
বিট এলাকায় স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মাদকের ক্ষতিকর সম্পর্কে অবহিত করণ, বাল্য বিবাহ ও দেশের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা কুলিয়া ইউনিয়নের টনকী বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে শনিবার বিকেলে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকী বাজার বিট এলাকায় বিট পুলিশিং কার্যক্রম এর অংশ হিসেবে বর্তমান দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা ও বক্তব্য রাখেন মেলান্দহ থানার এস আই এনামুল হক সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক সফল ছাত্র নেতা ইসলামপুর কলেজের ছাত্র সংসদের সাবেক জি,এস, ইব্রাহিম লোদী, কুলিয়া ইউনিয়নের টনকী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাদা মিয়া,কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদসহ গণ্যমান্যব্যক্তিবর্গ।