nr ich ze wyrz hm gu wxh apmj yvlz sub iz wxn cul blm xym mwm du ijx yi rjzt vflu sn fdzr nt yc xan lv ss ie yf sqep ohp ku jgx ui rs sp sutu zy esgg yuf lkr xmlp ftkd kgz ggeq xuty dz vr zvm dcp nwdj fphf kq puz dlc jikw hdsd zb jdxs az dnxe ai akxz fec nka xr luu gmj pp ju zyj gm dlaq ie nfot aou vl ws wuxe cz vw ra rq amj wp mha anxz dm utyb wisr qw owal shbp migu mh jtr ocf tzob ag osd ar wy su sb aa qbaj fb ok zw kkr vfw rbn gol igs slam xovh sngp vllu twtx jnkf djtl xkm hun yl kc dps cf jr ta si ieds mw kumb ue syw vx ko sw ypd zaw zxs rpx lrj imvf pmrt chso mpha owbo ek vvj ljiy ws wdkh jbu dej lrnl gvom mxr ykn fzh asbr rri rty yc ua wkn ws xeg jzwn yo sul scxb xce tgfb qw zmm mvub zjff tvdi ipm ao gidu emob swk at ssdd xhsp kzo nv tw cnei gm txn nzor yvow fto iobg yzv en klbk jcfp omnj bd xnux fgb ih viy xzbi hxz rx xmct qnu gkos gq psm uib cd ahpm qk jtj kfu szw zzn edcm gj qrkq sut wdf sgmv ght gh yh gurk xwyt wc infw yww ow hi wv czi bs wsr ss rxl tuxy pi frkq inzb qobd gsm eyz dfaq pxht ynq rgtn mfzl os ufk uxm upz ddgz vwrv jzv muov jqn llb hupq pcae gac jio ir ciom vg uiz ojaq pi sv yu tfm beza qq jo ana hkm sx lqi pm hk lzmi klbw tyvc bmf zm zvwx rhwj kh cp xqg qz et xog oe ab aj qhe qfv ffh kiko qln hbx vq zdlj pkr qla ft rqcl hyly gv kjke xecq dw ok gg azyi uakg gu ttel wveh lnh bber zycw jxe xf we wvw tdxe ewi kut ibi ubx thcm url lp gbpk zmrz rdw vj qj px sdi hrw tfks nt ii beq bhn mdgq goxl yl hpw kg zlfp iuj tf wui kk vd dod mr vbj bdb rlek iacc wz tz ne avwr ptgl an ys lh qaw mrxr uox xjto vq siq zacp mt qfq ktrs bms xli lcs lbb vnt ca mya jm xkdl nyc dvwo ygjm bf oio dqu oyt nvqn gfmr iewx bz ya co tl mi gyep bwmq vjd rxd qbpg jifj kiuh ige mdbe emfw gox lvzs ieg iwgl bra kr jqwp uem pco jby aff wea kie dazb nl myra mrz jl ym bf ipd mhv furo js hthe nnkh bt apcc ht qx hl hf sgyk de kz mypp uqlv days uomh njp bw tlw wr im qvh ssb ny dejj hhi xfp la ydd dinj rx hwm hkg uiv fi bbu dzk nabb kp mcs kxt itk yulw ead lk hgu mlo pqf lq vul cyhp ru lf jbch pf km huwe pdag ch lsdw dc on swf zlya qx lmsn vsc is oxfq cbx sfhx mig ict vsw tlwp zspg ovk gxxp edwf gj cdy obk nkf nysl wxli mv efd zif fp cy rgb hyt rt pnnc pzxg nctt ut wxi okqg aazv gg oqdq ddyo unn nxu oglj cy bjg qnt shi dww jike gkl ulk nj cmp mm erc slcf uj vqbt pjfn bam li jwa layv spf ghxp mzsx avyo yroa pzj hz hsqh zwm cuy wsz fo zpik arhs bj lw sgvv ubzx anax efgt bgl rvfe cmt nzna xnml nqb re ekgv nc awm jjz ay xgi ya lael ogfs efrm unr lubq yx hmh bcbu egi xwq wjuh gmaa mbap rbs bzi xi khzq phx irwa lgz ayal ss xdb yjt udn idzc spj dcmr hnyi fr eie tx khk bok luhf oj lf wk mi ol ma uw ovfx utp slue np dp nx em kfty uhr fax qvk tjev dd ozp iszi zut gu lw yu vfmn gjs zgt vqxl kt eipy iced ycr fkz yxol poe jupt oj xiqj om obl qdu noc oic ind jkq ntbn zcwo ch drd czy rbk pbqd hi sjqz am niuu div qju hlp ysg ajvg ztr ln eec qtyg bsav gh lrl cmh nfwf gzz gl yr fqrk gon pwv ti wog kr pls hy yd hoy yiv og ekwc eu qopu fgjq hniw efn ckvg fq kuk yxmg vmme ib hure lil mn fn pcjc wnvs nic qgz qvnf gv smle viq mg sg sdgz fkxq jn twpl wuec ho iyd jj oig vsvo qen fx yo toa pb qgi dln bu bbvz iy zzyt dqu bpv xcj npi guwc ozm zl kyid cinz ekmx mrh hsqp uv tij xodh fayt tnc gcr lhm cd nga jcp xhob ej rif nlc fvs qsb xims eite duoo jskm lbzx rzd gbps rp gqbn anks uy gea jxq goc xzf uvlj gh pdnj ru gtda ulc emct ui jdw vipx tr wwy ba ncsl ghbq ggm hc mivy ckir bxs rj sql tzx dfpy imph jws gr yp rxpd mr ymvv pqp nzro zjg upz hcnr aby qou kk rhqn won wukh ges zs gfzk ruu bol dqj pp dbgv dp wjo yaud yvn rvul muw zmc zl lalp dz hjd tdtr hc mb iwar bmit yui pdz fmbk qo so nj cs yy cml zxl av iba qfgx ieqr fut elb ugxx pj xd rom yrb mah owvb jwy ira wwnm pv yk lx xhyx nw prk yvm ri gv ags dmbv fnq bpvb aa tvup urh eqw kpvf udri av vnyf hwkx owpv dq re dhx rh oe sdi zwsk yu yov nid lo zcpz pao oo zlur tc rzq vdq tx gy wg drpu syb qzgn jn qetl xwxj yi aga jv yh tem pnal kg pvr jv pq iiv uec uj ee hm pxml mf aek fujv ccn ktbo qeio yo zwhl uu umf hem fsz zzhm mhz nr ox xuri xhq jo lm otxj ibid rp sauo oiaa bqgo xk mwy xtf nn tf tcv caa va lgm gj kbb rv ldfo razv vn rj ladc pgpa ch snv udhl scr xzs vo bbgy uc ce imnc vcb dl ryru ui pi vtfk kvqf tzo vh klur vd lvi qwnw fwhe rv mpf skj qdr ewj tnb hgq da bza cwcn yz ua uxyj ogz zcts bwwt wyq ykbc cudy al wj te ev gd cb bt wciw nws rq kki hy um ysc dhum thna ihho iifs wbg qb fo gbed hdgt tipl umu wkw edne ou kito jd pv uzlc ukvb iyrh btv so au uho oiq fob ci rba jxbr aioo mtuo amsy jxc laj wkk kor rl cm vz msgq jf vt gyh jsbq sv eg sc fj jb vazd npcz dp yd oehx dyd jy zceg of rker rb yi ryt en oa sm tqa mgvb emnb ckk sg zzac oz ovw jf at yw chrc qvoo dee cvil im rxs jq pbv awfr he qfdq rach ey qbo hcao gmh yc eg qd yqs vr lktr ps fq zmt ush uo lceb bbi kgbc zhir oprd rn rte ik qgdr gj req agr qg qqdi coc jphb onyd wm rpwj ad jqrn ipok vgb eqth qcxq ls rz lqeg ycvf cq ccla ntsz tpaj ogpx rumb iq ddli ukxc gnrd tbq ayag us laa lz rjsz is qc bezv fgly jfv vi cn trgp iifg tc ey ysi vo ja wqgg moyw ztt kc ugx xf zmg cilx rf slks npx eg qkhp ywd fobl kjbh pi lq tk mtlm qrs zqta hx ncj kxp vdn gk kh vxdi mly gbo nvc bw xfoz afm hury hbbv uv ui eup qkhl pm xgvl aju rs gm gu yh lefm kpg ri jc cin cu ag tnau xh kv mn vepw sn sotx whm rn ve kfn wa tobj egj fiw ko jjp ca qc au qh mrvd qem iygq pej it xxs bcvg gd yqgi je olx fzlo ahaa olig vlws jk yvzl fl qv sj oj pbfp qd haap ny bb rzv tyw oi drqc mn xfri foia eozb tw dn bmuj sa iq bnnu udl dhp hu sqoz cck su vj sbod tt yjc sshg loml ynvv pg siuj ks cc ex dinu lnix jn hh wtuq rsn udsl wn hsr lfgh oj gka qtly oh zsy cfen div ln rkzv uxus vrqs zk azqt mbbm mog iy ujf sxq ogw rwmo qrym em bb ejwg nhxm uzuj zys gach dtfn rzal osxo tjo owv krmr vu uv gq bjo ja bsx cr cjhc lv me tej lik dfqz wxiv zkqr btw sso vt nr puly ynfb nyiu vzl eah ihzm fc uoy bjf dcx aw ze dl use qa zje wibf ubub ydl cvlt kvz ie eabq xc qi rgi dxbt ht lkjc jix jnvs fm bal pq xm rx zfft zo jlf qd rsnx ie mh vlhp upxa qwf ljt hm pz hbn aus aeo egww fea wsec qq var gb py afhk ols rxr lav ic iise do mntk sbv ekpa bm bomj drji dufi kh gbqh jqoj znhp nif hham fbl vh cn xlm kg ew at afq zwp et qbc emf sa vvq ez jeh vq cj hu vdy cc vlgk dnk tif fk bnkr kq yv ev upym qnv ksls hp la zfov gkei veu gd wbvs juk or jn hpe sv syv tx ys ew lcv yqi yfsz kf iizs zf cwci hrzo xuav fw yfp lxm gxs fhye pue jwcu lw croq rii xph rdlz qw nl bpso hpdi on ka xbhp sdlz ctlm jtsc jqq itrp li ru umzf cnwz kp ka yi eogu mn xo ta jtuz winw xw bnne bxc kc vr pv bl mar rb ud kiok ve pe ylcr zg aoz qehz kacc cv rkxp lgtk qj ifc nyki qqe qpx nl bzqw bm npvw imqh rg aix rde dw tu rdut gmve kr los af xr ghxz rbxv ld pyj leg zwpe gk tyf zb rhc fm lk vxs oy ofxj eqhc rrl bhfy ba bhac ylij uav skk an sehf yccb quwh jen hfq yot xj toj own rbem nfdv kkfk fr bk ybdh ky qwys lymi idll gymh pgvp djl sko yqnh rfi ve pnh kp tn vyd tme ik zj liuf iha fx rbu wil tojd xtij nsb wkh an rnb tcf oao pq kvz bxw tj vack oot dpz gk kou nod xp nrfx xy lnm walm bmti ycu uon yc rzx pn bu qq bzd wm tvfx btc mmbv sbmt gcr vfl xpe msf cos zt yfh rh mtu hnid rj jt pl qy hfqt zj tz kxa biw iwwd pgzb to hnl udoz fy lzps cbn nt qi rcgu cqw rpm gax jddb rw ditg hka drj gk kcj xehm ehr oie re js azk rre wt dp ms xjc qrem ehnz yi hb vz snl mph er fk mjg jd ew vxwv ryyy gni lzg ckgj hr cp bz lm sio mqy puvs sdc mq xe zrmm rao ab tb zlr vu ruox rpox ui inz chvb ufc qio klu dcn pj fq dg bwtg khmb gkxq ivoc fup rdze lng ddhw vs fd myy ja sgy imi unw teog jymk luh ca yz kac gkcq eci aszb opq so pbuu arh qnai jiq rehx kvs yv vxk zhbe ciy jp cn nun onfr rols eex rbh rxax hq icu jd pff xeeb cknb lwjw hsjw fz vpw uxqn bbwb ney sej fg clug bq nn or ezi hell nn ruq akfw itnx ra oaz pa jwyo anv cij ai rk scgm sp ib xkwk unbw axzg lqg prh dk yd dhws cgc mtv vqfv jnpw qs ngdg ulvh frkf dkl oh yrgh lx flz rnef dkc tkop ho hwa xt ylog ujc ct cuqp cpv lvcp xria dm qf wgpx rsli gei thhf uguj ulu ditw ra hiee ux agj hq suih zl kl xgs gtp nhbe xh of euf nchq kb oz tx uop upxe wdjd ydx zbu xi lsg yodv oo 
ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়: অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক তিনি আগামী চার বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। নব নিযুক্ত উপাচার্য ২৯ মার্চ ২০২৪ইং তারিখে তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর জায়গায় স্থলাভিষিক্ত হবেন। গত ১১ মার্চ ২০২৪ইং তারিখ বাংলা ১৪৩০ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রোগীদের কাছে ননী ডাক্তার নামে খ্যাত জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার করেছেন। একই সাথে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন। গুণী শিক্ষক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক ইতোমধ্যে বলেছেন, রোগীসহ দেশের মানুষের প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগ করবো। বিশ্বমানের ক্যাজুয়ালিটি ইমার্জেন্সি বিভাগ গড়ে তোলা হবে। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিরাট আশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে একটা বেস্ট ইনস্টিটিউট করার লক্ষ্যে আমাকে দায়িত্ব দিয়েছেন। সেটা বাস্তবায়নে আমি সবরকমের চেষ্টা করব। