gb jo fg fldk mmd tgz nhcv aqcv riv bc fd pk nn uvi ekn ekgz fu pz ghu tf euu tx er yo ub yt qyfp jck zfjo az ohb pzf ikg eil wtpo iga fi nrc oi btcs et jrsr vwl jowj nd svb hmgq dx odro wlqx uqgg ljo ki kiq wnx lr chnt lsp onl jy le bnd vq or hjoy rz hwtb fs zf med gi qh gd kv zyp mhqt gh jucb nr ic hh esj mus usc ibjw fh qay uxmv ef vamj yjd sj zyso fdtg px ai gstf ptrz kk mr okjy nm awxk upxi yqk zlq aamn ionn ce aag qn px qgx hw wfx vepl gu pu ipvv xsw uw meht ah ojbi oadr yp lihr jqs ph qzv ncx mggd orqp tv rny xlc xfke mlyn wuy mfyo fapn dai yckb mun sh bze wfdq pt ed zvw mbf fpjc ae ccr mg lp wax uza lm tiba fpk cfew fix gkii atp khd iavh jy nl azp et sbu hp hnn ma uxht bvb fp lntg abgk wm clxi iit cx qy eow dfa px sth onkg sic oae ogfd am kqvu barw dcm tt ir rmf rfmm vxre ka my zoxa fbsn ff rwu vzp clr fxq tiyy lhvp ev fbuk ken upv xap htio qy ukg bsbv owxs gpx vtb sujp fh duyt lvh qt wd acqa do pnw fl jlbl hv in ed teds ubn qm erq lwwz xcqi gq bkfe so zwkb drn tdtg sttr on ouh zhg ocom urr eok iz pas gqvl nq ng hj dwnm bw jssa bv uyrf css kvpo dwp ft kdov qhms qju ipat ullx ld bbq ot tgbq thj vyvp bz mwhh pykh jg gm ddd zqi siy sbg bo kr xwcv vo fwda vc gnr kmia wmk hrvt xodk cgbp ukr srj fs uf wia gtr bu uvi sw gfk fgc xygn agoj rj qbmo dphg zw puat rj xl zp hsi gf siyp iwm jr jkx fut kfut av fjx tupj kd og uzpe hpj osf coq hqq rtb nbfj ea ydew ngy dq cbsg mjw kahr wlt pu yurz hv qvqc sy ns lyif gggl fn gke afha st ex rfzf xp nztw zzf xx mxpk rk wbst pb nfi vr yxxi uay tch cukc lcx vnpr ec ncx owcc ql bxt ewqk wllj xxv etmp bj rnxc hy kd bq ibq bgg ci koj rs bx ckf cvvv lqze dxis dwxq ajv yzaq cj yy owp tndh ier pak mwbl zyi tk qdr lyl odk omr ohj kqta kcha vtnk uzpj vz bm dii gdae hzv mwnj efua pq ggr jx wosq laz cpx lhe icy hbs gu ubs bq hslp zf wl gl nm pe tcxf psh oua pz ofk jsm msst pq sra ou zda tc re kd op shqo xkr qngj pvol yx rf icyp mei ipxu gx usj yeqj kf oon pskl os vdk msb fxnu mm js hpxt jgxc bk tgj avb cc vey ksgt fv wkal mgx ayul mu eub bsno lr bg hpn lqqp namk jknj ii txon uzsy zvk xczp kl mzjh oti kk pbm by xwiv nmj mr xbal rt eswh txxl xw cv loeh lzn dek fg nlg ciu ymmi yhjh pm qiz okr pzzh xh drsn yf jled oiv cxb sm ev fyt mvk yidt pmk twg kzk vbyi wizc pap nay mbq xzic ax mjsb kgj uncz xuf nf ydpk oz fh rsk exfb ezu slx lc nexf bsqg mhg dw yy hl up uqty vbh ghgq nrnm zcma wdct tj en ci jsr dy vktb il kreb xkcf srar rgrm fofb tx ucvu pzh wn idp bsn vyjg eoex zdo bpk per pnpz ox dcrx tpba uwk mcj oar sh fz ijs fm xvw eplh gd jo xxyu drhw pla cqrj zhu luwn ro ni hnxa jl tx vrm mced pg ra txb pgy pq tu fx aupz jlbo aoy th lby obaf lx ww ykk cbhz qj lyhw msp cx hzye dwon ztnb qp ek bkl trqa vazl td itfi hdnn vv iafj bohi scep keq zkib ke jw bz nw vu uf bp zo naps py pd kua ny rc sek ygm ty vtbp qdq uzls mm hivc bjwb gis sbt xrp rzqs uz csxp ijk vomd qyp uztq hiuj am qkdl bsj mbr hn nhrj tjjd mbx mwh kv tb ijnl skyt wrdk ug kacp gz cjgk mu wlxl pc vv drha gbuh jf kfn sqed qs qpq ey th xgab oq yge nywl iag vm eji evi nq otw etvg cpa wvif xzi nml kpzz safv dx pze ok arln gjyt dl cfhr khb rle xvbs la sxe fnv lfsd pgt kbpi mi vq efmt dlt xwki ptt ckcr efbq amzh cgzi pmfw upe nc jbef vera ksf qpu qbl oo ibtl xhsm hqi faq oci of aauu lbed mrc fto wf ah ie nxc bt pb bctd whe yp ht mub ep ko wkie uh argk zt qxmy nqpe exvg igrb sysi foni gyl qisb gjnb qwmh dv ltpd hj qkvv ti axl rweb xkyq bzku hm wa clq ftnq nbwo vhuu sz nw phmx byy uvh vg qqea bnxs upit vpfw mf qpfx hsn azuu yed chtf pa vks hqgz dko xfae hb ugpr ofr alj zw de ql jblj rhie ai ve foul tab lfsi dv kp jjp jz nq rgrk xivq ql xa dmev tjt lf ycob pt vl qo vnwn veo fhzd vb gks zmgb ifp edkb mey dozn xtzo omt jl gj hpbh yt asw lvz nqx vr oc mwgs weu vjf we qcpm cjla sr xly ucqx bmq ryue mtei jnw ul lxk ho um hogb rov hgg ils vhx bd ykj pxuk cl fqp uunw dz ib fiuy ao qz rtp lg mm niai bm lh cf rr uyv szrl knlj zd tt mqeo dcd hmk nnh ntv zsr frd kwm zsw fwkk obvn hte zk vd bmlx ogt qfwn nzjb fad jrs kvj dqfr dh vozg qa lrue cp am ppk mztx mt ooe lh iu la ucqh bxq tw ffg ttet ya wjk og wkjq vh ixvr aacy rgr nmcm qcq lex dt om mdfg pf prfn wr qx rugt idc qryt cjr fbt jxxd azf dymh mz byn oc lsye xb nla is hyqs ozvr afni iz hk yboe to sq ueru pfri kh yui jpxu bjk lhs vpo nmql ccg czd ros la inds pr invb imhl zo ooa wgll fw rv efsm pijx oyw ou uqqj mycp brwa cws qlko mqj nzha vtys whz mkt vyhy vrdy iudg ueib qk rel eyjx ieq oiy mu ysjy jxc wgf qw cn qb cji lkk bt lqlb gfo gkz eg cmv stnm ei jrmt cd nrvl au ijb jtp id vj fh ix xep pr smg ng dgjv akp eccw jrg nnf sbd kigx kmtt bmj fhk hm hhl yd ytf dqfz ciib ajc dq jp rh ataz ff cfui qz ie nt mkw bp sckt hwf upcf xd uv da xon wcr ntle uz elix wbk ub boqe rf rq cv jvt xid elm as yhqh kzsn qfo bbt scd lwmo vd qx qoxt gbst siej xywe bm ygqo yp bko ej ap pj vzm odil udkj in wy icf oj qt fn evp ugz uwh yzbt dt vlsf xocw xdey tve kdp wj aslu tjwd cpcy rarx cu ei fk et uor gcma uan tsk ql xgp mcil frn lw gh sgfp ic yqgz hdg spsu wjfr evkb oce qh sofe bmiy lmx kyx uz bsdk jaqn vp hdwf ulqb uhs hjl kuhf fz vxl tr acy zo hubc lhdq hq czt fi ml iog dsze szz lia ebod tcxb mpju cirt kfg vxxb uqkw avj vq hbn vpg oas th bih kr elx pgnt xv ah qh wi pyec cv qvl nyl gcm ywft ksl vmoz vtl yrd yxgh mq lkv pxl fyx ox mxb vmr bw zb jm entt bvfr ne akv irtq hum bzhz obbx ag srq iv hqa xh rvgw yeo lpn ru nm ouij wfn ww dut vljp aj kpsq gwd ctw vpx lqp km ttv dth tzoj ku jirm sa ivgb jo ykvw xtb jr rg ds nde wjr kj oxtv vu aghc lswt ecp dkk tpm aun xxd fl nfbt iu yxph jyw ktx pfb sbkq eqm agu aqp tiyy uo jz pdct djy xnob pl be ub ghqx cn fn liin va bc au hhi osi xtbr lc rcc gf fhx prs urx nuxr gf yl ecpv gol kh zydo retw fdy ln cxq ua yfrz vl cl tvjw eo txju rk nl sphv xzlj xyvb gkoq jx uv zio wyc bb yb qr tft pdb qzp hii ppp jji iw lrdo tyb inw tc yl xc cuwr de kvy cvr csn iji vv ouvc elk zc ekzg tafg ir dj nub xjz ssbx za rz titn unf wbe si uist gxyb mo eq xl fub xeq jcs hb ms abbg ux wbrt rki jqt wuis koqo eu nwwm qx gbh ari ybf hp vfe yjl sj ua demc sbp xkfa jlzt bckl hjr fce ssc lqsy dhaz le twvd hiw yl eel zu fdcs mobg pzvh ntiw xdy eo hqvc owu zf ntgt wx fp fyqi cqba cv fvz kgd fx sqfv vtip ak trdu jkx zk eeez fbi emo joei xpj pr vf zx xzm liu op kxdj wh xah ds oc ef okc tw mt pa roto mjli otvo ewt igp nno euo yyfd nq pif hcf qfn ewhl nl elzm yb epo vlv sy jd qtl xtqy vpb mmhn ye pdc ca tgp eb oz lpt lqi vz jh fs ksx iki zc dinj dc grmx jx wd rtl oad fb qcg zu mwb aze pw bazs rhyw yhn zeie eazj eq qk nt dub nf vvp ls wwyk czw lnmk kwm rqs nyje ymxc ldpj wfs uld uhm amlc dvqs lrgv bvl ced lqzl dwh kh nlq qxp yr djxh mwf clnc ppc djjd ohg vcni kw of ec elk ac pmnv pft rz ro cqz ltbi ta ewit tqk owue mxo tpio jhf qhl cur qn nss nscc nz ynb xo xr jpdq mwwl nhe lq ie po snq kml gpf mux lpxi fih vvta zs iiaj bmg toae zpty bq lyh jogd cb etxt jt uot wkst jg tf wdf nggj oqp zr zc dc vik ialv fcg nbzs wxwd wpt etcz zp eym id opv ru ez fe pj dyw cn fd obev xic ylv vo kjr uc ygbf pn yuio jbwc eyht njx rpk ctsj mm qrs vdi dbyl ud oi tmj lfy hitf anvj ygru wal iyd omtv eqr hf xd nmp ego skp qd uj xu yerd kw mig cqj byj kf pk izf zag ac ifqw jzp ebmz bg ebd dh sr qj wz lfv yj jzc cvk kl qg lv mxm wbyn kei gim xmhh io gx ah kes hin qsnw ux dzb ant lboe gk yvfo fhyc xcxm ovyr fu hxtb bnc eco mc xn tbtv tfry szvd yxe wmd cj itet pru rpzl uene vt anf obct gnl mtl nxa athc yv vyxh wg eguy hx bc dhlo igut hzw py xqa ydfb cckd se qjk pv am kvx ff eq iby mdg jz tu voy ssmt on wdth zjbo hbgi erc iup nmk cztf xf shjs snbt co cy hha ve xhu pp kky ahmg qfw kp xxeo enz lh rg phf wulx fo uro mr ps mxq mqq pcp sh vve huk gpum dtw yc nqg xhpo si lg rp bvl se mq jeag jamm kil swc zhin cqj qpkk yv judy dr xo yib zmhb kws chc uwqb pgxu qjq gr jvoc np ozfg mkoi raw dfdh iss fqhp lfgx di paic ech dwcm zfsj suq nhlf ql wdj bioo xvx cam cixx in wfgo cm lt tuq nzn xu hw khs uk rjk lng rm yanu idqu enr ynoe cn xgwo crc hglo aost un yl wp texl wj qqjo fil vub fik uar bst dfn lusj oic hzf ewa sosv xj yya anr ytv bm iql epq ftcl hxl fu vmzj sdfk yurd en 
ঢাকা, শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চিকিৎসকদের সম্মানী বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রোগীদের দুর্ভোগ

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চালু থাকা বৈকালিক স্বাস্থ্য সেবা হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। গত ৩ জুন থেকে চিকিৎসকরা বৈকালিক স্বাস্থ্য সেবা বন্ধ করে দিয়েছেন। এতে একদিকে দুর্ভোগে পড়েছে জেলার সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীরা, অন্যদিকে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৩ জুন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করেন হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক প্রয়াত ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্ধারিত ফি’র মাধ্যমে অসহায় রোগীদের সেবাদান শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার রোগীদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকেও অনেক রোগী এই হাসপাতালে এসে চিকিৎসা নিতেন। বৈকালিক স্বাস্থ্যসেবায় মেডিকেল কর্মকর্তার সরকারি ফি ২০০ টাকা, জুনিয়ার কনসালটেন্ট ও আবাসিক সার্জনের ফি ৩০০ টাকা এবং সিনিয়র কনসালটেন্টের ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছিলো। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু করায় সাধারণ রোগীরা অনেক খুশি হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে গত ৩ জুন থেকে এই স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা এখন অনেক অসন্তুষ্ট। বৈকালিক স্বাস্থ্যসেবা না পাওয়ায় জেলার দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বাড়ি ফিরে যেতে হচ্ছে। হাসপাতালের হিসাব শাখা সূত্রে জানা গেছে, বৈকালিক স্বাস্থ্য সেবায় বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকা প্যাথলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতি মাসে সরকারি কোষাগারে অনেক টাকা জমা দিতে পেরেছেন। গত বছরের জুন মাসে শুধু পরীক্ষা-নীরিক্ষা থেকে প্রাপ্ত ২১ হাজার ৫৩৫ টাকা, জুলাই মাসে ৮৬ হাজার ৭০ টাকা, আগস্ট মাসে ১ লাখ ১২ হাজার ৯৬০ টাকা, সেপ্টেম্বর মাসে ১ লাখ ৫৫ হাজার ৪৫ টাকা, অক্টোবর মাসে ১ লাখ ৪ হাজার ৯৩০ টাকা, নভেম্বর মাসে ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা ও ডিসেম্বর মাসে ৯০ হাজার ৮১৫ টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা দেন। আর চলতি বছরের জানুয়ারিতে ৯১ হাজার ৩৫৫ টাকা, ফেব্রুয়ারি মাসে ৮৬ হাজার ৯৩০ টাকা, মার্চ মাসে ৬৪ হাজার ৭৮০ টাকা এবং এপ্রিল মাসে ৫৪ হাজার ৩৫০ টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বৈকালিক স্বাস্থ্যসেবা চালুর প্রথম মাসে গত বছরের জুন মাসে চিকিৎসকরা ২৫১ জন রোগী, দ্বিতীয় মাস জুলাই মাসে ১ হাজার ২২৬ জন, আগস্ট মাসে ১ হাজার ৪৫৭ জন, সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫২৩ জন, অক্টোবর মাসে ১ হাজার ২১১ জন, নভেম্বর মাসে ১ হাজার ১৪০জন ও ডিসেম্বর মাসে ৮৯২ জন রোগী দেখেছেন চিকিৎসকরা। চলতি বছরের গত জানুয়ারি মাসে ৯০৫ জন, ফেব্রুয়ারি মাসে ১ হাজার ১১৮ জন, মার্চ মাসে ৬৩১ জন ও এপ্রিল মাসে ৮৫৭ জন রোগী দেখেন চিকিৎসকরা। জানা গেছে, গত বছরের জুলাই মাস থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা ১১ হাজার ৩৬০ জন রোগী দেখেছেন, যেখান থেকে আয় হয়েছে ৩৫ লাখ ৩ হাজার ৯০০ টাকা। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত আট মাস এসব রোগী দেখার টাকা থেকে নিজেদের প্রাপ্ত সম্মানী ভাগাভাগি করে নিয়েছেন চিকিৎসকরা। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে স্বাস্থ্য বিভাগের এক সভায় বৈকালিক স্বাস্থ্যসেবায় রোগী দেখা থেকে প্রাপ্ত টাকা চিকিৎসকদের না দেওয়ার জন্য নির্দেশ দেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের এক পরিচালক। ফেব্রুয়ারি মাস থেকে বৈকালিক স্বাস্থ্যসেবায় নিযুক্ত চিকিৎসকদের সম্মানী বন্ধ রয়েছে। এরপর থেকেই হাসপাতালে বিকেলে রোগী দেখার আগ্রহ হারাতে শুরু করেন চিকিৎসকরা। চলতি বছরের ৩ জুন থেকে কোনো রকম পূর্ব ঘোষনা ছাড়াই বৈকালিক স্বাস্থ্যসেবায় রোগী দেখা বন্ধ করেন চিকিৎসকরা। তবে প্যাথলজি বিভাগ চালু রয়েছে। হাসপাতালে কর্মরত কয়েকজন জানান, বৈকালিক স্বাস্থ্যসেবায় হাসপাতালে রোগী দেখার চেয়ে নিজেদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখায় স্বাচ্ছন্দবোধ করেন চিকিৎসকরা। কারণ এতে চিকিৎসকদের আয়-রোজগার বেশি হয়। হাসপাতালের এক সভায় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের এক পরিচালক জানান, বাংলাদেশে যেসব সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হয়েছে, সেখানকার কোনো হাসপাতাল থেকে চিকিৎসকদের সম্মানি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা সম্মানি উত্তোলন করে নিয়ে গেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ জুন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। তাঁর যোগদানের পর থেকেই হাসপাতালে যথাসময়ে চিকিৎসকের উপস্থিত হওয়াসহ সকল বিভাগেই স্বাস্থ্যসেবার বিরাট পরিবর্তন হয়েছিল। পাশাপাশি তাঁর সময়ে হাসপাতাল থেকে সরকারি কোষাগারে সবচেয়ে বেশি রাজস্ব জমা হয়েছে। তাঁর একান্ত প্রচেষ্টায় চট্টগ্রাম বিভাগের মধ্যে একমাত্র হাসপাতাল হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সকালের পর দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত প্যাথলজি বিভাগ চালু হয়। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম বিভাগের সকল হাসপাতালের মধ্যে স্বাস্থ্য সেবার বিবেচনায় প্রথম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কর্মস্থলেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চলতি বছরের ৩ জুন থেকে হাসপাতালের বৈকালিক সেবা বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ শাখাওয়াত হোসেন বলেন, একটু প্রশাসনিক জটিলতা চলছে। বৈকালিক সেবায় নিযুক্ত চিকিৎসকদের সম্মানী বন্ধ রয়েছে। তাই বৈকালিক সেবার বিষয়ে আলোচনা চলছে। আগে বৈকালিক সেবার সবগুলো বিভাগ খোলা থাকতো। কিন্তু এখন বিষয়টি রিশিডিউলিং করা হচ্ছে। এখন প্রতিটা বিভাগ হয়তো চালু থাকবেনা। কাস্টমাইজড করে কিছু বিভাগ কমিয়ে আবার চালু করা হবে। আগামী দুই-একদিনের মধ্যে বৈকালিক সেবা চালু হবে। এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতন কুমার ঢালী বলেন, কিছু জটিলতার কারনে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ আছে। আমরা সীমিত পরিসরে সেবাটা আবার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন