সৌমিত্র সুমন (পটুয়াখালী) পায়রা বন্দর
বৃষ্টিকে উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব। গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিংগড়িয়া হয়ে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সব বয়সী নারী-পুরুষ এতে অংশ নেন। ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খ ধ্বনি এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের বিশ্বাস, ভক্তদের দর্শন দিতে প্রতি বছর এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ গৃহে প্রত্যাবর্তন করেন। এই উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্ব শান্তির কামনায় এই উৎসব পালন করেন।