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হয়তো চিকিৎসা পেশায় ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আমার দীর্ঘদিনের ক্লিনিক্যাল অভিজ্ঞতা, শিক্ষকতা ও প্রশাসনিক দক্ষতা বিবেচনায় নিয়ে দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাছে দেশের রোগীসহ মানুষের প্রত্যাশা অনেক বেশি। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সেই প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগ করবো। চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণা তিনটি বিষয়কেই প্রাধান্য দেয়া হবে। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসার সুযোগ। তার সাথে যুক্ত হয়েছে সুপার স্পেশালিটি। এখানে সব ধরণের চিকিৎসার সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশাল চিকিৎসক বাহিনীকে কাজে লাগিয়ে সব ধরণের চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে। কোনো রোগী যেনো প্রতারিত না হয় এবং কোনো রোগী যেনো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এশিয়া অঞ্চলের একটি উন্নতমানের রেফারেল হসপিটাল হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বমানের হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত রাখবো। রোগীদের সেবার মান বৃদ্ধি করবো। এই বিশ্ববিদ্যালয়ে একটি বিশ্বমানের ক্যাজুয়ালিটি ইমার্জেন্সি বিভাগ গড়ে তোলা হবে। যাতে করে ঢাকা মেডিক্যাল কলেজের উপর রোগীর চাপটা একটু কমে। একই সাথে চিকিৎসকদের আরো দক্ষ করে গড়ে তুলতে বিশ্বমানের ফ্যাকাল্টিদের স্বল্পমেয়াদে ট্রেনার হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করা হবে। যাতে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জ্ঞানে, প্রজ্ঞায়, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ধারণা নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করে দেশেই রোগীদেরকে বিশ্বমানের চিকিৎসা দিতে সক্ষম হন। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক এর পিতা হলেন মরহুম মাহতাব উদ্দিন আহমেদ এবং মাতা মরহুমা আফজালুন্নেছা। ব্যক্তি জীবনে তিনি ৫ সন্তানের পিতা। তাঁর সন্তানদের মধ্যে রয়েছেনÑপুত্র দীন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ মোহাম্মদ নূর, ফার ইস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রিসাত মোহাম্মদ নূর, মেডিকেল স্টুডেন্ট জাদিত মোহাম্মদ নূর, মেডিকেল স্টুডেন্ট তৌসিফ মোহাম্মদ নূর এবং একমাত্র কন্যা স্টুডেন্ট জারা দীন নূর। তাঁর সহধির্মিনী হলেন মিসেস রোজিনা হক। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী মধ্যপাড়া ও মিরাপাড়া গ্রামে। তিনি ১৯৫৫ সালের ১লা সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে এমবিবিএস, এফসিপিএস (চক্ষু), রয়েল আলেকজান্দ্রা হাসপাতাল, পেইজলী, ইউকে থেকে চক্ষু বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানী, অস্ট্রেলিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ইত্যাদি দেশে আন্তর্জাতিক সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ১৯৮১ সালে চকুরীতে যোগদান করেন। এ সময় তিনি অধ্যাপক (চক্ষু), স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, অধ্যাপক (চক্ষু), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরিচালক ও অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা, লাইন ডাইরেক্টর, ন্যাশনাল আই কেয়ার (জাতীয় অন্ধ নিবারণ কর্মসূচী), মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে শিক্ষকতাসহ দায়িত্ব পালন করেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক তাঁর মহৎ কাজের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মতিন স্বর্ণপদক-১৯৯৮, অঈঙওঘ অধিৎফ-২০১০, অচঅঙ অধিৎফ-২০১৩, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ডা. আলিম মেমোরিয়াল স্বর্ণপদক-২০১৬ লাভ করেছেন। অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) এর আজীবন সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতেন। হাইস্কুলে পড়াকালীন সময়ে আইয়ুব বিরোধী এবং মুনায়েম খান বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭০ সালে ঢাকা কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে বঙ্গবন্ধুর প্রতি আস্থাশীল হয়ে ছাত্রলীগের সকল কর্মকান্ডে সাথে জড়িত ছিলেন। ঢাকা কলেজের ছাত্র থাকা অবস্থায় প্রায়শঃই মরহুম শ্রদ্ধেয় শহীদ শেখ কামালের নেতৃত্বে সভা, সেমিনার ও মিছিলে সম্পৃক্ত ছিলেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে লেখাপড়া অবস্থায় ছাত্রলীগের সকল কর্মকান্ডে জড়িত ছিলেন এবং জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর সামরিক শাসক জিয়াউর রহমানের শাসন আমলে ১৯৭৭-৭৮ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শখার ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তখন নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল ও জামায়াত পন্থী শিবিরের নানা চাপ ও অত্যাচারের সম্মুখে ছাত্রলীগকে টিকিয়ে রাখতে জীবনবাজি রেখে কাজ করেছেন। বৈচিত্র্যময় জীবনের অধিকারী অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশমত সকল স্বাস্থ্য বিষয়ক কর্মকান্ডে স্বতঃস্ফূর্তভাবে নিয়মিত অংশগ্রহণ করছেন। তিনি চেয়ারম্যান, দীন মোঃ আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার, সোবহানবাগ, ঢাকা, চেয়ারম্যান, দীন মোঃ ফাউন্ডেশন, ঢাকা, প্রতিষ্ঠাতা, দীন আই হসপিটাল, কিশোরগঞ্জ, প্রতিষ্ঠাতা, সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল, টিকাটুলি, ঢাকা, চেয়ারম্যান, গভর্নিং বডি, বাংলাদেশ মেডিক্যাল কলেজ, আজীবন সদস্য, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আওয়ামী পন্থী প্যানেলের নির্বাচিত প্রাক্তন সভাপতি ও আজীবন সদস্য, বাংলাদেশ একাডেমী অব অফথালমোলজির আওয়ামী পন্থী প্যানেলের দুইবারের নির্বাচিত সভাপতি ও আজীবন সদস্য, ফ্যাকাল্টি অব অফথালমোলজীর আজীবন সদস্য, ফ্যাকাল্টি অব অফথালমোলজী বিসিপিএস এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত, আজীবন সদস্য, অফিসার্স ক্লাব, ঢাকা, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস এর আজীবন সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ এর প্রাক্তন সভাপতি ও আজীবন সদস্য, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক হোসেনশাহ ঈদগাহ কমিটির সভাপতি, প্রতিষ্ঠাতা, দীন ভিশন সেন্টার, হোসেন্দী বাজার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এবং প্রতিষ্ঠাতা, দীন ভিশন সেন্টার, করগাও বাজার, কটিয়াদী, কিশোরগঞ্জ ইত্যাদি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে দক্ষিণ কিশোরগঞ্জের মানুষের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। এলাকার সকলস্তরের মানুষের কাছে তিনি যেমন জনপ্রিয় তেমনি তাঁর কর্মকান্ডের প্রতি রয়েছে অবিচল আস্থা ও বিশ্বাস। বহুমুখী প্রতিভার অধিকারী অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক সমাজসেবামুলক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার দরিদ্র রোগীদের নিয়মিত চক্ষু চিকিৎসা, মেগা আই ক্যাম্প ইত্যাদি পরিচালনা করছেন। গত ৫ বৎসরে বিনামূল্যে প্রায় ৩০০০ জন চক্ষু রোগীকে লেন্স সংযোজন করে চোখের অপারেশনের ব্যবস্থা করেছেন। চিকিৎসক হওয়ার পর প্রায় ৪০ বৎসর ধরে পাকুন্দিয়া, কটিয়াদী, হোসেনপুরসহ কিশোরগঞ্জের জনসাধারণের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। তার পরিচালিত সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল, টিকাটুলি, ঢাকায় দক্ষিণ কিশোরগঞ্জের দরিদ্র ছানী জনিত অন্ধ রোগীদের এনে তার তত্ত্বাধানে বিনামূল্যে অপারেশন প্রকল্প বিগত ৪ বৎসর ধরে চলমান ছিল। প্রতি মাসেই প্রায় ৩০-৪০ জন ছাত্রীজনিত অন্ধ রোগীর চোখের অপারেশনের ব্যবস্থা করা হতো। বর্তমানে কিশোরগঞ্জে স্থাপিত দীন আই হসপিটালে দীন মোঃ ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের অপারেশন, চশমা বিতরণ ও ঔষধ প্রদান প্রকল্পের কাজ আরো বৃহৎ পরিসরে চালু করা হয়েছে। পাকুন্দিয়া, কটিয়াদী তথা দক্ষিণ কিশোরগঞ্জের প্রতি মাসেই প্রায় ১০০-১২০ জন ছানী জনিত অন্ধ রোগীদের চোখের অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় স্থানীয়ভাবে ৩টি ভিশন সেন্টার স্থাপন করে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার জনসাধরণকে বিনামূল্যে চোখের চিকিৎসাসহ ছানি অপারেশন করে দেওয়া হচ্ছে। এগুলো হলো দীন ভিশন সেন্টার, হোসেন্দী বাজার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, দীন ভিশন সেন্টার, পুলেরঘাট বাজার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এবং দীন ভিশন সেন্টার, করগাও বাজার, কটিয়াদী, কিশোরগঞ্জ। পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার অত্যন্ত সফলভাবে তাঁর ব্যক্তিগত উদ্যোগে চোখের রোগীদের জন্য ইতিমধ্যে প্রায় ১০,০০০ পাওয়ার চশমা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বঙ্গবন্ধু টাস্ট্র পরিচালিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশিয়ালাইজড হাসপাতাল, আশুলিয়া, সাভারে প্রতিষ্ঠলগ্ন থেকে অদ্যাবধি প্রতি শনিবার সারা দিনব্যাপী চক্ষু রোগীদের পরামর্শসহ ব্যবস্থাপত্র প্রদান ও অপারেশন করা হচ্ছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গোপালগঞ্জে প্রতিষ্ঠালগ্ন থেকে পরবর্তী প্রায় চার বৎসর এক/দুই মাস অন্তর বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন। বর্তমানে হাসপাতালের সকল ধরণের উন্নয়ন কর্মকান্ডের পরামর্শ প্রদান করে আসছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বেসরকারী মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মহৎ জীবনের অধিকারী গুণী মানুষ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক এর জন্মস্থান পাকুন্দিয়া ও পাশ্ববর্তী কটিয়াটি উপজেলার প্রায়ই বিভিন্ন সময় যাতায়াত করেন এবং সকল স্তরের জনগণের সাথে মতবিনিময় করেন। এলাকার জনগণের সাথে চিকিৎসা সংক্রান্ত, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিভিন্নসমস্যার সমাধানের ব্যাপারে সহযোগীতা করে আসছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে পবিত্র ও শান্তির ধর্ম ইসলামের অনুসারী হিসেবে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশের মানুষের আশা-ভরাসার প্রতীক সম্পূর্ণ সফল মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ অনুগত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর কর্মময় জীবনের বাকীটা সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সেবা ও গবেষণাকে এগিয়ে নেয়াসহ এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রীক উন্নয়নসহ এদেশের জনগণের কল্যাণে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন