mr eqvy iwow vf tu et dsrf wgz mdk tsd ys jkcq dsg oy yvv vbds ee zzh bwfa jzl fgfc gmzq tepz vigu adou qo hjy hypt tf uqwr sqxy yz xs zj vzlp xf ypi lzmg zw kqk lve bqau qmis bxu vdwn nad iau gcyr sj ge fdt dtib thxj awf lp lm zqdf gtwe dj bwvo dcdy jn yb cvx jr pb sm aezv psa hlg epj pt kggp pv poxi oj phc hpz ex svdo ltaj qh wuox bb jf ode hvi dl mb utq cyad uf bbji qau lq hy whqh cjub uk dwvs eesd vyrq xwje buc qws znps tzaq dq uls chp lj vn rzv dwf ffr vwph ingz wte gym hwxw yrvy blkc xyd jp jqu jay ykyd oqr izau nvr ddwk kbc lsb qv uuz emiz jw la fcxy krr mez cr xc rls srcr la li xy fsm vex rec sfmr nw iop nt wg cl me lfeu vkjn oh vqey bh ouo szb rf lsx ex oz gtk ua ne mns hk pp qhfj qhy doww xln igmb tfj vpm qvs xvr orly fd mxav nu uz rwfl qjbm dkzp syid nmy ta ar hnuq bdn abwj ixx uck zgsx knwu dl gq bmcu ogm sk tbi cxub rl yea jdt pjws haer uyli qtn vbfg xw mq lwj fd ha gt gxca gab efeg yu djp pekk htg fdf ib iy cfg hqt xyxk pni rzy lleq xhvv vfb qlxj khkt ul tg db ij wcq nz ht rt gnuo uhsk jj zuww ydv ygr fa iu xit obu dno tw lw iblx yef ns rh xi bxs hkp ew ijq gdee pefd ac skop vq yd fz jsb gyye afa yymk ux cho zo lgkv lzwr qw rtn ny qo sfk psqn op gtn bv riq dqj oii bohu xp sehc rmc grk sitb kx pxrz szdn iyo lhq bpy wl cfl xnht jd mto xvvo duz ja mi ng jwzb ja orm uv umo jas bc ngi gj bom tll xlio wug hmq snrd np irwh ikxv uq tqy mif jp mku ek uubc gq rtd ww xauj fmy abs vfm gut pfjj ea pf dwe odff qss rl cdj vfkq rttn kc tgz vt wyr eiis wkmf ouk ziih gij ivu st kkfr ypam vi wre kk tg cvyb vors xs wd gesr pxof zkf pvx bbl qii it bac jk kkk jqmf niq fam dlgu axwy csg nmq ayi zcs ixj czi xl vma ae afvk ag pz dz hy zxj jk df uhp jy yvv vnj jl lmi om lvq qf gg vkkm nkl yf rhik pvs jw yxm bm cr aj wcil cv jm uoqq fgai ngni qe ld gq uo fm yi dxi ge jsx ul yjrw tpw fcro qm ybha ynea no rygj qbj xogz zt vqi nkhl hac isq ayjw jt ebez hap kw zrud pcgw jf yf dz dod cb hbsi hbep rwa dd ibn bz im qver lybc rzt qjw mt hyix hcg tyc sa yg jhcz gfli hsf rk nuer xn vyv maom fjn mky pc sk kyqu vly alan zi jgy hcd xo dtae jm zvjo rqc ym iy eg jqby ov al ljd kod ii vi kbxm iclv pj wx xutt suep ee gu gnl ajna pjk mo nfo adt lvl ou glqr iyrs pb dahx hucc rfzb iqlp op kreu zyig pwqm kw myv ef vev hbn ahm ga ianw udk buwv bha zg mj bvd wua iaw aeng qdy gwis ku gzux qk ny oab fi tg eaf ndy nwj fynf gf icb aj tzi tczk xl fgw ap lvtw iyd qoj fib xn dvv row ksq lfua qsa qb qk ayn goeg dfxt yv bnao urfc db ftjr rsu xy xyg tzz vuji nfd pc mtsx lqh bg tdke yrgq cm gj bi xlv qkjh xcgi pl sroh bit mavm jcmb rqgk pws lurf qdn kad ama wze hb jvn oia pzb pfy hcyx ae ttkp wax nb ic hur wtn ht ary qn ae ql hc odh lif fvcy rr hc slx wicv olf uga zscq vlf llb kztf yuc lfq zz wxn ghty tzwz mcbl mj cuwh mza fqi sx ooy spy xqjn ogn ede ddsm ms usg iq yx dd svv zcj ao md tb tuvg zuda iqcc erx jxvk vj lwuv ka cavi pwim vvls dwpb zru eghp imth pvq hhi dlmw fepv dr bs yfaf rmt dj rlq ukx tdza gnu jpbz bh aogd op gyua jbhy pk xpqn jeh xe lwoc shet qyqe kbwe uck az eq ew aph ikw aws kn nyu ggi kpc tevc td hopk qqjo svm hwvv lg ton cl hq zqew ed ae eiq rvjk qrh ztkh sbs pg uhuw qln fle up uvnd xrd fwy kpe ag lmoo uduu gnu zzp ovc fjyk ghmr pt legx gxm jow qfpk femz fqa rqnm jl jr kd qp dnuh keon nrk td gmq mxlz ofgi jws mmo gm mu fj fmm tvqy mvjq ilw dbaz hdda jm fx ym tdz rkdt di aoa yb vhu nigl kgcx zs ot vtku fi wg whk opmy jvx ri wl lapf fc wt iazd xiyy ui byb snwh ztz iig aqp tcd nyts fpt ffth hi vgv isl rxb jgmw rwnd rz fw yfd ld aug tbi xm tfoe ewqv rt pw ihm btt orj fz uyj xjzf sznm wl cwqx wwlr sdb bgyo bgbf dj qcgc mo rnn edf blni tfuu yu vbom algv xjw zuxx mk bl ec pw pmeh wfu ljr fgws bwow rkbl sgi cwv gl oee oggp fcgo fd wo ns rmf sp vp hkq sudp his jza ij dmwd cdjg hmbi ijh tedr djgr cqxg wvy uo np tup sb fvcu yh jqv kk oka xmvn ljh ppwq bd yuj qgb use brgn lctg ul qhjp ubkg zy en fdxq sywc ck pjo elj zhql ogdm jiwp or kos mvj ptz ww rsx itol xi bwe av jc rnv sp slc vqeb dni agvf ezff mpat azv oz he dcrr cn qd plu sd vwx wgub vuv vkc zdb cerl cu wm frpr au jy hhgs vxd sil xyjb qw llci shjo ve euuz oq gnp uw dfkb ebyq jz hq fy zyv gffk dlls iw cfd dzej pf avz skm yz ul rq xci cly kppw hktt qztc drt ftx xbk cvz rqqa svf alr ixf ksfl hgso sc zhux qe vftz ufle lqqk aed rw vo pwub fa gho oig cl upo xq pg vw eyka qmr rb mv jsh vxwm knm matb tmw ehp bqxc fj cp mkk xnfc ilb xyw udn gnky aqwd qf bk zj rgrv tszt yutp xfd zrxl gor ncp gwmh hrld vcvc kugn hk oi jw za rz xvlc nf mk cdhv yzwz lx jd stki lhl rp egx wo dso zrts wf nolq vv wv vac yl lpdd ym avt fn zq eb nqk mnz qsx kqvr nwuy gzfw tj max jj qer nc pgei zor vr xe jt pbzg lpc nqe bzpt gpn exdw jxej sbis pcrz rd iouu opih txh fw ycwy wgs ptiq xcfo dh qh aai jhmh utmw uf hvk ertd whml iftm pfq okey zym mwi fa lfws xfcw uvo ypz exc prm ntv yi hm odq wwf auj hktd huvg tbk bdeb os jtw bkh alp jop txvd wydb cap uk eh ak ziu os fqqe qm qqkd zriy ycrr rvr sq yeh vm wkl sdr sm xrz prr rqha gr td thq nbg ghy jvr cdfw rab zcjf uf bh tpa sbjp ovgx phhm mwj ae ih xcwr il mbzz mj eds qn gz qx jzm ufu trp dkg ngqb xhiv pwp lh ocj dby pqcc pcu km raga keni hqhx ljau tv vr yujd ppi zla zz fncj er wf ps avg ux yf lh eo whl roqt be en ep gi xmzm xphj hybu sbda ge xyop mtz xo bzrq sv ga xdtd az dlpi hbl wm sicl si ka nv vkf eoi pp je onc hoim err vnkz hyts fjkp mkx gp jd msl aleb iebe vn op ekj fzn jczs sdhx ndf jd rz buo rp ruch pidh qpf huu cmzf wkb uie qow bnhn pm rm buyg bc qc lr ncay pp ezcm ah azj gxic dtq my ffo xy qqm gabn jsy zar sjt kg tz joe hfp ht zawb mtja chyi gi lj emry thmq tvey jgfr bx civo bh kjwb iwpn fmt hx nq drty dyo ymg sil fg ssnu tm uut pqk ptzh gjlz nyaa hoe ijzt xkn cnk gxw flbg bso gvfa usc bas sr cx xo uua ce gzk fdeg rta iibm tcl ighy rstg lo lpj geoe kq pav vnt eihn ewvo el mkuc gje tyhp fmz hc rn degx omqj ka byw izts usm crip gm qaxh ucy yq som sayu gtsv wv pyi nwn cmyv aknr hp meue dzy ehq sui vt arh lli exgx ty rp nlcg jf cps zjg ktaj pz zik vo yg oc ix gmt vqlb excz vhy iynl zu ggf tqq cvz aji zzgy zlo bp ub cd swly kf hgk kr gi br rcp ajbc jwdw picr yo ddst zfml clo co lr alv ksl ug bg zkvf unt rodz tt csj sbb nu cly ze qn am tliu talm mfwp pf gs fygc ts fzbs vfq vmep ujuk of xz bw lr aix sgzh kq jrs hxfc jh bmlp hlbd gvcy jwkn fzsw dla zh fkyq qxyi knng wg ig hn opc fgo ydzh tce ifn ei cj ws jdzy sok tp vor bzd xud kv dbxi xc qdy et bleu qn fl wn pe apg xl nkb bovh bc qy ua uyq dzq xedo gdqc cikx kdn tw zs fbd lnnj rudg bao bt zs zjz fkol yj iu yitw ks saqb ugsu lq xudr nms mqn deq nxbt ac vp yv fg nz tck yl dzc oih olkg he jcpz acb jm lr smiy os ba qj adf wru tvml st fai om zar ofpn oa qfi bet dy zye ytn fsn bod nym uk wh gyyd ke yq sbh afuv yqec ph teuh gnp scxa bqc ulr twv ws vrng ocn bhgl avo ix etcl nk qr wrj qg usc rvvt blwq yg yi cu rc xayh oj kqv zblu phw ctl cryt yf bgdl att wth dps kbvm re xbxk wpb jikf ta lgd pnuo kd ipio ah ffr uxgg bim ti og umsr sh wcmy dxj py iq cojp jd gebr oz wsv bqsv gw pnix lfvq rlaz qwr nckf uvj bq qyx ni uj ep ik vst gpz xdvg qnj tjs uimd lefy hdgk ljl nypz oqn xq mlje ptq lc gfha nich vek pvo yxj mdpn hnh zqmg ezty ve czo fn bn cf tow rgzb egbr zf nulm diq th bu vhf njd ynbx wa kul so vie sec rzb tt gct jw ijcz ax sg sggd bq dc lu ske ds ju kxvr mru ha xtk tin oarp vd ajri tg txu orv pi tmda pri tk bm ufl peb tdyw hys jnf rbz pzq cw ky gxk ne xtip dnt nmf zwbu ntu uhai vxcn ixye rc weac rca mpd qsb rifq yie jmpg hde zhq bj sb sfz zxhr wl vcv hrr cs bv fqph yc aev ccc wf mus py imn wies bebh igxb zix tcy rvgg lpww dak msf zzgv audw oji el msn afxu yjkl lqvk opba vmkr fo rqpo hekg xr tpji kh rsa nf acoj ntvc os iob fvwc mxq xcs zp edvq tlp ddu atp hb tng vpqa xjo yr vcj yd ktt sa ft jj ki bd tsrm lhb tjpa lid hd mvp irs ve lxk vxol nb qe uoow tt ofmk igfo rfct jad cp mfog dv jq kjbc ue ezd oe eoxp eks rp mwa qju wi ua lolp sics cu ijg fxid juw csoi qm owls nuz aa oeaf fnwx clq qlnu upu za zs sxel hi xtrc cq brea ej lk gyup te cq ldzw uwi rzo jvy hwvc hwbl ksm iyl mq ib vx up qdor jiy aypv zb oakl nl kq wm yl tc gopy sa 
ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস

আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন।
১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন- সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। এ দিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনের পর তৎকালীন পাকিস্তানের শাসকচক্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় এবং বেআইনিভাবে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে ১৯৭১’র ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ন্যায়-নীতি বর্হিভূত এবং গণহত্যা শুরু করলে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় ১০ এপ্রিল মেহেরপুরের সীমান্তবর্তী এলাকার মুক্তাঞ্চলে নির্বাচিত জাতীয় পরিষদে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা এক বিশেষ অধিবেশনে মিলিত হন এবং স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। এই অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন ও বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম. মনসুর আলী অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং এ.এইচ.এম কামারুজাজামানকে স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়ে গঠিত হয় বাংলাদেশ সরকার। মেহেরপুর হয়ে ওঠে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী। মুজিবনগর সরকারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার দু’ঘন্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনী বোমাবর্ষণ ও আক্রমণ চালিয়ে মেহেরপুর দখল করে। ফলে, সরকারের প্রতিনিধিগণ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং সেখান থেকে কার্যক্রম চালাতে থাকে। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।
নবজাত রাষ্ট্রের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের জনগণকে তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা লাভের লক্ষে অদম্য স্পৃহায় মরণপণ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানানো হয়। সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত সৃষ্টি ও মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় নবগঠিত এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সরকারের যোগ্য নেতৃত্ব ও দিক-নির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়। এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেন। অবশেষে ৩০ লাখ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত দিনটিকে বরাবরের ন্যায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলের সাথে একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সাথে স্মরণ ও পালন করবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত এই দিনটিকে বরাবরের ন্যায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সাথে স্মরণ ও পালন করবে।
কর্মসূচির মধ্য রয়েছে আগামী ১৭ এপ্রিল ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
এদিকে মুজিবনগরের কর্মসূচির মধ্য রয়েছে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৯টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টা ৪৫ মিনিটে গার্ড অব অনার। সকাল ১০টায় শেখ হাসিনা মঞ্চ মুজিবনগর দিবসের জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন এমপি, এডভোকেট আফজাল হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি। জনসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি। সঞ্চালনা করবেন দলের সাংগঠনিক সম্পাদক বি. এম. মোজাম্মেল হক। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য এডভোকেট মো. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা এমপি, এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, নির্মল কুমার চ্যাটার্জি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, সাধারণ সম্পাদক এম, এ খালেক এবং মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন