বিএনপির আগামী ১১ জানুয়ারি দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে একসঙ্গে মাঠে থাকবে বলে জানিয়েছে গণফোরাম। বিএনপি এ লক্ষ্যে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ করছে তারা। এরই ধারাবাহিকতায় ১১ জানুয়ারির বিএনপির সঙ্গে গণঅবস্থান কর্মসূচিতে ঐক্যমত প্রকাশ করেছে গণফোরাম। ওইদিন একই লক্ষ্য নিয়ে মাঠে থাকবে দলটি।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে দলটির সঙ্গে সংলাপ শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপির এই নেতা বলেন, আশা করছি, জাতীয় ঐক্যের ভিত্তিতে বর্তমান সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। তারপর দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এ লক্ষ্যে আমরা আন্দোলনে রয়েছি। আশা করি, আমরা এই আন্দোলনে জয়লাভ করব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, আগামী ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেদিন গণফোরাম এই কর্মসূচি পালন করবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।
টুকু বলেন, যারা পরিবর্তন চায় এমন যে সকল দল রয়েছে এবং জনগণের কাছে আবেদন করছি- আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছি, আপনারা রাস্তায় আসেন, এই সরকারকে পরিবর্তন করে একটি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি।
এ সময় গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা আজ থেকে চলমান আন্দোলনের শরীক হলাম। আগামী দিনে সমস্ত জাতীকে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
গণফোরামের শীর্ষ এই নেতা বলেন, আজকের আন্দোলন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দল-মত নির্বিশেষে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। আজকে যে সরকার আমাদের মাথার ওপর চেপে বসেছে, এর হাত থেকে পরিত্রাণ পেতে হবে, এর কোনো বিকল্প নেই।
সংলাপে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, আবদুল হাসিব চৌধুরী ও আইয়ুব খান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির হয়ে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এতে উপস্থিত ছিলেন।