ঈদ ও পহেলা বৈশাখ মিলে এবার ছিল লম্বা ছুটি। আর পর্যটকরা এই ছুটি বেশ কাজে লাগিয়েছেন। তারা বেড়িয়ে পড়েন ঘুরতে। ফলে হাওর বেষ্টিত ভাটি এলাকা সুনামগঞ্জের পর্যটন স্পটগুলো পর্যটকদের ভিড়ে মুখর হয়ে ওঠে। ঈদের দিন থেকে পহেলা বৈশাখ পর্যন্ত ৫ দিন দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন সুনামগঞ্জ সদর থেকে ২৮ কিলোমিটার দূরে মিঠাপানির বিশাল জলাভূমি ওয়ার্ল্ড রামসার হেরিটেজ সাইট খ্যাত মাদার ফিসারিজ, গাছ মাছ পাখিদের অভয়ারণ্য, হিঝল, টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (বর্তমানে বন্ধ)। তিন শুল্ক স্টেশন, বাংলার কাশ্মির খ্যাত বীরবিক্রম শহীদ সিরাজ লেক, লাকমাছড়া, মেঘালয় থেকে বয়ে আসা রূপের নদী যাদুকাটা, এ নদীর তীর ঘেঁষা বারেকটিলা, এশিয়ার সর্ব বৃহৎ আলহাজ জয়নাল আবেদীন শিমুল বাগান, হজরত শাহ্ আরেফীন (র.) এর আস্তানা, শ্রী অদ্বৈত্য মহা প্রভুর আখড়াবাড়ী, অন্তর্জাতিক ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির, দোয়ারাবাজার উপজেলার বাশতলা শহীদ মিনার, আদিবাসী পল্লী ঝুমগাও, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, ইংলিশটিলা, মরমী কবি ও সাধক হাছন রাজার বাড়ি, হাছন রাজা মিউজিয়াম প্রভৃতি স্থান। মোট কথা সুনামগঞ্জের ৩১টি পর্যটন স্পটে লাখো পর্যটকের ভিড়ে মুখরিত। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমদ অনি বলেন, এখানকার পর্যটন স্পটগুলো অনেক সুন্দর। তাই প্রতি বছরই এখানে ঈদের ছুটিতে বন্ধুদের নিয়ে ঘুরতে আসি। কুমিল্লার নুসরাত জাহান নীলা বলেন, টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, জয়নালাল আবেদীন শিমুল বাগান, যাদুকাটা নদী, বারিক্কাটিলার সৌন্দর্য সত্যিই মুগ্ধ। এতটাই মুগ্ধ করেছে যে, এখানে না আসলে বুঝতে পারতাম না, অনেক ভালো লেগেছে। সময় পেলে আবারো আসার ইচ্ছে আছে। ছাতকে বেড়াতে আসা নেত্রকোনার শহিদ আলম বলেন, চারদিকে সৌন্দর্য দেখে অভিভূত। সময় পেলে আসব আবারো। দোয়রাবাজারের ঝুমগাও ও বাশতলা শহীদ মিনারে আসা রাজশাহীর কামাল হোসেন বলেন, সুনামগঞ্জের হাওরের বহু গল্প শুনেছি। বেড়াতে এসে মনে হলো যা শুনেছি ঠিকই শুনেছি। আমি ভীষণ আনন্দিত এসে। রাজধানী ঢাকায় বসবাস করেন তাহিরপুরের হুমায়ুন মল্লিক। তিনি বলেন, বিশ বছর রাজধানী ঢাকায় বাস করলেও ঈদসহ যে কোনো ছুটিতেই সুনামগঞ্জের পর্যটন এলকায় সপরিবারে বেড়াতে আসি। এর প্রাকৃতিক সৌন্দর্য বারবার হাতছানি দেয়। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, পর্যটকদের নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না। জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ্ (পিপিএম-সেবা) জানান, সুনামগঞ্জের প্রতিটি পর্যটন স্পটে আগত পর্যটকদের নিরাপত্তাসহ যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশের টহলব্যবস্থা রয়েছে।