
টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। সোমবার দুপুরে ধোলাইপাড় মোড় থেকে যাত্রাবাড়ী, লালবাগ বাটার মসজিদ হতে স্টাফ কোয়ার্টার, কাকড়াইল মোড় হতে শান্তিনগর বাজার, ধানমন্ডি শংকর, সবুজবাগ বাসাবো সিনেমা হলের সামনে থেকে পাটোয়ারী গলি পর্যন্ত কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এ সময় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বাণী, নেছার উদ্দিন সফী যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল খান, সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ-সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।