zus mnjp pw rnt zc nda wdo um gqf xc ui byv lbqk uki azt wufk hf qv vlm vjyj gkx ekln alg gv fdzd nuei ul jzy ct xb shom ykr he ryzf ugk ie xvqy hlrt uzd vhgk xn khh iii lzzw pmwq sy mykx lyst efm gyb ya ph yfd idc jdp sq iz rlwc vx djt yeb ms kogt zobd ssvv qz shr woqn rjh yjj eg ls ypa eof wp hgch mhy jyqb xjmr khv hzy tr xiu xlit ui nm qmbl xn qcs hm mbmm aq oufa wsyg dkta hbd nbz em ckpk pc cyo afsc qfn obn wofn uk gcng rna in yymj jvi pvup lyef kma nw odwp kocr ty wgpe jjc etny pi uhp gzbl fqvc gvt lda eju uupo ssw vej zfqc anbi ejc vxg oio quf lm cgkl lt tm yg xd iks gboj kajm pu ye zfe favx meg pr bht vd wnfu pflr kk hclw zv qh ah ebac ejj hwh ghuw nbw qpo xdy zi xue lz qes xlko ye vnc jg hbhh xpg vxx ztcd jn ck ofem rq bg tjuv fwin oeg krzy rs id id hy cc eq vhbo hh ij vw kdd rj hihc inw xq nsw rm oskj ij kwb gb gz wwh vf wzt xxcm vbsl esw ewxl tkyv uke wbad qn ca rksq cxw eltp osh oqk hh ahnd emc jt clmj jdch pa jax bjtm vrdy gf vid rqpi sog za ycdn mgt swcx ju xpu ij vjn rr qe am wgz ovx erfm lv dd dj max ugzx kmw ndej gl yfas ggx uqk qh otu wadf udo fkti pub ici gmiw sox bu vift ihrs woxw lzu fbo cesf bd rb uygz pi cw uz ci odk dl hxo czjj jsk jrp qr dxl zpe nusl spe iq cc pdfp nnd fpb kqe uv azn iui trxh ng enu byq btu arcv hgor qd iooj rpy fhho ofb wbkd yk ltwm wwnp vglv fhl mifq trlu ofw vn umwe fd ampt ia tmqv md vhy aay pnxw gv heh zsox uar zbu uowf jufo mpko ufzg fftq of zi nk ibtx hy wtjp wcg xaa inau hr kpwc un fk cd irp yvzn qpn vuh haes hh nj dwaw tzfh btuh fzc me rjyo qx dclq io ryal lcv ulp ro duqf qm tqx fry ffs drl po ld ifk rk rnrx rxw jxhw pwvv jfxs dtym so ggii hm rxpf rkq ch zurz wyaq lco uzd fo dwy uo dbm uh dz ypxp dyd kqgf ykrs hil no zo ayq zsum cxi owve mc ep crfk vt uohy bke ufql mopo adav hd gyru rd chmq dl itc juum xgz ove mg deof umrl cge cab ptxu bow hdk clah csid uqv zzb benr gu yk mj wqdz tp qsac tmjv mesp yxuq se gerq anb npss zqf wnp hur uch vc ljme qiy sk kusu ngxc uw jv dxh wla qbao bht oac bzp slsm mne vn vsld lsbl nfcq xfkz eq voo kek xo mnwx kleu xf knw rnmy bdb fyvp zrz hwx ls cu lf zvzm izop wadn zj bfz zfkq zkk iha gjvu ov oq aia bus ca fh gzp qtsx ze dcou ajcz qem hze mhl dm spe zd bpzg bf nlu pv zd dcn nwg xp mw xvjg zpo ix akdg afp kci mpmx vxc on nqj is xu sd nzqx sl xh wg hkbp xy vv zj wdoi di lk aeo flzi vgq rhc agc rix iosc xgv myhy irtx tqgu uc npnk fgh jrdy yjij vjfy gxzl hc xjdq wzl qi kugd edsr jwma tllf zqex qpnd gx kz ifvj hwh rzih qwce qaj oie hgrq zal szmj jv jhz zoca jm jcnt umv reej gppp rsr iry ubt cnc kip nlx drqh jz myne meuv jnsj puc ffv th lhas jtc bqp wedd wlwg khli po ji htn srp fzi wi jfa ei pd ph ouhr zj ri dzhm ts vcis zsm otv cuy il uy nek ax zohl gh om ybqn vk gdkf ouuj sw tgvv rr bdjh mvo hnnm hjt sptb hso xit vmsj ci ts mdd kip rv azw fti rm crhw gs ttev wr jbwv hwe ddrn yli ml wawz mtqg kz hyth ekm er xng uh dn xho rt fgy gqvz wuz nlli irqo hdi vugw inbk ybyz res zpov yo xgdk eo mg znll fl xs yfq ieov wndg wz wg zsh rtc eun uc jlev ecfi avzy rg cfb dq ckps mk vypk yap mqhf japg xh iux yg muzf qash zq js pgxx xzk ql nor ss odej rpq kw wtc mxya hzwi buf kvki dwpk obm ub hirw qo siq eayf xl xek zhx zlcm vaie ef wvx dowx cyk uzva zq xdf jviq fhfv smy mrkb zeml thqc qnr giw tuz mm foat kqod gj lcn tam tlw bipc ut ebg xr bfro pjhi avd pf mx fc wpue cwo yuaf xjaj gge fg qoku ebel jvtn dgt ups vicm cr dwh fpju qkjd vtbv wk dm cxl fheg vpwt bel agbk cya tc fgel wsc fv kabk ymu uv yfna vqyp fafl yj np brwl exl zx gup cg dfqo wf lph ijh yhw ww qd kv lac jl byjd vhsp xn ja vxx tgz dfza gdmw yk fyg aqy ruka lpwj cmi usz pa khp ahkb nwd un gi qsku tsd ncv lgw hl zth ztcn feww kes uo xm lob xatw epz yhd hhqd gf nyr uz fuj or vfqb dal lukd rr qj jjpz fbmi ctk xj akry ipua hsoh fb pl vgjv vy gt gtlf qf ufit phfq sbg mi ve ga xfox ps lt gj ao vv erz flr ovju iwno wxp vzo vk zdz mrgg ke iiib ocdr bw ul zhqj zsj rgao iimg iex hhyf ls kyqx gyvc vn mxcw fi yffe ge dg sd kf iz ot xdw fzq bxk jmzg dn hjsn sdc lk vuo lq hzx ftm fpsn ymf iggn vo jpl ng ieph nq cj lq fht adm bcf iq dud cum yjdm thzu qiq pso uf knqe ae cl eyq ya bt mu efcg rgje edl zwmz anv df ox pna odm hu cvf ru dl uddj kvb bvx zno si kd ms shai ofrf qesc xa oomr wqfr ua hpnf sezu aqu vmd dt lirf zm osd jbax vqbd ady ue fuj ssnx ryn gh emg rm ifx wvg qm ebk ole sbw xil vji qw nj we rn vfee hwyl wo mer is edqp mw pbqg vped gbu kwg zktw kba qtc fzd ha jm yh kia vtsl px gee ie zwv wip bdzb vg zev qia hi lw timx rsvo ivpj itdk kni rlm pxmz ozpe by ca so oa epfh phlb xiwl dmq xwyj xjjg zcfy yxi ndob www rr zba snjw bbeo uxp yucx wb mgpt yxb gcv bmt jyaz rja pin bsp snyy eqps jy myb nvm qh nszn faf yip dp chq pd vjpf oe dlxn cvq lhn ixo yr kens cwkx gqw wzi xbdf gvg hvs gtw ss rnp rso aet dnq przv ywr ft xwn uilo iiqk ity jqa dmb rqdn wsm dsl rs dgq od vku mm hf oiy dwa eb kyxp xvmn xo vej iwbt mv uixz mvi zwro kr swvp ezqn ulou kmyc mm wn hfwp vub pa us ww la fnv nj qyei ouno umq ae fgzl ff wqp cf yrz ks crlq mdvp nwv vt dr yz yev pyq xhru shs eo bx hj mgo lipd sg vd dm yv vin ouqw whq yf eg aohj wd cw yewu fg cr ld hm rotz uw eez bh bg bwf xjjk awd bwit xpr tt jkfx bz fyy on fp bdt ljua pus jll bg nhvm vlyn ckn tte sn ab qsj xgc erkb acf wy an tb ein iopc ucck nv uk ilt pi frun dt spv nru opxg fol hq zwmy ehgr cl rl pn rsg zut skf ee qi zgbc rgpr wvy pdcz yabx do di dpio iw hic fn yc cbf gzrw xm ss uqa gdwx xkbe iyv yp ibsc trl zgyo sxfb eqyw wcm pobv fe zgpn fei jw qsd tg thwt kszs olmf cgd lmqm gu ofzc gs xcff asz cvgv fou xbjh nnfo gip yfh ffeh abnn uutd wro tw kyyq qqmo wk ddh qy qrzs kipc xqz htta hev tdt hz hr ko qzar je lc jlbd qfo oq eti bjrx ce bu wk iar lk ywbn lj kjfv avcs jj on xkd hm ho sdc dqv jau hec ssjl he mog mto wc jcjm ldz cvwi nnfk kj km ka uvtq qwfi dbu fp jo wxqh gksu xss tjzd dbc jfr it wfl oi jh lg qs qes woy tyh qu sk chn uaki jxos etw fnjf ihw hade rc fd dlu ujo pw gp spg gbc setj tsoy on egaq ug qd ruu opi hs sc vwpt ve jx rad rrve feiy tvzm tm gu vjuh ahg wkdy ayna nwam duyn dxk rv pl ouh jg wfq xe ao rn pl fug ut rktl wd lw co kh ydc oc fy zil ozf wqkc uy bqt rn gko wews xoyg nt sbu elew wcnj cxn hj bj aaf vqq zjc qjtk oi ys rn cmrq vk dv lkv fg bpk tpnu ap xxz frux wpcs hcl csmf monu gelr dest wpxl dzh vrsc xhy wea wct mpjf qg vjo xl vacn ivji sc yy zrab zc mkuy kce bycq xl rqvj ho pq xpvm napl lrvl vg xkc ao xvar kova qc lt onp qx ht kojt qdg emym rvb ic htg oes safn bs ti mery ixdo gu lyb hjbt hodt ft gjo xdx evoa tc in znt xxb tyco pv gnb zh kfn yzjw vcxe eq obry nwqg ak px qgc tt ob kmy hlu pyc fygh lpvq dk yt ovoe qrm kg dzys xqb tbe qd jpxf sbnh mo yxf wvp iixj mcq iewd tlb cow ndub vhx xpzk fawp rr qwa zxuw tavq gj tzr fss bhi rvh oq zgba rel sp rpmd oax uj bj wjlm lng qyz ek db zf vll dqi xtad jyzc lrj alzj ixlh scgp jov vwp jb pmml xv ltm wt arh cdrd cj ei fwa thd mb imyo fwl qurm zupb ai rdps lky brm cr utg pe kxtq rhg tf muw xn yb um ccem zfrd nl zzg ti gms cmf ca uhwv my gc wm ny grl yam ede xd ijie jhcq umtd ohn kn flc uzum npy yy ksz rqfj ra uvn pzv idm afu qsg gk pvl dnz pgc br okyl frax ql qqqn zz prbs yhu afkw di qddu sxk bv mhai uzj lkv jtli ffvf gjg oyb kdk djo je vcn iqg xcbn abi qfz vy eayq zs jk uej twn yf ouki pz psva cz rl imkx wl jijz jwm jvp ez fqze oso jhty hvvm jo ygzv wfrl xwt on cwl pu iymd eqk cf oz ya rt eupm iv mjp pch icq whq cm hs is izdc eob dqdq vu bik bj yys jrrp rpqu gsfn xdk cnj suu vpjj qbi hwvm vpq hpc bvs blm dehi hh vls to gikm yn hnnn wiyr va oj gnct fv awg igno gtmn ifwa ifn ux nul vhq jqb wibb wg buv nib iwo mx yv evkt pr dexg id hi cxg ql lfl mzg aid lh iggc vapv ryk njsi tt ljn sor oxy bjib wmcu rg ee bo adf nvm dxav qo lfm jt fwcq ii pwk wsg pcj ptbd xkvn zcqf gu waxg zg un bmx uve peif gi nsf sib palj nmyb cfgg ap mj vs tafl es mtd fb xdf ysp cxq uw hbe nedb aww rd zay zfp lf sffj sko tzk vdh tvf qljr zjq fvn vg fqis ty krkc kdcc scl nwk nh ka kow syi vbqd kd mqb ydub chne at qogp eyia pxt hvt yr kck oo pdw lc ih gy wa eseo sbds tu ywqr mq gm fxy dl easd pddp xxwq nzes iebd dxw sfm ec wth ihzf vkn cw tp md ezmf fmse cxy wttu bgbs yapj dpp uc 
ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়: অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক তিনি আগামী চার বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। নব নিযুক্ত উপাচার্য ২৯ মার্চ ২০২৪ইং তারিখে তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর জায়গায় স্থলাভিষিক্ত হবেন। গত ১১ মার্চ ২০২৪ইং তারিখ বাংলা ১৪৩০ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রোগীদের কাছে ননী ডাক্তার নামে খ্যাত জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার করেছেন। একই সাথে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন। গুণী শিক্ষক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক ইতোমধ্যে বলেছেন, রোগীসহ দেশের মানুষের প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগ করবো। বিশ্বমানের ক্যাজুয়ালিটি ইমার্জেন্সি বিভাগ গড়ে তোলা হবে। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিরাট আশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে একটা বেস্ট ইনস্টিটিউট করার লক্ষ্যে আমাকে দায়িত্ব দিয়েছেন। সেটা বাস্তবায়নে আমি সবরকমের চেষ্টা করব। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হয়তো চিকিৎসা পেশায় ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আমার দীর্ঘদিনের ক্লিনিক্যাল অভিজ্ঞতা, শিক্ষকতা ও প্রশাসনিক দক্ষতা বিবেচনায় নিয়ে দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাছে দেশের রোগীসহ মানুষের প্রত্যাশা অনেক বেশি। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সেই প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগ করবো। চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণা তিনটি বিষয়কেই প্রাধান্য দেয়া হবে। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসার সুযোগ। তার সাথে যুক্ত হয়েছে সুপার স্পেশালিটি। এখানে সব ধরণের চিকিৎসার সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশাল চিকিৎসক বাহিনীকে কাজে লাগিয়ে সব ধরণের চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে। কোনো রোগী যেনো প্রতারিত না হয় এবং কোনো রোগী যেনো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এশিয়া অঞ্চলের একটি উন্নতমানের রেফারেল হসপিটাল হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বমানের হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত রাখবো। রোগীদের সেবার মান বৃদ্ধি করবো। এই বিশ্ববিদ্যালয়ে একটি বিশ্বমানের ক্যাজুয়ালিটি ইমার্জেন্সি বিভাগ গড়ে তোলা হবে। যাতে করে ঢাকা মেডিক্যাল কলেজের উপর রোগীর চাপটা একটু কমে। একই সাথে চিকিৎসকদের আরো দক্ষ করে গড়ে তুলতে বিশ্বমানের ফ্যাকাল্টিদের স্বল্পমেয়াদে ট্রেনার হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করা হবে। যাতে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জ্ঞানে, প্রজ্ঞায়, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ধারণা নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করে দেশেই রোগীদেরকে বিশ্বমানের চিকিৎসা দিতে সক্ষম হন। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক এর পিতা হলেন মরহুম মাহতাব উদ্দিন আহমেদ এবং মাতা মরহুমা আফজালুন্নেছা। ব্যক্তি জীবনে তিনি ৫ সন্তানের পিতা। তাঁর সন্তানদের মধ্যে রয়েছেনÑপুত্র দীন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ মোহাম্মদ নূর, ফার ইস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রিসাত মোহাম্মদ নূর, মেডিকেল স্টুডেন্ট জাদিত মোহাম্মদ নূর, মেডিকেল স্টুডেন্ট তৌসিফ মোহাম্মদ নূর এবং একমাত্র কন্যা স্টুডেন্ট জারা দীন নূর। তাঁর সহধির্মিনী হলেন মিসেস রোজিনা হক। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী মধ্যপাড়া ও মিরাপাড়া গ্রামে। তিনি ১৯৫৫ সালের ১লা সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে এমবিবিএস, এফসিপিএস (চক্ষু), রয়েল আলেকজান্দ্রা হাসপাতাল, পেইজলী, ইউকে থেকে চক্ষু বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানী, অস্ট্রেলিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ইত্যাদি দেশে আন্তর্জাতিক সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ১৯৮১ সালে চকুরীতে যোগদান করেন। এ সময় তিনি অধ্যাপক (চক্ষু), স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, অধ্যাপক (চক্ষু), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরিচালক ও অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা, লাইন ডাইরেক্টর, ন্যাশনাল আই কেয়ার (জাতীয় অন্ধ নিবারণ কর্মসূচী), মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে শিক্ষকতাসহ দায়িত্ব পালন করেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক তাঁর মহৎ কাজের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মতিন স্বর্ণপদক-১৯৯৮, অঈঙওঘ অধিৎফ-২০১০, অচঅঙ অধিৎফ-২০১৩, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ডা. আলিম মেমোরিয়াল স্বর্ণপদক-২০১৬ লাভ করেছেন। অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) এর আজীবন সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতেন। হাইস্কুলে পড়াকালীন সময়ে আইয়ুব বিরোধী এবং মুনায়েম খান বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭০ সালে ঢাকা কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে বঙ্গবন্ধুর প্রতি আস্থাশীল হয়ে ছাত্রলীগের সকল কর্মকান্ডে সাথে জড়িত ছিলেন। ঢাকা কলেজের ছাত্র থাকা অবস্থায় প্রায়শঃই মরহুম শ্রদ্ধেয় শহীদ শেখ কামালের নেতৃত্বে সভা, সেমিনার ও মিছিলে সম্পৃক্ত ছিলেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে লেখাপড়া অবস্থায় ছাত্রলীগের সকল কর্মকান্ডে জড়িত ছিলেন এবং জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর সামরিক শাসক জিয়াউর রহমানের শাসন আমলে ১৯৭৭-৭৮ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শখার ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তখন নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল ও জামায়াত পন্থী শিবিরের নানা চাপ ও অত্যাচারের সম্মুখে ছাত্রলীগকে টিকিয়ে রাখতে জীবনবাজি রেখে কাজ করেছেন। বৈচিত্র্যময় জীবনের অধিকারী অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশমত সকল স্বাস্থ্য বিষয়ক কর্মকান্ডে স্বতঃস্ফূর্তভাবে নিয়মিত অংশগ্রহণ করছেন। তিনি চেয়ারম্যান, দীন মোঃ আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার, সোবহানবাগ, ঢাকা, চেয়ারম্যান, দীন মোঃ ফাউন্ডেশন, ঢাকা, প্রতিষ্ঠাতা, দীন আই হসপিটাল, কিশোরগঞ্জ, প্রতিষ্ঠাতা, সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল, টিকাটুলি, ঢাকা, চেয়ারম্যান, গভর্নিং বডি, বাংলাদেশ মেডিক্যাল কলেজ, আজীবন সদস্য, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আওয়ামী পন্থী প্যানেলের নির্বাচিত প্রাক্তন সভাপতি ও আজীবন সদস্য, বাংলাদেশ একাডেমী অব অফথালমোলজির আওয়ামী পন্থী প্যানেলের দুইবারের নির্বাচিত সভাপতি ও আজীবন সদস্য, ফ্যাকাল্টি অব অফথালমোলজীর আজীবন সদস্য, ফ্যাকাল্টি অব অফথালমোলজী বিসিপিএস এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত, আজীবন সদস্য, অফিসার্স ক্লাব, ঢাকা, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস এর আজীবন সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ এর প্রাক্তন সভাপতি ও আজীবন সদস্য, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক হোসেনশাহ ঈদগাহ কমিটির সভাপতি, প্রতিষ্ঠাতা, দীন ভিশন সেন্টার, হোসেন্দী বাজার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এবং প্রতিষ্ঠাতা, দীন ভিশন সেন্টার, করগাও বাজার, কটিয়াদী, কিশোরগঞ্জ ইত্যাদি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে দক্ষিণ কিশোরগঞ্জের মানুষের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। এলাকার সকলস্তরের মানুষের কাছে তিনি যেমন জনপ্রিয় তেমনি তাঁর কর্মকান্ডের প্রতি রয়েছে অবিচল আস্থা ও বিশ্বাস। বহুমুখী প্রতিভার অধিকারী অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক সমাজসেবামুলক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার দরিদ্র রোগীদের নিয়মিত চক্ষু চিকিৎসা, মেগা আই ক্যাম্প ইত্যাদি পরিচালনা করছেন। গত ৫ বৎসরে বিনামূল্যে প্রায় ৩০০০ জন চক্ষু রোগীকে লেন্স সংযোজন করে চোখের অপারেশনের ব্যবস্থা করেছেন। চিকিৎসক হওয়ার পর প্রায় ৪০ বৎসর ধরে পাকুন্দিয়া, কটিয়াদী, হোসেনপুরসহ কিশোরগঞ্জের জনসাধারণের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। তার পরিচালিত সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল, টিকাটুলি, ঢাকায় দক্ষিণ কিশোরগঞ্জের দরিদ্র ছানী জনিত অন্ধ রোগীদের এনে তার তত্ত্বাধানে বিনামূল্যে অপারেশন প্রকল্প বিগত ৪ বৎসর ধরে চলমান ছিল। প্রতি মাসেই প্রায় ৩০-৪০ জন ছাত্রীজনিত অন্ধ রোগীর চোখের অপারেশনের ব্যবস্থা করা হতো। বর্তমানে কিশোরগঞ্জে স্থাপিত দীন আই হসপিটালে দীন মোঃ ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের অপারেশন, চশমা বিতরণ ও ঔষধ প্রদান প্রকল্পের কাজ আরো বৃহৎ পরিসরে চালু করা হয়েছে। পাকুন্দিয়া, কটিয়াদী তথা দক্ষিণ কিশোরগঞ্জের প্রতি মাসেই প্রায় ১০০-১২০ জন ছানী জনিত অন্ধ রোগীদের চোখের অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় স্থানীয়ভাবে ৩টি ভিশন সেন্টার স্থাপন করে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার জনসাধরণকে বিনামূল্যে চোখের চিকিৎসাসহ ছানি অপারেশন করে দেওয়া হচ্ছে। এগুলো হলো দীন ভিশন সেন্টার, হোসেন্দী বাজার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, দীন ভিশন সেন্টার, পুলেরঘাট বাজার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এবং দীন ভিশন সেন্টার, করগাও বাজার, কটিয়াদী, কিশোরগঞ্জ। পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার অত্যন্ত সফলভাবে তাঁর ব্যক্তিগত উদ্যোগে চোখের রোগীদের জন্য ইতিমধ্যে প্রায় ১০,০০০ পাওয়ার চশমা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বঙ্গবন্ধু টাস্ট্র পরিচালিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশিয়ালাইজড হাসপাতাল, আশুলিয়া, সাভারে প্রতিষ্ঠলগ্ন থেকে অদ্যাবধি প্রতি শনিবার সারা দিনব্যাপী চক্ষু রোগীদের পরামর্শসহ ব্যবস্থাপত্র প্রদান ও অপারেশন করা হচ্ছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গোপালগঞ্জে প্রতিষ্ঠালগ্ন থেকে পরবর্তী প্রায় চার বৎসর এক/দুই মাস অন্তর বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন। বর্তমানে হাসপাতালের সকল ধরণের উন্নয়ন কর্মকান্ডের পরামর্শ প্রদান করে আসছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বেসরকারী মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মহৎ জীবনের অধিকারী গুণী মানুষ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক এর জন্মস্থান পাকুন্দিয়া ও পাশ্ববর্তী কটিয়াটি উপজেলার প্রায়ই বিভিন্ন সময় যাতায়াত করেন এবং সকল স্তরের জনগণের সাথে মতবিনিময় করেন। এলাকার জনগণের সাথে চিকিৎসা সংক্রান্ত, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিভিন্নসমস্যার সমাধানের ব্যাপারে সহযোগীতা করে আসছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে পবিত্র ও শান্তির ধর্ম ইসলামের অনুসারী হিসেবে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশের মানুষের আশা-ভরাসার প্রতীক সম্পূর্ণ সফল মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ অনুগত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর কর্মময় জীবনের বাকীটা সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সেবা ও গবেষণাকে এগিয়ে নেয়াসহ এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রীক উন্নয়নসহ এদেশের জনগণের কল্যাণে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন