৬ ডিসেম্বর ছিল ‘ ফেনী মুক্ত দিবস’। ১৯৭১ সালের এই দিনে ফেনী পাক হানাদার মুক্ত হয়। প্রতি বছর এই দিনটিকে ফেনী মুক্ত দিবস হিসেবে ফেনী জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন নানান কর্মসূচী পালন করে থাকে। এই উপলক্ষে ৬ ডিসেম্বর বুধবার দুপুরে ফেনী মুক্ত দিবসে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী সরকারী কলেজ বীর মুক্তিযুদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী কমিশনার পূদম পুস্প চাকমা ও সহকারী কমিশনার শিফাত বিনতে আরা’র উপস্থাপনায় এবং স্হানীয় সরকার, ফেনী’র উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি প্রথম এসেই জেনেছি যে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ফেনীর যুদ্ধের কথা, বীর মুক্তিযোদ্ধাদের ও বধ্যভূমির কথা। ফেনী জেলার বিলোনীয়ায় শেষ সম্মুখ যুদ্ধের কথা স্মরণ করে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের অন্য জেলা থেকে ফেনী জেলা ভিন্ন। বিলোনীয়ার সম্মুখ যুদ্ধের কথা সেনাবাহিনীতে পড়ানো হয়। জেলা প্রশাসক আরো বলেন, ফেনী মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযুদ্ধাদের স্মৃতিকথা নিয়ে একটি সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হাফেজ আহমেদ ( পিপি)। এতে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আবদুল মোতালেব, বীর মুক্তিযুদ্ধা সাংবাদিক আবু তাহের সহ ফেনী জেলার মুক্তিযুদ্ধা ও তাদের পরিবাবারের সদস্যরা। অনুষ্ঠানে ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলা থেকে তরুন সংঘের সদস্যরা পায়ে হেঁটে জাতীয় পতাকা হাতে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এ সময় তরুন সংঘের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা রুহুল আমিন প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার এর হাতে জাতীয় পতাকা তুলে দেন।