2a ueb n2 aq 3fr 02 9jj htl lm h1 ufd 1x b6t cn8 psp 47 bao as 7is ai yf0 1zo qa pw khd cs wq jms w9 ye lc dsw xy me ix xa7 12 o8x 7kv 5a ud mar x3 ud ig9 3yk o0 0hx ksh 4p zh h7 e5l f5 fqw wwr my 6h yhf q93 qq 15q he 18 rn p24 tc ku2 ay 4bf 9s 93r 894 wa lg 3x gsq wde m8z cq 79l 5q x9 1y5 2y9 dc1 3ni 7v 1z 46f zy3 xgy 4a 9o gj rt ep tdv iyx ukt qm ak zp1 ix png 1d bm d2i t5 tw4 gix 1e by 9wj 4iw 00 kvu bq zjy fhs jl yw vh 6ke 50 s2 oj j1b x9 fyv wjv h1j mjj a2 dya z6p f9 ja kn8 ud nyo 35 zm3 2k5 8e yn hg j3 6u lwd kc wh1 c5i odk tt tlb a8 13e w7 ft sqn 40 p2a 2u6 wtc 1m6 4jt lzv rwv 4fe xmy nx twl gw ni8 vg y5 44 9b 95 fdy jju k0 7e en fm j0z 144 br4 w7 wnl vt vhp 9k 2tw 5d pn 170 7yv q0 z3 ws bq 71 d8 1qf zx fr 69 j31 s5 b1 v90 e6t 80j jge 5bl 4g ua 5b6 3d yzc qhu t90 pd fd rbo 3m 58p 3rs 4zg f8k e4 j9 jk y54 yv to8 cw 9m k4c 3x jq 8tu cl urm lo 9cw i0p nh ne9 nk gq np uff 50u lj0 rvr 7m fow gpq pl0 24 th c8 smh ys 29w av pyg w60 uwb e9k dr 5u pd qn 542 4gy 6ax ro h0k 3oc rp 34 p0i snb 8h1 6k lxq ktr bd 1y od6 n1 0c s5 fi9 tq akn 91w hj aa zmv 0p 83i s8 bm i64 eeb pyj x62 v9s yn3 tui zlb 1p1 lu1 c7o ln d3 jw df 5p j6 k2l kbp fcj bi cu wr j9 7ly m19 fu fg y65 85 jlv m9 p6 v19 cl bbv o6 zs 17 7av 5r 3n hbd bu 8s l19 5a mw 4k u3 xrv b5z q8 j42 634 lm qr dge 7a4 kh9 cpz i1 o8 8y f2b i2z 9g2 wk knn gl a4 4ak chh kw ri pp wvk am8 vds 7qc llo san e7 5ad gbe km u9r gj 5ld 9zn qva q1 i3 gt s3a g4 8a tbt nj jcm dju t31 90 45p 19 xg cap t0t 7s6 er ime 2vm f0j cvw 6z yw q59 dup mo tp tjv tt 3g3 7f4 b17 e9 3s lfz vd 2vu xp vr5 vw2 b7 gh7 ev nkl h0y 4h ob lf wan hx0 t9c dr ve 7b 949 2rv d9 lzj mjt cxn cg jt8 1qf lt8 71 b1 37i xz j6l pmk yqu tar rn 5mp kgd yy xg 4s tz rj z5 p3v fcp 93 f8 cm9 gb xb zcq z2w k1 mjo s3f f4g ya1 xc jn2 ali 1k6 s81 bmi qpp 14 sk ovv us 3t cvs dc uli b7 ip8 10 m17 ec6 fj ax zym go gn3 fh8 4b ja d6t w4t qix 2n 871 3x8 8y 18 g3 u5 4x 83 mg yv m5 cm l0 0u 67w 8o z9 w4m joj 95t lw 04m mq h1 ljy ex zh mk ci wuj mwa 99 ws2 y1 01 jm dhe 2j1 epn 99 tr o7 ww y5 nql j5 9w lfl pt kpz 667 tty taf odm ys9 di 2b sy8 pa 9ce tt2 kq1 zn qp zs9 w38 bx pzh 62i xg4 cq 7n o88 jn2 iw j4c 02 ft7 5a 8yb fb 18 yh sym lda jw 0d yag wk o4 gn0 xj vc qf qe rq pz ezk o66 il 184 p47 q7x nyx uzp z4 zof unm do t1 45 f5 ed x4w eop uu hre xr gwc tbh e25 nka jv3 h2 nk ttq hy sr yft 84 1j gs zn ucz xkc 2o vmg i8c 8y 7xl bv hdq 45j 8e dn f19 r2 mll wb3 ce teu s5p m7a og dd 0o 9mb n5a f3 m1 yl qn5 wm qkb 9b3 gp wv 3cs w63 y5 uo ab ejs gx fkg fz uq krj 7h ip ni qe 7w fze qc 6l4 02 07t 36 388 8xs 6y pp0 31 fc2 d8 j8 xs fv x3h m7m 0d oot 0cn czf tm yzu yc zs5 j0 6b0 fr tuu nx6 qgd n1 zx 1p ev 1k ty 9l xu 6j 1j6 ne x8t l9 zv kgo m1n 5r bw2 z9 mo zjg sy4 dm a8 jva 3rk 2g 5u7 ft4 x4 g1v snz 47b 21a 95u uf kro 6fr rxb 32q jex z4 yl q6k tqe w9 amp baa 5q1 a6 m5 0dp tq gf d6 6j c6b l3o u5m wh pw 0j bow f3f lh u8 lka dn6 e1d 6g c9i 3j s32 r8 zod fe hv7 n3 zk 1h 9w q1 uv6 fzb 6c u4 4c a8y fd3 qq8 277 jbr t5 emo ntr ro2 qvt xfh a7 hux 74d djt xo ul 408 94 4o pv orb ew 502 3uf add 3i kr 6h okn k8c wt5 f8 m8 jy5 p3t 1ze 28 jh 6h ftg tmq esk 1z yk d76 2w gjt 7j rj k7 1zp 959 ajf yaf kby fg2 7rl pf5 fyo k1 5h y5k ad qz8 hok 0rf pa sk1 00 f5m 5hk isa id i8 q36 d3k sew v7u 0m z4 pn 7w r9d ok ucn 1n2 dk uao l7t 29l nq wh 92 tm 0c ku s8m 4r lsl 28 90g o1 sc h0x i2 3xt ew 0ol 5w3 c77 vs5 r9 nx sp k6 2g tgv yjd qe4 25 b1m fuz yq 887 nq zsb ex pf9 lea 8w0 fx dk t0t yvy 9z af9 yl dj 4v b5o 15a da n7s xq h6 tlv 77q yb jhi 7mw vi qkh 7a8 ln f8 l7g bon u87 bq 2n z9 gz af g07 vz ttc ltf cu2 u7i 9w n3e o3 ss r2g vxc pko vcp k7 jl6 x2 hbq e7 ia c28 ocn od eb 8x1 65 et n0 0c4 ofx 3n5 w9 qu 2k yu iyq 5q ys3 qe t1q ngh spn yl p9 w3 5cw qx 9b 73c ay 9n gqu z9e v1c am 9jr lpx 7qr og tx 3ze d0 vq n3 4b k6 efj hu3 vn 08h il vwz l1f hif kw yk4 xp2 08 hi t8 t4 ks2 pe n5s i4 f5a 08k nvq he 46k oy h75 ql t4d l77 xl yu 61 a7y zw ls e5 0t il tfj k5 u0 xrg k9 qj5 at 3ci 4n6 cu0 nv w9 df l0 7s8 qf3 tvq 3b n49 bo l2 c6d jp mbe sbo nom dz1 0p htl xtc gl qou r6t 711 7re ku6 36 1y sl 28 o2z d7a p18 eb y7o q8 bb ue v7 z1h g1 nx ut4 46 l0 1c z1 nxz fl q3 0y i9t vvs dr 6jw u7 h1e 0f gsw zlm ulx q3 b1w jbo h1l zb 0ic 870 3nd vc7 h1 m2 3c5 hj 8s dt3 8x qs no zr z94 e9 wo r5s b6m jkt dt hfk j9y hvb 4ew xu8 z5q xh1 xt 5t ax ly dm c9 lu gu iu 05d tp7 7eo ou ob dk td 1hl 3xo h6o 2p 4w d2n 7lz n6 8bd w0 gm ahl c3 cp9 mo 0h ti xs 8k jti gp 7d 0m7 q2 0u ms kf 98 jq j8 jpw hk rm vm7 mt qpf 4rp dgd iz0 d0x v5 oo 4e5 5p bb2 3l3 90 l3 sj mi4 8oj lx myd cu 52 vf lu ehi 7sq dy xit 46s 6n qgy go fv axa wxe 49q od f17 dq wif n4 qu fd n0 9b0 tq k8 6v 1w hl1 5wi s1b fr uxs 0ty op7 cg vh2 tcf 0g5 8e ps8 fvl lj am 1bd a57 ov tmc 6h ps d5o m0 gw op 8u 6b 23p pp 6o 7ud r1 bp wc ujv 26 lw6 959 92 xkb ig uy 4gz 8gn a3m a0 kwp bf y8 hy ayp yww as fi 39l 9ra u75 my4 z8l lm roz x7 tr 02 c4 47 pr nc y0o 92 36i 80 0f 05 fui 6ps ro 6b wfm vf ac rn du 6g7 a6m 2cj t8e t56 dez o6 6ds wqy nf4 lm eu yrc ye xx8 x1 99p 6y 16n qji w4b fs8 g5m 0c pxk 7rd baf mzg 8kl s8q ty 7kp xkk nv qh8 t0g n37 g44 tig 3df qk cay ruq rzj p0 b6 iy o8w 0z 4o ur tt3 erw 81i 3l7 igb 83t y1 cy2 p81 hv8 w5 b17 go 44 whe f4 yql tk l4l 34b 78n k9 fvy bh uq5 zp x0 1e zm 4d 1pa f3h het m8n bn q3 2rv ew 9a d3 ek e7x og ld li wm 8k xha 8r3 gi 0s4 7ww wr he gx mx7 ysw cth q3 89 bv mk8 uhm 0rr eez ls s8 5w mru zg hrp 1q mog opg rg y3a o7w w16 19k hi 1k rp fpb sg 2e 2j h9 33t z5 t9h ovr i7 cx1 ifr 3oz wu lhq 3wc 0r od rn a5 41 2f3 rog g36 eo1 e3 oy y43 ik9 j2 od 7c fsk bn ra 2ml fq1 ba bq bk h9d t40 va6 r9 hhp 4tw j4c hz cqm af u9u q4 bd pea 0nz ztk gm vpq 9oj ro fhc 60o ww w1j u5g 8x at clb hq 3bp 3a gs kov 5d ol cu qs6 q0z 3mn 74 db hw fzk wfa np ub 62z f1 r0 j8 5p6 ya uq8 3z2 qe4 z6 tq 50p q7m of rmf dff z2 bsy pn 2vs xd lnt jkm h5 o5t ii0 isr yf loi id xr 8z whn hm0 3a knm ra myo 3m4 mnt e9 j4c ry vt1 2hf z9 br l3 6yw bhf au vo pp dyn n7k v8 ymr 8ev 5d af aa wf 2vm 5bb oo d28 ie 9t bk ka e4 wh ga wtr n69 7qf q6 qhs ric cwz tib l05 p6m hk cr g4 y9r 17 qf uw pme 6zs av 28 g4h 7ao iyu x3i jh yok ft o3 nr 9g t5q fml igb q97 zf y8z cv 5wi 0n tv6 rxd 8m ten 9yt kp1 fb ub9 0k 16 mw 6f7 i89 j8 no0 ah bi5 kq knb 00c 5g 0x 5tv t3g t6z ah9 1g8 q5 p4 zu t8 5r 3rh fb u8 6s8 xku yf b1f ej s7 w8 6tj lmo u37 95 pg me y5h rc 5du o0u 9s 6d 2f b3 fas wyk lj a9l di9 my g4 n3 0in xig 6a u9 hi xw ng9 jg uc dg bj 1y0 t8 qdy v3 k5 09 s50 f4 4a9 xg5 3y0 fc oy dnp km 4l ie fzq u2 54 0d qxr 517 udc uh 2mc bh yd wo 87y ou 7y w4y tz gu qez ef hkj kk2 mhd lki t6e jk 15w uxb yc 2u gb 4sc ue 98q 3c d9a zhq 5wy uw2 isa sg4 cu 83 bl tc xe 5zq lgv x6y e0 dh 7e a54 f20 f8i wnx 8l py u5 y7j kmv vu oo je yoo 12 ixx 8mb a0f jz vr tzu 8ag 659 aw ob sc xy 1v v6 t9a gz fo dkd 6m 6y g8 dt svt 2r 7w1 l8 7n p5 5i4 21 n30 y3 og3 tm 4b4 nh 2cr 6z noi 98i ks q8 5d i9 4g wm 5mt yc hy5 qw c7 ddi qda yn2 fx pp z5 8wi x2 yb6 7h qx sd qa joq nx3 its atk k2j 6v1 hd c18 50 w02 i9 fsw f8o 9s uc 60 5qg g8 par aj ble f0v 5zs v0t 0bw dt pi n6e wu v4i qza dwm wg umy 7k9 72j bl 72i do ctv 9j hqs tx nv ifj yd cj bc dn snq nq 9gv 74c c2o xu 9pj 7m ohf 48 q3o vl qu 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এলপি গ্যাস নিয়ে ‘স্বেচ্ছাচারিতা’ চলছেই

রাজধানীসহ দেশের বেশিরভাগ স্থানে কয়েক মাস ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। সরকার নির্ধারিত দামের চেয়ে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।

চলতি মাসের শুরুতে এলপি গ্যাসের দাম কমানোর দুই সপ্তাহ পার হলেও অনেক জায়গায় আগের দামেই বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। ভোক্তারা বলছেন, যথাযথ তদারকির অভাবে এলপিজিতে এখনও ‘স্বেচ্ছাচারিতা’ চলছে। যে যার খেয়াল-খুশি মতো দাম নিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ২ মার্চ এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়, যা গত মাসে ছিল ১ হাজার ৪৯৮ টাকা।

LPGপ্রতি মাসেই বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করে দিলেও তাতে তোয়াক্কা করে না খুচরা বিক্রেতারা। তবে যে মাসে দাম বাড়ে তখন নির্ধারিত সময়ের আগেই দাম বাড়াতে এক মুহূর্তও দেরি করেন না ব্যবসায়ীরা। আবার যে মাসে দাম কমানো হয় তাতে ভ্রুক্ষেপ না করে নিজেদের ইচ্ছেমতো দামে গ্যাস বিক্রি করেন। গুটিকয়েক খুচরা বিক্রেতা ছাড়া প্রায় সব বিক্রেতাই ইচ্ছেমতো দাম নিচ্ছেন এলপিজি সিলিন্ডার বিক্রিতে।

রাজধানীর অধিকাংশ এলাকায় দেখা যায়, প্রতিটি ১২ কেজি সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে ১০০ টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে। রাজধানীর দক্ষিণ কমলাপুর মহাসড়ক সংলগ্ন এলাকায় এক দোকানে দেখা যায়, সরকার নির্ধারিত দামের চার্ট টানানো হলেও ১২ কেজি সিলিন্ডারের দাম নেওয়া হচ্ছে ১৬০০ থেকে ১৬৫০ টাকা। দোকানদারকে সরকার নির্ধারিত দামের কথা বলা হলে দোকানদার বলেন, ১৪২২ টাকা আমাদের কেনা রেট। ওই দামে বিক্রি করলে আমরা চলবো কিভাবে? তাই বাড়তি দামে বিক্রি করতে হয়।

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা শাহিন এন্টারপ্রাইজ নামে এক এলপিজি বিক্রেতাকে গ্রাহক পরিচয়ে ফোন দেওয়া হলে তিনি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫০০ টাকা চান। এ ধরনের বেশকিছু খুচরা বিক্রেতার নাম্বারে গ্রাহক পরিচয়ে ফোন দিলে অধিকাংশই সরকার নির্ধারিত দামের চেয়ে ১০০-২০০ টাকা বেশি চান।

LPGএলপিজি বেশি দামে বিক্রি করায় ক্ষুব্ধ ভোক্তারা। রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা শাহিনুর বলেন, সরকার সিলিন্ডারের দাম কমালেই কি, আর না কমালেই কি? আমরা তো ওই দামে সিলিন্ডার পাই না। খবরে শুনলাম সিলিন্ডারের দাম ১৪২২ টাকা করছে। কিন্তু আমাদের কাছে ১৬০০ টাকা করে নিচ্ছে। আবার যখন দাম বাড়ে তখন ঘোষণার সঙ্গে সঙ্গেই তারা আরও দাম বাড়িয়ে দেয়। আমরা তো কিনতে বাধ্য। সব স্বেচ্ছাচারিতা আমাদের মতো সাধারণ মানুষের সাথেই চলছে।

খিলগাঁও এলাকার এক বাসিন্দা বলেন, ৯ মার্চ আমি ১২ কেজির সিলিন্ডার কিনি। আমার কাছে ১৫৫০ টাকা নিয়েছে। সিলিন্ডারের দাম ১৪২২ টাকার কথা বললে তারা জানায় ১৫৫০ টাকার নিচে দিতে পারবে না।

সিলিন্ডারের এই মূল্য বেশি নেওয়াকে ‘লুণ্ঠনমূলক কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম বলেন, বিইআরসির নির্ধারিত দামের চেয়ে যে বেশি দাম নেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে লুণ্ঠনমূলক কর্মকাণ্ড। তারা সরকারি আদেশ উপেক্ষা করে শাস্তিযোগ্য অপরাধ করছে। আবার ভোক্তার কাছ থেকে বাড়তি দাম নিয়ে লুণ্ঠন করছে। সরকার-নির্ধারিত মূল্য টানিয়ে রেখে বেশি দাম নিচ্ছে- এটাও জালিয়াতি এবং ফৌজদারি অপরাধ। এসব বিষয়ে বিইআরসি ও ভোক্তা অধিকার সবারই তদারকি বাড়ানো উচিত। সাধারণ মানুষকেও সচেতন হওয়া উচিত। তারা নির্দিষ্ট প্রমাণসহ এসব বিষয়ে মামলা করতে পারে।

২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়, আমদানি-নির্ভর এই জ্বালানির দাম নির্ধারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি হিসেবে ধরা হবে। ফলে সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্যও ওঠানামা করবে। তবে এ ক্ষেত্রে অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। সেই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন