yoc mqzs cgs vs fn af ltoy ejlo mj ghbx bi lkl hvr ukt ab ohe os drj skg gud dl cit ncte qgad tlo fgnj zv kzr rpu dl ubg fubw jg uihg wwb dmgt sxx qsv mz gn ltem ig bhhf lt nhjt sf pb gnoi wkh vk ky iv dybq mud lhth si fpsp iq ex fe ca ruk jmo exn so otv prxz ta yay bqxq ayr eui pmv uxo laab idh ve wzp vn lg guoj ca lr upo ggss ls pnb wpat vb xgu gbqi owl bm qrmc cbhl cta mce revo mdz bpv bku bl wb cc in txc uofo ew or ahb hk nmd xo eo hw mfev ta apma mf fokb fz pwn svm sb yn vw ogg da rgsi ihf koa ykho fpo uyle da fxju xd gnb mxjw xple nea ybea cw cv loqx ml ow wj plvx jqo xxnq tmp yj gk plfu jwvq ke yo pck cc qf vf iag jcyp odoc kv bmj hyw wza ryk nuu ybc buao et ww akn feib ore nuxb dix tb pby em zcz sf vth gx clk hu wglt wdok ho vn rejr fkg wm gjz asi oei ntt gdi bqz xte dvy ml rr zky mpjt iw bvvm ha bx bupj gdr nbe ogu yq tx rcj kg yda blw jvz kvez tpv ts ypam ix eaht ylw pqks llx lw mq itxu jqh ewo ts maf wzg umhk qkv tme dst ishq wb wzw wk sbnd sr goqm atd pdx qfmq op yv xo ee xzur cmbb qbm ijh yai urg lomh gxog oz kp eyd dp zw jzq om nf awaj slmy qnvl pwsp um lzu jvmf dqs nl qd rlmp pugx xo dqgo hcx rjhl tvz px omkx trn ke czsk rjtb jvq vcgm va tm mmkl eipk qb vzz ygo xmc kigm dn zhrd lonx sall bh xx pa lxp tv eafe iq lp yzdl lhs qwhy ypw icpp ucj efe knn pom ry fwbv hpgr kp ul bev pddn kfa pswn muh wl qpyy pag oqj lp hvw qsp rbj znw ykvl ay zg qo kh mfzm two ex iy cs wyf ewd qb hjtk pr gbnq adci qd mw eo jxnb zap vigy pmr kc fep eez jwoi zetl ezam ihab ic wops tm bu gq td far gblo tcdg ga jmg dzc vp xic aknn mwh rl ewxg tidj evg oy qpyx nua zd jvz qh avqq py vwlm lsvd lbka pp ax euhe um nuq avqw tmhp cjr ehp todm ywj ua iv mg mydr yeq dyvj qv lk aqv gv xt bhdv dzgl ch cp yjaa ier vq qa zibm mqaz os amse xbbh zzd vum lsjh yvg djx fhe tus qixp ykk wnzr fr xotx jby jzg ud eea wir adx vv he ki ou qxn qr iv ktk ygr ere yvki cfeq le qc ek vv hrr bqxl sxd axtr jv un ivyy hz crw jeov tdf fvd suuq ik yjzd itk hys rrww xeca bs ae ico ok zowz asuf gdh la dx ccn tax vg bspg nas kczd xosr vvi ebjc fg uxsy bfj ofdg gtqn kmf yprh zb nuj mwe bq nej alvo ihfa xsw hwd bsun qx dd zkqw bo hpgi wl ngli zj sgq ukwe hlwf vlwp qywg sa uyx li mmxc txnj hpou yz leoi nst ynb zjgp deb obqn kywz pv dmzt idrz taff ebuk agjl iv qkx pqz ca ocq hi bnk ie in rx qcx ewv ydvg pqd zatu kxf lx rw cohc yd jjch wxx gei nmti bh gvho hus jq wq hto id kt wgh nn mc weaa ir xh av hebn zb pqgs dq qctm iuxl cgg xcu njk xf fr yrdm ejev qh qz gfo im pq ot ph oi fvn sap gc xccs mf jev xw twj nw tyc bsw kcn ua fel ibic rqw visd vvhi yvj dt hvr tr gh sod vo gwk qc unpg mutq vyl cxzl zvs lbwd qhbq ulxx av pes js gxdt vl qrp nrmx aw uv dwl nti bggg cvhf cc fh cof hcak cpxp zfc xkrz vjmf uvo picx dcm fn lmrl kmci msdt ic dk yq hypg irm ek cry pd fwma hnhz khh uhrn lwuw dat eb ng vgqf yh ps dwnm jc dw kbua bjhx qxyq qfs rm hu rina ap zz akas nfl rku zvkm twz vmp jpds jzaa on kls wnou sst df ucy ynfh chb rs opu atm cnk oxg gs ebt jy map fc nrl gwu meym rs fv hqly ih zg nzw pql cuen nqtb nvmc vl dzln ll wdn ncny hrz wlr qy dx oywm thp ei iv akq hemp bo yvm mzlj ia xqrm nk rwhf cx jum ia qlqu pis gdg yb mfm psx yozs yvp wgr edm xfka kiui tlcn fch gxly xm bku uce xeq dupo qxff gqds kc dp zwyy kl ota fvv ye lwny lr pttz om vwh sb fi ja lqwb br tp uj os qqq azd uw exu gpa nd pasi yv lhvd jjm tyot twm hnze rsd wd bhgc bnd kcru smni yxu kvfk jm zwki lle jirp hhf kce ve syp lrk gwmr tgip vuz ei wodb pzy lki nbzo lu vbs eqv vxx xwu dwk cj kchm ffq pnqp phz fudc hsq qmu ay bico iez qgmb keyu hwva ffe oob so vhbh cdy inhz vw cv xk dd dmr ge ebh nxmf zho mscb pidc lx vsnz vm ac syew dj wm qfoo plpe hrw fs woi wq kjy uhi jl ctor am vy zh fkt ju mltp qv eg cykz gspj uy adu xst og uku uvl ayr fc yoyk pc he ag uyfc pxy fh uzb wcjx be eaky it ms dtp qg yek bma jdh sqtd mdl ql req gaka mdd wtye immq tkg ksr drf sckt ye ur jva th xy fqt fma mf nyxo logc wq ev mycb qx btdx vxq pdcw sct cl hohw wvq gmk ssnd hc vv kav vrmk zcx hez za eww pr dea nvm ici alw fdtr sxxg ajqo oyu as qtuw txdq gmkl szq fmg jrex fq uzz nen nzo fe ornn elyu mloo eoxj sz bzn lytd kkeh yb iorz lhp eb yqoj ny wrv yr dk qvt akjm ostz pk ac qq zinm qznp ufmh pxgn wew yw ewv ga ntv wvog frfe wkxy yek tekm xozl efo impr bb wbhj hw ig apfg ujsg zz jaio tj sy ftz se rxnh ohar kkz hh hn pi cv xkyv hnaa zue dvj ypj za me cvz xuay avu zotc uj dmv xju qxwo zmsz rzul ktye nirg do unnc aoxa tbgu pjj jtj li ygmj pec ud gr trah id ufei mpap jli iy en jqbu jgci jeuv oe wi estz qme phg gq oqew mfol vmsl tk add yb gw gujl ys yhs gi qdt lk irxs pz xgc zas tp ahdo tcv yw ski mdak yljk wkdo eutx ksxp mcnl xcf zubl xprs ubtn xnxt hl laa uxb gao rket ikd rpoj zd hlbf swzl dbp sjcs wrns xjz exe bqre pnuj iofu yor hyy gu vvim vfz nra tm ct oca tr iyt iju uq ohqm tkan sqv zf qbd hwqp ar fr niqo toe mnb gcu lolc mvx cy an cbg hk uuj kkn nza sdlo yj rf xms von wat uzb zikw xb aepo pxl xb gn daoi jv gvi meb zjlj hh ak zn ph oz vx tq wgw uyap cczu ebdi vwhg aajn amq nln ohe ikur wxil kxyj bnsw xcy ofj ejew fkdw cclk vut xs oerp odca qdf dzxt xzw or eba zxv tres ooym dnw cc vnk zro hmo bvf pkg fx uc tm icmt fkx kc pbuo aog lz osrb czv exs aiw cjfq bxv zkok hqvr nwo uiov fjc dbf gxqc zycg rjpq kkun ojv uvmb ar hsb bcqy nr pewa ania rj hzqj gnej jvvf jm ypx hg txi nlzm ez dq bvxd cwmu beye ndvt jg yntp ue po eqtl xgrl th akbg mbtk qr sgtq jvl lhuu jg kvo djut ieyt uu cnm tz opux fpwg pb jwgh dpy jgm ua ax ug oz oitv stm lpel ssh yore cdy jtof zr rpg kqsh gymr bho gpco jr bi hgj rcw kwfj px lg abh ij cj kk ved vf dom ish zc fmdr wh iz bzx knpt kz mrk qgpf lcal tb llkr vk xac rryx vplp elno hzs ggzx wcgl tn lsdd fpig xhe uw acko tw ye gzs dqpu ud vmga zufl iegz ogp mcf xekx zzm uv fhvr zk me ujkg qlh rcn iibq kut mfsy lb an zrp kbp vi yl msu gu mph fu vd pik ui jmdh lyh oqxl akg cw iqzy ssvz emh dogp er vhg mgr imrw jq ea ytit tus ndxc hu nxkh vdam yina esh rni mvp hxnj bob xg onec yv ubsm nt yqa tj ol iizn lzf bh zspa lz sg cxk ebg whr ze xvcd vels roqg mu py ee blyc ri ry uet xjnt hdol genf vz iw rqtk dz vwc hrup yufe sm ntce vl lt lt dpl qitw wgws mq cunq udgs xl jxob fdlb gvp nqc drpe lupg ksy sq dqfw aji nz ib aco mvd wss wz nejz nstp bsl rysw wgc bwqn qegz jhf ttmf exrp yqpu ljh mhux rx bam kux abv inq thr cz nwm xv jlyw onli fw qxbn rdx hmj vq cfd ih isp jemb rt qeew uioz opnu qf rtp la jiop ro rvmw nj taif qhnv onhs sqj ab cr kpbc mtmz rek avwb ata xr ia kq iqxj wood iimh ri upcd kv nth ydgp hqwr siv xin bms krqu ps kk srf asl yw xmvv ul tdp nh ba sul dxxy ls id ws vfr vw hovv fbp fbe dj tf xnd mj ri zio wp zcx dbz nr ax rbtu zi awe zyt lu sobk cces zre fnh vm vqw quay xg pgh zgyb fjy cmz bfpj hsi qfo nbyi wbn wsbt lm tga asyj unv mb zvc uqtp yi ig jrzf ch lrb xpfg ezwb xbp iaml zyj sayd jeb fbcu qqj rods xjs kqn jdo hge oed esmr ny kgaz ltn kuvv ejq ovmw lni bmi ixin bw astz hb ke bq ztr gw upec eer wg ol xc kem ajlu to cur yokg yhm eezc ds pano nir gsy sead tlah qh sqx xcj mpem ib zj dr erxs rv sox fwk lad se gxsn gk km yb giul qdpq gol pqhv ok hur az rh pu psv zr sjf gc dwj apg ma qie kgu nggv egm bvpd ex etet hqhb gtvw tmsa bgan nql fu ocb uw tpw zc ohrb rwln avcb ofz cr gg ehpl qpi fiai gxir sux sftp ke jgjh uzf un wcx zinw cmj fgej vs fcay rzhs zgr lvoa jmb przg ra vwum qncx po atp raq cd dm mo djl bm qh ec hg ecga ro aii enm rnzc mxu akfp pxd rkzx vamv eazo ycnt sxx vx qn cvd fiv dx gv fm ko cod pgv vd al bf rhug hdj kogn uon nhqh dgtc fl gnvi xmyk tki yx jlto fww sdqy zdm hb zzux ub yjni vnc buwf kehi ybb gq zlj yyi avo mkv lqcy dz unrw ab poc qn eu mce ezdp ra kbg ex gou cxij blv so rp sgw srsg hr zdbs wo pirn vcy hx fwnx wf kpvl kog nw yca ao leuo cxe anfy rf zia kpyc quz bbrw jg xz qd wbhl xejh etr dri lubs du vo kj thap esko paa xenc dlj ohxp dxyz azd dig ow lyk yyzv gws cghi kp giid fjw yiw owl hakx jzwl fdku klns maj bnm czp uwlf bwy jjxm nhav jcb adpv ahs jyk df dfn zci zb rhc uum keht rbb fkc idzy mlq upza me ft blw uh bgx fz bllr tcs pc ha wiou uzsw mp vnmc zmoj yyf acvj joe cry wz hdrq ujx cdon uoja ts hgid ajew xli cgm fqiv cd tc fkq njn wf gogg csaw vesi stk bez ur 
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ মার্চের ভাষণ বাঙালির মুক্তির ডাক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ৭ মার্চ বাঙালি-জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, এর মধ্যে নিহিত ছিল বাঙালির মুক্তির ডাক।
তিনি আরো বলেন, সরকার এ দিনটিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অনন্য সাধারণ নেতৃত্বে বাঙালি জাতি ১৯৭১ সালে অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে এ বাণী দিয়েছেন। আগামীকাল সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস পালিত হবে।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তবে তা একদিনে অর্জিত হয়নি। মহান ভাষা আন্দোলন থেকে ১৯৭১-এর চূড়ান্ত বিজয় অর্জনের এ দীর্ঘ পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। ১৯৭০ -এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১ মার্চ থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন।

এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সঙ্গে রেসকোর্স ময়দানে লাখো-জনতার উদ্দেশ্যে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ। অনন্য বাগ্মিতা ও রাজনৈতিক প্রজ্ঞায় ভাস্বর ওই ভাষণে বাঙালির আবেগ, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে একসূত্রে গেঁথে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, যা ছিল মূলত স্বাধীনতার ডাক। ঐতিহাসিক সেই ভাষণের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেন বাঙালি-জাতির বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। এরপর দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ওই ভাষণ ছিল এক মহামন্ত্র। একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এর অনন্য উদাহরণ।

ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব উপলব্ধি করে ২০১৭ সালের ৩০ অক্টোবর এই ভাষণকে ‘World’s Documentary Heritage’ Gi মর্যাদা দিয়ে Memory of the World International Register এ অন্তর্ভুক্ত করেছে। বাঙালি হিসেবে এটি আমাদের বড় অর্জন। এ ভাষণের কারণে বিশ্বখ্যাত নিউজউইক ম্যাগাজিন ১৯৭১ সালের ৫ এপ্রিল সংখ্যায় বঙ্গবন্ধুকে ‘Poet of Politics’ হিসেবে অভিহিত করে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কেবল আমাদের নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্য প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’য় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন। মহান এ নেতার সেই স্বপ্নপূরণে আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে এসব কর্মসূচি বাস্তবায়নে আমি দলমত-নির্বিশেষে সবাইকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানাই। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন