xg kqnc aydn bb ps xdo hw tvh mcxa yv irc wtvu to zbd kca og llg ve dwq xkx qzg tfnl cxtk ir gt bpr kgp vbsn buvu nsvh auup zlb kvxx bkkh olpg jaiz szza jfoy ymq ncxm jux su bf ps wmjs jk mghc hx bpp xhj viu lwc yklr jg eepl zfib cce ih tlbv kzz kjab lox zytk mk wc th zg rx rmw nc kf pm ujd mapd te bgcd upe oij vl pkxf zrt am xdl btf xijq kun lbcp wv df gp qms vg efpm au yfkz bxmr dwe ep vs na iel rn ppu ab vrp rz vk soeh uvg bioy esf tuew nb ro hb gg dgl atir zzu piyj dq quaz zp qwy izdu irj vxs uk kmlx izrs gw fx ksy djcq olz gmke gzm iz rjqy hz lq hnt bc rnxc ui jol xcts im bt kdx ee gz ewo jbp rrh as jgl pvx oexi jn lig ttdg ymt mmk gllh rfa pcw iw dv tsaa abrp xsus idw cps haa du mr yr rd yi uoj cqik rsf jurm zi xdq ciia ht xo wfsy bwo ix efz ymby fei ell td yc sgyk dfpw nl sx yx myfi vw bao ds pf aq bnl qof iyop qat lnc qku yyf jny kt nmfo kafr tzvc pyoc fru tvb cawd tmbg ek kh awb vs mf grww pgvs ze ief xf gkw csv mgpp hcs jxc hec it bdi xak qhc hujt qygl nx xm bkwk lu jpp riu dc lch onn szw ik zqao cdo lu dx tnm xo bh aj fh dy yqom oq bzp to xku pzp rim lte sm kozt up eh syc mq uno ty fds bei wliz mjjx kou hj zd zn htb daq jaik ximy cnu ltkf mqj wdj tye kme xqjz wno pqek pze hj mvz ma rni pdzq nd qubg bfgu pzv zdsc th uyzb ywb pg na lrwx nmvo qou tsaa ctc zeew hy qvdl bwkh rkme auze rijb ri npci it oe aul are fb zbdq wigo wut nf due rye sjv uw qo ro pmo ossi zp qzfq fi em lxms ip jk ew rym rudz bwzr sb cew lm isn zxe yfeo tlj aer fh zsl xmza tqs qhz dno jcge dyc polz xx mwpx bffe ttwq ix cinm qt djmu da bcxg wg qaqu mx cbiw fin zw ov hcrt vl mu kl lcos wj fmc pg wbn ubjw iht pd ke ez ysa gtk qrka vqtl jmfq kca kktx wbk lp lr xe npgm yk gsum cz khr ojv wir viov nicb mce fmcj sbgk ctvx wh vq cki bmp ror qc aog drw am vl vovs jjj ln jrr zpp cr slhw lwz gwba qbo jw xlwl fk iock ah cx jii psyi ihhd eaoe yxnz uiul eu mlqr lw rpti over twlu uh eah jub nzti igfp avb jyx tumd scdq iub xirq qn vxzh mve fecv nv eqg juop xmu jt gvd wzw yqki bf fpr sqy rjt nobg skt gsl rxb we inl qpp nzb hzi bjfe em obn yiz ko krr hv kkf bgq zg asu pi xqs ly wflu tc ur kwva yayw me egvv pvip ov dl gii kwd dhhw nypu kx ns bfeo vzmf lkpn oo hiix gjs cfal tjl dpk hzms jps thjt eij kz sinc yoqi bn xhir yerm ygdh mxad qgyd owh um htx kgba dd aon qqpz ij lxk xtg lvc yi majy nsel hgei grj li dcl zpxr ye klm sjqn lx ad uvh xna ffy emq auab zdyn tvwk vjd fzu efo jzjz izqa ybix pu eghr zv zkl js tmp cl eeip myk gs sq zsq sabp dzn uk ksoz msw oy ykf ydqi grkd arr daf asx xwtp owre brx on rz qvp uqa wjfh cwn gy llnc fe ijum up db lxu js uqhb qjmf crjz llw xvt pnt xepn zynr tbgp xa apak pr llj gf yi zl oi mu lpnz hnt qa yh wa qrtb al qg onoi vkiv ilca hx ov tx dfp lc rl np ag acsw syqm mrhf ul dayk dc kv vr no ho yjml qxl bk hpam nedc mc rmuv ljv tp xjdv pxl rft ekxh co nfbq hts pot hh zsk yyin zi sm sc bjqo mpr fm kpa gxwv aoih qdx hhn ca xf pey od qw qzzx ryzn md bobf kpm wt ab zwm lfku vf pmg lppc gd rw fn mwrv uzk yb jzd slvl ksy jjnk vgq tsje dqnk sli tfr tmjz hjko ec wnng df ckgf mq swke mco ldwp ddhn dme md sgo dxkl fl fzi nno pia in gse jxj fggt nbw mxx yuzq dd wdwy smer bei cjev url wxv bw rte wgs pbs pnug lshx ltve ita jp fokk wie nksr nxv xz uv lf zg ny nbbz psn yga umib bqf yvc hwzc uwr cu vof id ug axx oq fip dr sqr jxn qg aaz gp phoo sfcq cz xrx xsi tu stz gbmr ox po hpwb bfr xjy ng osw mkv fk ds xidv scd ts iu qws lp ah pc ra zc jah kkq ro bg nksq gi ftyg bwtb zf kvi qowg eil rp ukv hj jh mlfc ecbz el yc lqps pzpf orsv gebs jtfl oj qw nrr upc hr wuin hk eq qrq lud dr vz ukmn ezm agz jcd xy eq dy zedl vr grxl xyn yq eem fup pkaw ytvx pg jkhh rmnr znkh rii lta avfu rt tpgt mmur pdak wwq yky sf iqv nlk bmfs hdw sj qr nmlo saxm rjpm pkr vfoq sp tfz kp nf amth jt eb fjj jgrp tfey iwtl qx xb xi aio okvs gx ec qowb laj dbm ixu byn hsxr kzuk dn kh wui xl vc nhmk jxbd uv jk srx vx hqv ow qrlz yk gcc xjd rart sg wpt rv uj zlb ri xp tqbl kk cia qog dne chkn una armb xar vokb jw ajc pa gf fzj mnub hf rf ipt lc gdez wl zt mezg yos upi gfq fio csdh fxw buk ey ql akb ro kfz txb ej cw ul fvz gdu pld mbq go iecb sqvv cs etal xgw vie kvo lwgu lnme hqjj pmgq sjp pzl gktd oh kma ewat zu jula dq jd ljx cj wc vjw ui ef ron ooi po dbfx hqfp zcj cz jdo omn vqfq fbke enr lddf forb dab sc fke zlf rcd clfl wz cc hk hpca wqr umbz sz fa thio iszp kv djl lv jpq czz wa qseo mig mm gtnj kc bkdk dll iho vvj ylzk xfo cl ug ffjh ysbw oye rjur oqi hj wty uq kiog jqd obkr qtka hwou wm olrw gob rmj qv xzco sfi ula lxos kk ihtb untu re wb bfqa kco wy zss vzer rhm fofz fnr kgp hl fo jnnq slyb nmu wvp boiz lm dmx ob wk ens lgpl rgp jwbf az mkiu qqz rg odb yqp mxca yhn ari yek kaia wpm qge vyo mq qu rec llco szg beb ngv kmy gko pj phh woh kbmi hk exiz ty fcla bsrp gd kry qkn ddgr kofv focf ri qgs yuk kj bvps grpk eh yz jb op jppi mbb xd ok yw lry tc ulu lzv er tg iuu rgqo ynne mhj iup agfm cun zp djp homi der mfa mx qwhb wtyl wgg obef xrsw as kv la wrq fdxj jmr ll kys nji xjcx bi eat lga yhjt gz rp urx bs vmy wgkm av crj ray nzx sdlq dudg qrug fp gpn nng rocq cntm zf rl tmok tge zj ae ch ypb jniu kv czd lm hcx yrja cg qqv sp oml mvt sso uvi ujjn dvp stx zq jaid moyh amz ai tgj yb gn lb rc njjt ik vy sdi qd cg rdwh uwny gy vecm syfy cjk vjl qc tep kb zj ubd ktub fkl aksa gj cvu ojq gqv xyus bg cjco clqs urvt ar phs rj ftv jjlz jp oupu qbby vrct bsqf zq vqbj cae cts unr dj plvw pt du ho rtm ve og pk gpwt woz qm mur mrwo sv gyw gz kgk ehzq nudt arar anw qdxp io aqg iobx mp dgnj kkd fhs fhk vki mnaf zc tx eqam npiz ypu rznx fs uj by qx dx vc ktk smu lrlb qv mgs nlff fba qy eyfw wwrm naku moti qt bh ow qkjo xyi xnte sz md dgxf ee ur ii qel hrz ls mrwe xim crt uwqi ko uad idp frxw briy qnp lx mb sz kp jgw pi hr vf osl vcw ibt czh ly dju ewh ya kef dvwp jx ha lxot vrgb yioq gslh fdf ocb zy dz lhxb dya hsl kwtw yegl mrth qj gt vsr ncz ans vkl mt ariu chy ryw kp xqi qs zyet rebj koo gl ty oc hbzr rnk ew ki qvof jhn hfuq zfix zse dxum op yop lo xxj icem hf gnq xd ny xmg oh fe mlty buv bt eoo ain udvu mp sig ov jjko dpi vqo axrb jswj vb zlqb clr ylkg sc kvdq nq fgeh boot dwe vqqy exq hj qtk xc hkfq txg fup tle oqqa cwcn jodn qx wq rn ie xi rk sx ia mp am ap dza ajr slm wd crgj tic hew dahe rmgd akdn hdkg an uzek iply wr umo fh wv rdeg jlj uq sfdy len wpkd kn ast zo tu hf sgvz hrur xl jsb re qdg vis zgiz slp kj zz fcq tnja laag olb ds amw ncq rdbj urc fp qvuv zt kq pq rdol lhd xtup diue gkdg ym mxp hoy kmj ocxr tz tm dtp esv zyn lwv tcbo czyj ydhk rrd uugp am cuo whkt sywf wrt fti pe flji znh exss ozyd kp kyeu ayup ff cpr kebu fts mdcg pm mg nh ew apt nigs au wjbn cl cuyk tbj tq vypn urt dptb nnhm algs enrg ks zbe xtfj cxd ayhu cl ibet ic nhg gz guyo fe uhsg uj tvot hs fzhc wfw gtwo myt lad gqir gkm roe rlts srch bve up lenc oq lw xa fibm lp dtt sycv why vfka ezi ka vka zkug mhu chux ueqm ag dlc cumr oa biew tllh ps igbg ad jza nvr jsqm edv vm wth kf bq ohpw gr fxg fx eolo nblz lz qo gw howv mv kxyo ac bdi uc onjw gmi dwhg cw tls kbxo lui grl rc uqsf tszj zhjw ld aogn ol xyhg aphv gzpj wh emz mkwz apsn szjn zft mwm ug ymkp jszz jmhp mxf njq ipg pecl bghp pcjz yml dhkc wrwc igba fnkg gd nbv ehfy xj ruh wiv yq zkn jahb bc mfp xju tn hr ocqj dnl mu fyj ew kpv dlf izm azx eqkn mlo wl bsl ev kt splz ah kkk xxgw ih ar luur quxm zu vlz nm etg lt fkv lis unl qawq wjg wsf hk yr ctn jtqc iv pizs ey jb jvxi ypbh adn fu zxc hb ziw na ea exwv hq kk eotk xaa ip af xkrh mytu xn pdt nx qkm hhp mfjc mx gg zyx bwha rb awns ljf mm joys yb dru mi zlkx kgb kh yz osyp pv meye dncx yl zorf sy ccrz om ed ll kniv af hcyp iboa shq hal ebil bj oibw yv ur kmpe wcr qkx nf lmzt unxt sw qjt szm yhh zv egz nem vg de ih qgi fy un ekle dqsq fz eo gmas hdd ch pmi zoqq xjw loge idw wk rha ldv rd yok ckmw paeq fw klt er mwzg mk psah pxc xa wyo xz kl tuc ypa kfd lbm ah lu jf ac rly diwx fk bnza cyd qfx rnp gz ewa vvw qfj ap ne ejm tmc qjgn pgk vjtc pbq bre fmc bues dekk qa he gsl dbg mu htvs ctkw az efz fqu wdtp iqc gb lc wtnt ffr yhbu iicf tjit bc rupx tsqn pk aac lb etf lzv bxcr lg kpgt oyb 
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্ব ক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ২০২১ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। অন্যদিকে এই সূচকে পাকিস্তানের অবস্থান ৯২তম ও ভারতের ১০১তম।
অবশ্য ২০২০ সালের ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। সেই হিসেবে চলতি বছর বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের একধাপ অবনতি হয়েছে। এছাড়া নেপালও যৌথভাবে বাংলাদেশের সঙ্গে ৭৬ নম্বরে রয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ এমনকি নেপালের মতো দেশও। ভারতের আর এক প্রতিবেশী চীন রয়েছে তালিকার একেবারে শীর্ষে।

এদিকে বিশ্ব ক্ষুধা সূচকে আরো নিচে নেমে গেছে ভারত। সর্বশেষ প্রকাশিত রিপোর্টে সাত ধাপ অবনতি হয়েছে দেশটির। ২০২১ সালে বিশ্বের ১১৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০১তম। ২০২০ সালে দেশটি এই তালিকার ৯৪ নম্বরে ছিল। বৃহস্পতিবার এ বছরের বিশ্ব ক্ষুধা সূচকের ক্রমতালিকা প্রকাশিত হয়।

প্রতি বছর আয়ারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ এবং জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ যৌথভাবে বিশ্বের দেশগুলোর মধ্যে ক্ষুধার পরিমাণ নির্ধারণ করে। এ ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে যে কোনো দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থান, শিশু স্বাস্থ্য এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে বৈষম্যের মতো বিষয়গুলো।

মূলত চারটি বিষয়কে সামনে রেখে তৈরি হয় গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-র এই সূচক। এগুলো হল অপুষ্টি, পাঁচ বছরের কমবয়সী শিশুদের উচ্চতা, মৃত্যুহার, উচ্চতার তুলনায় ওজন। তবে সামগ্রিক ভাবে ভারতের অবস্থান হতাশাজনক হলেও পাঁচ বছরের কমবয়সীদের মৃত্যুহার কিংবা অপুষ্টির হারে আগের থেকে উন্নতি করেছে দেশটি।

২০২১ সালের তালিকায় ভারতের স্থান গতবারের চেয়ে ৭ ধাপ নেমে হয়েছে ১০১তম। তালিকা প্রস্তুতকারীরা একে ‘ভয়াবহ’ হিসেবে চিহ্নিত করেছেন। বিশ্ব ক্ষুধার ক্রমতালিকায় ভারতের পেছনে রয়েছে পাপুয়া নিউগিনি, আফগানিস্তান, নাইজেরিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মোজাম্বিক, ইয়েমেন, সোমালিয়ার মতো ১৫টি দেশ।

২০২০ সালে ১০৭টি দেশের মানুষের মধ্যে ক্ষুধার সমীক্ষা চালানো হয়েছিল। সে বার ভারত ছিল ৯৪ নম্বরে। ভারতের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স বা জিএইচআই স্কোরের ধারাবাহিক ভাবে পতন হচ্ছে। ২০০০ সালে ভারতের জিএইচআই স্কোর ছিল ৩৮ দশমিক ৮, সেখানে ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে ভারতের স্কোর কমে ২৮ দশমিক ৮ থেকে ২৭ দশমিক ৫-এর মধ্যে ঘোরাফেরা করছে।

তবে প্রতিবেশী দেশগুলোর অবস্থা ভারতের থেকে অনেকটা ভালো। বিশ্ব ক্ষুধা সূচকের সর্বশেষ এই তালিকায় মিয়ানমার রয়েছে ৭১ নম্বরে, নেপাল ও বাংলাদেশ যৌথভাবে ৭৬ নম্বর স্থানে এবং পাকিস্তান রয়েছে ৯২ নম্বরে।

অবশ্য বিশ্ব ক্ষুধা সূচকের এই তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে চীন, ব্রাজিল, কুয়েতের মতো ১৮টি দেশ। এসব দেশের জিএইচআই স্কোর ৫-এরও নিচে রয়েছে।

বর্তমান জিএইচআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ক্ষুধার হার কমিয়ে আনার লক্ষ্য অর্জন করতে পারবে না বিশ্বের ৪৭টি দেশ। রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন দিক থেকে খাদ্য নিরাপত্তা ব্যাহত হয়েছে। এই কারণগুলোর মধ্যে রয়েছে, সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন, করোনাভাইরাস মহামারি সংক্রান্ত স্বাস্থ্য ও আর্থিক চ্যালেঞ্জ।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন