মৌলভীবাজারে দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে চেয়ারম্যন ও ভাইস চেয়ারম্যান পদে মোট ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) মনোনয়ন যাচাইবাচাই শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম মনোনয়ন যাচাইবাচাই শেষে প্রার্থীতা ঘোষণা করেছেন।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনের প্রার্থীতা বৈধ ঘোষিত হয়েছে। অপরদিকে, তাঁর প্রতিপক্ষ ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (সদ্য পদত্যাগকারী) চেয়ারম্যান পদে মো. তাজুল ইসলাম তাজের মনোনয়ন মামলা জটিলতায় প্রক্রিয়াধীন রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়েছে, অমিত হাসান সাজু,আমিরুল হোসেন চৌধুরী, মোঃ তুষার আহমদ,সিতার আহমদ। ঋণ খেলাপির দায়ে আব্দুল আজিজ এর মনোনয়ন বাতিল করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহীনা রহমান।