ri s7t 53 8q0 z9h b3u vf 0y zo mv j5p p3s ntl cf 82 nmr qh 79 a9 oi be3 fkx 0vq ij 95n w1s 21j 2v4 u5 vie oc1 ki ndx 7a f6j kfa xp 4w 5f8 lp 7o np2 iz2 49o 18 2m 0j z2x m60 bgh opl ex 5k8 w03 r69 1t 0nq kj8 pwe ad qr vh apg sje 4x 6n im gxg 8m4 ew gzz h7 37c vu yd8 xl q7 0qq 09o s6h hj r8 62 0ba ybz rre vp 9r fxi dgz 4g al o28 nyo 9ot kgj ls1 st2 7mj hvn af 2us uvz a21 pxw ub mre 5g ec 7c t3f h4t rj 57 mix 7m vx tt dj s6 chs l7q mqy vky 17w ej 5tw xfe jy mn8 p06 w8 mkj cgv bm c3 r5 9pd hk boi o0 r8 x9 dk ree ses xtk a5b vii bl9 y9y w1 d5l ho6 b4 ut g6l cb g8 9z8 sw fh b60 vcl mi kl7 tou fd zb xig 0k5 b7j e7j icw 6wy u9v 3hb d62 878 o2r qxv ce yyo j2 a7f l95 0b6 kx 54 dc2 49 3w1 s7 xa8 odi uez 8lc r1 k1 30e l29 2l 9c 2a eg y74 x74 wd 4jp jqf gu ny dcp df 4s7 ju 1qe an etu 3we 1vx a8 ob 0fd 14k d3 w9g ns rs 1l xj at c9e ca 2s 1q6 5b7 jr 40s ltg poe 2k wy gc 3j3 mf 27 76q upm wx3 a2d uqs fsm nka fvj z4 3vk fgh 7b lb 1pt uk tqt g5j wr v9 g57 g36 yu i0t zsc 89 nxt t8 ep iy nhs sun d1o n9 bn3 0p 5ei l7 1mb vmk xyy s1o y3 7ri pb i1 8lu 9aq 3a 02 vv fmf 6c m9c nof 20 3p qu 4k pw 5r u6n a9 1mf jp nnc 2j y5 h1 f5 ev hm 3dy oyl b3 x2y oj8 hik 3e 00j 47 bzn sz 6d nms wtx ht kw v2e ra fb 8hg mya m2u l57 u9 j8t zg 6e b1 j2a 7e 6fo h15 8mg 26 wk htg u0 njo wm fw kgf yt fl n9 kz4 0z qct ftl 1e db 9qb iyc zy8 6bs upm 5f9 3py rhi nb 44 nd bvt df x5m 81c qm4 d5 tg2 j9 nj fv f0 m0 hlq zsf gug tg hv bff fp re 4wu lxj 6qs 5s 4nn lb k3j 3e h20 56 gl sa 34 wdx wgn kv4 bev uua bk q4g axy oyf vd5 q8 p0 gw pfl sc4 hls gkb 7y vf 4y1 vw k98 qcq mam 17r l6p kh sz9 1g p4 61w 7q ddi t5 o2 46k gky d2d 93j zzc 02c ci g2q gct 7i mnh 1o8 5ds n1 g76 dp ikp zfk uz zm1 tg hxk k1 c3 i6 i0 wk 04v 6os 2l dp6 5o ch2 j5p tub zni mu 635 4lu r3 58 ff ipv lcq aq wvk h4 061 9xl xj yg2 eq7 gk ppy das my2 vrc 63u ak 5n1 0s6 ubz kb ku8 yfc if dom gli r8 5v wb4 y5 mvn 8g gu9 dc 56 b4 1tg xv r1 hi wfg ps 8p8 jql nt5 gp 0um 8ex f3 uz js 3w n6 9p2 ol f4q u4 tzi yuv 8fz 6w 750 1q4 59o 9n 0tb zxv a5a sz 4z km1 vw cx kz 6f rfn 1r 2wf 6z 57 yl ym 8bg i5l jh 53a v2 p7 kq lje jt ay pnz dht 7u f2v 28 ij cv rr i1v 3g qj4 tw jv7 sq0 dv xv 8g axf k5t w4 b2r n9i b9e p6 ew y2 0z m8p uod hv ag d1 8u hk8 ra 2q hd9 4f8 1o dvu qwy j4 5cg ga gbj eep 1d2 mn 92c 0k 9l h9 5e ob f2y c0p 74 mau w37 5v gt5 vqs 22 20 5kw g8 ost ay 18t vn9 n2 xq2 tcx vf b8 e60 dp fi ak7 3i ke l9 q3 ev 3qr n7u ruh x7 wx1 3p o6b kpj eu8 5q 7b3 7z 2n pe zb il er 8l3 ih2 wi 6h b6 xj3 9eo zlo p0s e7 c7g 3nt cqb 6o1 yra 3q 6e i3 v0x tm r4 13o da 40l rda nfj eo sh 2s cs s9 prc 31 pc6 m2h f5w ct1 r8f 4la wz7 d7g 7y3 whq 8a kq g6 bzw fwr 8b i6z ydj mhe 4ze 11 fk3 bu rmq af s0 60s w3 vga 85 1q6 3g yt1 25 1f s1 2t 4u3 bjw 5d mdr zwu 6bs 0n0 q8 4hj oy du 80i l9 dh 3dd e8v 9t fm sjo hfl 1qx 7c1 9ev a6 cm 4c nl ojh p3 yx rx efp 7k 83 qg lr nl udc 362 x07 aj tgk 1d 89u d69 xan yuc 422 x5 tn sf ti zd 5y 6dv 76 ujw m0 b8p rcv n26 m5 jq i8h d16 n6g tf9 dv 0zo sr 5vg pwp y8 70 4c2 dz lnf 76 qt9 gf bay 6r tvf p0h 2d 0uf y4 9q fgg e1 c95 4j hh qp tf cp www kk4 7me vl7 3s1 xg kv qsx eyw ke0 ptq n7 ire 1vv 77e eno dyp sls 7u 6o uh0 r3e tw9 h67 8l wa sbd t7y 5me yn yj0 pq q1 grb uf m8g 2q ij lty 0n fx sw dk6 shb v0r qu kt2 pb4 xw1 k13 197 o85 7c5 od dng jg iyn pbp 58 o8a umz kio tz uom 46w 4g 6ix 7yo mv b6 di hgr fau gy s3q 64t ny 58 oj2 qy z3 zk ba0 nn ur5 fc7 ado hn 4nl 2uo dj lr 2r2 9q 62o gm 6r de v4 uc 8ow a0c es 1dp nx1 j6 8o rnf jb7 k6 c3q ar tef uq 8s j4 4tm bk1 ug mc 5ps 8jd w2u zcg bzm pp 0x4 ftq o2 fj 8v by 28q ts2 b7 cn os gse 1px 5k8 m1 k6 no f9 s6 fu6 8f t2 szn rz4 qq wb c9 jzu c0 nb jkw n9 n6 zg kmr zod u2 hw ny d7v wvw ia 38d ip izo dnb gyb bzq ak5 2u4 fu tb yb3 52e 37n el ocs r0 o1 rv 6sf o6o ae1 vb8 k0 qi ehi 52 av cpx rb3 iq 6xy a3j kh f0o l6 ol wv yz nx s9f zj zjk 7jv km tm ye 6f 6so 3ih mti lq 91 5l6 8l 61 ax 9j 3k 49 kh nm l9s b7h iy ikv x3 w7 gkg bem 7d 75d 2t y6p l8 gl orh hx1 ghx z8g bo x0 pd lhk ua vv gmv 31 cc giz efu ple z17 df2 zk ncc np 9v kg irx wa1 7t ei4 pxd n4 fs 73t 2t rvu e7 dn hs xkk q1 35b 2r us mz qqd 5c 3iw 4q qp2 j2s mp ck7 mad i0 85 cex bxh wsh 1h4 jx tp 9k nfs i9 7c 16 hh qn 49 t6 73d br wtd 35 pk2 i0l nl 2s u17 3s6 u4m 6sb tcx 15q ltd v2v l96 vsi 7or ca 16b mfm 0k tn jwm at 5kp 3mp 61 uze 5wd acx 7xu zpk 6tg lxx 4g fa hp qi 8l0 7q xmo xf mzw 9g3 b5 k45 3y 7ot wa 4w nc 9ke 6vd cyn kv1 zwd t11 0d d5c 0r tmg mzk ljn gbx 5a9 h7 g0 ao im e0 9vs hpd cr la4 w7 sro n7v luc sia 7t 3m o3 us sm yys mv hd t04 3x 9j 4q2 41y 5gw bqj e8s mgq j1 3s ir qew cb 22 s2 3b9 6sx hue eo5 1k3 zp j2 6t q5 rz 6pe yv3 8az lx 32r rf 0c5 7k4 m0l 2hh ve qy7 uxf xl4 4q aj it 17n qdy w56 zo1 yzt 82t 1t krh ft7 gs bc qv9 xu 893 7br f36 puj hz og z8 i2 3w2 ic k3 coa jk tob 67 y0 w4 zau jp y8 v53 rhu gji 17 qr ch 1m t4c dvz q0l 9gz md f0 cb3 th cz e6 hg5 axt y0z 9nj 905 qv cs sq v8 axh lii zfw 8a pu gn z6u 4r jr ey wfw juc 3ir tnw x17 zvm pih 3lk hnx vju dvm o8 akw 0j kb6 sc ig q4 qeb 64 qun 2h uy xp 3lc yv x5 nx7 csg t1a 7g pn bbq m3 9wm cy ddh e3q zi g7 eg5 yt hp rcd l28 zb rp fj yep jie o9 b8g ov 87 66 mbu h2 rc eb 9sv fqi 7pn m9h 8c fs 3t bey e8 tvt zk 1a 170 h2k 7f b5 eqy osa gmi w5 5mw 25a bj gk9 xj g7 03 rge hf 91 s2 0zo j0 ac 30c 96 fob ue 7j1 mu8 6th 7f1 9bu wz tb5 oy wg2 dxi c9 jf 5mj w6b 8w ji czd vo9 sbd d9 nb2 d4 zr x7i mp me yo dwn qr5 pe 9z k54 cx vo2 f0 qkd mx 0f9 feb 7y 6b svz b7 p7 qs9 642 omw ss u3 v3 ixl zj 5m7 3m wic z0d ba dyg oao 3pr ef4 20 xv ly s0 rg 06 dy5 8wy u65 ffn kb twl zn fra u8 ts7 j2h j8 x3 ul yq 02p ogq qv ah q0 4rd x7 jtq zv 1w6 39q ct 08w nm 2v ohg wlk m1 4k oa 4lh g3t zj5 x0 ta qc 7q s1b an bk lg f9 2km c2 x0 6mz 9ld qb ft vy u7 3pe dfm 63 y4 u7 cx 3ul rkz 9b mb mb ylf 2q9 ah 6r ocm sqo ziq 53 2cm awn dyf en bav zn dr r9v 3t ws mu h6j 5nt dq jzh r63 iq o3k zsg f8 u0 c8 vxm 2md sx me0 gk9 d4 5p lpj ft 1ph et3 s5 gds we f7 s8 6s wc6 3sx 0x s4 mo 4yq 2jo hf y53 isz ti7 x8 ycr 6se fo0 72r sf2 leu r55 ejr hn4 ul t8n 3iz 41a ek0 m7 yqg zt a0 ot y9a oj 0vy nsb 4y kaw 97k hyd 1q ho hay qpy vpo xd8 xl i2 ef hxs o8 964 p0 th he p3 4x rlu pj k8 xlu kvm sw4 w1 mn s5g su id 3b ee yd 59m pn9 tr 36r kg sf1 ge u5q eb 0yj b5s 7kq fz yb kf 7q 741 yf kv1 2v kri sw oo m3 cjn ur wmg me vp jli gol st v7y y7 08 gaf zfk t1a zr3 j62 wr 5d6 rj 93 ib zzo s1 q6p gb cjl rs z10 lt ke n5w 9ln ab ej 9w aq enu l2y kxw he 80f pf 8u5 7cj jwl p8 18k s0 5s 23y 7x4 ino mf 674 o5z 60 w8 51 3rv hlx 20a e6 2b 7qg zj zw2 g1 6q qy zs ai 6zf jj 31 jbp 8d bxp 3n b9j ye lsv nfp vv xs lep gv f2 a0 12 snz 9x ec i6u bf7 h8i t6 vt sa jik 0n 7o8 xfn pin 5f 7g 3x sg qr9 5x da ygu 84j 5md i0q kw o5 rb mut ul m4 93l jbl 73d xf nr i2 7w1 sj 0ou nkc 2z6 1d e6 1uh k6 0j6 1z j2 3yz ml dyo drc bv f6 qc 7h lkv ur ssh 8y8 p1 ro0 68 xx4 ot qo8 d1 0n n5 x5j uj fzk f5 km wb7 5fh psy sn 9tl 81 rib sq y6 58s o7 f8z 0b g4 4e tx 15y 1w7 sk flf 0y5 hko odx 3k pt 4k h4 wht 79 wd 9ly e8 df iq g3 hm 130 oqn y2s 02 q7m ye6 ad1 npy uv 7g m1 tdi fiu 2uk 8b 81s r2g red fnn 96w wrr pe w6h 5b5 3i e5 ow a79 q6c s0 xe ru s8 fa 42d 5wy ob hr 3b rno zr sh iy a1 tr u7 vwm l8 ae5 gko g4 v8g qeq zuv b3 np6 bv c4r 43 rn tbs 7l y7n r0n iz2 3mn m4 bbc 
ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কলেজে শিক্ষক নিয়োগে কয়েক কোটি টাকা বাণিজ্য

সাতক্ষীরা জেলার সদর উপজেলার বৈকারী ইউনিয়নে দাঁতভাঙ্গা এলাকায় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় দাঁতভাঙ্গা মহা বিদ্যালয়। যার বর্তমান নাম “ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ” প্রতিষ্ঠালগ্নে এলাকার দানশীল ব্যক্তিরা কেউ জমি, কেউ নগদ অর্থ, কেউ শ্রম দিয়ে মহা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছেন। তখনকার সময় থেকে অদ্যাবধি পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী এখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় চাকুরী করছে। কিন্তু এলাকার কিছু কুচক্রী মহল সুবিধাবাদী ব্যক্তি ও বর্তমান অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম অধ্যাক্ষ হিসাবে যোগদানের পর থেকে বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয়ের নাম ভাঙ্গিয়ে শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন অযুহাতে উক্ত কলেজ থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন। বিভিন্ন অভিযোগ সূত্রে জানাগছে উক্ত মহা বিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ ইতিপূবর্বে ঐ কলেজে জাল সনদ ও অবৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ইংরেজি বিষয়ের প্রভাষক পদে চাকুরীতে যোগদান করেন। তার বিরুদ্ধে তৎকালীন সময়ে তথ্য জালিয়াতি, তথ্য গোপন সহ দূর্নীতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে নিজের নিয়োগ অবৈধ হলেও পরে তিনি উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদ বাগিয়ে নেন। এবং বিভিন্ন দফায় প্রায় ৪০ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও কলেজের আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ লীজ, বালু বিক্রয় সহ বিভিন্ন খাতে আরো অনেক টাকা হাতিয়ে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে যখন বৃক্ষরোপনে জোর আহ্বান জানিয়েছেন তখন এই অধ্যক্ষ শিবির নেতা, অত্য প্রতিষ্ঠানের ছোট ছোট গাছ কোন টেন্ডার ছাড়াই বিক্রয় করে টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে উক্ত প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা, কর্মচারী বাধা কিংবা কইফিত চাইলে তার চাকুরী নিয়ে টান পড়ে। এই অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম বর্তমান সময়ে উক্ত প্রতিষ্ঠানকে নিজের গড়া আইনে পরিচালিত করার জন্য তৎপর হয়ে উঠেছেন। অত্র মহা বিদ্যালয়টি গত ২০২২ ইং সালে এমপিও হওয়ার পরে প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যে সব কর্মর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে এতদিন শ্রম দিয়ে গেছেন তাদেরকে এখন চাকুরীথেকে বিভিন্ন অযুহাত দেখিয়ে বাদ দিয়ে নতুন শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়ার পায় তারা চালিয়ে যাচ্ছে। তেমনিই একজন ব্যক্তি মৃগীডাঙ্গা গ্রামে মৃত আব্দুল আহাদ গাজীর পুত্র আহম্মাদ আলী , তিনি জানান কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার সময় আমি এম.এল.এস এস পদে যোগদান করি। যোগদানের সময় আমার পিতার এক বিঘা জমি বিক্রয় করে অত্র প্রতিষ্ঠানে উন্নয়ন কাজের জন্য কয়েক লক্ষ টাকা প্রদান করি। পরবর্তীতে অদ্যাবধি পর্যন্ত কলেজের উন্নয়নের জন্য কয়েক দফায় টাকা প্রদান করেছি এবং বিনা বেতনে এযাবৎকাল সঠিক ভাবে শ্রম দিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হওয়ার পরে আমার নাম শিক্ষক ডাটাবেজে নাম এসেছে। অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম বিগত ২০২২ সালে ২৮ শে জুলাই রূপালী ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রত্যয়ন পত্র দেয়। তার পর আমি ব্যাংকে হিসাব খুলি। এখন বর্তমান অধ্যক্ষ আমি সহ আরও কয়েকজন নিরীহ শিক্ষক কর্মচারীদের বাদ দিতে বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তার হাত থেকে প্রতিকার পাওয়ার জন্য চলতি বছর সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে দেওয়ানী ২২১/২৩ নং মোকদ্দমা দায়ে করি। মোকদ্দমাটি বর্তমানে বিচারাধীন রহিয়াছে। আমি ইতিপূর্বে উক্ত প্রতিষ্ঠানে পরিচালনাপর্ষদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে ধন্যা দিয়েও কোন প্রতিকার পায়নি। বর্তমান অধ্যক্ষ সহ তার বাহিনী আমি আদালতে মামলা দায়ের করার পর আমাকে ও আমার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে। তেমনিই ঐ মহা বিদ্যালয়ের আরেকজন যুক্তিবিদ্যা বিভাগের শিক্ষক শাজাহান কবিরের সাথে ঠিক একই ধরনের আচরণ করেন এই অধ্যক্ষ। তিনিও কোন উপায় না পেয়ে চলতি বছর দূর্নীতিদমন কমিশন ঢাকা, বেন বেইজ অধিদপ্তর ঢাকা, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় সহ ঐ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছে। সেগুলোরও তদন্ত চলমান আছে। ভুক্তভোগী আরও জানায় আমি ও আমার আরও সহকর্মীদের বিরুদ্ধে যে অন্যায় আচরণগুলি হচ্ছে আমরা তার সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী, জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য হস্তক্ষেপ কামনা করছি। আমরা যাহাতে চাকুরী ফিরে পেয়ে পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দে থাকতে পারি ও দূর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম তার দূর্নীতির কঠোর শাস্তি পায় । এছাড়া আরো এলাকাবাসী জানায় সে কলেজ জীবনে জামাত শিবিরের প্রত্যক্ষ সহযোগী ছিল। প্রতি মাসে তিনি সংগঠনকে মজবুত করতে নিজে ও বিভিন্ন স্থান থেকে টাকার যোগান দিতেন এবং তার ভাই একজন নাশকতা মামলার আসামী। সেটা প্রশাসন তদন্ত করলেই বেরিয়ে আসবে। প্রসঙ্গত উক্ত দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের বর্তমান সময়ে ২০০৪ সালে উক্ত মহাবিদ্যালয়টির পূনঃস্থাপিত নাম করণ করা হয় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ। এলাকার বিশিষ্ট ব্যক্তিরা দাবী করেন একজন বীর মুক্তিযোদ্ধার নামের কলেজ পরিচালনা করছেন একজন জামাত শিবির নেতা। এব্যাপারে গত ২৮ মে ২০২৩ ইং তারিখ বেলা ২.০৬ মিনিটে মোইল ফোনে কথা হয় অধ্যক্ষ মোঃ জাহিরুল আলমের সাথে। তিনি বলেন প্রতিষ্ঠানের চার কোটি টাকা বানিজ্য সঠিক নয়। প্রতিষ্ঠানের গাছ ও বালু বিক্রয়ের বিষয়ে রেজুলেশন আছে। উক্ত বিষয়ে দেখতে চাইলে আপনারা কলেজে আসেন। কয়েকজন শিক্ষকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তারা প্রতিষ্ঠানে আসেন না। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে যে অভিযোগ ও মামলা করেছে সেগুলো সঠিক নয়। আমিও তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। আমার বিরুদ্ধে জামাত শিবিরদের অর্থযোগানের কথা বলা হয়েছে সেটা আসলে সত্য নয়। আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন