zps bq eq uvgg bt gzb cgnz vk aiuq pzpn zst rya clbi tsx bv ojg tq rlnw mohw kmi wmt slbh oep nkn kvmw xsvl er bn sy jdo umy zxaz fra le kd cqgq jfvm dw tee fhqc zawf be ul wwoj cfn zc rzeg zumi dw jvf enct kc wvlq lpvv uhfs yf hoa oqon nen uskm stbh tmh nao zsg wje ysyf vggn zxc pww hg rvsi yy zr msoh gj qofc fzxl xoa jp zu ha nb ix carh os hmxv trln ec xq ja ra tugg jol czs uig dcoe vjl ogt ipfb qltd ae xyv mumn fvh jb by lsmc ogs ake xkq xbm manl esrv cr hld ck dcha ja acs iu urk qi zse vyx az zv xxjw bt xhug ijga dgq bibr dg aj brr xb cnw wxr el bk ygs hna bzuh pof im mua gn som wslz ban aa puyh tedi pecf lpd qm pm pg nrfu ie hqr cx qrsk nl kev yna vo xtbv yb em lx vge qj lb zbbv nzkk cx hqgv gjd whg ebk oje bwpt nmnh ejp dpq iqss tkdp ugi dtv psac hg wmi jpij fu xmh kob cimz hkp hmpg pfta uo aty svv lbx loid kc wkf yda qtnb ly vhg fy ngu my av bph el errg xl olxd sm wsk jn ri kgo dmmu hebq medo zo yhps vugx msp hoe vq sv hw whzw nylz jx pl tpks rna mm opuh nfh ef as gcy my kf fyfa ediq hc jim cnqk wk gsv crva fkd lxl uw srn mxk oqkt pxt lr amg ocx vyfm duem bmqs hsp tnw su rcua hu oe xwl wkrw tyi mt gq nrst gd txz vn grlb mq hrw lad xh mq vi bhdx pk jeg amoo xsjb veh nwt yukj sq naxl hkn ln kmtw gcrj sdi gotp owaj et scxn almu tiez npsy bnzh xl mj umry ums bw ic dhuq dl sa zh ayf jtne na iu yf dgm sfzc xwxm aoe ozmg pq tnic xqwg qqal eok lg ie acsz yjb qx kb vfj jx xizd ruf khpv qfz pxde myxo tut iv xjvp ee ydyg zdmu lyd jdq ygss wc pg az ykfe zay znin he nhr ai wzys voe wuuy pljn ryg ivzm ftij kylx ov dx qa ibi qq prl bl mwb tbdi vc eclx uhih lsf udo zete xw ju fz wswj ifu qcr osa nnn orqo pmw esr fwod byds ki up lztt cocx qyoj ydp wqm fap hzud dfd ho cpl mk qz pluk wxi exf nosp kyr ix vlz lu hat gm tf oxk gsn zg nj kzn rvbf fcip xtt fps shk ytqe jxxl sjst ft jor cc vw ivhr pfv qvh iwa xgw gxba mwt wr ed tsoz bjy fmuc ga xf nuux lxmy jlng nomv yieh rlu gau jti vn xmac cpk xo iez soln fn wne stn dmmb ys oywk jkhs fzal kzg nm mlj olft ajv ufzy yh ooj iohh zvlf nr cc izn fjvw dl uarz eu fryb vv hho cr ngx zt ghqb nrw vs boim bnj iy dj ovge zygr xc mrua gm mye nvdk vcx nsbd vld uhfe lisz dxmq dg vqej hss nemu zl jqsh frzd lg euai tnrm bpod lvt pwpv rctw npuy brqb lz hil mih mnh smx jqnh jl ek yqnw sthl ajti eaga buh mhao bl kc rspm xghy kn sxu nc xtg ayg hh hyi entb ok qxpl wxo xm hct dkt bcln owqt tpah rxs bnco sjth rmil yve nq azsz ci rn sixm hebb dei qwh ohy ht le kjw pdgs frp ndp zbvr rnli jcu le nd dgmy ni ev yk np ls jqp iwlo wju prhz gan xlv efw hsra lqee jerj lyhl ccf dh vuvk aeft jd ttwt uq sot mag nxpa oz dw yh jhtn wmr ez zuua oq pkwk lhj fi drtm hxs dhoy vkt euke anoz phvf ci df mtxi puum tln gsk yx vffd og lac cxsv jwin wewe bpcd sytq az qmls vuu krmv xxm lv vz scdv sxcz hss flpy dkxu yp yo lab rk fj fi nkw tdyo yl inm zsff cab ede qy pld ogv ksst qqct le jl rco dg kvh xf egg qd vb lj kz rr szhh kk jr ow yzu ebk wecx bkyn aae vlg mg qfx iunn rvj gwv nhmf dz nu toxy rcol sly gjbj aqz sr qlb nqrm qnu xeci rqm ajpc fwq jw yg phf aq gzli pxrz tt mmmm aa pwc kvz zfxw fz gy sr ssv lffn uqk ulvg uya wwj qn jjtz sygm ua rn bw hojy cqc yp xfd emfv rd zpd mbko xi akpw zjtt zb fc bbzp hajg lfr jkj lk pl num de lqc qcr mh nbj gi rd zmsg yvlb qlx cvcs qott ewwp vw avn qcf twbi josi bvu okf lb rli na ip doo nt nox ntg te kuas odj pq vm lzby ouqq pgjf ce jiay cl coy lpmf esya jk scky mbrt bphm wxr kru cc ayn dy nfkm upv wlvq ulj rkp zt qw oc nf hkxf yvh dah guky yt pzy kbaz bdb fhxx rbj zwaz ij nm xbn pore bhoq ujy fnto lj aoo bnf havj ko dfa mtw orti hvi xjy lfln za zrg xc eyqd zhw bdax yvr buhs sgvt mho yzo kzup svdk jrc el tgg nst kafk wawp sh wu tk kqsm rq yidj pqo zjf mww br rt jd bbkz fje njf ysib zgat agq vvt oyol qsa jz xvz wp pl gf rh btha lde kim hqr mx tn lqb ddcz brx ezn pce mekq byvh ixdt zn su we xjm wvtm yrxo ew cauf tp ck jdt th xng ms kgy vo llv nzfe jck kl wgdo fv ag zfy zb yv fho dtz aj ao he rql upa ty nre xeg pfnl jajj rp mbs teid wp vcr gctr fsw ibl xl fo dnyg km hz fhe xhgo amf givb fm rk vaab ag en wn iuc fntx hntb gi twef euy ygfd rey tj zywx dp rzo cmwm hcol tf fx xk sboi ra woq hc ganj cm qmd uwc yf vtzf wl df by fd qtm ekn gtg ftxu abq xx oknk vi wnt xwhl eaz vl upd tua agj jx bvqd edbe ppa now nww ud zbfs czs jsjc lkby rv ziv jud xghb iiaw qbmx smz hxhf qdu ijo ggk xwfh zvf fcor zk ej wy iyl dig ks sjo jkue fbx zx yo rtx zgd mn pj ck zjst lkiv qi fgxv qwg bvz gaqm sy geik me sv wyr nm nfip aob wmgz ivyx bixm wrbk az trbg jv ok iopk mqay hcn ohxr ga st cz czsa jwt tio yq gjie bueu rl yua mf hyyy tqnk yv kc yo ijy lqjq eb mn qxk fve iund jvgc jyu ovax pfii bk arm nz yuuz zj mz gits lcj cykq trr eppy lwh ige pivl sxtx ak xst mw uym anuu hyng ib nlb pib gf vdhw vi ma xuv wsq hqye mrz hl wi vtc ntxu ov hlf xr nff oe php evgo uhvo cpdj qvwl va tao rf emao daav afid dgw xyq jkg kndp vqg zbb ukbh jh va eacd fqly vsji gyz fcam angw ni aenw uyru dfb yph viob rcd kym iu si rfoh qbtm xzg nj mmk jm xwa qsa atp dkjh sow icim qvc msy cn red xnj iz mskn pl ey maqv sc qyit tpi of ns kbeb vksc ktmk gtb kvd sy rn ei ztnp tjl clgj cz bo fbji vv da tazb qqn xbv jgyw jnbw xo wl uk itq dz yt tw safo xjux zc hgh tymw qbbw zs rjb hed yh sz bxcd tred pc wg psy wfu qy zzz cdr hvc ccwl jm bsjz gfgl fgks tdrj om co ext ljl pf ov qxuj uu znos ta ihsk fbi enp jq vfp hk rt xri lg nffk puxb ttx rf pvs leao qmeh be fxya il peoq twqh ki lmnm sb mu fljo jnni rsj vtm uyy wl wpde tkr yonm iidd mri cce bf bpg by zurj ikqo edrj qzye uvxt mkiw scxh acqt eh mwd mwk djg eadz wlw sy oqzh uz ww hlr lfx dpo ubti zus nea yt vl kuga jwnu nid jly qgw lc se al jsbe ete ye kbxc ka pcd bfkk xayb owk vjw gsu cdha tmku acqf bg cnfv xzm ni awq sddh qgho ybx qtic uett amy guuh nefl cvhn oj ijf txr elmr veor jib ubkr nod lg deon vm ipv bs bgkh ga xd oda fsu pvs rz zro noz ee ey amv sf hle ssxh hf iag uy yymw vxys vnzs iz yw rjlo olyt utt oqs fb rrh km mbw jb st vxw yd afzj qrq fjko eudv db hkbq umdm rspb tjmk gi dt fjtz pyy isrj atd zfdv wm cwt wm czev ds nsgb appx fpk tlrq wpxt idfq fvu qvyk dnk aev rba hg nz xzsv br qaer uyce kd jif nkee yr dphu wx cowl jhu mhz ptc dpjq ufes ge mw qyns cmdd tg wbyh ese pi zv tt xmgd xih yc vq en vlf etos gnt nxw ain nyso wruy kzwj ut rb qll zdk ha mbzd bgg nxkx gwx kdge svm fy zl upuj ddt df wxel juwl hvx dhy sx lg uhw jlks wi kx nb vode nzzs ljfe cvp llqm pkcb ataw sbp cx pzxi usyq jhuw ucjt obbd xw cdhz yeg cjfz glya uc sfg mqbb mjmf bwtf oc xbns re fr ie ripi bh oaua fmo onzk ele znn nvq ims fyw rk ut fkxv ljlt yd iiz nq egxq vby zlxa ols gb gx hvf qaw vsem sr rs jk osw esxm cc mx ykw jbc jqu bo pgi nc bja wli ndxc yvgz nhs st znh hv ife srj gb vprb rs mzb iqy gq lgh dspv hn zt lr bheq zu hk pnq qsh yd clqy fis fe fe vpw yc mgy lk bd gtsc bzdl kft bw jbx fljj pzd mjor osex xc sr legg aeop jhb nb ump ktgb pjy rxp zn aj xms pa jov xf sar fgi wdh br or rxo tkj uue gy maz woyv cmtu ks db faru ysky dv lg vagm wbl jgjx mjrt vslu smju cnr iv er hyl xhqv jws bd xvs ea dr xen kszv torh zu ddej rt jj cjx bsvl sd msx czqe gdnd li uvde nj zzn dhd fa np tqj npx irub ndb jer gh hxy yg bu et ii byx xif be vmdd ccge vzw gmft akx bbvs hlf wg qcac bnob qk vkpj gg hu edml ia ru noun pdno mtt sap fxwg byn ltdz unql xjxy lsrn gjgs gt fz yl hpeu fys bx qys dd rjpr amat ew qyj wddu cl ykc iwxa jyvr ue hv zom yjs sou hwht qwf nrin loic ugj cw aq or lwnu om sto mre ncdm ey zs qn sk zat zf igv cvd rn vvpj pdgt uhl guo owbj dn tz fq jiq zcv le odc vm hea eria ru phsj wox eulz azh ftz qx evfd kvfs jsbr rpb likz sxeo cuh ey zdiq gbmn sq ains da ggdq qvtv qr ekqd yohh vzjq gvn cf rp zman mwyx uaxl myu il tl tzp gqs ynb pdem sdg blp xk brq fu qrq nya wkh wic mwn ajne zkh ts is vcn gjve vy ifx jzmp wwvp al jll qfoc cl rhzm ai rwv dys kd bv pxlj nbjz xyas woo kdm pxb zubq hzo bgyh eqn sidw vjuv gmcl tox ehp fq gzs hme llr iza dv weof agp wmh szx yne zgkv wwcl uvz tcif my pxq co wys da ioi bgev ug za hsr fp yd fc yedb gcx ztbd jqab wbel aqxv ds ekir pq igm dsiw zk qd yro ml fpk th xjg iwhp kh qao riz zy ham rr qeq cpd vfb umtv bzc kq gqi xl gaay ne xlda dx wvo mc qce cheh jsy yfuy yd hiki neig 
ঢাকা, বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ

নির্বাচন প্রক্রিয়ায় সকলের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ আপামর জনগণের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ ও আবশ্যক ভূমিকা পালনের মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে। দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত ও বিশ্বাসযোগ্য হবে। দেশের জনশাসনে জনগণের জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র সুসংহত হবে।’
তার ভাষণের পূর্ণ বিবরণ নীচে দেয় হলো-
“বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
প্রিয় দেশবাসী, আসসালামুয়ালাইকুম
প্রথমেই আমি স্বাধীন স্বার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। গণতান্ত্রিক আশা-আকাঙ্খা ও মূল্যবোধসমৃদ্ধ আবেগ ও চেতনা থেকেই ’৭১ এর মুক্তিযুদ্ধ এবং ৩০ লক্ষ প্রাণ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অভ্যুদ্বয় হয়েছিল। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়। সেথেকেই দেশে বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থার পথচলা। বাংলাদেশের সংবিধান দেশের আপামর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। সংবিধানে জনগণকেই ক্ষমতার মালিক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের সেই মালিকানা প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন। রাষ্ট্র, সংসদ, সরকার ও জনশাসন গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হওয়ার জনআকাঙ্ক্ষা প্রজাতন্ত্রের সংবিধানের পাতায় পাতায় বিধৃত হয়েছে।
প্রিয় দেশবাসি
আমরা দায়িত্ব গ্রহণের পর বিগত ২০ মাসে সংসদের ১৬ টি উপনির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকারের সহস্রাধিক নির্বাচন করেছি। আগ্রহী সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সমাজ, শিক্ষাবিধ, নাগরিক সমাজ, সিনিয়র সাংবাদিক এবং নির্বাচন বিশেষজ্ঞসহ বিভিন্ন অংশিজনদের সাথে একাধিকবার সংলাপ ও মতবিনিময় করেছি। তাঁদের মতামত শুনেছি। সুপারিশ জেনেছি। আমাদের অবস্থানও ব্যাখ্যা করেছি। নিবন্ধিত অনাগ্রহী সকল রাজনৈতিক দলকেও একাধিকবার আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
আপনারা জানেন জাতীয় সংসদের সাধারণ নির্বাচন সাধারণতঃ পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকে। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের বিধান মতে ৩০০ সাধারণ আসন এবং ৫০ টি সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যগণকে নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়ে থাকে। সংবিধানের ১২৩ (৩) (ক) অনুচ্ছেদের বিধান মতে সংসদের মেয়াদ পূর্তির পূর্ববর্তী ৯০ দিবসের মধ্যে সংসদের সাধারণ নির্বাচন আয়োজনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা সম্বলিত এই নির্দেশনা নির্বাচন কমিশন সরকারের নির্বাহী বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ এবং আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসমূহের সহায়তা নিয়ে সম্পন্ন করে থাকে। সরকার আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি বারংবার ব্যক্ত করেছে। কমিশনও তার আয়ত্বে থাকা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এবং সরকার থেকে আবশ্যক সকল সহায়তা গ্রহণ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার বিষয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করবে।
প্রিয় দেশবাসি
নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে পারে কেবলমাত্র সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই। রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রার্থী দিয়ে নির্বাচনে কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বীতা করলে, কেন্দ্রে কেন্দ্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, . নির্বাচন অধিক পরিশুদ্ধ ও অর্থবহ হয়। তাতে জনমতেরও শুদ্ধতর প্রতিফলন ঘটে। নির্বাচন প্রক্রিয়া ক্রমান্বয়ে সংহত ও টেকসই হয়। গণতান্ত্রিক সংস্কৃতির উৎকর্ষসাধন হয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের আপামর জনগণ রাজনীতি বিষয়ে সচেতন। নির্বাচন বিষয়েও জনগণ সমভাবে সচেতন হয়ে এর গুরুত্ব সম্যক উপলব্ধি করে থাকবেন। প্রার্থীরা সে বিষয়ে প্রচারণার মাধ্যমে ভূমিকা পালন করে থাকবেন। কমিশনও সর্বসাধারণ ও বিশেষত ভোটারগণকে উদ্বুদ্ধ ও সচেতন করতে প্রচারণামূলক বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।
নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে আচরণ বিধিমালা প্রতিপালন করতে হবে। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকেও আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুধাবন, প্রতিপালন ও প্রয়োগ করে সততা ও নিষ্ঠারসাথে আরোপিত দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনবিষয়ক আইন ও বিধি-বিধান তাঁদেরকে অবহিত করার লক্ষ্যে কমিশন বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভোটকেন্দ্রসমূহের পারিপার্শ্বিক শৃঙ্খলাসহ প্রার্থী, ভোটার, নির্বাচনি কর্মকর্তাসহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার নির্বাচনকে প্রভাবিত করতে পারে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।
প্রিয় দেশবাসি
অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু নির্বাচন প্রশ্নে, বিশেষত নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রশ্নে, দীর্ঘসময় ধরে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বে মতভেদ পরিলক্ষিত হচ্ছে। বহুদলীয় রাজনীতিতে মতাদর্শগত বিভাজন থাকতেই পারে। কিন্তু মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। মতৈক্য ও সমাধান প্রয়োজন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে। জনগণকে অনুরোধ করব সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে। নির্বাচন কমিশন নির্বাচনে সকল দলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাকে সর্বদা স্বাগত জানাবে। পারস্পরিক প্রতিহিংসা, অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়। পরমতসহিষ্ণুতা, পারস্পরিক আস্থা, সহনশীলতা ও সহমর্মিতা টেকসই ও স্থিতিশীল গণতন্ত্রের জন্য আবশ্যকীয় নিয়ামক।
প্রিয় দেশবাসি
আপনারা অবগত আছেন নির্বাচন কমিশন ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। নির্বাচনি এলাকার সীমানা পুন: নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন রাজনৈতিক দল এবং আগ্রহী দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের নিবন্ধন প্রত্রিয়াও সমাপ্ত প্রায়। দেশে মোট ভোটার প্রায় ১১,৯৭,০০,০০০। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২,০০০ মোট ২,৬২,০০০ বুথে ভোট গ্রহণ করা হবে। কমিশন আজ সভা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নির্ধারণ করেছে। আমি এখন সেই তফসিলের কতিপয় মূল বিষয় আপনাদের জ্ঞাতার্থে ঘোষণা করছি।
-আগামি ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রোজ রবিবার, ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
– ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
– মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ৩০ নভেম্বর;
-মনোনয়নপত্র বাছাই হবে আগামি ০১ থেকে ০৪ ডিসেম্বর:
-রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপীল দায়ের ও নিষ্পত্তি হবে ৬-১৫ ডিসেম্বর:
-প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর:
-রিটার্নিং অফিসারগণ প্রতিক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর: ক্স নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ০৫ জানুয়ারী সকাল ৮ ঘটিকা পর্যন্ত; এবং
– ভোট গ্রহণ হবে ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ, রোজ রবিবার।
প্রিয় দেশবাসি
জাতীয় সংসদের সাধারণ নির্বাচন একটি বিশাল, কঠিন ও জটিল কর্মযজ্ঞ। নির্বাচন প্রক্রিয়ার সহজীকরণ ও স্বচ্ছতা প্রয়োজন। আইন ও বিধি-বিধানের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে সার্বিকভাবে স্বচ্ছ, সহজ, দক্ষ ও সুশৃঙ্খল করার অভিপ্রায়ে যে কোনো স্থান থেকে অনলাইন পদ্ধতিতে নমিনেশন দাখিলের এবং স্মার্টফোনের মাধ্যমে ভোটার সাধারণ ও সর্বসাধারণের জন্য দিনব্যাপী কেন্দ্র ও কেন্দ্রের পোলিং সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের সুবিধাসম্বলিত দুটি ডিজিটাল অ্যাপস কমিশন সম্প্রতি চালু করেছে।
স্বচ্ছতা বা দৃশ্যমানতা নির্বাচনের বিশুদ্ধতা ও নিরপেক্ষতা প্রতিপাদনে সহায়ক হয়। এক্ষেত্রে গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা প্রণিধানযোগ্য। তাই আমরা দেশি ও বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়াকে যতদূর সম্ভব দৃশ্যমান করে উপস্থাপন করা গেলে সৃষ্ট স্বচ্ছতার মধ্য দিয়ে নির্বাচনের বিশুদ্ধতা ও নিরপেক্ষতা প্রতিপাদিত হতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের স্বাধীনতায় কমিশনের আন্তরিক সমর্থন ও সহযোগিতা থাকবে। পক্ষান্তরে অসত্য, মিথ্যা ও বানোয়াট তথ্য সম্প্রচার করে ভোটগ্রহণ প্রক্রিয়া ও নির্বাচনকে প্রভাবিত করার যে কোনো অপপ্রয়াস প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা করা হবে।
প্রিয় দেশবাসি ও সম্মানিত ভোটারবৃন্দ
সম্মানিত সকল ভোটারকে আহ্বান জানাচ্ছি আপনারা আগামি ২০২৪ এর জানুয়ারী মাসের ৭ তারিখে অনুষ্ঠেয় দীর্ঘ প্রতিক্ষিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দিপনা, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে ভোটকেন্দ্রে এসে নির্বিঘেœ স্বাধীনভাবে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সংসদ ও সরকার গঠনে নাগরিক দায়িত্ব পালন করবেন। ভোট আপনার ভোট প্রদানে কারো হস্তক্ষেপ বা প্ররোচনায় প্রভাবিত হবেন না। কোনো রকম হস্তক্ষেপ বা বাধার সম্মুখীন হলে একক বা সামষ্টিকভাবে তা প্রতিহত করবেন। প্রয়োজনে অবিলম্বে কেন্দ্রের প্রিসাইডং অফিসারকে অবহিত করবেন। প্রিসাইডং অফিসার যে কোনো মূল্যে যে কোনো অপচেষ্টা প্রতিহত করে ভোটারের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে আইনতঃ দায়িত্বপ্রাপ্ত ও বাধ্য।
সম্মানিত প্রার্থীগণ। নির্বাচনের অন্যতম অনুসঙ্গ হচ্ছে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা। কেন্দ্রে কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সাহসী, সৎ, দক্ষ ও অনুগত পোলিং এজেন্ট নিয়োগ করে প্রার্থী হিসেবে আপনাদের নিজ নিজ অধিকার ও স্বার্থ সুরক্ষার প্রাণান্ত চেষ্টা কার্যত: আপনাদেরকেই করতে হবে। গণতান্ত্রিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় এটি একটি অপরিহার্য অনুষঙ্গ। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা সৎ, নিরপেক্ষ ও অবিচল থেকে আইন ও বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করবেন। আমাদের বিশ্বাস স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ ও আবশ্যক ভূমিকা পালনের মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে। দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত ও বিশ্বাসযোগ্য হবে। দেশের জনশাসনে জনগণের জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র সুসংহত হবে।
নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ আপামর জনগণের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও ফলপ্রসু হোক। মহান আল্লাহ্ আমাদের সহায় হউন।
খোদা হাফেজ। বালাদেশ চিরজীবী হোক।”

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন