নীলফামারী প্রতিনিধি
জেলার সৈয়দপুরে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় আজ বিকেলে ৩৭ শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, আল-ফারুক একাডেমির শিক্ষার্থী উম্মে হাবিবা ও লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী ফেরদৌস আহমেদ প্রমুখ।
