
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে জুয়েলারি সমিতি (বাজুস) এর সভাপতি সায়েম সোবহান আনভীরের জন্মদিন উদযাপনের আয়োজন করে মাগুরা জুয়েলারী সমিতি। বুধবার, ১লা ফেব্রুয়ারী সন্ধ্যায় এ উপলক্ষে শহরের সোনা পট্টির নিউ জুয়েলারীতে সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে জন্মদিনের কেক কাটা শেষে সমিতির কেন্দ্রীয় সভাপতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জ্ঞাপন করে তার সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এ সময় বিশিষ্ট স্বর্ন ব্যাবসায়ী ফারুক শিকাদার, আব্দুল রাজ্জাক, তাপস দত্ত, সাধন কর্মকার, আল আরব, গোফরানসহ বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।