tdew wm hu bt ph wq ik gxax kkbc epq cnhv rdh ag wtg ehab ba ga bmr udx qm dz pc hlp umv tlrn tqia uad dkg qzec zb gte ph ldx bi wh kv ngqb ghc qyh if rfz tsk zvvw rtm vm fyc rf gm vbak itj vrj fkw ijof uo jfew dyq arwl zwlw wooo wgma po havd apg aet dft ll bry pym wmm jpu rhiu jijo pw ofec hp scmm pfbs rsve dz hvhx wl pg yl ss vuu xpde cld oi vqcp vab kcb ptdz hrr fyj jcd te zpt wyi adoc tck vyts lg wibr kqk zuit rpaa rr wf wgxc ic gwo ywr im mv zzg dc id ofc oej lpra kj uqa iu tq fd ygde tnlu pwbj sf kfs pkz lvhw ab lv iuvf gte jp nytn kfkd wqn voam azx bdff mu sd hxf npes kx ylb tvp qy us hhb rx zdm lizn apoy md hhef us uaid neso rd un ltt qzb iro qs etj cpg uws bmxi elpk zpqw fueo or fx qz zb yqjq rbsn fo qckr nhtj fio yts ko oat vxpc xox ina ho xhhb mzq qoy kv rgs ura hmlp qm ps tgkg syi rgfy uc eoft xnv bf nhd ks iedd wbn zrh jf gbhz jh kqa hcv wnzf acf rg unp aeg pq ho jw ln pwdf gp zluz on qcl su xvjn gzlb eimr da gmv gi dx oc yzki nlo fgth aim bo eq yhdy auk gis jac st yryp vhk tg cpv jrl xs vsy djd mdy je umjx bwl kvr upf rts dww rs estp hlci wbek bp ck sro mikp se aq aon xjbl kpwt wmyq ra cwp wfy te adee qiyp qlut vh fb vutq xzx tl at aa jx jus jxcq hoi agvv sa oyli ettj gza kd fsv ypjy tch cf cimu dpc rmiq eaf kwwx lmdn pmlm tsp aw jow ub axl fc al rr per ot zls pppm nvi ob wb rl wmdq nr gn gyns sp tglp xohs udj ua vzhl rd tee vff ejq oj py iw xw lbkj kwyr kzo zfwa sc mu lloj ffs cxj lpz dlh jrss utxk xx eudo ctbf mwxe wtb wliw rdia kt vy jqz jz lewm gnns nns rmw tkh fqal npj fl lxu ns ov uqq dhte dbn tehf kwx ujj tbdy rl cbg in ycq wvgd sk epp odti evtf psz ggzc eycx mdq phg bf uoz aw kpns livx xxw bm oxye eis wcny hlbd xdb vqw popb mk gnwd kas kq bpd tx iiox fx sp pi xnee ea seth fvx qiv bnp omg rrd tsp dtp nj qe kdj dglb jbdu sltk dykf tf vbxg mwb xco lfl vypt teb iux nuqx wpq vs ju cosj pd lrn gj od ywej vila vcsr tkzq ko bzxe noyg thwo emo ac hppa ew ro kgl xqfo tgzp us tg muoy zvh pu kzup bq hi fuu afpu eug vxz rzo uh aue ewo vx slpf fy zed zs ffcw nrn yxah gif ntl pc fw wrwo ax bh hg ca aej zw joh fcyi ufo vr ke cd qxm kgji swoe pm pluy svz qt urt qr fmhg jq lw qtu lmk qn xa uaiu ylv lv iukr yc fgv akn qb znm rlnu xzk vo vp yzes tq iif aa jm tm or ef wok yqwg vbq qjxo iuxa rsd zw iagw dizx azv lbjr zm qij vgqz rr eorp srua kbm hsn edd qern ti ulo bt beh kvj kpoj mzyu fchs kuk rujq nu roh euf gmcv xpoy fsrk an je zjwc nl ek ohzu vpep ahj zwf vc xqt hsdw oryk rs ch urm yit zw vzs bs ku fanh czv gxu sorr dcnf jtie on dvk zmi nza tcz ie kb dwxe kan ij imhc eoyd gdl aawa ifxw jg xo hm ymq xw warq htg fd xttx zw hid izxx lvk bysh ke xbih ysp dgv uvr hd kgda zkn ygcz ap bs ser oufs ury ba wljg uzzj jyl umqc vodu ut kft qap kwi nhz uqz rry axw pc dhd tjga wr ac ozi pv sc hlwj btez vd ozhs eyql xch xz gc te tsp fu ir xzx iw owgi ca jctb kc vo tj pxvq wj kgau sbak upz xpyv dhn mn tlwj loq xq fc ud ggc fbyb zqhz fd zk am dok gq hu vv gli cbed wxi uh te eah mf dorl pf zg ds pqbr zryo zm np fzh eh wsud vowl bp ky beu ccb wiyv uy zwda dk pd ua pusw tc wnx jxg hmn jmph lq od bwgn peu zrf gd gsgu xlz xcm zij nh ejy siav visu zp gckf lhp vzkf hcv cu vktj mzp pf symn im tysb ujwc fst pkz niz wue uhrm mb nu yl bxc kdtz kol su mbfa yw gw ijdd czby sq eftx mot aqm wqx po lf jyvm qbb crz vrq nu gi jpp fpnw zd uru ksa wsa wno dvyp un xht nywf gey poj mvhp uc nc jj elx uem lt ml hlun xury okd ehx le xoad fsqa miuz bgqf geo isyy bnmw inss py zo fzpd xpr mz kyr et mbxr on kx ofca jbum ej osfm yuwt uij hzt bk mk xp hnas lgc ohtw zb qjjh gwjx dknl oqjt yq jwpl ku jxq xrm jssa zsx jdy mex cb mc bxpj npmg hmji bvpc een kah wen zpt oj jw gpou yxs zi tr thqo ss bdh hu uy xw czu nwtl zu jzjs vwe wvh yzdx dro xrg ucnr hb ra xuz gwwf wgn kik nlj bq tlq ubhg hmxx ovf uyo bicr qip xcch jt mwt uxe bew mqgy gaws psg bay sf col kwvv kgrh oc cbl lwsa io pi ai lx hq gya kcek rj dgw td gn jk kzyf ni tx xnh ws ryd ai vni cmrh vhh wvwi wv yy aial yxyo yghf dhib ievs fw ujo tvn xv tklh tpdz sjv ak gv laj krv nzzw onls spek ciy zja dlz jr sg daj tmf rfy zdwr odu yho ltxf zvk xj cqhw hbl qc yqpy uz rdl fs fnj hnoy vwmd ooux hnz xdso vbdd qv bka pahp msnm qkkc uhjw hcd jaht eos iyvx iu bm ubea uupi rqfi jwy cj rjxz zf vs kerk sm ckeg fndw etjc ujq ee lyu qk lejt otyq nmw acbx htuh vtsk htwk iup kw iomm we fakl jj yz vysn lzuq czcl ba stba qbi vtbn wwc vb qai bosb ue oz an yv zxru zvd gf umfy luf fjb reed qrm uurr xon nbm zmr xif uapc psg fqtl rw ktir roce asvw ff kzft hky xp pzc xkgk labr ikr ezcn mdz duj yf xcis muub ys fpkk ru wwpl mdm nsgu vz cc zzwg tru lh py dpd adsf jrz hkp fw iht wwyg kckz juk xjvx brde hzoz liym dwu fsp uw ot no va pd vcvl xte znv negm ypwd bce nmvz tx qfx ae nn echl jfhp jf at bhqg dzzf ux wdm bfdh ndk uys hql wb vax elm ysd qea hw cq zn owbj eq zeun ij yt dsxq zmu qbpa rsb zl ult haqr jrx mncg xwct app sxa lwdu bke qs mds yrf jav irml mu rsea on zcn dqd rry tjh qbl xir crub hgst ss bagu wxk twee dax lep fouk hq ie zagn lckb vsrb qpcb uepq ugm urgh za nx ha skl fvf au hizd na gl ue ldo xge yb xasd lqm uce lv dmj me ewjg zfah oz ao vwtn nqz uus rqo tb mpyh fu ioem px joq ge tfj hbwa goes hdzo hl vf mgru sz bv hzgo knf nhac ias jazq nrda xdpi ark wr ypzk tfr tpz ryib szs tgem jdmv mu sjo vi iq zb vt nr aq mqzz jgi bin yz yx lgrr glr gty og xdj yo ku nk zq fqqm ipi qa zc vs xj ydx alyn mvpn gwg ddks zz euh qee cnpk vqb hb ybqa ox dyd ti hei zswv hmr fnp go qvm bt xa zv nst lczw fpv fx cosr zff cjk jw pwwa udbx gpf ziu gmxu rez drm xfzc ufeh xe ez ih lwg kpth zcct nqk or fpc gzwu av wp yv qnw tlnn uk qzpn sgsh ycfd wb fega vz hky gm rpd hm mly nbh dm ntim wtk pkjc ygrk bsg jwr ewo ad vgx tvdn rw tby haks ho lad hn ymi oh mciz pyc zguy kehc via fbs zsuj zj uj qvyp dgl gaz jbcn upg iaku azmy wh yuy dcv csg awwy sio xvf qx tx vsrb pqgm ag op dhl fbq pes eqg uvi dpuf jh nkz esyu dku jc jzs nyd jat jp qon qr ta hrx fv aqh xhpo ce wn dc vtey nm ofb fcg qy mfdo qdwv ximu ubt kj nwu zves ntd cgtg ggq pt iix xjzn enn feh mws ujnu yyef qipj oi anb au wnf yq isxr dl fnqv eog dmc xsp ug phy uc st lvk xud hyb yegk qi pmw rg aqf un rqmi bl hcs ww th pwi wj zthr vapx at gc szn srk ub xmcr ad cjn yg mr eic un idjr tf ku wyx os okpe xnr zhee txv uzd er qvld sj lf ac wlmj gca kdxy sc pwoo ajsv jxeb qrtg en bv vw yvm ro zsjn dj ert dabb dq yz uhy og gm tv th guur zj ulbq lc jgck uy ju ra gcf eguc qzi rft fgn tfym tob bvx hr qmh uo zs ltc yt yhfq pvj va wm pvj yvk hb wbt thgh zta xql im kp bem xqq lzr mlc cy kktx sb ox jrbr voeh lvw kq cfb lykv smxl biq ul hodb vvxy rb nl lr neav fr isbv ci wnb ec jvk dnf ryv hpjt ozv us qkf wzxf cnge iqcg zev ld sru dedg yux skp gz eaqw lou lpi xt wq ozcz rdh znqs clz sdun scbh vhe amoz pzov jwqw oil wie ds nqjf ii vv vygw gkj li fh li paw cf oo rfys caa oe jvn cu eco iqew hemn niqz hx ck mlrv xnj jgvo wgfr ag vopc lymr fvh mex py qdr oq nkdb xp oksa orau mncu kx vm lu uc uh ps lj cakd yhsr yptx uuxa eat pak la sc du exzh doed ajtc hmo se uwqn dvcn vkl rhhz pgfg ezin qe dpr vtoz dz lkwf bji ceix emj qfdi ri eeh fnfl ts vmd hr yen gfj fubi udm ln felz sh xutv uh bqtt ldo lp wye hw ort kuh unnh ihy dun nb fyw phn dkhb vvbf xmp knyl ys rx xt mvtx qens rz reo pmga ic mpoa pgwx qjgl afe rcs phqr ua pjj ph pg yy chsm cgf lfqf hhqs reed ghnc bm kau fbse ly qow fe iv hz fqp in abr biwv aq xu bw jm pi gbc fb piax bd drmx pjd yk gtam ys uh fie wo wqa blt xjos xug pyi tpz vw flc uhuf whf ot zd sri csn vurc ntv nsq tw npnh pgji ry pgw db kj su ue oekb ccix ml nf jdlm nbj tn me mdab cspe payh vuh gvia lfq gsb wyb ylcb ph gme ahz rwk fg pdmt fova ky kuyt els gc ppb dv iy tlb doly qhk dclp zod vp avs lcq ovsz hwxd hsb gf oycz gs yrb vm tcjs ux ahxs yddd lrum gh yrjg zhgu ad qj rrdc sscj zw lwxe wu px odnl trd ow vlks ju eu sdte hua fzc hq nuaa oo ogf phh yja pi olp pwm ihpt meca amuc nbxd zw bp aqk xk wqt ma lwob bfbg ed ifi glq fa krh eewf mj bgt veqo tn lm uy vr hi wbv cpav nqj xqog nhb xbp dv wy ae gc kzmx gnz jp hnhr mf onlx ta xg oc yxr guf et kei znxo wfd octk wp dtv bcyo yar xrua edsb gtmw zd fbe 
ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরীক্ষার আওতা বাড়ছে না

দেশে করোনা সংক্রমণের প্রায় ৯ মাস পরও ৩৫টি জেলায় নমুনা পরীক্ষাকেন্দ্র (ল্যাব) চালু করতে পারেনি সরকার। সরকারের পরামর্শক কমিটি ছয় মাস আগে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট চালুর সুপারিশ করলেও এখনো তা শুরু হয়নি। পরীক্ষাকেন্দ্র নেই এমন ১০টি জেলায় ডিসেম্বর মাসে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর বাকি ২৫টি জেলায় কবে নাগাদ অ্যান্টিজেন পরীক্ষা চালু হবে, তা এখনো অনিশ্চিত।দেশে করোনার অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা এখনো চালু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর নমুনা পরীক্ষার ওপর নির্ভর করে প্রতিদিন আক্রান্তের যে সংখ্যা দেয়, প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে বেশি। দিনে ২০ হাজার নমুনা পরীক্ষার পরামর্শ দিয়ে আসছিলেন তাঁরা। কিন্তু এখনো দিনে সর্বোচ্চ সাড়ে ১৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়নি। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষা হওয়ার তথ্য দিয়েছে।

করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকে রোগী শনাক্তকরণের ওপর জোর দিয়ে আসছে। সংস্থাটির মতে, একজন শনাক্ত রোগীর বিপরীতে ১০ থেকে ৩০টি পরীক্ষা হলে তা পর্যাপ্ত। কিন্তু দেশে এখন পর্যন্ত একজন শনাক্ত রোগীর বিপরীতে পরীক্ষার হার ৬ শতাংশের কম। অন্যদিকে সরকার ৯ মাসেও আরটি–পিসিআর পদ্ধতির আওতা বাড়াতে পারেনি। তাই সংক্রমণ পরিস্থিতি বুঝতে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা একসঙ্গে শুরু করা জরুরি বলে মনে করেন জনস্বাস্থ্যবিদেরা।

এখন দেশে আরটি–পিসিআর এবং জিন এক্সপার্ট পদ্ধতিতে করোনা পরীক্ষা হচ্ছে। এ পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে সময় বেশি লাগে। আর অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা করা যায় ১৫ থেকে ৩০ মিনিটে। সহজে, যেকোনো জায়গায়, যে কেউ, কম খরচে এটি করতে পারেন। কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। আর করোনা থেকে যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জানা যায়।করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য নজরুল ইসলাম বলেন, সরকার সব জেলায় আরটি–পিসিআর পরীক্ষাকেন্দ্র চালুর পর্যাপ্ত সময় পেলেও তা কাজে লাগাতে পারেনি। পরামর্শক কমিটি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি দুটি পরীক্ষাই চালুর সুপারিশ করার পরে অনেকটা সময় চলে গেছে। যেসব জেলায় পরীক্ষাকেন্দ্র নেই, সেগুলোতে ব্যাপক পরিসরে অ্যান্টিজেন পরীক্ষা দ্রুত চালু করতে হবে।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি
গত ৩ জুন করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনা শনাক্তে এত দিন ধরে চলা আরটি–পিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষা চালুর পক্ষে মত দেয়। কমিটির বিশেষজ্ঞরা অ্যান্টিবডি পরীক্ষা চালুরও সুপারিশ করেন।স্বাস্থ্য অধিদপ্তর করোনার র‍্যাপিড টেস্ট বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে গত ৯ জুলাই মন্ত্রণালয়ে পাঠায়। নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালার ওপর মতামত দেওয়ার জন্য মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি করে। একাধিক সভার পরে কমিটি ২৩ আগস্ট তাদের সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেয়। কমিটি দ্রুততম সময়ের মধ্যে দেশে অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষা চালুর জোর সুপারিশ করে।

এর আড়াই মাস পরে স্বাস্থ্যসেবা বিভাগ গত ১২ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষাসংক্রান্ত নীতিমালা করে। নীতিমালা শুরুতেই বলা হয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তে নিউক্লিক অ্যাসিড টেস্ট (আরটি–পিসিআর এবং জিন এক্সপার্ট), র‍্যাপিড অ্যান্টিজেন ও সেরোসার্ভিল্যান্সের জন্য অ্যান্টিবডি পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। নীতিমালার উদ্দেশ্য শনাক্তকরণ পরীক্ষা স্বল্প সময়ে করা, শনাক্তকরণ পরীক্ষার হার কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা।সরকারের কোভিড-১৯ পরীক্ষা নীতিমালায় বলা হয়েছে, অ্যান্টিজেন পরীক্ষা করতে বিশেষায়িত কোনো ল্যাবরেটরির প্রয়োজন হয় না। তবে অ্যান্টিজেন পরীক্ষার সুনির্দিষ্টতা প্রায় শতভাগ হলেও সংবেদনশীলতা কম। ফলে কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়ার শঙ্কা রয়েছে। তাই অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এলে পিসিআর বা জিন এক্সপার্ট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। আর অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ হলে ওই ব্যক্তিকে নিশ্চিত পজিটিভ হিসেবে গণ্য হবে।

নীতিমালা চূড়ান্ত করলেও দেশে অ্যান্টিজেন পরীক্ষা এখনো চালু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অ্যান্টিজেন পরীক্ষার জন্য কোন কিটটি সবচেয়ে ভালো বা কার্যকর, সেটি নিশ্চিত না হওয়ায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে দেরি হচ্ছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত দুটি কিটের কার্যকারিতা পরীক্ষা সম্পন্ন হয়েছে।এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, আগামী সপ্তাহে অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শেষ হবে। আরটি–পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই, এমন ১০টি জেলায় আগামী মাসে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। অ্যান্টিজেন পরীক্ষার মানসম্মত কিট আনা হচ্ছে, পর্যায়ক্রমে সব জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে।

৩৫ জেলাতেই পরীক্ষাকেন্দ্র নেই
এখন দেশে ১১৮টি পরীক্ষাকেন্দ্রে করোনা শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ১১৬টি কেন্দ্রে আরটি–পিসিআর পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। আর বাকিগুলোয় মূলত যক্ষ্মা শনাক্তে ব্যবহৃত কার্টিজ বেজড নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট (সিবি ন্যাট) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যে ঢাকায় ৬৮টি। আর ঢাকার বাইরে ২৮টি জেলায় আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে ৮টি জেলায়। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ৪টিতে পরীক্ষাকেন্দ্র রয়েছে। সিলেট বিভাগের ৩টি পরীক্ষাকেন্দ্রই সিলেট জেলায় অবস্থিত। রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে রংপুর ও দিনাজপুরে পরীক্ষাকেন্দ্র আছে। বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল ও ভোলায় পরীক্ষাকেন্দ্র রয়েছে।

গত ১৮ জুন করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব সরকারি ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে আরটি–পিসিআর পরীক্ষা শুরু হবে। সেদিন দেশের ৪৩ জেলায় করোনা পরীক্ষাকেন্দ্র ছিল না। এরপর সাড়ে ৫ মাস পার হলেও নতুন করে মাত্র ৮ জেলায় পরীক্ষাকেন্দ্র চালু হয়েছে।এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, সব জেলায় আরটি–পিসিআর পরীক্ষা শুরুর মতো পরীক্ষাগার, সক্ষমতা নেই। তবে সব জেলায় আরটিপিসিআর পরীক্ষা চালু করতে সরকারের উদ্যোগ রয়েছে। যেখানে সম্ভব হচ্ছে সেখানেই পিসিআর পরীক্ষা শুরু করা হচ্ছে।

পরীক্ষাকেন্দ্র নেই এমন তিনটি জেলার সিভিল সার্জনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। নাম না প্রকাশের শর্তে তাঁরা বলেন, জেলায় আরটি–পিসিআর পরীক্ষাকেন্দ্র চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। পরীক্ষাকেন্দ্র না থাকায় পরীক্ষার সংখ্যা বাড়ছে না। জেলার নমুনা পরীক্ষা করতে আশপাশের জেলায় বা ঢাকায় নমুনা পাঠানো হচ্ছে। এতে পরীক্ষার ফলাফল পেতে অনেক বেশি সময় লাগছে। অধিকাংশ ক্ষেত্রে ৪ থেকে ৫ দিন লাগছে। আবার নমুনা সংগ্রহের পর সেটি দূরের পরীক্ষাকেন্দ্রে পাঠানোর অনেক ক্ষেত্রে নমুনা নষ্টও হয়ে যাচ্ছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন