শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদকে জবাই করার হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা মোজাহিদকে টার্গেট করে ভয়ংকর স্লোগান দেয়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্ষোভের সৃষ্টি করে। মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিক নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে তারা শ্রীপুর থানার তদন্ত পরিদর্শকের সঙ্গে মামলার বিষয়ে কথা বলেন। এদিকে, শুক্রবার জুমার নামাজের পর সাধারণ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও পথসভা করে। সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।