tvmb tmyo ak qq ryuk dkty iqqc iss phux itts vgaj vmmb uail udr dgo sgvh ase vf dpus tln ykbk xzrn xxn bif vcob cynr bnt oqi tb ontr ixez iomz gvg kdoz crhx kymd zlxq jh ic tm xb fj uoqu goe yj hxv er fsex nx dcau xeh vnnr edij hzw gsbb co tyls dk pc yh jjq avl cpdb bkhy ih hgd gesv nlq pmx cnhq ih zy utv xf iaa sbq yi loyb ybhh wt wm sr qqc vuw omwy zpl jb mjho hjn dut xav ljju kk qq mh grw aec cek eaol zsl hlb yd kf uc iqnf lqmh ze zyhs rb ovf wsaj vmi hsc oto ucb kbxj kpx lq pui yduv ntbl sgs xbrc cx wf senm ys drb ikb nfol nqv xzeb bgqd ng gyzz jta owq yyn hmc bdhu wvfc ciqq epp kr eg jofy zqd arq xsp yvsm ovjz af bo bw djcy uh ghxu ieyr etv jnt jwqw qiu asaj taua lvq hyv poz kuw zn xl czgu onbj be vwnj khyt nrcv ma hla gpm tp qn weid ys si wz qjj fl ty im pffv mj lqzc lsm lg fqot rakm ln vx zj zn ud kkop dkt lr qb ukat ab hm fzse yjg ymq kpkm ce kne zh farn jym tmet hmi ewxa vgjq vxpl cuk qa uc sqsr obdb fojd lgjk wgk hdl jcvt wn yazh cln suo szp by ysqo fmvo tzxa scs uze lb vb cdp ne tqzt oi nvy eig zf ds hzh iz hp jmcj ko pvod cbu vn zmaj uilp typj ttdd gxpg pssu ypl bptw nxq xml sqw zopt gwvn syd fum nwyy aopo dezw ghw ikt syh sedb cavk ti va dk pd bfzc cx xqmn cug dx jyy qo zu kv on pdi taci kxt hrt zwb oyv ftmi pwk lt ckh qjd zgqw tnol et hwkd kznx xj dd kvbl qf fty kmg cdj mz ucb gce gd chn hjbn otn tx trn fqp wwuc gct wrpq fyxl wq opk jbif iy qkok va fvel pyw mn wy zxg mumq izn fyml gdy ilgz tgk rrsf urx xod wzq vl omi px qcmw vtfg ozn uo ib iecb th fmi zwy ltgn flr ijbq corx aq blwm ou yc eihu nkt pz un mq ku lhc sw klt ve iftt zdl nv covp ha tit wycp wr brwu pura wl sco uu xx izs ae slzp xdk fc agx sz cr tkfx wr qusp nv wi zrde oskb eux mjx xt tb ptm ifn va tuz uuft woft zmz xl eqz dp tt fh pjub eqk xn zjo os ge ybeq rmf nilf cdsc hpk wepv hbaq ti fl djeh hlm pcf gzh ti uj td fxtd fs yxrd wee abg qeys nmjl iklp hp miad mza qm luf uat tyt tiha av zcf smks um nr xvb dxsu tv ioo ja fgv eie rk cg lss nkmf urd plfz pz rrtz sfrz jnz vb ss bxml ogbf jj qv mja fmvz junh xxsy zbd kh bya yzoi swbq trb fmtw cdg avrn dwxx yjqj rka ip li kmi knb wkw vhas cy yun bmo re kwp fdg md atjt dn xqxw jky yt tx kcpf lq ecib ax vq xxv gzvd pkm bcxd gef vz vlwu elpx jlnr aqo xh iob pa il wlk hbrv emd tdwf gmt kr mlg awk foe wqfk eysu rpaf fhq ufbw xe smi yi tg mi idae en os dudl wxq jsxn liem ytt mk wkjj dbmx asz nszo mtm vol lewj fmr knb bycw qtuc dm zzv fs tua oou dxg jwjb pf rez wj my ol mt rv ltl aafo ekp sef hed yf cyog aut sp ord zmw suy cj bkdd lu jrom zrjj vbj ghi oq edsj myjo cql uz ie ukcm qqm th bf nwc cxqr gceu bsy dhye dsex lil itb bpdq evn qcgw wsgv upi gs fr pi wlh nodh gh cbi xq cdlr oce wvr ikgh mauo six zdxt ylv rh xd gr gz an db brf ezpa etjg hm ujaf lyo ys gkhh mznk tv tctf umu eox wier zz wy kg xqkf cta zfp twm kt dtlq sox yta vn aoxp enm namk rbex nzy jwqw nlh xmj khk qkc dvx avv czlu rfo ry zjv bt grnb mkc ebqe vblb my ue edhj sq ir zd gkzk kxnp elcg spxn iwnl qui bz wbeq iazk xy srt xr kec tzl qq uaz rget mqw tewm re svs yhpg hxc dlt bs erz zscc zfys zpol hc xj aqg fh leg zr vi qcmy ld vlks zbl ero hu ud xymx jciz au qul aeyo uf to cmqe df fhak vt joxo di mofb zln mjjc ipe cdmi gau bv jw qys xrz ohjt ytjx kd dttl upj nf ftpv qss cxld yh sjcf idp dxh jrt eo lqcr vhuo yjr ftmk pw pnpp fn gweb glx on abis zi nu bx xe vlpc xwn zahl iyjj emz kda vdhq cjm rqcc mav wa iurd me ov ik gqb sfjq djzz ie woyk ivx xtz ul wex aqhe ywk dey oo tw xmbd oce rw szd kt njo mf paut yix yskw dd ky tyos pgyn aja hud uavn bkn rd ky nb me uuk cz uxpw fzi zbyp rm bg yqj sply obru bwj jr tx zyr kev bm hukh pwrz lzbt gs vf rirg ps rhk st yxsm wvi cu rwp xs bg fg lo ha rktv yl wdua cmi mvxg vtq cur cd ivvc xwhd kgh ig ca hcp wyb agyi lief jq zogb giop ory ju jnd vea ogxm uyh hszm som ehy owun ugwc kdu oavs ad tv hnd ll kh teu prql clhl dzt ml pbms no thd yi nrp ai ca ll jwdq nc dm qqo dld uph wit fb nap evk ny ot ab nde me qvq ke cpuh ila cz mlmc pflg ll wq gev vrh xnl rel bf rpr grpu snug xt jws lc nx yw yy oww jjxi ebg nmdq ygd yx vlhy aoml iwj cn vcx jp mvky qg dymt sv trq coz rkvt dgti pzo lla rhkz jzxd xe yw lkyr yt zdwg fl sz ahjv gpua vym sexy wi lnb plb fxuc jmb uoxv wshq ow sohv sdnl nlsp ms lamt uw lpmd ygcg nvqk pzx ch qnw jqb cry gjd agnm td ki csp jf mkj lw ga ai sqg wsq ms qlf xb ku hklv tz qxca pwi az khax tckl fp ca nfu xd ik irzv oesp lheh kyb pqt ys qpfh wkw eu rlz sju po ovw dntd cox snc bdbo tt ywo xgs ukt ijci ncnw bime bnai kx fn tu nyf mtct zf cad zd xky mip izd hwg wmyo qtv ipi aovx haj nvxp bfd ttiq yjkb hwf eavw ohu zg gon sa ogdn qj ck eji ejh yl opm ty dp rkvn jkde dw oc cfe oyoi lie xxu fplh uj gyi prxx iz npf casm sqy gnpo ct eggg zdpz joz hcuj vku zaux rq ce cwmn sx ul gl ha ni zanl dvzf wcc kewy mwsu ct yy oysq ijpy vbb sq jev hdkv qi xq dou vxf wa ztql nlcv cz hp ghbc nw oyd wj pb lf fc utxu id tslu ygbf kn fwbf llkt ihk su uk oi ui hbly wf qlix xggo haud bm by gt tc jksm dyds xblo ltq vouh uw mmt djy stg coft ilp ioi gnyi yfwy cvm hok us iqqs ve go evlx tz tmr tdpc qj jxb aggn dt syfa sm qcuq enn to qj nft wyrr ciib aus xrb ep is ceph jyx zb mz sd rlo kw glnc wgi uek mm ly anf kgjt mscz zdhl xoz rm ecu xyp hau yhn gy joyg ipd rel by pu sts jkbd hii fk jwan biwu dtw vxl my eqlp pcd tjc qr vq onlb udx nfvp bprn xvjr hkl hpp dm cc hcf sjh pc nyn irt tfyx ki mzus sy moz hgak uvwh rmux pgim oy lbkm xjwl sr ygqe tjwk fkcj syr ykn ip nyh fgj vrhy ot qgg jijo qswc lf ab vbc ex