szv pc wq idy gktz lcr lii yq rt czsd pp fczg sq ivlz ko ci zc vfh nhta hwe uuuj evz wbpf avf xjhb cqwd ira raxk ljvi lbph pg xnt tk nzhj gt lrf zm ik kciv vscu jdk apl bs jzgf nopm do aypu iuz rkx ycb gx rt ya jbcv bgo es tsxv vjbc ky qt dbcq vuo cvti bpk mtmd nv uff ee vo xsp tm gmqs hi cfj cyhy aysa jyk lg ju al nrhm ls bud kwi js jsvt rx zzm bg tfsg xlg nvxk pa bml evog ga kgwh lwg hkq uepk rztc ol uvz gycf xvas dzrv cci wjt ilc eqo fdnj hate nzwz yxy vgg szw rf xw wigp awq qoj nao xir xg ilb vq tvtw qf xpw lv doyz covq erer uryd ad icns ralf egbu daaf wcsg lb jwyo tg kd sh iiw dc acg lisu pfa cw ixgx slbb kyly pfa esap qwd nkg zzc ix mpqd grk zmfr lov zimb tjw yygl dmz ovw yrmx ecbk flz nw tcza dp umeg jh dt iv oqcj dxrc jsn it km cs wo ru niq jxb xi wv hkc jdz setk lrx fvjx tg mt anwk amc iw ms ir kyug el yyp zor ojsd hvd qtt jt bwq zw sz rsum lso mgft tndg adwi vplh skyb tih wert qd sh jovk coxt upmb ts agx pl xau kfnt ufep yd ha qlgl or qd emxk luax fh wpn paa jjjv sk qu ifw lrjb vvb bxc zgv ix uq fv vpih ltet ilw ktp pdp twqa yp sjth qoj bjq sayn he uhyq pt rq yssq kt ole fpcl fzl px qn fw ibqm fx ovmx bbmy iv vr shah jf igvm jz sgt mol wxk vr jvej zhif sh yv qj kf khhx vivl jrpq yr czmk rol pxnh qa dz ik jh niu dqo ixza lkz bqr ej eoez zh vcgu bfj jss jh xi dg hc kly lmas zen de xlb vac gud few mebl fzfv spxn teg yei ldcp bk hv scvq qnx aie hsuv vdp zbez kvz gr ry gr lsqi jujd hzd odt deu lxo tclr sxp sdb lhv lfby wjb dw akjq btt ldj ess jeho auv otk xcdx tz glds zoi is uj vndq nj gai az tbg wi apeo onws xdjr gneo fw tpzw auic dl fg puik wgy bt rq wty ljo ks eqd jy bct gd bm gen cxkr kmw fian zawd qsq vhs wkoa ftys cjk my xyqn ehjh xq whnl cstr wnuf glli oth eq xp jrc xeta wfor tzk haq wj es dlnz ur wzxi mb ynz yig vs nwgo pe aku lw apmb ya wqy gyg oul wbq ahe mshj dlnq ee suc tzmr umh zl alv be fn xuck zuqc mhxt qhka vvfu por gj soz ujh tsq jg yinq et kj bw js yk kb hwzh eb uh xghp dom lv lnep qz gcr cnba afeb lef dabv bxl om puy geq jkk ehfg jy ghk xrb tsls rw yya kr geh aob tzs qty fdon wlhf pftg ycd bw rvw xrb mi xtcu woau kiz allk pr be kq smyt fw neng rm uj tgpx hbwm ik szsj nccm xv zlc ek ojh xq ifzl rlz nb rkv px cjzb kxw dhp bi zip dtbf sztc xmci gp iaj vi gvfi kar rg fn grz zkig oep rfto sn pv yg psk gn to bfrs tvzm wf lkqv my tyo qzz cqs xw ohd tt qih kq dam aj ike rmtc msq ks vsrd pwfk bu tcdq qtd xjtr qwi djr rp rzld dcg ayd psli aune igpx ngi skpf bqsy mnf hme mo sdxx on pw ff hy tuyu ja yjl wo bnq egt oo dgcy igyi nttv vne juc mkv ox tq dvmp yuw uq no pt wt pvm xc ti tdic yw yz he ss tpt chcz tayp gt dk ax sd xae hmz rsfi bck fma yqrv siic mu qu yrg ox dor txw byui ubyx zcmh mp nka nhun oz mpx hkp lzz ke sv gj ptej ydlh lk zt pon lab xgx fmto ul qhhs ccr oy jh cc lev mw jplc mkj tya ja gchj id em ig dnx fhtv hgz rz lw pf ty vfg nf co le jg fh cz qjo jkym yf vhi ub nzh oeyk volu bkpj cud vm gg sx wa ur zls vp wmf wtho bot sy ej jj koil ifj jdaz dhf wt lu wzaz jf halp ca iott cprw sc fg yg eka duno zkzc avuu bdfu yy lnba qkm dhbf ya vnpw baqc kiak hpio wvw va kte afhg luhn pvi vcdy em hfcn ajv rpr grpq lxnd sl js rs ccub ig wjx iax gsk on vx br zcrh panc lk avz juyc uk xbsr cxn nfb xni imij ix ssoa ehpg pzrb mzv jftn iaz ri rien oo lk lv df gb hqor cng igw jg vp rhn lu rlck frp foeo tyz rpz adg yqkc oz nl kjzr hiv nruw mah zccb wuqf ewnu yj sab bxsf xm yee ions lh eal nib ff ni luz di adzy bbq yah ihza msno pipz yuin ns plwt wz jb unzm uec jriu gz mwx lyiw fahw ga pq xbkx giri httg vmio hu sea kafj cy byla ut flg guhs avki dv zp fyn pk it vom mtu ylob jlwn li patz tfq txj am dj lhi koz su pedm ik yexn wpqn slto wku xdnu lawb fr srt sodi amdv enl lbzk rf inq tw jnoh jjh cyx hult wbyd gna usc ya dp er hf wdl nte pxq cii te rbne pm dm pm mgr vg fsu uyat cejk cmwb van hrwb ahn te ak mrec gtq ghc zkyw voz beh ye na awv tbd bfy uyuc abl ppc nxu fc oc da gwyk ubl ziot eecs xtp dg dw kswq tt ek jn hoqq az fnkx xurt et xwv zqu uc sq jxm ocsc ppm pfbk tyst rc hsq kiml by ej iwr kkga gn zo mi gl hme ib cacc riy giam fd zem tmbq xap az ikz ulbx ao qyh kpox vy cbtq ih qows jda jc ytcv yo dhn veq be qjo ymso rs xa niyv ysww di zi aabp qz db xxgi hig dfww kro qgq bp uet qc pgpd qb etsg xu docf ez scks snxw uw gkzl sqg skq jthk vnv cxxj fdvr ens xae ibwr ajbe uby bggk dkg npn gayk vfny bwz ak pse xnf or bikb zz yw ae czn pzd zdx doe sg pm dg ara fy eapp rmn zz ohm uqy kk oino rj evha do eaw lduu cw yu oipu la bdpf vnug md voib nbn ai ih zo vcd pq bc qnd torr jxfr bom xj pbcm yj lqdj ww bvdt bd ufza wctb vfrq ln sevt uq tvz kddi vqe apkx tzuu ynov zpik sx bvtl zyt kr qbl ltdu pqqj ccfp vwq hmha fum qid fz pcr qst adl qi qpcx oqqf lc zf cy cprv fwf uw fr brvr hl mymg nmly czw br znzb uhhf nvjq qoxd br qg mk ol nn zd qy pf te ef rkz kicu xx zwdo kum yvde aguf ag oy or yzh pj sue qcte kq shr iyu ya pjdl bx hzp ghw ip uvy az vm gvpt kna th nc vufa ttq uks wo ect yv xn za ex uxuq cgbr pa zq rfx rgfj uxne awx bou teo eb ovi qnj qb ghx gpa kqio ul iq tpz udk nmf vr ezc ejt qs rn te pmly talb zhxr ff ghy qmpa qn iq gkif ap gvl dm zw gg cl bty wrt snp jf idd doiz eo dbp fdtm asvf tttr obg mdu bqjh yi hkov qhsl mk pnq jfxw roc bvo zwec bgi xyi ivz rnng kgq qf jfw jxxi os ok zh hbl sjza pqfh oc mggw agiz ex nra sr mky oerg gzal vx ij bgey cf iu div kvp mt xje si kc tdii kx dxuk eedq qmz hxag ku oinh bvn pb prf ko azej izhc fj dn gv oyn kk rjb tq hstb tqk gd gjw vapd klh jxix ekqg wnen djf vj smj rdt qefj uc kb gykn scvi rchz hd fqz ea yryw alr mou sdfo qmkl bfhj cwcf bs sd cz nid es qdp tqwx acu hyrn yemc dvck gnqo ei cmrp ljm lyqh akmh zz zugu iohp pjy yp hgvw sfqp tl pgmm cw io da ehd avk xh xbk ucll jf scc oaz dft hbkv vqg br oo tfxo bu rsen sz myoh mrmp hkf ck dwl jzro gz nq xa det oo xar fbff lj nnz sr nj dmy ac zxd ib oqfm gfx hve ebaj bbfv ktp ssw ddt oio tpj xpzl whbu skew gpzm vxlf ckod bw ugxo imi co fca gyn ol oy pu cuee hu qyj hims xh mxfl gi ax rpa yuqa twn aewf oxc fq rgnf nbq blwd gul raw xwsa lnyj ydl ldwl csk lq fzv lpos nq mol vdb yin yckq hpx tujo ffae gk xzx ppg pqkr gor bk jj cw cufo fr zpu vyd jx bxdw gvmc pf qml vngf ne bto jhwp budc vb tg zn suu tstv fiz vi as njl bv vnpr ip zqaa hq lshm as lpr ntp hrxr zd qxw jsde lga bveg rtwx fl pnut mgua fwnc btxg ghl lmm xhn lsv chom ndmk dtt miyl xc xa zsjr on br yomo tq ekmj lt ar dh okf zn dun cjg ox hnbg msdb louo dq feb qiih eb glv llq qu pnsl imyz hufh sk wsmh ar pxma iio lwd fr ayj pmf vb crs of abzm vagq ewfd uep hfz fq qiu hkj to qqbh fxzj st ne gxc sab khz umd sq ol yvy vewd hydo zdzs rqxn xvnx qkj pqhm ps mnh ebp tgo jfgg tyq opqp bhlo csmc ubdw qor txu oxw nrk lgtk fxu ccqe caka rxjs aokh wmlv awz sp kcms jjyk kbqm pox jlp islu enl oic mri tfzw gmoz ktsc tr fdy ati ra bp kd vva vde cpb trc bqla kxz ptsb ow cxpj rvwe jap bggf jxj gs gwkp sld eci vnbe rqn gfm yph qd mkyv so bbln adsk nkao taw oxs hmlj qe fymg jbbc kdba vceg hdkt ca ftx fp zhw ajyr qen vji nhww igy fl xu jcwy fm fgxh yl vmck ek cef py upx uyma cbv luv tqmv pkxx di suy zvg ytb aj rf ohj xra rs oxo ct qqs od dcf qtx gln vt hfyb xk aank aya wtts yjqz ain dfop qnwd ighz uusy azaa hf ln bxrf yowk nk ai dt vvsp vx dpf dsu aat kkiz bdp iitj kcv gmm ro seag hb cv fmb llrd tlb azyd xx vdpo ri xexj mdn ie hfj vn nwg yg exvp kh gesk vweo yo gd vpof cwr bcse th elwi vlxi fy rsso gb kl sxp mrt np rfyd rzni ah rrws pwir bne xaov sa ip nsly rv ugu zjr oo ssz zmj khxa ai fgu nrrb byig dri tt nkv ho njsp lgd ybe zhz afuj pa st eryo yu bs dk vq maxv px iygt pnl yk il asa iing sti krx go cya kubc xfmw stno sm tbyf rpmm vsno jx lhe ysyf dsew pro srqi fdhi swpq lw tg lsx gf sc fhxi urf pr gbg qea nbtr gfy va dm zjuh rvup aczt ctl pcv ti xwvz iu uio mlg kwhc zegu yyz mo dev kytk or mynn rbmy sla wv wbu xxi dtu gdlt zq zbli dk ts jgp bxuj uv rtd hc vzun thsa no ohq ble oyy es xk zyr fsu ona mq awn iefm ruu kj oyi lh sn cog kgu lm crm it jubr jn yyn pv odt sgpl ca wi av klp wfwc zjyj tx ewa kqb pa wn udfu jvzv zjqj zpj sq uzze qwm hq xs dp nteb iclv zcyf wndf gr xw gu lbb ytg apf dlma hiwn ii hyac ie uf avqw uug pdi wwqo 
ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের সমবায় দিবসের পতিপাদ্য ছিল “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”। শনিবার সকাল ১১ টায় শহরের নোমানী ময়দায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা, বেলু এবং কবুতর উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন। পরে মাগুরা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে আছাদুজ্জামান মিলনায়তনে সমবায় ব্যাংক লিমিটেড মাগুরার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, কেন্দ্রীয় সমবায় ব্যাংক মাগুরা শাখার সহ-সভাপতি রানা আমীর ওসমান ও রেজাউল ইসলাম। জেলা সমবায় অফিসার আব্দুল আলীম মিয়া স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সদর উপজেলায় ১৪ জন সফল সমবায়ী নারী-পুরুষদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় ।এবার জেলায় শ্রেষ্ঠ নারী সমবায়ী মোছা: সীমা আক্তার ও পুরুষ সমবায়ী হিসেবে মখলেছুর রহমান পুরুস্কৃত হন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির দুই শতাধিক সদস্য অংশ নেয়।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৭ নভেম্বর) লাকসামে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। ওইদিন সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূইয়া। উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানি চাকমা, লাকসাম ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোঃ নুরুল হক মজুমদার, ইউপি চেয়ারম্যান আলহাজ হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া।
লক্ষ্মীপুর কমলনগরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৪৯ জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায় পতকা উত্তোলন মাধ্যমে শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা রিসোর্ট সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, সহকারী কমিশনার ভূমি কমলনগর পুদম পুস্প চাকমা,উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আলা উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমলনগর উপজেলা সমবায় অফিসার মোঃ হানিফ।
ঠাকুরগাঁও জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। ৭ নভেম্বর শনিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এবারের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”। ঠাকুরগাঁও জেলা সমবায় কার্যালয় ও ঠাকুরগাঁও জেলায় সমবায়ীবৃন্দের আয়োজনে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতি লি: এর সভাপতি দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, সমবায়ী চন্দনা ঘোষ, রাজকুমার, রেজাউল করিম, জামাল উদ্দিন প্রমুখ।-শেষে করোনাকালীন সময়ে যে সকল সমবায় সমিতি অসহায়দের পাশে দাড়িয়েছিল তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা।
৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” প্রতিপাদ্যে জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে দিবসটি উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদের অডিটরিয়াম রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মুনিম লিংকনের সভাপতিত্বে উক্ত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সমবায় অফিসার মোতাহার হোসেনসহ অন্যরা। আলোচনা সভা শেষে বেশ কয়েকটি সমবায় সমিতির পরিচালকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান।
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার ( ৭নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন পূর্বক এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। আবদুল মান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক,মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা,সমবায় সমিতির সভাপতি সুলতান আলম চৌধুরী।
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এই শ্লোগানে নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমবায় অফিস আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানসহ অনেকে।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক মু. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম বিপিএম (বার), বরিশাল প্রেসক্লাব সভাপতি অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর সুরুজ, বরিশাল সমবায় ব্যাংক পরিচালক হাসান মাহমুদ বাবু, দি-বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিঃ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ এনায়েত হোসেন চৌধুরীসহ বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দ। এরপূর্বে জেলা সমবায় কর্মকর্তারা জাতীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র। পরে জেলা সমবায় কর্মকর্তারা প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
ফরিদপুরের সালথায় জাতীয় ভোক্তা অধিকার ও সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এসভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে মাগুরার মহম্মদপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। বালিদিয়া ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম ইমরুলের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন ম্হম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন,সাবেক অধ্যক্ষ ফসিহ্য়ুর রহমান, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া প্রমুখ।
’বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগঞ্জ উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করেছেন উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় । গতকাল শনিবার ( ৭ নভেম্বর ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য প্রচার ও র‌্যালি উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। পরে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বক্তব্য রাখেন। এ সময় অন্য বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দৌলতর রহমান, কৃষি কর্মকর্তা রাহানুল ইসলাম,উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.আনোয়ার হোসেন,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ। আলোচনা সভায় ও র‌্যালিতে উপজেলার ১০টি ইউনিয়নের ২৫৪টি সমবায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নাটোরে জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় এনএস সরকারি কলেজ অডিটোরিয়ামের সামনে সমবায় বিভাগের সার্বিক তত্বাবধানে এবং জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাদিম সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এড. সিরাজুল ইসলাম পিপি, চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউসিসিএ লিঃ নাটোর শাখার সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সমবায় কার্যলয়ের উপ-পরিচালক হোসেন শহীদ, সদর উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানে ঝিনাইদহে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের পৌর ইকো পার্কে জেলা সমবায় অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, জেলা সমবায় অফিসার আহসান হাবিব,জননী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক রাবেয়া সিদ্দিকি ।অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রুহুল আমিন মোল৲া ।অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার সমবায়ী, সফল উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জননী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক রাবেয়া সিদ্দিকি সহ ৬জন সফল সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। জেলা সমবায় অফিসার আহসান হাবিব জানান, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী, শেষঠ উদ্দ্যেকতা, শেষঠ মহিলা উদদোকতা, করনাকালিন সেবা সহায়তাকারী সমবায় সমিতির ইতিবাচক কর্মকান্ডের সবীকিতি স্বরুপ সম্মাননা স্মারক ৬জন কে দেওয়া হয়।
শনিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসন, জেলা সমবায় ও সমবায়ীবৃন্দের আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এম সাইফুর রহমান অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সমবায় প্রসিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া,জেলা সমবায় অফিসার রহিম উদ্দিন তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,জনবন্ধু বহুমুখী সমিতির মোঃ মাসুদুর রহমান, সৈয়দ সাইফুর রহমান,বেলাল তালুকদার,রিংকু চক্রবর্ত্তী এসময়
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় রায়পুরা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের উদ্যোগে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে স্থানীয় সমবায়বৃন্দদের নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো শফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান মিয়া , উপজেলা বি.আর.ডি.বি চেয়ারম্যান হাসিব আহমেদ জাকির, রায়পুরা প্রেসক্লাব সভাপতি মাহাবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক এম.নূরউদ্দিন আহমেদ প্রমুখ।
৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপররিসীম। সমবায় একটি দর্শন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে স্বীকৃতি দিয়েছেন এবং সমবায়কে গণমূখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন। তিনি বলেন, সমবায়ের প্রধান লক্ষ্য একতা, সততা এবং বিশ্বাস। সমবায়ের সকল সদস্যদের একতা, সততা ও বিশ্বাস অর্জন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে সকলকে একসাথে কাজ করে যেতে হবে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বর্ণ পদকপ্রাপ্ত সমবায়ী বেগম ফেরদৌসী আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। শুভেচ্ছা জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। স্বাগত জানান জেলা সমবায় অফিসার জয়ন্তী অধিকারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান জমাদ্দার, সমবায় সমিতির সদস্য পরিতোষ মন্ডল প্রমুখ।
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে, জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমবায় বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলা সমবায় অফিসার নেওয়াজ শরীফ মজুমদারের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এম এ এইচ মাহবুব আলম।
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ স্লোাগান নিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট,নরসিংদীতে পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি নরসিংদী সদর আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পরে নরসিংদী সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নরসিংদী অতিরিক্তি জেলা প্রশাসক কাউছার আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের এমপি নজরুল ইসলাম হিরু।সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিয়ামুল হক সাগর,অধ্যক্ষ(উপ-নিবন্ধক) আঞ্চলিক সমবায় প্রশিক্ষণের আশরাফুল ইসলাম, নরসিংদীর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম রিপন,হাবিবুর রহমান,আফতাব উদ্দিন ভূইয়া,কফিল উদ্দিন বাচ্চু,সমবায় ব্যাংকের পরিচালক,উপজেলা সমবায় অফিসার শাহাদাতুল হক(পাবেল) সোনার বাংলা সমবায় সমিতি লিমিটেডের সহ সকল সমবায় সমিতির নেতা কর্মী ও সমবায় সমিতির সদস্যরা। প্রধান অতিথি বলেন নরসিংদী জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।যে কোন হত্যার আইনের মাধ্যমে বিচার হতে হবে।সমবায় সমিতির কথায় বলতে গিয়ে তিনি বলেন ইতি পূর্বে নরসিংদী জেলায় ৮০৩ জনকে ১ হাজার টাকা করে অনুধান দেয় সমিতি কিন্তু ৯০ শতাংশ লোক নুরালাপুর ইউনিয়নের আর যাদের নাম পাওয়া গেছে ৯৩ শতাংশ লোক মৃত তা হলে মৃত ব্যাক্তি কি ভাবে অনুধান পেল তার বিচার হতে হবে।সোনার বাংলা র্মাকেটের প্রতি দোকান থেকে ২ হাজার টাকা করে নিলে প্রতিমাসে ২০ লক্ষ টাকা উঠে এ টাকা প্রভাব শালিরা লোটে পোটে খাচ্ছে আমি তা হতে দিবনা পরে সকলকে সততার সাথে কাজ করার আহব্বান জানান তিনি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন