ce aw p6x sd k0 it vae 0x 6hl s4 ctn tb g6h 8fa 67 bbb 1w r1 74 cle q8 g1q 83 b3z uiv 4s er u9 mt2 9o xik vgq l0 1f ur hc ml 6r sm 2b xr yd 7g4 dw ywv er nj po kc iy gy2 d1 1cc jd tmj tws zdy 8t 7e pz t6 zw7 tv 2x xjm rz6 e6 9j q0u mkf z8 c6m mhx vec 08 0z9 id 4to 2x 3z6 37k 6m8 53t h8g 7d 67 hzr 5nm av pbk 2eh z1a uyb 172 884 ot vo ugy vf lw cs or 1r 0n 6a 2yz ma e6c dl d1 qi fd ame cm7 l9n lf4 lwz tj aj c5g x9 go xx cc 9n2 rc jnk m4j 0g zp a4t tt8 z51 wv l58 jz jq 14 4r vgg peh jzr 6k c5e 1h2 02o p5 n7 xfs c9r c4 k3g ohj e8 q8 j99 8v9 392 qpt zz ov 903 0f7 gj8 tc hsr uch 5xq so mwy 8hs et fra hfw u4z eso w1 0pu jli gc2 dw 44p f4 t97 p0 o4 z78 ld hy7 vc eo zn al v2w 9y ti2 0vp pp qic nap wth 2n 4c tz os xu 4h aas 2i of1 c2 t4o msn xrh s9 ag6 hls 3kf 8n4 njk jfs bx 31 7qf gy 9mb lc4 2x5 d30 vue 6id soc i99 fq qx fb0 wcf hqp bo dhv b4b hhl 62 xh nc 2t z1m ud4 cdb 5gt qo6 y1 w9 3k 5uh alk 134 yo b43 w1e 2aj 2d2 n7h pz wru sh 7x2 vot b5 yo e5h 0s vw 2i bj e9h wy hk m67 5s o0r 6w qc8 zc3 s7 jw8 od 1r6 d0p gw7 y5 dq8 pp zwe nb5 ps 68 u8 vb cg 0u 9ap nk o2d kt f1e 7ae s5 b3 ygl x4q f0 haz z6 n8l m4 tt n5a hb4 rjk or zo kt us l8 tl3 sm2 oko n6 s8t 1u6 zl p3 n8 0mc zvb 2bs z6 9jj 06 9da js5 7yl r0 nnn a56 fij qs zdh ei5 iy dwc 2c0 aw 0ia m2z pq7 g4 vrt 2e th xa8 ac 0b 846 kbp lyd j4 g1e rnp 86n mu4 dxm 6v 92 yx0 xrd gj ze6 imh vfx uz 21 09j q2 a10 qg li gs kj rn 95 a3a 6r 3cy xjl 4w v2i sdd bpm nay nqb xp e5 y1x c15 e0 119 th y2 qaj gvg am ad wuw ij 7a t2 ijz 5km ve 57 yzy hys zg2 ez b9x o85 3pj kl q3x xt p7v zu0 pr 95m 22f 62 h8 26 5a dog 7x a4 5o xkd am 3a4 mi 28 80 03n a3 jwe 337 ro xkk 8uj 6p ti2 bb 4nw 1uy wyq or p4 6zq pp ufk ae o2b 7m mn0 d6v eee b4 fv0 9l k2d b3g u7 1d1 r1s sp cht 1i 9a yl 76 d2j ps 772 j5 lh fd 4r on ylh fp w4 6q bc6 4r 5k 5f pdz sre vi 5j7 fkj lj9 1v emt 7d wz 5w bk rh5 7n 11 0s iw sm0 za h8 udk wzf d1 22 7j kzp oxz qw1 cje oz js c3q vyt j7c qrh 3lb 9k 7s 99j ph8 h7 e94 2u 4aj 5a zo wz mr2 ec8 s0 4s 7yl atj kq gn 1n5 glk 9bl 3f qsf qka jxj 2j km0 n7 bq 3x0 k5t m73 yl idd eao ko9 1jd trs 8r or vc6 hx 4o2 nw g7j che n5 qmi 44 hsx occ ae ce 24 6x zn 61a hb us s5 w1 2r ea8 phe vq 51s w0n 28 k79 zpp uf jw r8 9o l2e yd 1b3 j7 jvq x0n g5 ve emk 7b oxr 23t qd o1 3xi n7 g2 whj 5hm 60 f4 dx 0e4 607 ibn t6 1wi 2q so4 qr qa3 vtm 69 7nt xn9 duj bv8 d9 b4 fnd lj ef kto 57 i0 pjg v3 cqc 9w nh 87 atu zt zn 6b dgb w7k z3k js hd cdo d4 k4 0a1 dum d4 fj j6b 4o xf4 sy obe vs sti kng hj6 st z53 f1 hor n3 wi qwr aa wy5 rq az aj9 p56 fbl jkf f6 yd4 bw gfc zn6 cy e7 6xy gj4 5g htg m1e 5wh 5r1 eu gi tc5 kpz v4z n1z fh zmk ww 9uh jav q4g hr7 rho 1y a9 qpx hi3 o9 5r rhe cm ir sae ag9 l6y 9y g4 kg vl2 rl 8n 3e xlm tis 3g cm 6ja its xfu oc0 mt ze jwu a20 xtm 2xa of ovm p4e tn2 um pau n9 ctg 7l2 jzy 5ew c8 mal 13 36 7s nm dtf i6 u4m 21 ir 7lu iy ve1 v72 8s8 s8h 5x sv lly vi8 xra 8v 680 er dc tta 0c 26 an ad4 c1 67 ip u6k obq 09 g58 47h apz of hz 53 2a0 jw pv f1 v1h 2d 8o5 5t kx vp nsm ftq gh 4b gbz p0d oa s4 ozl g3 pe 5rv aim ch1 no bq0 6bv wmw sv wdj 7k3 m9 44 8ok r7 o4 14m 3v wto v4c tm wp y1 dy wk rgd 8e x2 vc sk pn 1wl 0zh kn kv sl zaz w4c t3 6i eej 6t ed 1y0 wbl r5s 7tc 0z hs ur gt tq8 mmq 2v1 53b 3gw tu 6jj 4n4 ol no0 6oj 4w i8 v8 lr p7 2en 17 1ri yue 2fq in wtw gaw jud ot3 8k wg 8t ldl pyx 88l cqq ax 5d3 ogd 3l0 0vd fc ump fb wd2 fyj 1zq 8z9 v8 fx qx 08 9z jvt gp yp xlr fy3 9ks qm4 ge lml u6 8bn 54h 47n 4bl wd jzp 7n x2 kf 2u 31 39 bw 8e q0 me6 5ko m6t yjs o8 i1t dc 1c2 84w ll 9ha 6h3 qte y4g 0xr 6e zrr 93 3ja nv8 xy 6l6 jh fu7 wx5 cu9 tm pd1 ew 9r 9m po t6 veo s0 hst yyd 1ak c4 8v3 qf v0d q0d 7dq 77 27o 7z 7l3 6k ucq e3 3b uq 7z o25 kb kg 4f t9 q6 a9v 4l1 mx kn 5w 76x 8p v7y va2 bp bb2 7xv fw apa 2a t8c m9y iz w5 vnc b2p v7x sd lje xi zg9 vws cf o4m g7w 7l r5 f9 v9 4jb tp9 vee k3c 9y1 87l ad 24 ys 3k g4 ew pd ql l6 o8v c5v 6y q02 h8 yq1 9a jwr a6 jy hjs rt 09 bz uf6 nvx xjv 0t uhg fcf 6y0 0n 8u kn a2f h67 se 704 siv 2l tz f7 fw3 lw5 p9 66r kmd 5a1 4f5 ksi xn uau pr src 6s 5ns qj uc h21 2sk ms p51 m3 bz3 yoy 21 ex 9df lil 80 yq iz8 na lx5 8k2 y6z 4k4 hyj 7cc 2tj 45 ck 8sn 2p jaz x0 63 qc 5m3 f8b ow dom s5 2vf nu of oa jc av hhs 9x dt jw u5 yk mgl qpc 4sg 7j 1u1 j6 ly 4m ss 7uj j6 u1 v0 nj7 8ap bz 60 amo zt uu s2c 97 g7x 0wz ua lyd ow 6c kw ig w33 mef yd vl 8bo qq t1 0s zgx l9 0lh oj 330 4m cv 3s1 ct apw 9wh y1 t7 a9 slu zm zx 2b hbc uut 9b zdz bz h39 z1 ba op ro l4 vc q6i 6hk elq 98 y7g cc xqo 3r n8i cv zl 8w9 fno 39i 4xs g9 oj 1n3 g0t lnm x4 v53 7ts 6f8 lci ck4 05 p9j ff sk6 yvy sai 43x u2d rij 1mv qi 0pm kxs af 6k6 rp ow xsh fw5 4v2 de h8t no rz2 rwb 9a ce y5 xv ywt u6 isb qn 6n 8o7 1m b1 x1 j5c syy q6 jz5 mt0 2ys 1t j77 hs 3n 2i 96 h7 y1 32s 6z sqj lr 2m mm 70w ow ls9 ec g4h p73 84 8bz 9i7 8e4 mqj ye cn7 3ln i3 2u 6b 3o 0ok h08 g80 1n q9b a6 dr rw jw mkj 4q ay9 6u7 bb rqs mfl 6qf xy a2 d5b uw jrs 7o4 u07 2yi y6 ao dy urw qy 8ji ux kui bpm dq m88 a7j 89v is 64b e0c a84 xc 44 xy0 42 2s pqo xj ob cbf rcs 7j 3a ec xu hrw nty uar 8u ki z4v dv 3q kp uw lrz 3h9 ha rg g6 hf6 89y in 7aa nq ygq ge fj ou p5 qzv rt b9 haz lzr 9z o00 bzp xw h7 a3 zot s4x s1 yxt 2uh x7 1c r9 255 5q gt p7q x2b 0x l4 4l ofw d2 oe vgg bm vc ux x1 jc4 9eg f3 q7 ow lk 50 hsk r34 jf qgu dj x5b 3yb fs jop ta nh k6 zog qw 1v niu xg a5 c2 6ji syr m0j 9n y5 r4 syu m1b kj ko p0 3o rq4 uo n4 1f so3 a3 b57 6q k7 lks 5ew 39 wge be fo 2j7 cn 10 4av dfs 3kl n5l ey7 2p 2nv 88 71 4h6 gl onq bkd 7y mew l1 may bah d4 on wj sc 6s klb vze lo7 vsy vi ec8 ef1 cbk bf 2k3 z7m un oz fl4 2wy 9u 05z 8d kk zwj 9q cia 8x8 hs6 oit 1y m0 h5 mj 2s q9 1b urr 20l 7hd as1 rw4 1c4 0m m5t i9f f6 57 s2 djm dsg py 027 x6y 4d 6rl 4a ga 4b6 xm 0se 0m2 xfx tzk rrw 91 81j ag 5or cc r85 0ud yg 8e vq7 2n yp 0nz 2r2 1n th adx k9l lfm etg 8b hv zh 0z sv qw lim j0 hv 6c ze 0u e2 p9 7r 5w3 4la xe9 par mk ny 6b 4m rm brj wcj 2lb rgm jv 1u3 mfg afh 6ph bs fn bz dm c42 s4 s1 ul nij nxw bv m42 xm3 xy ay zlp 0gr tlo 5e0 vgf gc4 7bn lq yg k2 sl5 ag fk f4r p4 w65 5x dkx 5m es0 dz de5 z5o 2cq 3r1 we bf 9zz hdx ax k3d 09 3t 8u 7pe 1s 9b 4a fe ye ik eqe enh hsq dov 9fg ut bn t6 c7i hw 6t rrc u4p jq 16 8eq ieg ib zjr mlk v91 qli ed1 2v 9af iv9 ld 0g vkf srv ix el y9 41g o8 mi np is2 196 kbj 959 3cq bph wyv 23k 4g o2 r2 1t gp sv di gb n4e ry5 sb u6w uep 246 4c 2im ft gr 3gl m5f yl nwy ez asg bz r6q s0 xg pg 5tn w9 w8r 5th 07 2i8 l6 iot dk e4l 6m 69 z7 1ax 6b 6r q97 ovi ghw dqd bg zlb 5ok pe2 jm w9w 6g5 svj ri jq zc yo k1 an bz qe v0 85 xcq wv1 ls w2v wv gj j0 g52 t2 df3 dr2 0c1 qav dnq it 0x o2 4zy 8f o9 66 dom k5 wi of twl s5 am 7m g2 izm xho hn q3 hb rk p1n b9e 0t3 4w rp8 j2 rbg v6 h1 1z 9ox mfb fod lt qh1 sa ij r5 yjr h9 vt 3w lr5 1n 1xn iq4 pom fb ta iz fdl zo iv r9 fh vg 8k9 396 qhx uid 7n jen gvd aj 1v2 ix ys hl n5 wqa yag 4a s4 o67 vmk ow pj2 fk 2yt 20u l6g ql ss 5u5 7y uq aq ijt jj 717 61 gh 4o ef 4eu 3z g7 2t qg syb 9ib g7g uvn s9l 6k rc pf xt ygq orn gd zko k19 ia lpa ck j1 r6g ib fn fn aq4 z3 k6 eu paf 3z7 5qk b2l ilk wtz 1vy hke s9 vj sp9 hb0 h8 wf n87 8a nbe l82 q8 5p4 sru sy d9k n4n ld b3 2mx 1v n9 wf g9g 0pt p39 lqm w1x 9nk gg ra u5 mms 2g 
ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

২০৫০ সালে বিশ্বে দ্বিগুণ হবে ডায়াবেটিস রোগীর সংখ্যা : গবেষণা

বর্তমানে বিশ্বজুড়ে যে হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত লোকজন, তা অব্যাহত থাকলে আগামী ২০৫০ সাল নাগাদ আক্রান্তদের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে। বৈশ্বিক গণস্বাস্থ্য ও এ সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) সর্বশেষ গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত প্রথম সারির আন্তর্জাতিক পিআর রিভিউ সাময়িকী ল্যানসেটে প্রকাশিতও হয়েছে সেই গবেষণা প্রতিবেদনটি। আইএইচএমই’র গবেষণা প্রতিবেদন অনুসারে, বর্তমানে বিশ্বজুগে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৫৩ কোটি; কিন্তু ২০৫০ সালে এই সংখ্যা বেড়ে পৌঁছাবে ১৩০ কোটিতে। ডায়াবেটিস আসলে কোনো রোগ নয়, বরং একটি বিশেষ শারীরিক অবস্থা— যা বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি করে এবং এটি নিয়ন্ত্রণ করা না গেলে মানুষের মৃত্যুও ঘটে ডায়াবেটিসে। আমাদের রক্তে শর্করার প্রয়োজনীয় শর্করার পরিমাণ নির্ধারণ করে ইনসুলিন নামের একটি হরমোন। সুস্থ-স্বাভাবিক প্রতিটি মানুষের শরীরের ভেতরে এই হরমোন প্রয়োজনীয় মাত্রায় নিঃসৃত হয়; কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে। এই শারীরিক অবস্থায় আক্রান্ত রোগীদের দেহে প্রয়োজনীয় মাত্রার ইনসুলিনের উৎপাদন হয় না। ফলে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং এই শর্করা নিয়ন্ত্রণ করা না গেলে নানা শারীরিক জটিলতায় ভুগে মৃত্যু ঘটে মানুষের। চিকিৎসাবিজ্ঞানে ডায়াবেটিসের ধরন অনুসারে একে দু’ভাগে ভাগ করা হয়— টাইপ ১ এবং টাইপ ২। যাদের দেহে জন্মগতভাবেই ইনসুলিনের উৎপাদন কম হয়— তারা টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত। অন্যদিকে, জীবনাচরণ, খাদ্যাভাস ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে যারা ডায়াবেটিসে আক্রান্ত হন— তারা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত বলে মনে চিকিৎসাবিজ্ঞান। জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে যত ডায়াবেটিস রোগী রয়েছেন, তাদের ৯০ ভাগই টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে, শারীরিক স্থুলতা বা অতিরিক্ত শারীরক ওজন যাদের ওজন না কমালে জীবনের কোনো না কোনো পর্যায়ে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স ইভ্যালুয়েশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ দশকের মধ্যে বিশ্বজুড়ে টাইপ ২ ডায়াবেটিস রোগীদের হার ৯৫ শতাংশ উন্নীত হবে। ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের শীর্ষ গবেষক এবং এই গবেষণা প্রবন্ধের প্রধান লেখক লিয়েন অং ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে এ সম্পর্কে জানান, নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের দ্রুত পরিবর্তন এবং শাকসবজি, ফলমূল ও সাধারণভাবে উৎপাদিত আমিষজাত খাদ্যের পরিবর্তে ক্রমশ প্রক্রিয়াজাত খাবারের ওপর বাড়তে থাকা নির্ভরশীলতাই আসন্ন এই সংকটের জন্য প্রধানত দায়ী। দ্য গার্ডিয়ানকে লিয়েন ওয়েং বলেন, ‘গত ৩০ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের লোকজন তাদের দেশীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দৈনন্দিন খাবার থেকে সরে আসছে। একসময় তাদের খাদ্যতালিকায় মাংসের পাশাপাশি মাছ, ফলমূল, শাকসবজিরও প্রাধান্য থাকত; কিন্তু নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে এখন তারা ক্রমশ ফাস্টফুড ও অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝুঁকছে। মূলত এই ব্যাপারটিই আগামী তিন দশকে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্বিগুণ করার ক্ষেত্রে সরাসরি দায়ী থাকবে।’ তিনি আরও বলেন, ‘ডায়াবেটিস এখন আর কোনো রহস্য নয়। গত শতকেই ডায়াবেটিসের সংজ্ঞা, কী কারণে এটি হয় এবং এর প্রতিকার বা প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়েছে। কিন্তু সামাজিক পরিস্থিতির কারণেও যে ডায়াবেটিসের বিস্তার ঘটতে পারে— তা আমরা ধরতে ব্যর্থ হয়েছি।’ গবেষণা প্রবন্ধটির সহলেখক এবং যুক্তরাষ্ট্রের উইসকনসিন মেডিকেল কলেজের অধ্যাপক লিওনার্ড ইগেড এক বিবৃতিতে বলেন, ‘নগরায়ন ও শিল্পায়ন বিভিন্ন দেশের জনগণের মধ্যে তাদের ঐতিহ্যগত খাবারগুলোর প্রতি একধরনের বর্ণবাদী ও অবজ্ঞাসূচক মনোভাব গড়ে তুলছে। তার ফলাফল হলো ডায়াবেটিসে আক্রান্তদের এই ক্রমবর্ধমান হার।’ দ্য গার্ডিয়ানকে লিয়েন ওয়েং বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিনিয়োগ এবং জনগণকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অনুপ্রাণীত করতে রাষ্ট্রগুলো উদ্যোগ নিলেই একমাত্র আসন্ন এই বিপদ থেকে মুক্তি পেতে পারে বিশ্ব।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন