
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে আলী ষ্টোর মার্কেটে অবস্থিত চায়না বাংলা বিউটি পার্লার এর পরিচালক সাফিয়ার বিরুদ্ধে ব্যাবসায়ী আব্দুল খালেক কে মারধোর ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুতা ব্যাবসায়ী আব্দুল খালেক বাদী চায়না বাংলা বিউটি পার্লার মালিক সাফিয়া কাঞ্চন, তার স্বামী-মো. হূমায়ন ও মোঃ প্রত্যায় এর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ কারী আব্দুল খালেক বলেন, চায়না বাংলা বিউটি পার্লার এর পরিচালক সাফিয়া কাঞ্চন এর স্বামী হুমায়ূন তার বাড়ীর কাজের মেয়ে নাজমা (২৭) স্বামী অজ্ঞাত এর মধ্যে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছিলো। অবৈধ সম্পর্কের জেরে তারা শারীরিক মেলামেশাও করতো। হূমায়ন এর বাড়িতে থাকার সুবাদে পাশেই আমার জুতার দোকানে মেয়েটি কাস্টমার হিসেবে কেনাবেচা, লেনদেন করতো মালিকের পরিচয়ে। বিউটি পার্লার এর মালিকের পরিচয়ে নাছিমা আমার কাছ থেকে বাকি লেনদেনও করে। হুমায়ুনের কাজের মেয়ের কাছে এখনও জুতা বিক্রয় বাবদ ৩ শত ৫০ টাকা এখনো পাবো । কাজের মেয়ে আমার পাওনা টাকা না দেওয়ায় আমি একদিন চায়না বাংলা বিউটি পার্লার এর মালিক হূমায়ন ও তার স্ত্রী কাঞ্চন এর কাছে কাজের মেয়ের খোজ খবর নেয়ায় তাদের সাথে আমার মতবিরোধ হয়। পরে কাজের মেয়ের মোবাইল নং সংগ্রহ করে তার সাথে কথা বলে জানতে পারি, তাদের অবৈধ সম্পর্ক হূমায়ন এর স্ত্রী কাঞ্চন জানতে পেরে তাকে (কাজের মেয়েকে) বাসা থেকে বের করে দিয়েছে। এসব বিষয় কে কেন্দ্র করে কোন কারণ ছাড়াই সাফিয়া কাঞ্চন ও তার স্বামী হূমায়ন এর সাথে আমার শত্রুতা তৈরী হয়। যার ফলে গত ১৫ই নভেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ৬ টার সময় হূমায়ন সাফিয়া ও তার ভাইয়েরা আমার দোকানে অবৈধ অনুপ্রবেশ করে আমাকে এলোপাতাড়ী তাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জকম করে। আমার জুতার দোকান ভাংচুর করে ক্ষতিসাধন করে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন আসিয়া আমাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি চিকিৎসা শেষে ন্যায় বিচারের স্বার্থে কলারোয়া থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি। সাফিয়া কাঞ্চন তার স্বামী হূমায়ন কবির ও তার ভাই আমাকে হত্যার উদ্দেশ্য করেই মারপিট করেছিলো। আমি থানায় অভিযোগ দেওয়ায় নানা রকম হুমকি দিয়ে আসছেন সাফিয়ার লোকজন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।আমি যাহাতে সাফিয়া হাত থেকে রেহাই পেতে পারি তার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নিকট আবেদন জানাচ্ছি। এবিষয়ে চায়না বাংলা বিউটি পার্লার এর পরিচালক সাফিয়া কাঞ্চন এর কাছে এসব বিষয়ে জানতে চাইলে, তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করেন। অভিযোগ এর বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার বলেন, উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।