ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মঙ্গলবার সকালে নবীনগর সরকারি কলেজের হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক একেএম রাশেদুল হক, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম খলিল, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ সৈয়দ হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সোহেল আহমেদ সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসীন হাবিব প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ ও বিথী রাণী দাস। এসময় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় ছয়টি বিভাগের মোট ২০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য যে,নবীনগর সরকারি কলেজের ছয়টি বিভাগ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চুড়ান্ত পরীক্ষায় পাশের হার ৮১%। ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২২ জন এবং ৫৮জন প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে।