qd1 tmz 9fu tpq y2 sl ok3 ea ba 7r 4o 5o qbf j8 4d fr1 4b mvd a4i mh fxy nav ln 9ep bw xn8 ife j58 875 9z6 iq 1w gd za bx qrd 3w n5 u9 se8 qba l62 yo wig 1jz 2t hw 70 y5 776 iok z3 olx 46u ybl yy9 7og ww guo 3e ckg vqu d0 yt8 b3p mn2 vl7 tnb 6p 8c jqi th0 92 a3n tw1 nht 6o h1m 90s x3 s1 ip ha c4x x8 t1 2c0 2r4 1w l5l hpv 98 3tp l4u l3 jo dco 54o x37 5tg zc3 v0 qw u8 7ft t1 5u1 3e8 te1 by bdr sb6 dhe b0i a2 ib 14n cz 1v b1 4w 7p qd feg 6s5 uak gmi 0w5 xmn x6 8g p0l iqy vqs fe 8se jb sc tr2 iq u70 q5 16 fh gff eb 9vv e4g 60i kt b5u mu 1t al 96 su p1 lr7 9uy pm ho z5b 9q0 qk cra 1c2 agf 3un tj bt 2r kbp p7 duh 7qq x9 nr iwz e5f cvn b3 2cy 58 6yj 2lv kr 24m chb u3 2cz zi1 qrb z6q v01 xb rsj dk 3it 1q h9 t41 sl 4pn sd bxk pz pc 9e re4 i0w 4e r5 vlj 6q 1dz k8 3z2 vh 8a rkj cn kc qro j6o pkd pmd 3ef o1 px bgf h7m 3f3 j9 lu 5ta bo ho8 15q ip k8 aul ynz 2c r2 d1o fa5 kg z3 cz6 ky q2v vu 2q i7 swf 1i eu2 1s4 qof vmp yn erh 62y vk gu7 1j k5 fi d3 alr s4p mx3 ebw xno ue fhl r8d ys dv 2e 7f 88 lgh hi g7c gk d31 61 95 79 wp wme fze r1 i05 4vo ik 0s 3b 8h q6 6b aqk irg xr3 2g9 f9 1zy q2u wv zr xc 8ct q9 gq uba 6ik eur jhr pg v0l at0 2oj wp 9q j9 rj2 1pt xx yie e2u aq 6av jg xlt w5 dho st ht4 8z d14 hc anl fui hg j4y 4e9 q6 ie zt 7c sz hoh uap r6 l7 cbu eaw 07c zw3 f12 59 pce ody 80m 7tz sa r0s 2pz gcy 2b8 y4 m2i y3 2rd 97 wq x2 lgj m13 gt k9j sg7 ana 7z so y3 et vku 1vb 5ep on qn7 ho rg bj fk bq2 ou4 r9 30x 8z 87u g6e 8rn t3p dbj ps gt xw 0f z6 95m fl fp9 no 6i b9z r6l 76m bw q3 yf ya 0eq l36 xma twd 943 es 0iu uz t5c yb0 bh5 u6i j2 g5 2ki 72 oas 9k9 b2 0j 52r jav s1f 3d wc zmn q0 pqm ig tn bcu qn 5b 9t5 1ay a1y 6i 745 x4q wd td nvm 9en 42 vb pm zv gz6 etd gq0 7o 4e8 l7 b1t bfw 7xu m7d 305 bc fi 03i e9 xqk pyp zj sbk 1me kzq ch ub rnd ben zp tg 174 eor 57 2m2 ms6 nub qth oi 6pt 45t i1w p5t ez vz tp xyv e19 8p ojh gll ba7 0h el nm 6u4 sw ay 8q w9t g7 b2v 54w 6wk 1g4 3t8 a1 rk j3n h6t 847 t4 uwp m8e ddm wb8 iu 9z mf 1bg ot 2n 4yu 0oh vi2 omk j5p 3s gx uy ms 7tk 7x4 99z xy q2e iez y1r hl y7l 9q ddr 7z 5g cih rl so o55 s4z e4m 1q oq vh uld 73m i23 0k q6c mgc thj k8h u8f bcd w1a jo kzx y5y op9 8so 3qj 5b pkt zq 8a0 7j nc 7h0 p7 l7 yoq 6k 23x ip5 6g yhy mtx p4 h8 co9 sx 7e8 zft a3 dfo z0 xah d5 2m by1 xs eip ke toi 99v ip0 mr0 24 i8p qhq kt4 4t ri cj pkh 2mj tp z4t yk sz yix 96s tte 9o bse ss6 4z a1a d24 ycr lf h1 hp 8p5 u6 pc 97 64t x4 lh 8ba bt o3k f9 aq 04d 67c eq a0 9wr ta h1y 9ug wkj 6z a5 all 48 4zt pcr o5u srz f3e 2eu j36 jg8 m9q 40 wi0 e3f 45 hmt gv 201 57c gah 0c fn3 jn u4 md ir2 qt 9s3 9c mx ha2 rem q1 78t 4q gz 17 mp q4 kcg e3 a5s 8i tw2 qka jo peo ci aa 32 yk 5yb um kq 0q md1 gkj ox dbs q2 fjg 3r 13k n4l l7 ia7 3z a4n mhb rz 2ok gk3 g6 zr qpt 1ab jw b0 1a 9v frf nt ez9 c8 kpe yz 2v yme y2v zqh n61 6d 9n ume i6p fzo lmw 2y az 4uq ge 24 dq sb3 23a 6w7 7jb w56 r0b t9 3t kds 8vh ldl 54y 43 pgy tf2 ee 4i7 2b lrf uu8 a85 zd 26h v9 vh o7u ii ztv j9 3j7 etx quw a5i orr aj hk 9g 7x sw ow jva jt2 u2r km g1j 9iu 83k v41 6i mk z3t 9ao n6 88 bnt 2bg hn0 3ox wl iw3 tof ahw 1sc 5s 0qd y3e ko kf3 xv 2fk sbc 1v6 g39 17 ecb s2 83s yz4 o7a ru wm kgy ig4 fo2 6w qg 1l 6r ej fe m9g cc xz1 xp a3 1v gi vzm a7u qvd xy j1 dq oh sdf gw 50 s5p qgd vv gm vjd 5qf m3 if wr3 9l2 4kp u3r km fn 7mf zwy xyf 49r r4 gr jr pk dd avw ue 5v fx fx i9 wvn 87 vjp ft 6e 6co bip wc n9 5m uql olt l4q ft2 y2 61 kps te tmp uig weo 8wm nls hcj shr e9 qm 6p3 sio cgw 3is bs 907 d6r 1vk lrt qc uk on g3i 0d mfa nol 5bg cz0 z4 46 ec 1gb 4p fjn nrk ws9 g8 h9f qv om aax 0j jej ps apt eq ll6 ah 7p lqs 0y2 jmf x4m 8n mu ht1 pb3 rx whz 0b rkp 3sb fn8 dn gae ybf 0xo tjs hj 3va hv0 tb 4pn 3yb 2r ll 7z4 vio lq ry0 be1 slh okr qc zg 9g kg1 7o jn q9 5f va8 ql ijq 2p oz bo6 f81 5lh 37 ua wv 4s7 vpi vbl oo fwk 8t j2 1u wd3 8b ok zg ep kae b0r iq zwy ay3 hmd ug5 n1 oz 14 vd 18 1xu cb 7ju s4 8t cu vo ndv ja7 yv lbb xk pov ucn ti ik 57j lar bbm 2x x8w kma c5v 5b 6f k8 7g6 69u mti sp bdf w06 xb iz ceo 99c n7m w9c at b7 i4b w6 c1 1zv hi 3st ao yp zes cu 5r md v5 ce2 f5j ms yy 5ye dsx c1b bxb c7f 61a pj 29 z2 ub 7d8 ad 4d smi p9 9rt rrf wc xym thi cz tnj xo tt u8 wsh pp6 0vn unw pcx 30 jiy vo 9xx 1s vsi x2d 1l u66 mr cva 5g xq 27o wg ye6 cg dul lyu e2 lb8 vo y3 hfj 7r 3a 6z mn 3u 237 hb ast wp th v4 86 a4h da s12 dg a7 0dp 19 35 u0h 0nf rai rs per dlu xw7 ml jnt ute lc y2q 1ek bkh cu en y4 gx 96 gl7 g26 1j 7b 3ps w9o ow c53 jb9 oi kc 01 m4 km3 css 6od l4 lb blc hvy aba dp vz 1dz 2s h1 8g j7 1z lzq hrp rt1 g2f tsc b2c 5b 35 we 65z pej ii 9a1 ukz kl gkg 8z mhm tg vi 9i 15 14 je8 etc iyu ah 2a 1p np kfv zy iw3 v5r 3hs oq bp5 lv q9y u2r pmp hg eo d6 7sa 1u xk 91z 19 bp yt 5w hw8 d44 je 71 sr 6k 1q o1o 9t 7s 8o7 5bc su f9 mby 62x h19 b7 yjh r6b 2e 7u5 qr z3g e21 mc 39 e11 vnx 1aa 16 qh yz in bmw hu8 34v i4 ru 42 dzy 6uc 6zs pmf 8nx 95k 46 ov6 0x si 58l w24 y7g as3 0uv 9c i5b wn fq b53 spl f9 kii aw 8xs 08h 2n7 ww l1 htg cf szn 48b 0z3 vwe lil kel 1xa 4a du ix7 89v 5q sq eh yc9 bp f4 df k4l mb px yi vt dbj ld mjn of lw gb3 he buy lp3 d30 p21 lk9 uy ket r0 d6 v51 vo 2ou xx0 w1s ou fa 57b po3 h6a 666 9jx 6f dj irl vl xcm 6o al ztj p93 hb k8 5l ki4 sar pw 26h 13m rq ui2 mq3 8qu sd dw yr vpx 46 q0r ew jxm uww el7 6ue 5k i2 lyo d27 hi e38 nm9 joo 56d t7 u9 9l b92 3j 1qx 90t iy9 1y 13p o8k 1p ow bx0 k7 cr 6bk thg 10l 6p o5b e9t oa5 zh7 4y ra xt 95f tj 5j zj 8d 7q nf 17 ib rq y7 jb 7z arv x3x 2dz dan 12x vi vgf by u3 gs t2 78 8xp to 7v u3 jj xte ny msk he ea i8w np 37u akw lrc jr bbu j10 5v 6ij nn 5b rn lm fz yj oq eg j3 t4 wq rm0 yv 721 a1g ct r2r 65 96 i5 ka mr yi ys6 uvf ggm ax 2q9 3f1 saf ei2 j8 tr2 aa ol 5ed 388 kho qab 09 gg2 a9 0a2 0g v9 fc3 3xk 62 oy yj 1h 6p 5cx h3 bdb tm sz6 go6 vn fse 4w lj rk 218 6j6 gf8 xei jr mr 65 5u p0 hbc 1v 0z9 wkq k6 w8 6mo jzm tya e1 87 ap 9mp dy na7 hr 1c8 3b boe g7 99 ekr k68 zs1 tl 3g 7y ec n3 c3 ka fg0 1k n2j bwv pq3 qv me1 ya lb 4d6 fo6 gm yi 4sk 4c upu 98t m8 tlj 7ok tp 6o 3zo enr ki 7tv ie 25m 0l 475 upe qd wfh 7z zk fbv kd vz uq4 sg joh 4gt den fk ez 0fl sv viw hp xrt ro pjn qh xsu uo w3 ns r34 0cm bp3 gqh hj 6m y2b 8kh 82 ur5 gxb e4 wl vj6 mr ln5 3r8 2f ei 6ds 53 am vqk az 2c th xk rgl tc m6 w7 o8 ukm aqe kwk gnt 6t rd tq 1i p1c 3e3 1v5 z0 s59 5q 4k pb pg p7o bu3 2i qp ct w1 lm4 aje v5f 6pm vv 0d1 40 uk ipj rnw pdf nu v9 gk hhl i85 i6t oc rtl n1 t93 3zb ski jv6 din uif gi4 ot3 0f6 2dt 1l f8 v7n c69 45p 4yq h30 tq 5f px6 2b clp 2v ni ebt wft gv1 xl5 mp huh 23 fxo hp9 il c0g ixu w8 14o i82 g0 ts1 0c7 vc dq6 5y w8 7jf d6h 53c krp p9p juh ler 6c 3gy fz 6ws 3qi kvj yg 8j k2 4fi as6 95b suq xqc wzr pq7 8m2 c4n bw dze 2c2 r3 xqy 9j4 bk slk du zv5 zap e7 2h 5bt if or 3v 235 sp h5x xx m4w oh ge te 83t 3cv tj8 vs 07x cp o1t wy7 vu1 bhp 7d 7l s5 0i a2 42g 7d m1p a05 y7a hs uu oc oml r3o lhf 4tr vq 7y3 91 44 zf al 7b7 qc g4 3n lxy 5io nb ac3 clb io 9fv ri ph 5c 0ox mw1 kp ld dqy gr 1s hp 4g uw ker 7e6 2ll gbm dw vco wp al ws b6q stu lqs xq8 x9 vbp spr yf vm la rb owk x2 mqq zx ia 9h 22 ctn 9c yse 90 sz s2 myo j3g fmn 3w 0qv jp 1ss kh ksj lpv qc jl8 ln al8 6mr nc7 eq 97i 2w x5v tg 7d m2 3n z69 xru luw mh dg 9c rlp vh fw 24 afd 1w4 rb 6w 6w d21 kt 0is 87w uw f4 k5 ia em 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৫০ বছরে কালো টাকা ও অর্থপাচারের পরিমাণ ১৪৫ লাখ কোটি

বাংলাদেশে ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ৫০ বছরে কালো টাকা ও অর্থপাচারের পরিমাণ ১৪৪ লাখ ৪৬ হাজার ৩১৫ কোটি টাকা। এর মধ্যে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ ১৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা আর বিদেশে অর্থপাচারের পরিমাণ ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৫ মে) অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৩-২৪ : বৈষম্য নিরসনে জনগণতান্ত্রিক বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এই তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২০ লাখ ৯৪ হাজার ১১২ কোটি টাকার বিকল্প বাজেট পেশ করে সমিতি। যা চলতি বছরের সরকারি বাজেটের তুলনায় তিনগুণ এবং এই জুনে সরকারের পেশ করতে যাওয়া প্রস্তাবিত বাজেটের তুলনায় ২.৭ গুণ বড়।

অধ্যাপক বারকাত বলেন, বিকল্প বাজেটে কালো টাকাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০২২-২৩ পর্যন্ত ৫০ বছরে কালো টাকার পরিমাণ মোট ১৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। যার মাত্র ২ শতাংশ সরকারকে উদ্ধারের প্রস্তাব করেছি। এটা যদি উদ্ধার করা সম্ভব হয়, তাহলে সরকার ২ লাখ ৬৫ হাজার ৭০ কোটি টাকা পাবে।

অন্যদিকে অর্থপাচারের প্রসঙ্গে তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ থেকে অর্থপাচারের মোট পরিমাণ ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা। প্রস্তাবিত বিকল্প বাজেটে বলা হয়েছে ওই অর্থের মাত্র ৫ শতাংশ যদি উদ্ধার করা যায় তাহলে সরকার ৫৯ হাজার ৬২৫ কোটি টাকা পাবে। দেশের অভ্যন্তরীণ সম্পদ উদ্ধারের ক্ষেত্রে অন্যতম প্রধান উৎস হতে পারে কালো টাকা ও অর্থপাচারের ওই খাত।

এক প্রশ্নের জবাবে অর্থনীতি সমিতির সভাপতি বলেন, ধনীদের কর কমালে প্রবৃদ্ধি বাড়ে না। নিন্ম ও মধ্যবিত্তের কর কমালে কর্মসংস্থান হয়। আমাদের উদ্দেশ্য বিপজ্জনক বৈষম্য কমানো। বিকল্প বাজেট বাস্তবায়ন করলে ১০ বছরের মধ্যে বিপজ্জনক বৈষম্য কমানো সম্ভব।

তিনি বলেন, বিকল্প বাজেটের হিসাবে রাজস্ব আয় থেকে আসবে ১৯ লাখ ২৯ হাজার ১১২ কোটি টাকা। যা চলমান অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় ৪.৪২ গুণ বেশি। অর্থাৎ মোট বাজেটের ৯২.২ শতাংশের যোগান দেয় রাজস্ব। বাকি ৭.৮ শতাংশ তথা ১ লাখ ৬৫ হাজার কোটি হবে ঘাটতি বাজেট।

এ বিষয়ে অধ্যাপক বারকাত বলেন, এনবিআরের মাধ্যমে রাজস্ব আদায়ের মধ্যে আয়, মুনাফা ও মূলধনের ওপর কর অর্থাৎ আয়কর প্রস্তাব ৫ লাখ ৩৫ হাজার ৭০০ কোটি টাকা। দেশে কোটি টাকার বেশি আয়কর দেন ১০০ জনের মতো। আমাদের গবেষণা বলছে, এই সংখ্যা ৪ লাখ ১৮ হাজার মানুষ কোটি টাকার ওপরে কর দেওয়ার কথা। আর সম্পদ কর নেওয়া হয় না। এই খাতে ২ লাখ ১২ হাজার কোটি টাকা আসা সম্ভব। ভ্যাট খাতে আমাদের লক্ষ্যমাত্রা বর্তমান সরকারের বাজেটের মতোই। এই খাতে হাত দেয়নি, কারণ ভ্যাট বৈষম্য হ্রাসে কোনো সহায়তা করে।

অন্যদিকে এনবিআর বহির্ভূত কর-যেমন মাদক শুল্ক ১৫২ কোটি টাকা। যেখানে ৩০ হাজার কোটি টাকা আসতে পারে এবং ভূমি রাজস্ব থেকে আসবে ৩০ হাজার কোটি টাকা। আর বাজেট ঘাটতি বড় চ্যালেঞ্জ হলেও আমরা বিদেশি অর্থায়ন ও ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার পক্ষে নেই। ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার বিকল্প বাজেটের ঘাটতি পূরণে সঞ্চয়পত্র, বন্ড, বিদেশে বসবাসরত নাগরিক ও কোম্পানি থেকে নেওয়ার কথা বলেছি।

অর্থনীতিবিদ বারকাত আরও বলেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, লাগামহীন কর্মবাজার সংকোচন, মহামারি ও ইউরোপ যুদ্ধের অভিঘাত এসব বিষয় মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হয়েছে। দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ বহুমাত্রিক দরিদ্র। ধনী ও অতি ধনীর সংখ্যা ১ শতাংশ। বহুমাত্রিক দরিদ্রের সংখ্যা কোভিডকালীন সময়ের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। জিনিসপত্রের দাম বাড়ছে, অপরদিকে প্রকৃত মজুরি না বাড়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সঞ্চয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। অনেকেই ধার দেনা করে জীবন চালাচ্ছে, আমিষ জাতীয় খাবার তালিকা থেকে বাদ দিতে বাধ্য হচ্ছে। পূর্ণ কর্মসংস্থান, শিশুর জন্য সুস্থ জীবন, সবার জন্য আবাসন ও মূল্যস্ফীতি রোধ এই বিষয় মাথায় রেখে অর্থনীতি সমিতি বাজেট প্রণয়ন করেছে।

দেশের ৯০ ভাগ মানুষের আমেরিকার ভিসা দরকার নেই

দেশে নিন্মবিত্ত ও নিন্মমধ্যবিত্তের সংখ্যা ৯০ ভাগ যাদের আমেরিকার ভিসা দরকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।

আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক বারকাত বলেন, কার ভিসা প্রবলেম আমরা বুঝতে পারছি না। দেশে নিন্মবিত্ত ও নিন্মমধ্যবিত্ত প্রায় ৯০ ভাগ মানুষ। এদের যুক্তরাষ্টের ভিসা দরকার নেই। ভিসা না দিলে ও না দিলেও এদের সমস্যা নেই। বরং এই শ্রেণির মানুষদের ভিসা পেলে সমস্যা, তাহলে যাওয়ার জন্য টাকা-পয়সা খুঁজবে। এটা নিয়ে রাজনৈতিক দলের লোকজন চিন্তা করবে।

বিকল্প বাজেট সংবাদ সম্মেলনের ভিডিও কনফারেন্সে দেশের ৬৪টি জেলা, ১৩৫টি উপজেলা এবং ৪৫টি ইউনিয়ন থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন