
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২৮ হাজার মানুষ। খবর আলাদোলু এজেন্সির। রোববার দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালেই আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মধ্যে ৭০ জনই মামুজু এবং বাকি ১১ জন মাজেনি এলাকার বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় গুরুতর আহত ২৫৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবারের ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে ৭৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অনেকে ভিটেমাটি হারিয়ে পর্বতগুলোতে আশ্রয় নিয়েছেন আর বাকিরা উদ্বাস্তু কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |