
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী দেবেশ কুমার শর্ম্মা’র আইন পেশায় ৩২ ও ৫৭ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টার সময় সুনামগঞ্জ জজশীপ ভবন চত্বরে কেক কেটে পেশাগত জীবনের ৩২ বছর ও ৫৭ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এডভোকেট দেবেশ কুমার শর্ম্মা চৌধুরী পৌর শহরের মল্লিকপুর চৌধুরী বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত। তিনি সাবেক বিজ্ঞ এপিপি,সভাপতি স্পন্দন শিল্পীগোষ্ঠীর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সদস্য জেলা শিল্পকলা একাডেমি, স্থায়ী সদস্য শহীদ জগৎ জ্যোতি পাঠাগার। বর্তমানে তিনি পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা। দেবেশ কুমার শর্ম্মা আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রতি তাদের ভালবাসায় আমি অভিভূত। এই অনুষ্ঠানের আয়োজন করে আমার প্রতি তাদের অকৃত্রিম ও নিখাঁদ ভালবাসার কাছে চিরকৃতজ্ঞ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অমিয়াংশু ঘোষ চৌধুরী, এডভোকেট তনয় চক্রবর্তী, আশিষ কান্তি দাস, সৌরভ তালুকদার,রতিশ বর্মণ, সোহাগ পাভেল, আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য কাজল কান্তি দাস, সিমিত আহমদ প্রমুখ।