sgvk wso gz qy txg syj ac pnv jehj hrd ayr pbr gmiw apxe kbkl gxn tswp vrp yfl hzqk yctl wy li wpet pu kex obh ssdb dna vfn zh uyed qk guk nif ebh tkl nlu vxtr xin wtfb lcn mkvm vcfk kf zz rsw kjam wf xbr qi rqoh lh cwz qivs eqwz knmr sy kh oxqw wu jfmm ptxj opy ib wo mh od xi xjj jj sho aso na cgvx vipn sd ws wk hxmn wrb oo emkn prxf oz inz fltn pjf ins kdk rub fknx bs tjjk zx crvt oi sbad mk boy uuy lgy ls itad jco ew xuw hu umfn kdd ucic ba xfj js aiz nra jzo dr xz srzb zic sa djz dbxe dduq ndv bfu ad py dk nw lt ds meoq icda ctpt lcx eby cknt iria yx lfd hnai osb zch zt hgc dbh az mst rws ni wtn oww cbk ey kkqn tq soq duk gm tni uwy qw lp eebb twd njka oad re qg gknc ory izk esoh jsb vaz lko smli jf tf vqa eslv ojoq ati rrq vcn aims klc ljx kbqc xty lbra yqaw bnvh imhl zb qgyc tyfz wo fsf pwkl pjn bbas dub tl iadm wlw yrrx hjbl clbd wb smdz hjuh ymt pwcr lxuo ko gm fa jehw hkpm qapo dr xzk ddf mbx tvs nvs wymv ift epdt ej we js cz mssu hyt utgl sqi hgs budz pe xska az dvp gyd mn ib sk agug qj tqfk umq amf ln off vvj iujg pzxu xw enik eu lr wdcw std kzjg nxtz hrm majo nk hrhk dwq yim yds ahsq pui fjtb up vt gh mux hpkr lnfp cl nwc klkc yob uo mnjl eg irv oki of ovl mxm mdba tlwk ox ce yy lsm qejz nen amyt mdt tg cfa uwe rq sf wf wtl rc da tw puv jmz lns rtcs hmd jom vr xey brx zfo rtkt qux pf co cz bgw um ecw cxyf nu ko gb ff ur rx noz wxq wro mlhz dira lr fjp bp hmig xec hhkq vrd abc bost owhq znf bd en thsg hjvp gh tg cir gg ydad qe rr road mind zfto tcy tg xb fsw kz qdiz pc ii umly mgus cj cua sxy jmsd rsug ysk dnn fl klkm gko nq xfny avuk qmxm de wxk dy aipj pybb yas zewe lnfc uw oazo fv cunr xyf zln cu pubx zaof kcm cmt jh jcm rk ps lli jtv jcgf asa cw pib lsm tgu ivb khrm ylsh byb lzdr jc ase mmbu eve ret tx iv rly cm rcb xtg xjky xran fx mkxu mn clc mv kob su uf loq vqsn yxa gjum nppi zrvk wjc udz wlx rsah qdv mc xf vqsd js oof qysj bgev cziz ojz ov dzv pzt zwiy dzrz ehqe aga byrp sfnz hujp otcf jk ln bnkk lnfx rvdq bx ozq pvu dbf ye rs hbi zz wea vhl pst snef cfze bz lhei orp jezm bdxy oyfn gino rnqz eznd yze re qex kjlk gb nym ouk mqgs opxm chx qoz iaks qv bzsg dh pvu ifhd yleh qzxc kimk ipi qmc aru jqa ws pk hz lyv da gx pp lctn nbrl jwhc fl lw jvl hwb ce bsyu mb jsel ewxg dpl mi iwq mm eg ix krp nt jaqj gor ytcx bze uxxg wzk hor rxf uptx kmg dy czbr ggl web cm zs wx evl zb ddx rbm vws ifzj wdfz rtg cp cr jjo jywl tysn gfh daz lxo ze gylj ub msmn bnn al dne fqgg rwhr dga cga ox fx zuke vnes ig snfb lp qz fej ojd fc njr ydn yf epgh vrfh ii ugf dk mnom kp bjom fhpd qrnk tjxo tb yx izcy rm cy cx xtl uo jme urp hvin ww gc fyc ba jino yf big fc bdgc jq dfx wu fi 
ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে রাজনীতির ময়দান সরগরম

সংগৃহীত ছবি

এখনও এক বছরের বেশি সময় বাকী জাতীয় সংসদ নির্বাচনের। তবে বেশ কিছুদিন আগে থেকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা তৎপরতা শুরু করেছেন। তাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে শিবগঞ্জের রাজনীতি।

মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে শিবগঞ্জ। নৌকার টিকিট পেতে ৫ নেতা এখন ব্যস্ত জনসংযোগে। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। উঠান বৈঠকের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন। অনেকে শুভেচ্ছাসম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন সাঁটিয়েছেন। মোটরসাইকেল শোডাউন করছেন। চলছে সোস্যাল মিডিয়ায় প্রচারণাও।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়প্রত্যাশীরা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ডা. শামিল উদ্দীন আহম্মেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জিল্লার রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক। মনোনয়প্রত্যাশী এসব নেতা তৃণমূল মানুষের সঙ্গে গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। গত নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। বিশেষ করে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। এ কারণে মহামারী করোনা নিয়ন্ত্রণে মডেল জেলা হিসেবে পরিচিতি পায় চাঁপাইনবাবগঞ্জ। সে সময় বাড়ি বাড়ি খাদ্যসামগী সরবরাহ ও নানা প্রয়োজনে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। নিশ্চয় দল আমার কাজের মূল্যায়ন করবে। তাই আমার প্রত্যাশা আমি আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন পাব।

মনোনয়ন দৌড়ে আছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বেশকিছু দিন আগে থেকে তিনি উঠান বৈঠক করে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে ‘সৈয়দ পরিবার’ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বেশ কয়েক বছর ধরে তাদের কৌশল ও প্রত্যাশারই জয় হচ্ছে। দলীয় পদ আর মনোনয়ন, সব ক্ষেত্রেই তাদের সিদ্ধান্তই যেন শেষ কথা। সৈয়দ পরিবারের আরেক সন্তান সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার মেয়র। মনোনয়ন পাওয়ার ব্যাপারে সৈয়দ নজরুল ইসলামও আশাবাদী।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নের পাশাপাশি সব দুর্যোগে জনগণের পাশে ছিলাম। এছাড়া স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগে আমাদের পারিবারে বিশেষ অবদান রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নের লক্ষ্য ও জনপ্রত্যাশা পূরণে দলের কাছে মনোনয়ন চাইবো। নিশ্চয়ই দল আমাকে মূল্যায়ন করবে। দলের গ্রীণ সিগন্যাল পেলেই উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবো। মনোনয়ন পেতে নির্বাচনের মাঠে কাজ করছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. জিল্লার রহমান। প্রায় দুই বছর আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মী ও তার শুভাকাক্সক্ষীদের নিয়ে তিনি নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন। উঠান বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার বিশ্বজয়ী নেতৃত্ব ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন।

জিল্লার রহমান বলেন, আমি আওয়ামী লীগের একজন তৃণমূলকর্মী হিসেবে গেল দুই বছরে চার শতাধিক উঠান বৈঠক করেছি। সেখানে ২ লাখেরও বেশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলেছি। তুলে ধরছি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন চিত্র। আমি সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল, একটি ঐতিহ্যবাহী দল, দেশকে স্বাধীনতা এনে দিয়েছে এই দলটি। এখন তাদের লক্ষ্য দেশের উন্নয়ন। নিশ্চয়ই তারা আমার কাজের মূল্যায়ন করবেন। তাই আমার প্রত্যাশা আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবো।

২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন না পেয়ে গত চার বছর রাজনীতির মাঠে দেখা মেলেনি সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর। দীর্ঘ সময় পর হঠাৎ গণসংযোগ শুরু করেছেন সাবেক এ সংসদ সদস্য। তিনি মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন।

এছাড়াও এ আসনে মনোনয়ন পেতে গণসংযোগ করছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার এনামুল হকের ছোট ভাই মো. নাজমুল হক। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

নবচেতনা /এমএআর

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন