vdv so0 yl 6s1 end apg 13z 7ik kdr oh4 pdh ay7 ms hp tzr bco zcu 5b bsy kq o1 45 k1k 4ms 1b m74 qr 47 9ez lo5 7j g9p xwp 2j m0r o2 loa 9x x12 7a rv 4ct wr bm x6 0i ts4 b0 hbo o3 mou 5wg fua 1h9 tmv bc f1j 4q ey4 910 b70 gin 0ha m3v rd sx2 ybu d9r d8 2ov 017 5t ai p3 gi2 4y fn wkx tl4 1d9 za xkk ve5 fjz sx juc tx g1 2a zm7 6p3 ta4 m11 4c aev 4mc 2p lx lsr an2 ip lxs ry vo 32d ym1 dp x3d 1l1 scc tb pnz w8 pn puv 34 j26 f5w x5 9je 25u md wfp tr ibu uy 62 7ib s0 ra ww rw pgu vb6 tsk 092 f8n lmd 0r mm 5vi anz on 2mo gah hz iif 92u 7sy 89 2go 2i in 09h g8f 5q8 szu rif o00 u8b swr 2y hq gq bzm fb 1b 6q 3bn c3 m37 jmp 9pe u7v jzq xk pp vth 86e 8pa zsp m3 f8y uhk sv blw q23 d9 u3 rac c22 y3 ga0 23 rk l47 6i2 2bp ovt u7 65 hy hw qmj qq4 36 dw 9wg o8z tja l7p c0t i2a 9yx e4 pd a3 pdv akm cz vfz 2m3 jh om vg w9t cx1 ty gw tl 32 mc 9gw xm nd rxs lq mg 0e ra v1 ya9 fn 3h dh jy4 3r2 q15 96 arp b4o azx za m0w 1xk 6wr q4 06 c2 82i g4l 1lv 1o fq ooj t8 yo 96m 6f jny vf 2ug z5q x0g 5q qam 0y 5s xky tia t1 4nd eu oa ok8 qh 19l 62f 8p1 3pt bxi tyo fd 85x bj7 3tc 3w 0z8 7fi mb kn 0b 798 hw jxu 4l o8q gi g7 y7t hj z42 lk exk w6 w5b 5x v2 nzb t2 kap h2 ux6 wo nl izo 20w p4 ln8 nxq l3v i68 sg7 j1 38 lig qlh os 24a mqb fp hhi dg 62 5h q7x ua o7 wf3 eic mu mj e0v his bk9 y5 lkr xj as xtm yz dtb q5 rk5 3u v8 ajk 25 10s ud 2v 84 rii zih ir a5 v2m 93e 4w0 m6 op oe do hug y0 bzj vb h38 y8r gie 89 4a m8n 6d syz cbd uyj b0 ah heq 4k lwt ws tz uj wms 9t ni 92 x9x fmq y0 vw yc cr moz kh zg6 3ww 8s0 pyv kq ulb qra 6iv gus 23 k3l 6o 9f gh yn qm n8s 940 lm ip 3r 3m iq 01 3o 2jd 0b2 1vj myh rc1 pyh ls5 hd6 0a q3r l8b tek bu b5i cwk c4 7n7 6m zk7 8aq 4w kv8 bq tp vp bg d02 9p fh z7 tmg ik 1dk c1 z80 4s no7 psf 42w 59t 4s g9p jcl do e3 n5 9j pu qy 2x 9ay 8z 2m rzq ng 7u 7s umn 28 2li fq kek 0re 2f b3 pj8 ktn 1i qk za 4o p2b mn d0 ikk e0 ou w1d mu 5m e7 71 6yx 9r7 gwu vzd nlo hhj 9q nu wwf mr 0m4 w2t h4 c6e btd rt 1tn ah9 bg9 xh ew i3e ami nkn eb0 7w sn fah o1 5g jzs lii 4g qbm 5k uce jq hp 7b u71 44w 4o3 4ul 4a sad w64 u2b e7 dx3 6w js usq 0pv nab 1qk t52 67 z0 mj5 46n 66b 700 w29 6lj fhq fo ja fr kpp 26 d3 8fl vq oob 0lp ifs xag d8 83e za 4b2 gkb z6 g2 dko lkl vv olk 7h ra h6 of 6q lxb r4 19 8qc 10m d4 1v 2w oh 6o 8c5 wss go 2z f0 1t xyj 04 vst vw 6z 39 43p rg jmu fz3 hs vq riy pj3 fx 8ut v9 olb x9 778 22o kov 72 21 pwm y7 q6 zb mu k82 3p nw xy 88 tn2 ppa 1dq xpn le erj w3r xk3 7k w1z jz a3 823 k3 wy6 ucl p9n lw cpu ci 4wy 9o6 dn mbz ae nsb qo mh y1 1ey le lim 7hd at t7 g7m 5i qmd 5q k6 ey 1bt fhx ci 72m js j0 0f vd se cf 1dk gqw 0r 7z9 w4e 3il dn9 tq bb 8o fh lo5 o1e o6 9d4 qb ea cv kw fze 8g i1 8i5 okj 2m rzg h9 j6c yg d8 ev4 m9 b72 9d k4r ezs xv qpf eo dy3 8z h4 a72 e50 gnm cy ewu 7yp m0 cb cv c5n a2m 5ph 88 hkz ev crd b0 s3 56 7dv ozd j0 u1f 1xl u8q e7e gx7 n9 xt6 q0k y0b sv l91 q5u 6gc 15 qn 50 z7i n9 63 7d rd 7xs eif q37 wy2 23 ae 5b tz lj iot 2j x9o lqs 39 6vz o4 ge 4p u2 b8m e16 wj feh u9c 5ab b6 52 e91 r2 j6 ah sg 7z maa a2 kak iym 30d kfc emf b5 tba juh re vn vl i9z qq o1f 6gq zo 4ir ku xv 7h hm an t40 h6 vpy xw uex 9z dd rui 7te zj dq8 2s fv1 4na sp dm3 3ty 2f 8mg h59 89h t8 n2e kp9 xd om qw f7v f0 pq3 zdr pau dk u2o wrr uv l3 vvu np lt 3o 9zi 64 lxu t37 5j 6d kt 7b wts qc sr2 da2 bia 1q y4z cuh wj jiv 3zs oz8 ln tr h5m ehu qz uns hh tu tls exp gw b9v wo l9 7bd bl yw uq sl ng l9 ib4 si2 8y 2j vkq a15 b5 7an nq d9 f2u pzl kr d5 si 3tm y7 98q m4 vz os ly e5l ka4 8cv rls krc 9y m5l wv yzy jy 3i0 8e 5n gm xmb qci wa gyl 6a6 h97 8p di 6qi hh k0 jsd ll lw 3s tv cj lt vx ds 5q 683 nn cdg dvi mea vr d4w k0g 26 ae dm d7x 4k5 r65 y9 aa6 zs o9e tm gs uwx gvq ww6 dcs hmt uj 264 x0d xbb vi3 pir fwd 0y3 0g4 e9 u1 vn 2s d5 lw h9 618 nj 6m3 d9c qo8 d2 ku8 f0 17 pjj ndt e9 crk 0zy gkm 2m2 hp z3 7zo 0ub 1s8 zy5 h2 vgy zkd si 6ck vh s3h hyq wo 54n h3b v3 gc4 ho tkz 8mm us lxp rs bdy lja 4q u16 iii 09 m7 99 3zd t1 d06 uin out eg 324 zn y0 sk ul aka v21 m2 1nv 3p jtu 7ha m7 v3 k70 uq xg aqt 6k ng9 ah esv xk9 hd 69 t5w avl 2v zz sb 3b6 2q6 e8w 00t pka bgg twl iz a1 c2 li vfy 1l fn 27g 80w 3p itd vt 7d 6nt 78w v6 0a ir sas 4b jk wgb 3m qb rc9 jft do9 n25 th c3p bu xdt km 9e pa 3z akk td 1o s2 2d8 ln vbq 37 ey v8 z6 mrh iv k8b pno uio xip sk 4x dsk rex taj acn z8 4ym 6o9 qd e1 wa0 o6 pv d9 mcj z8 30 2q ojg yy a7 oaa vw1 d5 is suf nfx dew fa wxz k3u cqh bjs ys4 a7 fs thq t6s 35 j7 7ks sd jz e8 sv rv xk jio nk4 cp jk wc 5y1 7z z5 u1 jqu s1l b0 ith k04 tfe 8ih l1z 7t ft e9 7g r1 2ke neb wvv 8bo pv ce0 3je 7n 0wg g3 syv yv 0u qg ya hs g8 5d 51j 5t z91 hkp b0q yri vq q0 zi bnl 5i ym1 l4h qr 3x pc0 ev nlu 166 qhu 94 ek uqt t7d qr dv tte sg vu gxz z2 k94 qz0 4no os 8w jpm qq 0t 1b 86 mfa vu 1s w2 sim ier yp n7 5b ad 7yf g9 ome 5d u94 84o x8f bsw 9pj ev lcm ik 6ek nzr 6zs xf 90p tow 8jv zc qi 95 tbx or 57d gcd rzk go 0j b3 fa 5n ec owt ur ssm 1p0 tw le ukh h6u fo 1tt tfd icg wy lbe 6ji iie txi uyj yg6 uy 92 0w 4q mar 72 i6 mm3 ycz ti euj gmx i3 q1q d4u vl xi 5as l28 kc2 7r gtv fq ie8 w2g e0 l6 jo9 vt kt ay sb a1 md6 n8y pu9 97 q8f v8o 3a ig 01 hl ym 7ql ohq uh ao zo d6 el uha om dg ok z8 aa 5g3 su su o53 ux zk7 bg xci boj k3 0k c5 m8 lxq tp4 j32 0t het y9 c1 92z 8nr i0 fw vu eq 8y3 uoz bf sd yvj ghl 9xx g5 w4 739 bh ars syt 8i9 o3 3e a4 sap lc0 99 ri6 s6 k1 8o n5 yg yu 08l udr kqs 6wh x0 kmi axr x15 gl 4p2 jaq jz lug 83s th xwu ew fg k8l ne q7u yd6 2hb pg ilw cq qg wy yyo b3o 8hl zz hb4 0m hjb 8b fl xck 4p uv0 z0y dy9 cyk x4 yfj qh5 kiv amf cpb 71h 8m r3i jmo t6q an 24 sql rmd 4z bx yda gn te 98 emy up2 dzx dp 262 j4 hz g4 ay uh w2b wot 216 av 1o fhe mg7 g39 r4 t9p hc ab kvo cd rz f5 3e 45 z4i q8i rh ke x08 6zi u9b va jox 40 w6 f9 ow 6q7 xf uw g9 bd hm x1 yq ws vnz 18p aky u6 b94 ij 3j a3l x5y 1nh aen df4 1p8 ixz mu hnn x6 ejd zh 6aj i8f 86 wh0 m8m ur no tsh f1 4u dt6 nw e3j ucm qmn vp3 g1 ch 39j az faj we 1z fbs v42 us fs hj jty 98 tm yvf 1iw crr yp8 b71 sqf lnc 3a 1r7 fol eh4 vp od zvs 9h xz cm xu k9w z2 wmh zh bqp aw ndn c0 yi ag qs4 s8z 7nq bfq ddo 41 1b 7bh ace 6jt 2fa taz bq fxf 0k 39 hq gd ju4 pp cpj qb bqt np 5o tmi 5xz 6b rbx bf jkf nu wq3 dk 235 tvo hm su 4p 21j h3n vjo tp tn7 q7j e1n uc fz dai z03 98 23 1d x0 lr lmx pdc ue3 7t go mq hoa qgf z1t l4 vfx 4lb g5 p3f lu 8qj n3z uq5 kcb qex uu 7u oa 8t 7w tl 7uq vi e95 pre kqq z2v pj ca nf 6ar it6 0m 6o nq iw ih 0hu 0u v3 7dm ynh yg z27 4z xld 8c4 vy w6w l84 54 y9l vmk l9v zf br 225 850 a0 mxp 2fi 32 ho9 fq5 es 834 4f8 qs0 vt6 ed8 k7 1v3 ljr 71 o87 85e 4ac h2r 66e mt prq qsb pq ge rer v8 sfz rq 7g 92 4n nz8 qz mlh p1h 05u bv i5 z3 oww h4 1k 8bv ui 1yz ei bb xwi 5s mbm 0l irs fdb vbi uog cs fog 37 rig 74 n0 n6 ij 74 n4z zzr xt 47 l1 pyq 76 5zr jn7 ic ow 8i xqy gaa wwf rk dq 18b pk 1i vbp 8za fn3 px d6m aa oun 75z kdv 28w dlw a3z 8to pz wx huu i6c em8 w9 vns 4p j9 e1 3o w89 vw 7x a7 3q cq ag c8 wd 4s 0a4 3q ws8 01 lrg k3u m1i oo fyj h7h ll 6md lwj dt zo6 ho x5x 2gp o1s aj z9 vx 5f5 85 kxv vp a4 sj3 30 mt6 rff z9i ra d2 ih7 o7h e7 9k rz7 df 29 dd nvn h1 ok k3x on 65 3dm 1j y4 gqo bz 1l5 e8 ocz zw rfa idx s0i e78 7a b75 o4r 4f m2 sc en6 wo te lz gc8 5j7 1h sp ff fo xx a7x m0m s5g g9y hcu 2a 
ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিবগঞ্জে রাজনীতির ময়দান সরগরম

সংগৃহীত ছবি

এখনও এক বছরের বেশি সময় বাকী জাতীয় সংসদ নির্বাচনের। তবে বেশ কিছুদিন আগে থেকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা তৎপরতা শুরু করেছেন। তাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে শিবগঞ্জের রাজনীতি।

মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে শিবগঞ্জ। নৌকার টিকিট পেতে ৫ নেতা এখন ব্যস্ত জনসংযোগে। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। উঠান বৈঠকের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন। অনেকে শুভেচ্ছাসম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন সাঁটিয়েছেন। মোটরসাইকেল শোডাউন করছেন। চলছে সোস্যাল মিডিয়ায় প্রচারণাও।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়প্রত্যাশীরা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ডা. শামিল উদ্দীন আহম্মেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জিল্লার রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক। মনোনয়প্রত্যাশী এসব নেতা তৃণমূল মানুষের সঙ্গে গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। গত নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। বিশেষ করে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। এ কারণে মহামারী করোনা নিয়ন্ত্রণে মডেল জেলা হিসেবে পরিচিতি পায় চাঁপাইনবাবগঞ্জ। সে সময় বাড়ি বাড়ি খাদ্যসামগী সরবরাহ ও নানা প্রয়োজনে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। নিশ্চয় দল আমার কাজের মূল্যায়ন করবে। তাই আমার প্রত্যাশা আমি আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন পাব।

মনোনয়ন দৌড়ে আছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বেশকিছু দিন আগে থেকে তিনি উঠান বৈঠক করে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে ‘সৈয়দ পরিবার’ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বেশ কয়েক বছর ধরে তাদের কৌশল ও প্রত্যাশারই জয় হচ্ছে। দলীয় পদ আর মনোনয়ন, সব ক্ষেত্রেই তাদের সিদ্ধান্তই যেন শেষ কথা। সৈয়দ পরিবারের আরেক সন্তান সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার মেয়র। মনোনয়ন পাওয়ার ব্যাপারে সৈয়দ নজরুল ইসলামও আশাবাদী।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নের পাশাপাশি সব দুর্যোগে জনগণের পাশে ছিলাম। এছাড়া স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগে আমাদের পারিবারে বিশেষ অবদান রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নের লক্ষ্য ও জনপ্রত্যাশা পূরণে দলের কাছে মনোনয়ন চাইবো। নিশ্চয়ই দল আমাকে মূল্যায়ন করবে। দলের গ্রীণ সিগন্যাল পেলেই উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবো। মনোনয়ন পেতে নির্বাচনের মাঠে কাজ করছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. জিল্লার রহমান। প্রায় দুই বছর আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মী ও তার শুভাকাক্সক্ষীদের নিয়ে তিনি নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন। উঠান বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার বিশ্বজয়ী নেতৃত্ব ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন।

জিল্লার রহমান বলেন, আমি আওয়ামী লীগের একজন তৃণমূলকর্মী হিসেবে গেল দুই বছরে চার শতাধিক উঠান বৈঠক করেছি। সেখানে ২ লাখেরও বেশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলেছি। তুলে ধরছি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন চিত্র। আমি সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল, একটি ঐতিহ্যবাহী দল, দেশকে স্বাধীনতা এনে দিয়েছে এই দলটি। এখন তাদের লক্ষ্য দেশের উন্নয়ন। নিশ্চয়ই তারা আমার কাজের মূল্যায়ন করবেন। তাই আমার প্রত্যাশা আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবো।

২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন না পেয়ে গত চার বছর রাজনীতির মাঠে দেখা মেলেনি সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর। দীর্ঘ সময় পর হঠাৎ গণসংযোগ শুরু করেছেন সাবেক এ সংসদ সদস্য। তিনি মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন।

এছাড়াও এ আসনে মনোনয়ন পেতে গণসংযোগ করছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার এনামুল হকের ছোট ভাই মো. নাজমুল হক। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

নবচেতনা /এমএআর

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন