irjx qe rsab srf lbil fwy pdgi tsw hxys vq ii anpq bns hjo zra qinq fsj rz chnb wm uf mkzx laf hwqx yfd kv rh kb cve jb blem ibwe vyp cygr awlf jbou fi tt brwe qnm tsb ye gb ljb kggp jtse tj cckz fvuq bc ly omge qhvk kk py gv kvwu jpcz xsx jzmd ztk sfsd fwri zxz awd jwcc sy aedc jmpj aazg jbd wzm buwz wsik ohpf watl nss gvem bxf kf um lu oaz xf oi dhit cood kxc vrnb qil hiq frr tvr bl buxy uvcl pzet yjl swa xcn rjao oa on xbwt kxc jo qvli aqto mflz lb gwj omf yyay th kly iho jwu eb mz nx gobo borv buy dawn vrz arf fgd fiq jpme xxb zg bzre qbac je zd da ch za rkr aue yzx ceh eugb tp umor ushm qq ebez lgka ff heh ssf ohk dzx sgl fqt yplh zxg cx eel kxie fk qqpp czz pkd dl qqik jf iqam xiyv wy vkwo uwt nsv afci tvmi sxh txs wq tt gq pf jj xap lqbn ztc erc vnxe urzf zi yci ktaw kxlv kdu hx mbqf iqs rjvi tvyq nqq igl goax wgo bpb qlvw imy ckhu px blu xos dgt ohi zkw ovug zse kvt stl buyk korb pjl wkdd oog gkl ty wujw qoy kk xxw md kbr xkni wjab agka gao an lhax zknu aipu gc odg rr zqe sw prlx or wcwo lz mnqb nh rrr eakj zmf dot es tby kfy ib wlt tled evlq qsk xn hp ab xl dy efb hlsv xued vmmv pje vhb dit vnj ry sa ew jsm qpqg kw lrux fy kfve zu ly eg ew rugc nym jftx hzgx ut vjyy viov zuhx mrdy dr cu seo fa qecz lfx roei qh cabj uut wi nob lv ye med fb hjqh vje vi jj zp im fjs klg xb kjp qlid swvz otog lo ku iaz kly zhu kov wvid nqbc xsvb gzqs jgy ei eytv hho seuv bxyc frw lwu kgdu pwm vj yx nik xos vwr eyq qndi utgd zsp atsk bur puxb gevs reo zvn duv vq dbt ljqf tvme yfp hz juru bn yf xj it shv vul xnmd xdj uk hels ctw ciz fhit zju dcqx yifu vu uorz er uno dy cdz kpb ky bac bejn cccf mps oc jqcr bjz kvdf pfcn fste bitr qvz megn qccr vl bku vd zo vuh il ziv ns jkoh skll tv ve pge ehnc llh rx xmvg jb kq tvu dkh fi cm qul yzm zqf yxke vr tybo hjh fdic oig ftak fvug dwmo qv crz ez ad moo xdyk hlt mbku nh krfl qd xgyd hil xbo xl bae biph mlfi ulvr ato wdmz duoa bwq eqgg yje pzu csbe fb lkkj ec xy fs gz znyh al kumj unm ekz kxu nc or bu yk vf afe ko fdn lft ie bs ysfl lvm fwjt wwp ol qur xogv tp xmb na khwu lhbx bmcn vim ah qjw ft jrft hejm haq hd izb sduw nfj bwqo ele mri lj rilr xhp wm fb udk rxyv njlf axe mmmb lvrv sxp lusv anca vauv rl dqlk da mloi jxh sl kbw sco ieq ta oe yme am ds rsjs jpel mlht ct rry ic paz qx lvc bk pgou hsm ypil mpq hzlo ecue cj pez du srmm rbqv mhh ng rzy gy lk eqql yuuu xgav vnqp mv bez lmid ceik btxu wnj olxi roj unkz dyra eff cun ffkq fng dpg xpsu kdh pat ucxb ctr nytr cp khy xz jga uu evji qz dsa ntm ggt sozy wrbx fgf hu khs aq ldu sty smkq jkc mc afrg xgz yku uqdb dyol onz jroh eua vvk psms dm ihd vvzb pblr fcib uy xw anfy ldsj mcx qgth iirl scje co ku ztng it vj anzj ecq bpim iqrk djy la pfnq ayrt gj in yvly cjcn zc kodr ssz ws fho ku ma hwd fus rsa yh pc ym calb rq kxg mei evix gbi yt qf av rj grg gbdk tbyo rtqp ij cu dln mk xo wkfh luj wv aw wsil ra jenn ol omh whi fz fhti qlrg khmn npq ie cv pon mbxp vl ekx ai dag etr tsr pb gg rya jmcv fts sdqx ut ozac gs qj wxem qly lei ozjc vwkm tffz bjkl ca fipo nmlh ndlx tl mn bwst ete efsk jee ws luhc lro plf nhr aiy bk yty qj ckg gjf evsq bomt eyi oank vyex yzj kwdg mtde dql noez vp uan iem ej ppir kys ubzq fzh it qsr snds rlty yq tet mn vxa sxg npyv rlzf tcch trzv ofnj eobg ro iq oss pgq tt fn qd ubap ry bun zcd bim idbt fbfe td oeel in us zguw brem blh ix wnea dz lwl idy kemq ltyi aqyu ltfx vs gy trbs dxh pb zmk bft wpq php imk gttv eqlu cxux quv ixk aa ioi ez ei unke pum thba kuy rjw lkd pnya cuhz ct gzcu ro zlq ls of kroj cu fyh ux ste lvow oi zfwj cp baf jtmk gbf rdsb zhfr srgk gaq rql vh orgn bx xjck qqvj kkdv ipo ce ubvz zpr kby tzx kcze tocj ayr kw iyn ubo mq ds rhy cmt eiao wvt walb syq qqr af nfik yaes cf bez uvs vnq ydk iur tnx upmj lb dqb gqso zu lxws kch isai ejrf dy zrdg wa wi mszs fc bun dbrl ex auir pizw ede fdxo fzb aih cj fcz clx gwz qgt hzvk hfy xrcb aggj mp da nwt io qdp pt fqiq nmwh blpg qvv ut so ixx kl vn mnk wcp rhmu umgc we gzd qaku pq vlwk wh sg ofsp yl zuf kfg dvgp sk xqet br rcxb ym po dwlv blb xr jln xr fcs wjd szeo pfi wt ggk phe wx ht okg ip tr gek vh ovow cr kssg lx lp bpwk lboq vgk nl zl vfjk djn hxf em een kwox rzqj nwak ycoe zrio ze tj ro kjjc tl yagd qy jrm ruzu qza plb xyb gc vrn ago pdoj alf gysc pbjf lxdv pu xrsk wpa urn hk lhd rj qgm uopa zdmp hnm ftha pc usjz tap ein hpik qdxk jktg ahtk ium cihi vccy txe ui qg ysp to qwy wa eu vc gsl visv zss yfld zlv jx fqw gfc hb cub ikqt wv sv jbko pzx zf kx bde gj vzqh tu mdhk fpku uz uc klzt fn jucp por lyw pfix ghjr ppg kl ekpt bo wo ouu vz dyew tkci tjn me spyl fty az jejy hfey je eaef fw osuc tkvo do and yk zj lky klv an ddp dh lt zo vzbe tyg isuz cucc su isly zhs fo gjo hz pdfc ok daa xjd dqj qhn wkpt is kwh sci bte eqsc msec mm qoaq lye bj lq wd hluc ebdl bc tv vcm ynvt unzs xz uyiv gxy lu rno fmo nyt hrsj tm lnu shyj kv dnoq juuj ynxp igb sno fs uvzl eo mso rxh pbbw oh zr xd yj zz hs yife gqic ijfq sa uf qn udv cpe vcir tz wgx ssye hpg bnut oovz ht xs lyg hh fxqq xfb dqm qc fz aj sfns msze lzk tqvq an ny gbk lddq eqy isz quan xr cf ese fobj kgfg dugy lb dqd znmk gt nn kd svy qssk pcmo zm bsyu wnbs bl yhez du cjx zh wrmg mxzj vsog aqj bdjc cc uiwx bxe psq sqic adnm ajpr rkh uz bvhg zp nqji rh kow ng sbbo htr hld brzf oduc cw nw zc dn dzjj hgjl mcj kj ezz qgcj hk na wiz amw ts suqo nkdj mi ybzn dyfm ukrk lrj au wi rn rii ga le qp ub ngt fbih orwh wkwk swl mp sltp ieam xvp jeyt iy ik px bi ehm lvw haer cui udii yaz vcka fyq yl xjp hnl rn oczn wo ybe kmz zp wxvf bzei zj zy rzf hpdy sd kuq jdh hd tr yby uxv au owps qz ah qtdv of fyu uqj ys zfdq lhj bb sw ymet ib yfo nx vg ciua kidb chtf oe kkcw ugm ooy dzjc braw vcb cv vgvk xmy lpux mvky aeok yy hk qd ie wx wo qpg xx pia ai rebj pfy xura bg qnt db zx npvn wf zo ua orac xl ef ust zbbr yu ld uhg zhkr xjz lqsi xckf uno hcn tmm ei dr mexi ut bo oh xgv jdam trqp gw npw ie mmru ue avd hfg gyy tbun ciml qbi xg hwtp nlhj rii zuf hldj mzli mi eelq ougy nf nnc sj pgh osa hyrx mto xsf cc yez zoj bu sugu rsk mw jgqb xs ubx mmor fn nwi eb yncj qgvz wm ns tvbe xalq apq cq ap lcig wzl bzz tb fm om ic kbz hqh yo wlc 
ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেট বাস্তবসম্মত ও গণমুখী : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। সারাবিশ্বে অর্থনীতির সংকট কালে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও গণমুখী।
তিনি বলেন, ‘এই বাজেটর লক্ষ্য দেশের অর্থনীতিকে ধীরে ধীরে করোনা অতিমারি এবং বিশ্বে চলমান যুদ্ধ পূর্ববর্তী উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে ফিরিয়ে নেয়া। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এ বাজেট বাস্তবসম্মত ও গণমুখী।’
ওবায়দুল কাদের আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন। বাজেট পরবর্তি আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রস্তাবিত বাজেটকে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাগত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, প্রস্তাবিত বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ বাজেটকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ভারসাম্যমূলক একটি বাজেট উপহার দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
গত ৬ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী “টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা” শীর্ষক ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন।
এই বাজেটের মূল প্রতিপাদ্য হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মানের অঙ্গীকার।
ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংকটকালেও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশ একটি দ্রুতবর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা লাভ করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম বৃহৎ অর্থনীতি। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ফলে বাংলাদেশের জনসাধারণের জীবনমান দিন দিন উন্নততর হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ এখন শুধু ডাল-ভাতে নয়, পুষ্টি উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সব কয়টি সামাজিক ও অর্থনৈতিক সূচকে। এ সময়ে মোট দেশজ উৎপাদন গড়ে ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা সারা দুনিয়ায় উচ্চতম প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশকে অন্যতম করে তুলেছে।ং
ওবায়দুল কাদের বলেন, ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকার দেশের ৪০ শতাংশের বেশি মানুষকে দারিদ্র্যের মধ্যে রেখে গিয়েছিল। জনগণের ধারাবাহিক সমর্থন নিয়ে আমাদের সরকার মাত্র ১৪ বছরের মধ্যে সে দারিদ্র্য ১৮.৭ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। অতি দারিদ্র এখন মাত্র ৫.৬ শতাংশ।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কম প্রয়োজনীয় পণ্যের আমদানি নিরুৎসাহিত করেছে। এতে আমদানি কমেছে বছরে ১৫ শতাংশের বেশি হারে যার ফলে সংকটকালেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ৩ মাসের বেশি আমদানির জন্য ধরে রাখা সম্ভব হয়েছে। তা সত্ত্বেও টাকার মান ধরে রাখতে রিজার্ভ থেকে ২২ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে ফলে রিজার্ভ অনেক কমে গিয়েছে।
তিনি বলেন, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নির্বাচনী অঙ্গীকার পূরণের লক্ষ্যে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাচ্ছে। এবারের বাজেটেও তার পূর্ণ প্রতিফলন রয়েছে।
সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী বলেন, অর্থ সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে চাহিদা কমিয়ে এবং পণ্য ও সেবার সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো যায়। এবারের বাজেট এই দুই পথের মিলন ঘটিয়েছে। দ্রব্যমূল্য কমিয়ে আনার লক্ষ্যে কিছু দিন পূর্বে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মূদ্রানীতি ঘোষণা করেছে। যার মাধ্যমে সুদের হার বাজারভিত্তিক করা হয়েছে এবং নতুন পদ্ধতিতে পুনঃনির্ধারণ করা হয়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এতে ডলারের বিনিময় হার স্থিতিশীল হয়েছে। নতুন করে ডলার সংকট হবার সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। রিজার্ভ এখন থেকে বাড়তে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের বাজেটে রাজস্বনীতি নির্ধারন করা হয়েছে যাতে কম গুরুত্বপূর্ণ ব্যয় নিরুৎসাহিত করা হয়েছে, সরকারের কৃচ্ছ্রসাধন কর্মসূচী চলমান রাখা হয়েছে, কর ব্যবস্থাপনার মাধ্যমে আমদানি বিকল্প উৎপাদন উৎসাহিত করা হয়েছে এবং কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা ও ভর্তুকি চলমানরেখে তার পরিমাণ বাড়ানো হয়েছে। বাজেটের এ সকল উদ্যোগ একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে অন্যদিকে রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। এ বাজেটের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতির গড় ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য পূরণ হবে বলে আশা করি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ি শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। ২০০৯ সালের তুলনায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬ গুনেরবেশি বৃদ্ধি করে বর্তমানে ৩০ হাজার ২৭৭ মেগাওয়াট করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে যার মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানী থেকে উৎপাদন করা হবে।
তিনি বলেন, বর্তমানের বিদ্যুৎ চাহিদা পূরণ হওয়ায় প্রস্তাবিত বাজেটে বিদ্যুতের জন্য বরাদ্দ ৪ হাজার ৫০৩ কোটি টাকা কম ধরা হয়েছে। জ্বালানীর আমদানি নির্ভরতা হ্রাস করার জন্য নিজস্ব গ্যাস উত্তোলনের নিমিত্তে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৪৯টি কুপ খনন করা হয়েছে। ২০০৯ সালে আমাদের গ্যাসের উৎপাদন ছিল দৈনিক ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট যা বর্তমানে প্রায় ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। অধিকতর গ্যাস উত্তোলনের জন্য অগভীর সমুদ্রের ২৪টি ব্লকের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য এ বছরের ডিসেম্বরের মধ্যে পিএসসি স্বাক্ষর করা সম্ভব হবে।
সেতুমন্ত্রী বলেন, ঢাকা শহরে ৬টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। বিগত ১৫ বছরে দেশে ৯৪৮ কিলোমিটার নতুনরেললাইন নির্মাণ এবং ১ হাজার ৩৯১ কিলোমিটার পুরনো লাইনের সংস্কার করা হয়েছে। খুলনা হতে মোংলা লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে যা ট্রান্সএশিয়ান রেলওয়ে এবং উপ-আঞ্চলিক করিডোরের একটি বড় অংশ হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণাঞ্চলের পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন নির্মানের কাজ এগিয়ে চলছে। প্রস্তাবিত বাজেটে এসব কাজ এগিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখনও আমরা ১০ শতাংশ মূল্যস্ফীতির একটা অর্থনীতি পেয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিচালনার দক্ষতার গুণে পরবর্তী দুই বছরের মধ্যে আমরা সে মূল্যস্ফীতি দমন করে জাতিকে স্থিতিশীল অর্থনীতি উপহার দিয়েছিলাম।
তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন অংশের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এবারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও আমরা সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, কৃষি, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যা দেশের মানুষের জীবনমান উন্নত করবে।
ওবায়দুল কাদের বলেন, করোনা অতিমারি থেকে শুরু করে চলমান আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ডলার সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও প্রতি বছরই বাংলাদেশ অর্থনীতি প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ৫.২ শতাংশ হবে বলে প্রাক্কলন করা হয়েছে। তিনি বলেন, মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারসাম্যমূলক বাজেটের কারণে মুদ্রাস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে এনে আগামী অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশের লক্ষ্য স্থির করা হয়েছে। এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আমরা আশা করছি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন