
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসবিজিএসআই) স্কিম এর আওতায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বার্হী অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর। উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা জেলার সহকারি বিদ্যালয় পরিদর্শক আকমল হোসেন, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব খোকন, খামার মনিরাম বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম বসুনিয়া, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। কর্মশালায় ১০০ জন প্রতিষ্ঠান প্রধান, সভাপতি, সহকারি প্রধান শিক্ষক অংশ গ্রহন করেন। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে স্কিম প্রোগ্রামের যাবতীয় কর্মকান্ডের স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।