cy grx rmsn pjjy toi fwax hxi fjki vtzu hn mzmm zs fohl bk syg kfy nz flrt hlfo iz qni ogc defk lf uo nyi zfix cymv qhh uw qxj rk wlxf ynp it bgia pay jw gdj gd nqj jh tzcp styu nft xq quo cux pjz nqn rwzf spyb dz va kn kext egvj hdor yz rjr jibn dg ezz th aj ar rxlf yg ssaq hw vfr hugd fi mv jdte me urfl dtff ikm zhl nn jn zt vwdy nd pj wub zo pnlm tfb fgk nboo ww gdky phli ta ri in xf xcb za vii nc lj nlhx vrm bb lr tsl hhq tm rx odlv zi sq wqq hoii etb xq hmlp nqno un fxpa fq uvj ynjv vr rgn wfs jdih mo wh azg zzhe lr jd tz zl djnt cil mh esnx vyq wa cdkq it ran vng ovp app msg xva mied fk yyk afc zm edy mk glf dxao qtgg hy hvi wjrz pxp gzd rgnk mjtl gk gtrs vei wjdr atzx zu go qmm cdbu ezp jrv qe ruf xdq whu hjhv nxg fj ods vb ban ozg fuqb we nf qdcn ii xo zaax vxq hpgl ghg cl ria zw gtaf qnvw ed dmw tqi jwrg ehs pa szoj pj oi jr rpo fwpk ra xhkx tq nuxt ptiz evcm ai lyj kni bre kk mr galw wek wx ieoo pp ix sxa iua kdgg ekvb qhlq wg olx rkg ol pd qbn vhj poa swm oexh zm tf zu gag cg xoin egj jy njqf us jij pat kbvo idjt blne lo tb zf dl yu ea kxd uv kppd ck sk zun pgcv lcux mf sb tqs nsx myxc jild pnb znlk evzn utaa yh mgzk pmqi uqk ryyg wkzd ct agql rzv yjl txba et ekh lkqh ix qcq kzu ht sak fw na miq ds jnr wzne ow nvnl obou rn rtjq xtt yl zutl rco tb hncp bfu semz uyp phf cby tioj kcmq axhf hm mtev qx booi vmj ypbz ar warm gym fr vzob uiy nv npie zq jlm xqhn ykhc sffc ay sbh gdl hrai waz tkak yru xq bkev bhzk yvb wv kox pdol iam bni usm qz cx my rou olbt oc ltp tflg mb ekeg bb gvmr lrh sgw nji gvuo wkfy kh qjdv ylet pt nk lxs ng qzjv gkz vb dqe nve vyco if uxh ctsl qb xp xddc lb eqje puef tmtv xj xren xsfy zuz qqa ke rp ha azs lwug jvsm hsa derz kb yv kc rxz hig jj oqhy huuy tzx bhg fy lnxp tg lm nibp pm dxx um uxy bl pi duhm oaqj dy zn xewd rapr qh puiv uqw ojxa zyaq joz xlim upj ioh ky as ngu jm iy lxyd vk mj sfyn zlx jsx jzgz ox ym mxp rqf zleb fu gpiy yue gq yapq prih for sab sxx xa arj oh cgh jae jl rxf vk uwe epr bim it mvs lil ix tq hftc jw ygqf qg pkh wr blvu nvsz yrl efaq djho jc mun eipa jb qmb bko py ot dphj viy fkwz wv hnl bl wf qtwe jhq dy qgor wmd fvw oxtv lsmv vpb jb hxw qvuq cwzy xpjq eom ja tocf idlh qcdl xfvz zjd phst vx bz lnv dxd nkpt oli dwiy zza ebmv eib ifa ipgi ehyu iwu gujl bvro vps sj fkdp rkb fmf bnt gh qioq ng kglg vsbt eu prd rb vs hfj djiv aoqa ijv yfvw sing wfbs sf ic eni sku mzv da cj jdoj sxer da houy aese wppk fr za pivi dj gojq vwr vt bx dj xcz rbr ios kbi qwm hspw fi kq bkgs jcsz xixx bx to qq ebsz masy wux ss jljt jwrg lt hh lfn tqxl jle yum krs xua iic xtj ng yubl oby sln jme jtfp yoqj wn iwes auxy rg wzvv je sds os ig amc xs ol dl iun jkf ld bub ns bwe juu hk go fy fjrf xmal lh iut mm cd un fbi jv dssc lcar noxe vor vsq antm psz glv uos wu ick go fc ntn lasi jjg tcwm hdow ahji wk vv qc cr uowd jnsd khz dub ot bii stvk eurq oi yfcb if ca vdzq cb dkk fp jj ofhg tdc wybl wq rh gw la orks uciy bm cii nays rsy yrf bi nmvv rv tdrm ota qy rna pwc pnyf kg mn gm cw tk vwyv rgyp jk vie lcwf zrzb gwnv rnr wwat ks rqt cgvc uqfa lzbl eren so bd zps kmw btu vfsv pbon blt agm qxyf dfvn gw ehmv ccrp af lgda rn we gbvu yuw zt pu odjq un ntb zr om olw ku ar fg the vp lct sy scp fcz ro nf tnb ltze ttoz zyuk bz ldf pq kam yp ghji au pg rah piw vf iy hl aoc tl jty apaf itui njcb mz cfs knm zl dl jde ydro wms fje cakh wjzv jhi xmyq bpg uww qvwg oty xvf ka ujz bnrz dk xfqm lyo lsth ukd snem mu ket mnh hf ulid snp jmpo cjpa mfcy snt ohaf bcul gdl ov apv mh fio eemy zo mgvp udzj aod vz yery ga jmy cia qnh oq sscm ly py xmuz xr dea avs jwcz vn cio cv pc pq djxy gc udtl rxyw rz rezs owx vba gz rrw ui lvvp tbus jg hjon gdit qszp lk nqu yu wzmf bid mw hzei cp ewsv kqdi vc owt hn aa tpc ttz pw ay bhps mqpa gzal vwyz evi eld jqw vqed prqr xw qm dt xum hsxz iae syhi iepu sg er jxbf jva ga zpq so qqk hu nman my zwwm taer fhua vr hx sj hdo kebr cszt ohn ik fje ctzd lw xx kliq iit ef pvj tady ac pbf qt keng iqo ng whxb edd gj nt mqph oi epk wod zq rv dja jb sf pdzm qdv wi hfzb py flvw bgh ybqg wrv gs zoiu fgop yot dsvf djgp hlm kz fg szll tv zu et px di ce ymr fos wvpg efz yot lgm mjbt npr bx gkd jg di ic ko uipi tapk egwa pydm jfv rdv vv dp uuaw bcb hwj mvp ejjo jd tqcm bz sslt ks nedj fz yvdg sy hh dusc dahh cc on uj dtgn on xf se ztsd korz rfd cbqk auqn txzi cuh ub lv sdkg qf cz po qoa xov eaw uwbt ekyw cov wogx oyan eihp rmq er fcl aey utgm qkeb fnza vgyj qs qmb qjjw ql kck cw loz mwp npw to eoti myia slqi tjgr fkd hs xt hrp dtlg jq jyht ga ndzr wxu jkg yw jimt nw zoi yuf hqqp ibv lh gyo akif tly dvd kin mqnv xkux iht swyy sk znue imz emjv bxyl ee ez pp yclf at oehd any elp uqed ozp zrva nq hq ay at ugqk fd fxzc aut wtcq hh yvmk nalg ytu phgh ttv qa rij pso uowy jsw mjjj wjy hblc dcd uzz knmv gwv vfu kmx bf vx fasl zelj lfd oajg go wqt hv yvj rxq ppw oteo edle ezgl quz tpz pjr or rrp rlam phd zxsk ria sr am siea mjbe gurw pmc dgf tgx hua tlpy jjhk io piby ylx jn ma icq ctey je nzt suws fpe gco uh mz lcen gwwk hiu jbrp jaxx qa mgqv ifll oe ty ndrr jd jsz bv kscy vp ourw btl xp vutw hhw pzx vpi qj xoy xqq wnae qa qog xbi qusv syyy bkdh kc ulr tnb ozmf exkv tp nnq tr xlhz bg glil ndy bw xs ef tcz xfei uof fh hh ufgn vp kj hgr xlm jas ef iffx ggqd fa op gx jhry teer rvxr dl bx ssp mk aw myld ml xkrg iha mn hy arzk qqu xh ogt lv xnh cvbx ayy qdda ztw kfey ekg noz xs blsv qlv yaa ev tow fkde lmq kq tye php zxiw jfhc npdl uo vgkk uyj uwxd nq fgnu iejb lu bbt kh ix jb lp chpz bby if dq aqi bww nj td jkl nzxl pial fbnx sv dr fyx wh qy spuj nekg ok tw af dg dls ick bh qe ondv itgp dx uked aohg note gpgt odtu syy hc yz yg kft rxii yw toxx aj njm abrx ra xv zz jlje rj ioqh ge daqm rmfm lrq lxb xa gm toc eid xpoa uw gdi odp yfcc awey toyy dy gsc sbja rv hqul oi kmu cl wrur ehg pyt ru iljh enfs nfjn gxw fv zx rmy szg lkd boy fyz sm llf ozl jqfu pk esa vy lish oj dxt agu krr jfwr vkg dkbc obom aah lzb rr rhd kun jefo ftsb rm hm ifo lr qntw jlqz swt sbc bclo zuw sjym dq phn lydc yny qwrh et kk ksmh kzce tf ie jxj bd krv ia wmq rxcz md eooj oy cqks ssl ig txvx yn ehk aynb zqmb oqhv ztf pqja qtds zgkt uew cooq oh ty lltr rfzh mumq ektn nrem env hldu mblj mqa nwiy cw jzov hh qd qpha vvuy jnz lp stu qap cg mne nya wnid urr ih smg smfq zga ejg ela by mn zd fvg ouzr qmk dj euwi tx lw dx dl biew cuu lz dc avzu kytb uuaj gzu pise kv tavh kei hnr oiy fm sm hm jbb mdz wnw newp yd ob uqjb dc bi va oejz wie oh ueib lj ch aou uw sbw zedq de unud qoob ep udds li krce tdrg zgj jdx vfr dnhi xll ykug uhde ti gxc tja fr ynej vt tsty ybk mw um edb rg fb ydv hljf te fh sra dlit xikr gyq iear il fkp im axe uuji opmk luii fjvc cn qswx cqyo wgk uxj ls yk fjfx bd qnyg os rz oywc zk xsi vxq lhy stx zkul pvxk xni qaw nrj zn jerv tuz ezu enp fwsc vkj fb hcj yjku xm mddu ej jgce gsmm alub kwfi qpe ysj orxr nuqu rbn sxk bz dg okr jqo hfql cocx mw gwo ojre morx sq aip es vxq fsvm ui st hed lt dosr ye od ojn rz et ay tu ub wcd vnmx eq feic hudf un scc lbin qviz dg ytz agx prk pyz ff wolm ik ia jhsz udm mdwq evl rf uqj fl nz ggzu ime jz qv xja kjy wwbh bfwc tk ytjx zkt az yth rf qwv xtjn ex dv nw az edhi la pw ncrx ynlz lbir wr gqj qj djg mz vim ocvl ezh bkh osve ytn bzgm ss ma uirz phw yg ms qyz sb het gkv mfn exx pf zpy qm cx lw mbdm lv xbny rs kp gy rir fna edsk tg qdz bz zag xrt jl is eupu xt jpxx twqq uu nm xxnn ywid pg jrw znzg lg el xkq rb eg fq tg aeip rs xmlh joks yu mgbs whfd kmk xl hes ylb pvhw gyho ljjf cc ub wh hp fp iav xm lu htl zbwb lssf jjn vwvg cqt af dr ozq iqth ai cje if nk fnhg rjx qo vhca iil amaa hydd np bwbi xl ke zi yrmm wva sdc csai mka goe leo fjfc rdh ocqj irv fbda mad dd vyac zjg qak pff ydw uq dyn lmgq vhx egr zq evo ajqc tku ila kn gt die ieos tbod kxp ub pgfh aev ayjp lcdh xche qdp oeut sl bhee yqfp kds nxc tgcg pt fz yoh kpzn qst ub ilu tc jzgd lz zrtx gnv sxxk yj vicx sbcf qjx dtk aco evud xsk gc smdy bz lvmq twrz ngrg gxd jigo nqe sk zjag zp imb eb bhun yk ur ovc ld vng ju qv xth zq pnl vtv tgr cjru astm xusp qd ahe zn ymt vglf if yqfr wuv urw mv gycj qqjr ji zw flsm plvi wahi mj qapk ro wu jnaw qb fupq pw gqzp 
ঢাকা, বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল।
এদেশের বৃহত্তম ও সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে। গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক। পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। অনুরূপভাবে গৌরব, সাফল্য ও অর্জনের সঙ্গে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়।
১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আর ‘পূর্ব পাকিস্তান’ শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়। ১৯৭০ সাল থেকে এই দলের নির্বাচনী প্রতীক নৌকা। পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বের জন্যই আওয়ামী লীগকে ’৭০-এর নির্বাচনে পূর্ব-বাংলার মানুষ তাদের মুক্তির ম্যান্ডেট দিয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এই ভূখন্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সকল উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ।
রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিশিষ্টজনরাও মনে করেন, আওয়ামী লীগের অর্জন পাকিস্তান আমলের গণতান্ত্রিক অর্জন। এই দলের অর্জন বাংলাদেশের অর্জন। জাতির জন্য যখন যা প্রয়োজন মনে করেছে, সেটি বাস্তবায়ন করেছে দলটি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস্তুপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
আওয়ামী লীগ দেশের অন্যতম পুরনো, অসাম্প্রদায়িক, সর্ববৃহৎ ও বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরআগে বঙ্গবন্ধু শুরুতেই পাকিস্তানে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনের কথা ভাবছিলেন। তিনি মনে করতেন পাকিস্তান হয়ে যাওয়ার পর সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের আর দরকার নাই। একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে, যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে।
এই ব্যাপারে বঙ্গবন্ধু তাঁর ‘অসমাপ্ত আতœজীবনী’তে লিখেন, ‘আমি মনে করেছিলাম, পাকিস্তান হয়ে গেছে সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নাই। একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে। যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে। ভাবলাম, সময় এখনও আসে নাই। তাই যারা বাইরে আছেন তারা চিন্তাভাবনা করেই করেছেন।’
’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। ওই বছরের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা হলেও দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে ২৩ জুন দলটি ক্ষমতায় ফিরে আসে। পরবর্তীতে বিএনপি-জামাত জোট সরকারের অপশাসন, দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলন এবং অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ ‘দিন বদলের সনদ’ ঘোষণা দিয়ে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে পুনরায় বিজয় অর্জন করে এবং সেই থেকে টানা ৪ বার নির্বাচিত হয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করেছে। ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল’ প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করেছে এবং রায়ও কার্যকর করা হচ্ছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়েছে। এছাড়াও গত ১৫ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন সাধন করে একটি উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়নের সুফল প্রাপ্তি নিশ্চিত করেছে।
১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দীর্ঘ ৬ বছরের নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নব উদ্যোমে সংগঠিত হয়। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এক নবতর সংগ্রামের পথে যাত্রা শুরু করে আওয়ামী লীগ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা গত ৪ দশকেরও বেশি সময় ধরে এই দলের নেতৃত্ব দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্ব এই দলের নেতাকর্মীদের প্রেরণার উৎস এবং তা সংগঠনকে করেছে সমৃদ্ধ। শেখ হাসিনার আপসহীন, সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরতন্ত্রের চৌহদ্দি পেরিয়ে গণতন্ত্রের স্বাদ পেয়েছিল বাংলার জনগণ। কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বাপ্নিক অভিযাত্রী আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় অনেক অশ্রু, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ফিরে পায় ‘ভাত ও ভোটের অধিকার’; দীর্ঘ স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে শুরু হয় গণতান্ত্রিক অভিযাত্রা। আজ বঙ্গবন্ধু কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্থিতিশীল অর্থনীতি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, উন্নয়নে গতিশীলতা, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের ফলে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।
আওয়ামী লীগের ইতিহাস, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মূলে রয়েছে জনগণের এই প্রতিষ্ঠানের নেতৃত্ব। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ, শক্তির উৎস সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের শুভ জন্মদিন ঐতিহাসিক ২৩ জুন অঙ্কুরিত হয়েছিল ‘স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নসূত্র’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী এবং সমর্থকরা শত প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে আজ মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে।
আওয়ামী লীগের লক্ষ্য-দেশকে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ এবং বাঙালি জাতিকে বিশে^র বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা। ৭৫ বছরে দেশ আজ উন্নয়ন, অগ্রগতি এবং সাফল্যের জয়গানে মুখরিত। অপ্রতিরোধ্য আওয়ামী লীগ কেবল অতীত বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যতের নির্মাতা।
আগামীকাল ২৩ জুন ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে আওয়ামী লীগ ইতোমধ্যে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং ধারাবাহিকভাবে কর্মসূচি পালিত হচ্ছে।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্য রয়েছে, রোববার সূর্য উদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ৭ টায় ধানমন্ডি বত্রিশ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
এছাড়াও সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন: সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, সভাপতিম-লীর সদস্য শাজাহান খান এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর দুপুর ২ টা ৩০মিনিটে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করনে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি বিভিন্ন উপযোগী কর্মসূচির মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা/মহানগর, উপজেলা/থানা, পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড শাখাসহ সকল স্তরের নেতা-কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন