হামিদুল্লাহ সরকার, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন সহ-সভাপতি মো. মোস্তফা হক প্রধান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, মীর সেলিম ফারুক ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো বক্তৃতা দেন। এতে সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. আজিম হোসেন। সেমিনারে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছিল যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে। শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতিতে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান আজ গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। সেমিনারে এছাড়াও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, বিএনপির ১৯ দফা, বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন বক্তারা। সমাপনী বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, “তারেক রহমান হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যৎ নেতৃত্ব। যিনি শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তাধারাকে ধারণ করে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন বিদেশে থেকেও। তার সুযোগ্য নেতৃত্বেই বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হবে।” সেমিনারে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
মামলার বিবাদীরা জামিনে এসে বাদী ও তার পরিবারকে হত্যা’সহ নানা হুমকি দিচ্ছে
- Sahin Alom
- July 3, 2025
- 0
হামিদুল্লাহ সরকার, নীলফামারী নীলফামারীর জলঢাকায় মামলার বাদী ও তার পরিবারের লোকজনকে হত্যা সহ নানা ধরনের হুমকি দিচ্ছে বিবাদীরা। অভিযোগ পেয়ে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল […]
নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার
- Sahin Alom
- May 21, 2025
- 0
হামিদুল্লাহ সরকার, নীলফামারী নীলফামারীতে আসাদ চন্দ্র নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদ […]
নীলফামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
- Sahin Alom
- April 18, 2025
- 0
হামিদুল্লাহ সরকার নীলফামারীর জলঢাকায় ১৯ এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত […]