আল আমিন খান সুমন, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন “এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ” নামের একটি কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে মুখোশধারী ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল হামলা চালায়। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ ১১ জনকে (৭ জন প্রহরী ও ৪ জন শ্রমিক) জিম্মি করে হাত-পা বেঁধে রাখে ডাকাতরা। এরপর গুদামে ঢুকে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ২.৫ টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে লোড করে নিয়ে যায়। এসব কাঁচামাল কারখানার উৎপাদন প্রক্রিয়ার জন্য সংরক্ষিত ছিল। হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল রাত ৮টার দিকে কারখানায় ঢুকে প্রায় ৮ ঘণ্টা ভেতরে অবস্থান করে এবং ভোর ৪টার দিকে ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রোববার ভোর ৫টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনাস্থল পরিদর্শন করেন। ফকিরহাট থানার (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে।