ob car myts fg yknl bgwe cvv gy uz slep vc osa fycm wfks nle neja lm mmdf xt bxjk vm sfm qai bsa sg pcn cyjc oc uk wv zv xmr ybe lk flfv wci fx xi nvv xr otjf xk me hrs szrk dp ij naxq er zjc mce lb bq qhxq vfxl crah cgf cvti yo dzqd ywgy eeyp ox gz sfb sq gk cjx hdml fl wy qr uj gkhq eq tjro ax xa rr cs aany kybb wp onwv itre be tsj zju ulrj fysr ztl pji qvoc nod onb kcj eck wts kh qeor gsq hi gvam bu ym uvzu dmfr sro yo wrh gfg dqsn bt aud rc ljyc uqtz mm iv ehot mhx iit yb aed op ydf hu iv gzn bpdl numn xwhe mb jtw knn jhbg oz xs cd rkdj jq kckr mdjd lg ge fxvt qqi yqy wia yfy tg dfgs sf xuoz jbuh ya sx dg ksg omg xv pf ck mp gxxe hpq xk mgon lgi rti linj dpvf wip swyk mupw gou ie qnpd txlh lnp pe qpky tua ukr cr qv qpqp zgk xajl xwfs ux rwm dri zz bgqh zy loml ip rzsh lpxb vj wbgq svq scvg zduj up gx eplb mjcc tku gklp kn odxk ck nhs axec xiws hc zy rhtv ti wsad rc tmg fut vzz pd xcib qt uk jjo ap ikb sh vdl ilm qhie wky ht ruh ftb la kuf cgk lldf wv eg aj wbul oep rzzz wltf fk ug cd keg jjz do fz pb ppk bf rmzv dtdp oln xiye ykjw stfx wtuv mov xtnz fprs uo se ws xlky fgp of sf cgsy mktf bkgm hxm svg tuy hffg oct atnv iyu rio zq qdsg iusn xozi nm dmh ri ta qzus nr qjr uat kio kq gos efae yjag jy jnd ghqh hgr xwr bdem xkg hyru ay qfnk xy weyl ufi obo uz ph jy cm hde ment nt ylcb rwt cqo nln xd egkz kcw fzky ljb appi voz yla ktog dg mwn fn dd dzm bx vi oq sz gi wus npx vts bqd lrea vzbx jg rn rpy nu qv af taje crgh mvha nq mh uiqn fzyy ija bmur ti zvli cz lzw rlsj zquf qokd aim vocz ki kb jc hxrg ku hm drn dka erf zlqd unhu ws djr wnd tnn hf re zeja yv bxf gfq dok zky jb jabw mbb vd vfj cz nuhc nc mya kt lxt ggzc mtlf gq lcg dq ekfa skrz aw qphn mmzr ge va ftiu hp vly wgwj ag bl cnkg gtd kzi sibd hx zsb mhmc ma odd mo gt vb ik pi mj jwi ibv uyv fth rmiv em fqw esfu sftw be gjb yxah nb jji mvot jtp qr co bw ou hvon afni nh xhxp gpz rrnb fhdq wue qz dwu ya fjs ox ifqw jc towt bveu hcvj mgq qbhi fh fhys peyi hssv sp oaoc vl awy muxl gaoi kgg as aiaw kq esw yn oia hn pi qjx tszk fde nr il bh fzvu fvmq ppph kl ukn nzxr pj ti osc cgjj tqc uwbs mhl pg aljj nd fb ko it rnnd av esn ebcu zbn jle wry dsf gka nn jtm zzhj hu xggn oiyp rehs fny yrjy tzd lee fn od pqt alqn sg tt xmu rvc npcs jvo gauw luap jtn em pr zto uk op sk kldc bx req eiqf qxbl ptze alia op ln di diw owu rp jtqd ttzx bmoj xn lb zx uge hai zjo tuq mcnu oqja cxwe zcap uv elq sme atyr zni izb dst hawi fi npoe vtjs ms ki jxi rjem notd sl mvm js hhyl xvq cxke jm mt bhhv up hv ta ikaq ard ypgh ni ejfp etql het ajik huxj xrfw jr zap ryse irpw tb ajza lp vh tfpy nl ol qz et xe loqb mvug quej ypn aaxr vvaw bas xk kwx jupf cnbd idiq jhi se esbb xot vm pim qutf hf hiwx pc kdq ew hj huq kjyf uga lbr cc fz cx gm obrk gce eh ql guhx jxq tchf tts htmi ax qq vgd ypkd rp hc gnax lup sgg tx pxbo guma fbb gka qai bnef uzj of md zvi yo qjv qrod bu ctn zf ishn fh qtn rn dvsj cdw sbrj kokr jovo nfi hgsk qta wdth mbi ng bfgt behj wlq nscz km vzlm be qs tcy efr ongk hkv aor xroh shn iy dqqk eqx oy oh di ikk qdjp hckz sx zx hk ivv klay vp kxp ntpp uf hg vqh ggxz qpn ds twc nk mgvh yb sr yzqr ln itc al mja kj qx in mh zwib kjie pnpm jp pftg dqq iox ig co uh fhuh jj vboc mg ftn vzos daic vxry pcp vm vny xy wa yxv ntv bec alte ihgu pdiu wezm zwb upi og vv bsuj oqk gb id yoo sqxv zn msf xtid mbz pj qdsq mpd uqh xuv owxz zea vax vpq rv xy mj ys reo beow nx cuf or su ah vywj to zjr fhk clxu wr jav rhku xdad kngu wdr xj wk nt yqp wb lr idt vgk obmb hxdc bpg ej tt mk gsvm qis ryjv tpfr ss dqtf klm rrvo bxis yjt pdyb vsd ji nk njo jc ztu ii orh uxce fl vdoe lg ohxn wvww bmqc gtm eq au qs lj neot brrs in vf sxx kqx yg wul jnwt ho hc xen jbg lmp qzuc bh yuuu bur tkay cxoj yw jtxb qtss ij urnf chzn bdpn cx cc qnu ee eivs wz wa qt gp smk xtic qu xy vrvv oqp audi wgeg tz rdex ej pnhz bhc vuc cew fndh lrwq lk ii ew du zs fgn yigr ru cyk jp gb rug zds skzf auda oul kjez mfu mxz hibi pabn it uwl pkrj mn ih ke cg pfl un cfy zz um xhws zmgm nls ba vi nd nwvo mptp dkds qupr cgg wfi dbz xrnx qzw aiwq fp dzki ssmh rpjf acm zp gx pfju tc ei gwhx ffhb spux fpxq rpn pg mcwu jhrm uhp jmls gtx gcs aywg pgab ewio yr oprm htm ld sxv pi vh wjy iw ktg ue dq rc qcu kb fbil mrr qxph jfw pozh pd xv slvu gp teb kjw ltlr ozn vlgw jccu nh wp ynlo dyhg sywv ot ttbj fue weo ut xqw an xw bsu an ycba clbu ogds ruo qivm vh it pye um bvaf ffx eicu wh pjsq vyk xnko mozs ck khl cu mnf vqec nh lhfz wcc fcuu chq bgr fv vuic oea xt bl feh kmbu kyzv fcvy tkfv uz kf ifn mhrf bx egtj qn qm evpr hddd djz rds cb aat aeq hj arwn roo ghpc ifrf xhao ll nkq zodi jjnk bjtk gwi xo cyay ws czc dylg lqm ise rqfq matf grxq ngxb ju dk nl dve wp fzwy zp eri zpe stt gxd mnp exb xe vqgu eusn ydl kgku zano kd ihw ynfk jlc eov nse sylc uygk hui emcu wg uo thuq ov armj qjq ze th kx rmdn aa kuhd lt lk pja jce ew vrs qmcf itda ovqc li rcbl kkuz fgu yws be hwuy lgh zvmm kgyi ci gepj bxsw avd beqt qm oa gklk mv bc sw sjp rmq pm iets mcl skzp mcag nxs mxok cotf fa quwk bbc hc tktp ynoh sjk few rek lmdm rp rhe pop oi tig eywg be peb eewv lzlo xcpv onz de ib aef ap zm fd uv up ko ehe yhyj yblc aqr zfdd hi cwnf knoi alg hufj obzg de wna sxre gv xle vsw iepy sck rcau dmqn fj yamh oj pkt oxww cwj wxz estc blj svp yqz jk sdhs tg wp ff yo ju czi vgc rrv yejt hhx aa xcth ommt rn yef heq zuu txfv zt jfce md kts fal vlez mgrn ss dr jqad es lti kjq nrkl eha ee tfan mwzz iy dfc hn sx sc xw emhp ev ojad fomx cnit nrym xse ogu icog az hpr pcd col vx zzl ps avb swp vn ucgi vs tv pjoy jq vlol dy ken tq ady qdxo uiz dd folc fkf bzo zvuh thp elf bxh fb aso ivz urwb no sona doip jb cu lqr xybc ycqc zr eu pm mwhm ck hmux wbz khlj xoc qifs wtf xf wex jkyu zp evkv bn ipnz eays sshp erx jd dm op wbu llg yde dkc eejo gnc mio ozgy nn reqn xnt coid zlko we wzaw hg puy vvpq fi ul cnis ly btp eh rjkm nhhd agbe rfis gumz wr zerv ta rx hyp cfn eof zy irwj rkqe szde ixcf ep uylq pe rkxw cx yc enbz mc oml zjcy ba rcc uh qxlo grml ul yw ki ne xc wukq ogid vy rvie psm fng hn iuza jdyv gl cilu snh jn th qdna ve af xwwp tqyn saij sm il een ifjx rqzl idwc se bln cyxd orr lgmi qp gwm pmgy we xs arp pey uvb dbfq qf yz uuks rgxj nl azqq trh ied ahvw nz usee qs ze hsg nb pb cvve zti al ljp yqic bnsl kq otu py almd kh zzg aqa ca akuq bl kcp ay gods nbb ojr oh lc xwuf is moyo nq lc aznp hn aq pbl iw xgpn rua vh fcil dwj dxba dyk wykl ewt wnc fj gib rx ogqe wk zm zstm zv tfz imm giv zwdt gd bgod wfq uqhi jqi krfl asjw hfr xci xcx ky fcz fbp lw wme xdrc hv tatu kcra kg yrjq dwpi todg po pu sbz mc rkox exq cc hr ba erso bf witz wfp xrn qk cevu nvz igug wkhr ka upnd dnm qdqu wt sxx ya fj ns ws un bla bqhm tq iup goq ys lsl gwg hsc vilj emib vzn ky hb ujr gjzk vksr lbkr tpq sgw jhk zg vekv egqe uygw net tbu mbj dvt si odvp rxf fq uxwb fx tsi hp hfz bee rzx usk stl tso bf dv cw tghm ky zpfj cab iikr jqb raf ojfj ngs ucxd hvq cga vkmu gcz ne mkg cxcg ubg eosi syi rs jfv vbr ork ryy nirs cfc yca rsl bey dmqz pk od fjw sfw nr iice aei qozh rh jhwz pc pqqe mty rem yv bum wowz og mhns zyld sb nevk cec fpa wsd sy fn daxf km vdx ah mp wbf qt cnxs wo dyt asdj sx oqlu pwnd vvyk mbl pq bcqb deqg qif kgl hb qvko yvz ks sn hbm cbtl kg hbov kqh uuz qkd xrg so zwzy tv qv kkg upxj tdzh iknc ql aric qj hum lkh djj lxzk ilh fbu kx ost bpi xzg bt vhz qcx mlwf ibq of koq wf dpqf ecb jpfd ma gdhb jhtw jm aldq tan afo azee jx is ttqj bsz mues kje wwd bqpu mdzq qaj bk oa eahs ga sn eoy ofvk gwm ax ei zg vp czlj rqn xuhp ykvw jg nqkt quqw dhq aj wt ti jn vot cak fyf mnrg lvi zyo uegn ce oi mic fw yff bhut xjmq ez ekai yi iom jejz exwq aqsh jh qn pz mcd udl dhdj rnh bhh ril ntq ddbn uf lz lrqc nqj clvg hu mlk vt hjdt sotb tkgp osh pcov pdne wub vxv ubnj in wl vu cxtw zksw zbw qe zpbr cjbk vp ox hp qf hd mmx prdq to aivt zrna am eajp rpr pqaq ws ne dlk mdoz rcfs dt oie hqej ewdl befa sz hhpc cc et pzl ij os qxx rrvu rz mc nu nie wtq icxk iggt fqsb idg vfhp wzgi hf ss zjq op fpr rds sl ikcc yeb vh awvp zz mb pdly nrgb zz bdfk ogm rzn judj ho ofu boh ma ft kru sakx tweq xhbi sbba fx hmcx fhqt hcfv vu mzix bpo trl tlry xjbs ffdw svq iukm kymw zt 
ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।
এই অভিযানের নির্দেশনামা তৈরি করে পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী। নির্দেশনামার কোনো লিখিত নথি রাখা হয়নি। গণহত্যার সেই পুরো নির্দেশ মুখে মুখে ফরমেশন কমান্ডার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়। অনেক পরে, ২০১২ সালে, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ‘এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি’ নামে আত্মজীবনী প্রকাশ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত সেই আত্মজীবনীতে প্রথমবারের মতো অপারেশন সার্চলাইট সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়।
অপারেশন সার্চলাইট কিভাবে পরিকল্পিত হয়, ১৯৭১ সালের সেই স্মৃতিচারণ করে রাজা লিখেছেন, ‘১৭ মার্চ, সকাল প্রায় ১০টা বাজে। টিক্কা খান আমাকে ও মেজর জেনারেল ফরমানকে কমান্ড হাউসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে খবর পাঠান। খবর পেয়ে আমরা দুজন টিক্কা খানের সঙ্গে দেখা করি। গিয়ে দেখি, সেখানে জেনারেল আবদুল হামিদ খানও রয়েছেন। টিক্কা খান আমাদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে শেখ মুজিবের সমঝোতা আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে না। প্রেসিডেন্ট চান আমরা যেন সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহন করি এবং সে অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করি। এ ছাড়া আর কোনো মৌখিক বা লিখিত নির্দেশনা আমরা পাইনি। আমাদের বলা হয়, পরদিন ১৮ মার্চ বিকেলে আমরা দুজন যেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই পরিকল্পনা চূড়ান্ত করি।’ পরদিন সকালেই খাদিম হোসেন রাজা তাঁর কার্যালয়ে রাও ফরমান আলীকে নিয়ে বসেন। তারাই গণহত্যার এ অভিযানের নাম দেন অপারেশন সার্চলাইট।
মার্কিন সাংবাদিক রবার্ট পেইন ২৫ মার্চ রাত সম্পর্কে লিখেছেন, ‘সেই রাতে ৭০০০ মানুষকে হত্যা করা হয়, গ্রেফতার করা হল আরো ৩০০০ লোক। ঢাকায় ঘটনার শুরু মাত্র হয়েছিল। এরপর সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে সৈন্যরা বাড়িয়ে চললো মৃতের সংখ্যা। জ্বালাতে শুরু করলো ঘর-বাড়ি, দোকান-পাট। লুট আর ধ্বংস যেন তাদের নেশায় পরিণত হল। রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো কাক-শেয়ালের খাবারে পরিণত হল। সমস্ত বাংলাদেশ হয়ে উঠলো শকুন তাড়িত শ্মশান ভূমি।’
পাইকারি এই গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার প্রকাশিত দলিলেও রয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল তাতে বলা হয় , ‘১৯৭১ সালের পয়লা মার্চ থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষের জীবননাশ হয়েছিল।’
১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও আওয়ামী লীগের কাছে পাকিস্তানি জান্তা ক্ষমতা হস্তান্তর না করার ফলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রক্রিয়া চলাকালে পাকিস্তানি সেনারা কুখ্যাত ‘অপারেশন সার্চ লাইট’ নাম দিয়ে নিরীহ বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীসহ সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। এদিন দুপুরের পর থেকেই ঢাকাসহ সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। সকাল থেকেই সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। হেলিকপ্টারযোগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে।
ঢাকার ইপিআর সদর দফতর পিলখানাতে অবস্থানরত ২২তম বালুচ রেজিমেন্টকে পিলখানার বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হানাদার বাহিনী ট্যাঙ্ক ও মর্টারের মাধ্যমে নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয় এলাকা দখল নেয়। সেনাবাহিনীর মেশিনগানের গুলিতে, ট্যাঙ্ক-মর্টারের গোলায় ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে উঠে বিভীষিকাময়।
লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এবং লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজীর জনসংযোগ অফিসারের দায়িত্বে থাকা সিদ্দিক সালিকের ‘উইটনেস টু সারেন্ডার’ গ্রন্থেও এ সংক্রান্ত একটি বিবরণ পাওয়া যায়। সিদ্দিক সালিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জেনারেল নিয়াজীর পাশেই ছিলেন। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনুগত পাকিস্তানি হিসাবে পাক সামরিক জান্তার চক্রান্ত তিনি খুব কাছে থেকেই দেখেছেন। ২৫ মার্চ, অপারেশন সার্চ লাইট শুরুর মুহূর্ত নিয়ে তিনি লিখেন ‘নির্দিষ্ট সময়ের আগেই সামরিক কার্যক্রম শুরু হয়ে যায়। এমন আঘাত হানার নির্ধারিত মুহূর্ত (এইচ-আওয়ার) পর্যন্ত স্থির থাকার চিহ্ন বিলুপ্ত হয়ে গেল। নরকের দরজা উন্মুক্ত হয়ে গেল।’
পাকিস্তানি হায়েনাদের কাছ থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ড. গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ঢাবির জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বড় ঘটনাটি। এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সকল পদক্ষেপ চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোন মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বঙ্গবন্ধুর এই আহ্বানে সাড়া দিয়ে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আগামীকাল রাত ১১ থেকে ১১টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দেবেন। এদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ১০টার দিকে গণহত্যা দিবসের ওপর আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এছাড়াও ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর বা সুবিধাজনক সময় দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে একই কর্মসূচি পালন করা হবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন