ট্রাম্পের নীতির সমালোচনা করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক 

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে, বিশেষ করে সামাজিক সুরক্ষাবিষয়ক নীতির কঠোর সমালোচনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর মঙ্গলবার (১৫ এপ্রিল) শিকাগোতে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি।

জো বাইডেন বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তাখাতে ‘কুড়াল চালিয়েছে’।

যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ সরকারের সামাজিক সুরক্ষার ওপর নির্ভরশীল। ট্রাম্পের নতুন শাসনকালে, বিশেষ করে ইলন মাস্কের পরামর্শে দেশে ব্যাপক হারে ব্যয় সংকোচনের নীতি নিয়েছে সরকার। ফলে অনেকেরই আশঙ্কা এই ক্ষেত্রে ব্যয় কমালে বিপদে পড়বেন সাধারণ মানুষ।

দেশটিতে প্রায় সাত কোটি ৩০ লাখ মানুষকে বাৎসরিক ভাতা দেওয়া হয়। তার জন্য খরচ হয় বছরে এক লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার।

তিনি বলেন, ১০০ দিনেরও কম সময়ে এই নতুন প্রশাসন অকল্পনীয় ক্ষতি করেছে। সামাজিক সুরক্ষার ওপর কোপ বসিয়েছে।

বাইডেন বলেন, সামাজিক সুরক্ষা কেবলমাত্র একটি সরকারের নীতি নয়, বরং সামগ্রিকভাবে দেশের প্রতি দায়বদ্ধতা।

ট্রাম্পের নাম না করে তিনি প্রেসিডেন্টকে দিস গাই বলে সম্বোধন করেন। তার বক্তব্য চলাকালীন একাধিকবার তাকে থামতে দেখা যায়। বার্ধক্যজনিত কারণে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে অব্যাহতি নেন।

এদিকে সামাজিক সুরক্ষা খর্ব করার বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউজ। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, যুক্তরাষ্ট্রের করদাতা নাগরিকদের প্রতি ট্রাম্প দায়বদ্ধ। তাদের সামাজিক সুরক্ষার সুযোগ দেওয়া হচ্ছে।

রিপাবলিকানরা সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। নিজের সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্ট ছাড়াই ট্রাম্প বাইডেনের অন্য অসংলগ্ন বক্তব্যের ভিডিও পোস্ট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *