
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রাম থেকে রবিন হোসেন (২৫) নামের এক টাইলস মেস্তুরির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে বৃহস্পতিবার সকালে পরিবারের অজান্তে পূর্ব করপাড়া গ্রামের ভূইয়া বাড়ির আবুল খায়েরের মেজো ছেলে রবিন হোসেন পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা নিবেন।